সময় : ২ ঘণ্টা, পূর্ণমান ১০০
[ডান পাশে দেয়া নম্বর প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। প্রয়োজনে চিত্র অঙ্কন করতে হবে]
১। নিচের প্রতিটি প্রশ্নের চারটি করে উত্তর দেয়া আছে। শুদ্ধ উত্তরটি খাতায় লিখ : ১´ ১০=১০
(ক) রেডিও টেলিভিশনে কিভাবে তথ্য প্রবাহ হয়?
(১) একমুখী (২) উভয়মুখী
(৩) বহুমুখী (৪) কোনোটাই নয়
(খ) চাঁদ, সূর্য, তারা এগুলো এক নামে কী বলে পরিচিত?
(১) গ্রহ (২) নক্ষত্র (৩) জ্যোতিষ্ক (৪) নীহারিকা
(গ) কম্পিউটারের যে অংশে তথ্য প্রক্রিয়া করে তাকে কী বলে?
(১) কি বোর্ড (২) মেমোরি
(৩) মাইক্রো প্রসেসর (৪) মনিটর
(ঘ) ফুটবল খেলতে গিয়ে দেখলে বলটি চুপসে গেছে। এ ক্ষেত্রে নিচের কোন কাজটি করা দরকার?
(১) খেলা বন্ধ করে দেয়া (২) বলটি বাদ দেয়া
(৩) বলটির ব্লাডারে বায়ু দেয়া (৪) নতুন বল কেনা
(ঙ) নিচের কোন বস্তুটি চুম্বককে আকর্ষণ করে?
(১) নিকেল (২) তামা (৩) সোনা (৪) লোহা
(চ) ব্যারোমিটার থেকে যদি দেখা যায়, বায়ুচাপ ক্রমেই বাড়ছে, এ থেকে বলা যায়Ñ
(১) বৃষ্টিপাত কয়েক দিন চলতে পারে
(২) বৃষ্টিপাত দীর্ঘস্থায়ী হবে (৩) বৃষ্টিপাতের সম্ভাবনা কম (৪) জলীয়বাষ্প ক্রমেই বাড়ছে
(ছ) নিচের কোন খাবারগুলোতে প্রচুর ভিটামিন ‘এ’ পাওয়া যায়?
(১) ডিম ও দুধ (২) চিনি ও সুজি
(৩) মলা ও ঢেলা মাছ (৪) আমলকী ও টমেটো
(জ) পানির মাধ্যমে যে রোগটি ছড়ায় তা শনাক্ত করোÑ
(১) যক্ষ্মা (২) ম্যালেরিয়া (৩) ডেঙ্গু (৪) জন্ডিস
(ঝ) বিদ্যালয় মাঠে খেলতে গিয়ে তোমার বন্ধু রাশেদ পায়ে ব্যথা পেয়েছে। তাৎক্ষণিক তুমি কী করবে?
(১) চিৎকার করে সবাইকে ডাকব (২) আহত স্থানে মালিশ করব (৩) প্রধান শিক্ষককে অবহিত করব
(৪) ঠাণ্ডা পানির পট্টি দেবো।
(ঞ) তোমাদের বসার ঘরে মেহমান ছিল বলে বৈদ্যুতিক পাখা চলছিল। মেহমান চলে যাওয়ার পর তোমরা ভেতরের কক্ষে চলে গেলে। ভেতরে যাওয়ার আগে তোমার কাজ কী হবে?
(১) পাখার গতি কমিয়ে দেবো
(২) পাখার সুইচ অফ করব (৩) মেইন সুইচ অফ করে দেবো (৪) কিছুই করব না।
২। নিচের প্রতিটি বাক্য উত্তরপত্রে লিখে শূন্যস্থানে সঠিক তথ্যটি বসাও এবং তথ্যটির নিচে দাগ দাও : ২ ´ ৫=১০
ক) ফার্ন সাধারণত … স্থানে জন্মে।
খ) কাশফুল … বৈশিষ্ট্য।
গ) মেরুদণ্ডী প্রাণীদের … শ্রেণীতে ভাগ করা যায়।
ঘ) বাতজ্বর আমাদের দেশের একটা … রোগ।
ঙ) বর্তমানে আবিষ্কৃত মোট মৌলিক পদার্থের সংখ্যা … টি।
৩। নিচের বাক্যগুলো উত্তরপত্রে লেখ। যে বাক্যটি সঠিক সেটির ডান পাশে ‘শুদ্ধ’ এবং যেটি সঠিক নয়, সেটির ডান পাশে ‘অশুদ্ধ’ লিখ : ২ ´ ৫=১০
ক) নতুন পৃথিবী আসলে তথ্যপ্রযুক্তির পৃথিবী।
খ) ছায়াপথের একটি বিস্ময় হচ্ছে ধূমকেতু।
গ) ২১ জুন ও ২২ ডিসেম্বর দিনরাত সমান হয়।
ঘ) আবহাওয়ার পরিবর্তন হতে অনেক বছর সময় লেগে যায়।
ঙ) পৃথিবীর সব জায়গায় সূর্যতাপ সমানভাবে পড়ে না।
৪। বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল করো এবং উত্তরপত্রে লিখ : ২´ ৪=৮
৫। সংক্ষিপ্ত উত্তর দাও (যে কোন দশটি) : ৩´ ১০=৩০
(ক) সপুষ্পক ও অপুষ্পক উদ্ভিদের তিনটি পার্থক্য লিখ।
(খ) চুম্বকের মেরু কয়টি ও কী কী? চুম্বকের দুইটি ব্যবহার লিখ।
(গ) আবহাওয়া ও জলবায়ুর তিনটি পার্থক্য লিখ।
(ঘ) রিমোট কট্রোলের তিনটি ব্যবহার লিখ।
(ঙ) পরিবেশ দূষণের তিনটি কারণ লিখ।
(চ) কঠিন, তরল ও বায়বীয় পদার্থের তিনটি করে উদাহরণ দাও।
(ছ) ধাতুর বৈশিষ্ট্য কী কী?
(জ) কোন ধরনের প্রাণীকে সরীসৃপ বলে? উদাহরণ দাও।
(ঝ) বায়ুপ্রবাহ, কী? বায়ুপ্রবাহ আমাদের কী কাজে লাগে?
(ঞ) গ্রীষ্মকালীন, বর্ষাকালীন ও শীতকালীন ফলের তিনটি করে উদাহরণ দাও।
(ট) আলোর চারটি উৎসের নাম লিখ। স্বচ্ছ ও অস্বচ্ছ পদার্থের উদাহরণ দাও।
(ঠ) বিজ্ঞান ও প্রযুক্তির মধ্যে পার্থক্য কী কী?
৬। যেকোনো চারটি প্রশ্নের উত্তর দাও : ৮´৪=৩২
(ক) উভচর প্রাণী বলতে কী বুঝ? ব্যাঙকে কেন উভচর প্রাণী বলা হয়? ব্যাঙের বৈশিষ্ট্যগুলো লিখ।
(খ) পানিবাহিত রোগ কাকে বলে? তিনটি পানিবাহিত রোগের নাম লেখ। জন্ডিস রোগের লক্ষণ ও রোগীর পরিচর্যাগুলো লিখ।
(গ) তড়িতাহত বলতে কী বুঝ? তড়িতাহত ব্যক্তিকে বিদ্যুতায়িত বস্তু থেকে আলাদা করার উপায়গুলো কী কী?
(ঘ) কোনো স্থানে তিন সেন্টিমিটার বৃষ্টিপাত হয়েছে বলতে কী বোঝায়? চিত্রসহ বৃষ্টিমাপক যন্ত্রের বর্ণনা দাও।
(ঙ) জনসংখ্যার ঘনত্ব বলতে কী বোঝায়? জনসংখ্যা বাড়ার ফলে খাদ্য, আশ্রয় ও চিকিৎসার ওপর কী প্রভাব পড়ছে? বর্ণনা করো।
(চ) লোডশেডিং কী? বিদ্যুৎশক্তির অপচয় কিভাবে রোধ করা যায়?
[ডান পাশে দেয়া নম্বর প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। প্রয়োজনে চিত্র অঙ্কন করতে হবে]
১। নিচের প্রতিটি প্রশ্নের চারটি করে উত্তর দেয়া আছে। শুদ্ধ উত্তরটি খাতায় লিখ : ১´ ১০=১০
(ক) রেডিও টেলিভিশনে কিভাবে তথ্য প্রবাহ হয়?
(১) একমুখী (২) উভয়মুখী
(৩) বহুমুখী (৪) কোনোটাই নয়
(খ) চাঁদ, সূর্য, তারা এগুলো এক নামে কী বলে পরিচিত?
(১) গ্রহ (২) নক্ষত্র (৩) জ্যোতিষ্ক (৪) নীহারিকা
(গ) কম্পিউটারের যে অংশে তথ্য প্রক্রিয়া করে তাকে কী বলে?
(১) কি বোর্ড (২) মেমোরি
(৩) মাইক্রো প্রসেসর (৪) মনিটর
(ঘ) ফুটবল খেলতে গিয়ে দেখলে বলটি চুপসে গেছে। এ ক্ষেত্রে নিচের কোন কাজটি করা দরকার?
(১) খেলা বন্ধ করে দেয়া (২) বলটি বাদ দেয়া
(৩) বলটির ব্লাডারে বায়ু দেয়া (৪) নতুন বল কেনা
(ঙ) নিচের কোন বস্তুটি চুম্বককে আকর্ষণ করে?
(১) নিকেল (২) তামা (৩) সোনা (৪) লোহা
(চ) ব্যারোমিটার থেকে যদি দেখা যায়, বায়ুচাপ ক্রমেই বাড়ছে, এ থেকে বলা যায়Ñ
(১) বৃষ্টিপাত কয়েক দিন চলতে পারে
(২) বৃষ্টিপাত দীর্ঘস্থায়ী হবে (৩) বৃষ্টিপাতের সম্ভাবনা কম (৪) জলীয়বাষ্প ক্রমেই বাড়ছে
(ছ) নিচের কোন খাবারগুলোতে প্রচুর ভিটামিন ‘এ’ পাওয়া যায়?
(১) ডিম ও দুধ (২) চিনি ও সুজি
(৩) মলা ও ঢেলা মাছ (৪) আমলকী ও টমেটো
(জ) পানির মাধ্যমে যে রোগটি ছড়ায় তা শনাক্ত করোÑ
(১) যক্ষ্মা (২) ম্যালেরিয়া (৩) ডেঙ্গু (৪) জন্ডিস
(ঝ) বিদ্যালয় মাঠে খেলতে গিয়ে তোমার বন্ধু রাশেদ পায়ে ব্যথা পেয়েছে। তাৎক্ষণিক তুমি কী করবে?
(১) চিৎকার করে সবাইকে ডাকব (২) আহত স্থানে মালিশ করব (৩) প্রধান শিক্ষককে অবহিত করব
(৪) ঠাণ্ডা পানির পট্টি দেবো।
(ঞ) তোমাদের বসার ঘরে মেহমান ছিল বলে বৈদ্যুতিক পাখা চলছিল। মেহমান চলে যাওয়ার পর তোমরা ভেতরের কক্ষে চলে গেলে। ভেতরে যাওয়ার আগে তোমার কাজ কী হবে?
(১) পাখার গতি কমিয়ে দেবো
(২) পাখার সুইচ অফ করব (৩) মেইন সুইচ অফ করে দেবো (৪) কিছুই করব না।
২। নিচের প্রতিটি বাক্য উত্তরপত্রে লিখে শূন্যস্থানে সঠিক তথ্যটি বসাও এবং তথ্যটির নিচে দাগ দাও : ২ ´ ৫=১০
ক) ফার্ন সাধারণত … স্থানে জন্মে।
খ) কাশফুল … বৈশিষ্ট্য।
গ) মেরুদণ্ডী প্রাণীদের … শ্রেণীতে ভাগ করা যায়।
ঘ) বাতজ্বর আমাদের দেশের একটা … রোগ।
ঙ) বর্তমানে আবিষ্কৃত মোট মৌলিক পদার্থের সংখ্যা … টি।
৩। নিচের বাক্যগুলো উত্তরপত্রে লেখ। যে বাক্যটি সঠিক সেটির ডান পাশে ‘শুদ্ধ’ এবং যেটি সঠিক নয়, সেটির ডান পাশে ‘অশুদ্ধ’ লিখ : ২ ´ ৫=১০
ক) নতুন পৃথিবী আসলে তথ্যপ্রযুক্তির পৃথিবী।
খ) ছায়াপথের একটি বিস্ময় হচ্ছে ধূমকেতু।
গ) ২১ জুন ও ২২ ডিসেম্বর দিনরাত সমান হয়।
ঘ) আবহাওয়ার পরিবর্তন হতে অনেক বছর সময় লেগে যায়।
ঙ) পৃথিবীর সব জায়গায় সূর্যতাপ সমানভাবে পড়ে না।
৪। বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল করো এবং উত্তরপত্রে লিখ : ২´ ৪=৮
৫। সংক্ষিপ্ত উত্তর দাও (যে কোন দশটি) : ৩´ ১০=৩০
(ক) সপুষ্পক ও অপুষ্পক উদ্ভিদের তিনটি পার্থক্য লিখ।
(খ) চুম্বকের মেরু কয়টি ও কী কী? চুম্বকের দুইটি ব্যবহার লিখ।
(গ) আবহাওয়া ও জলবায়ুর তিনটি পার্থক্য লিখ।
(ঘ) রিমোট কট্রোলের তিনটি ব্যবহার লিখ।
(ঙ) পরিবেশ দূষণের তিনটি কারণ লিখ।
(চ) কঠিন, তরল ও বায়বীয় পদার্থের তিনটি করে উদাহরণ দাও।
(ছ) ধাতুর বৈশিষ্ট্য কী কী?
(জ) কোন ধরনের প্রাণীকে সরীসৃপ বলে? উদাহরণ দাও।
(ঝ) বায়ুপ্রবাহ, কী? বায়ুপ্রবাহ আমাদের কী কাজে লাগে?
(ঞ) গ্রীষ্মকালীন, বর্ষাকালীন ও শীতকালীন ফলের তিনটি করে উদাহরণ দাও।
(ট) আলোর চারটি উৎসের নাম লিখ। স্বচ্ছ ও অস্বচ্ছ পদার্থের উদাহরণ দাও।
(ঠ) বিজ্ঞান ও প্রযুক্তির মধ্যে পার্থক্য কী কী?
৬। যেকোনো চারটি প্রশ্নের উত্তর দাও : ৮´৪=৩২
(ক) উভচর প্রাণী বলতে কী বুঝ? ব্যাঙকে কেন উভচর প্রাণী বলা হয়? ব্যাঙের বৈশিষ্ট্যগুলো লিখ।
(খ) পানিবাহিত রোগ কাকে বলে? তিনটি পানিবাহিত রোগের নাম লেখ। জন্ডিস রোগের লক্ষণ ও রোগীর পরিচর্যাগুলো লিখ।
(গ) তড়িতাহত বলতে কী বুঝ? তড়িতাহত ব্যক্তিকে বিদ্যুতায়িত বস্তু থেকে আলাদা করার উপায়গুলো কী কী?
(ঘ) কোনো স্থানে তিন সেন্টিমিটার বৃষ্টিপাত হয়েছে বলতে কী বোঝায়? চিত্রসহ বৃষ্টিমাপক যন্ত্রের বর্ণনা দাও।
(ঙ) জনসংখ্যার ঘনত্ব বলতে কী বোঝায়? জনসংখ্যা বাড়ার ফলে খাদ্য, আশ্রয় ও চিকিৎসার ওপর কী প্রভাব পড়ছে? বর্ণনা করো।
(চ) লোডশেডিং কী? বিদ্যুৎশক্তির অপচয় কিভাবে রোধ করা যায়?
No comments:
Post a Comment