Thursday, November 15, 2012

বহুনির্বাচনী প্রশ্ন (যোগ্যতাভিত্তিক)

বহুনির্বাচনী প্রশ্ন (যোগ্যতাভিত্তিক)
সঠিক উত্তরটি খাতায় লেখ :
প্রশ্ন :শহরে নিজ এলাকা বলতে কী বোঝায়?
(ক) মহল্লা (খ) ইউনিয়ন
(গ) গ্রাম (ঘ) থানা
উত্তর : (ক) মহল্লা
প্রশ্ন :আমাদের শ্বাস-প্রশ্বাসের জন্য প্রয়োজনীয় অক্সিজেন আমরা কোথা থেকে পেয়ে থাকি?
(ক) গাছ (খ) পানি
গ) আলো (ঘ) অন্ধকার
উত্তর : (ক) গাছ
প্রশ্ন :রোহনরা তাদের এলাকার বিভিন্ন জায়গায় গাছ লাগানোর পরিকল্পনা গ্রহণ করলো। এই গাছপালা লাগানোকে কী বলা যেতে পারে?
(ক) রাস্তাঘাট সংস্কার (খ) নদী ভাঙন রোধ (গ) পুকুর সংস্কার (ঘ) সামাজিক বনায়ন
উত্তর : (ঘ) সামাজিক বনায়ন
প্রশ্ন :কোথাকার পানি নিরাপদ?
(ক) খালের (খ) পুকুরের
(গ) গভীর নলকূপের (ঘ) বিলের
উত্তর : (গ) গভীর নলকূপের
প্রশ্ন :নলকূপের গোড়া অপরিচ্ছন্ন থাকলে পানি কী হতে পারে?
(ক) বিষাক্ত (খ) দূষিত
(গ) লবণাক্ত (ঘ) আর্সেনিকযুক্ত
উত্তর : (খ) দূষিত
প্রশ্ন :টিউবওয়েলের আর্সেনিকযুক্ত পানি দীর্ঘদিন পান করলে নিম্নের কোন রোগগুলো হতে পারে?
(ক) ডায়রিয়া ও কলেরা
(খ) চর্মরোগ ও ক্যান্সার
(গ) সর্দি ও কাশি
(ঘ) যক্ষ্মা ও ফুসফুসের রোগ
উত্তর : (খ) চর্মরোগ ও ক্যান্সার
প্রশ্ন :বিভিন্ন এলাকায় উৎপাদনের মাধ্যমে দরিদ্র লোকজনকে স্বনির্ভর করে গড়ে তোলার জন্য সরকারের কোন বিভাগ প্রশিক্ষণ দিয়ে থাকে?
(ক) শিল্প বিভাগ (খ) শিক্ষা বিভাগ
(গ) কৃষি বিভাগ (ঘ) যোগাযোগ বিভাগ
উত্তর : (গ) কৃষি বিভাগ
প্রশ্ন :কাব দল কোথায় রয়েছে?
(ক) বিশ্ববিদ্যালয়ে
(খ) মেডিকেল কলেজে
(গ) কৃষি বিশ্ববিদ্যালয়ে
(ঘ) বিদ্যালয়ে
উত্তর : (ঘ) বিদ্যালয়ে
প্রশ্ন :রাষ্ট্রীয় সম্পদকে কোন সম্পদ বলা হয়?
(ক) ব্যক্তিগত সম্পদ (খ) পারিবারিক সম্পদ
(গ) জনসম্পদ (ঘ) আন্তর্জাতিক সম্পদ
উত্তর : (গ) জনসম্পদ
প্রশ্ন :তুমি তোমার এক আত্মীয়ের বাসায় বেড়াতে যেয়ে দেখলে রান্নাঘরে গ্যাসের চুলা জ্বালানো রয়েছে, অথচ চুলায় কিছু রান্না হচ্ছে না। এক্ষেত্রে তুমি কী করবে?
(ক) বিষয়টি এড়িয়ে যাবে (খ) চুলা নিভিয়ে দিতে বলবে
(গ) চুলা জ্বালিয়ে রাখতে উৎসাহিত করবে (ঘ) বাসায় এসে মাকে চুলা জ্বালিয়ে রাখতে বলবে
উত্তর : (খ) চুলা নিভিয়ে দিতে বলবে
প্রশ্ন :গ্রামের বাড়ি থেকে তোমার এক আত্মীয় তোমাদের বাসায় এসে অসুস্থ হয়ে পড়লেন। এক্ষেত্রে করণীয় কী?
(ক) বাড়ি থেকে অসুস্থ আত্মীয়কে বের করে দেওয়া
(খ) অসুস্থ আত্মীয়কে গ্রামে পাঠিয়ে দেওয়া
(গ) অসুস্থ আত্মীয়ের সেবা করে সুস্থ করে তোলা
(ঘ) অসুস্থ আত্মীয়কে প্রতিবেশীর বাসায় পাঠিয়ে দেওয়া
উত্তর : (গ) অসুস্থ আত্মীয়ের সেবা করে সুস্থ করে তোলা
প্রশ্ন :স্কুলে তুমি সবার সাথে ভাল আচরণ কর। তোমার এই ভাল আচরণকে কী বলা হবে?
(ক) সময়ানুবর্তিতা (খ) সত্যবাদিতা
(গ) নিয়মানুবর্তিতা (ঘ) সদাচরণ
উত্তর : (ঘ) সদাচরণ

No comments:

Post a Comment

Composition on Female Education in Bangladesh for Examination

  Female Education in Bangladesh Education is a light to which everybody has the equal right. Education is the backbone of a nation. The ...