বহুনির্বাচনী প্রশ্ন (যোগ্যতাভিত্তিক)
সঠিক উত্তরটি খাতায় লেখ :
প্রশ্ন :পরিবার সমাজের কী ধরনের প্রতিষ্ঠান?
(ক) ব্যক্তিগত প্রতিষ্ঠান
(খ) রাজনৈতিক প্রতিষ্ঠান
(গ) আন্তর্জাতিক প্রতিষ্ঠান
(ঘ) প্রাথমিক প্রতিষ্ঠান
উত্তর : (ঘ) প্রাথমিক প্রতিষ্ঠান
প্রশ্ন :আমাদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে কী প্রধান ভূমিকা পালন করে?
(ক) বিদ্যালয় (খ) ক্রিকেট ক্লাব (গ) পাঠাগার (ঘ) ফুটবল ক্লাব
উত্তর : (ক) বিদ্যালয়
প্রশ্ন :কোনটি কৃষকের কাজ?
(ক) মাছ ধরা (খ) কুড়াল বানানো (গ) পোশাক তৈরি (ঘ) ফসল উৎপাদন
উত্তর : (ঘ) ফসল উৎপাদন
প্রশ্ন :দালানকোঠা তৈরি করেন কে?
(ক) কামার (খ) বিদ্যুৎ মিস্ত্রি (গ) রাজমিস্ত্রি (ঘ) নাপিত
উত্তর : (গ) রাজমিস্ত্রি
প্রশ্ন :জাপানের উন্নতির মূল চালিকাশক্তি কী?
(ক) রাজনীতিবিদ (খ) শ্রমিক (গ) প্রতিষ্ঠানের মালিক (ঘ) ব্যবসায়ী
উত্তর : (খ) শ্রমিক
প্রশ্ন :লাল মিয়া তার মেয়ে রাহেলার বিয়ে দেন পাশের গ্রামের জুলমুতের সঙ্গে। বিয়ের কিছুদিন পর থেকে জুলমুত রাহেলাকে নির্যাতন করতে থাকে বাবার বাড়ি থেকে টাকা আনার জন্য। - জুলমুতের রাহেলার ওপর এই নির্যাতন কোন মানবাধিকারবিরোধী ঘটনার সঙ্গে সাদৃশ্য রয়েছে?
(ক) শিশু শ্রম
(খ) নারী পাচার (গ) এসিড নিক্ষেপ
(ঘ) যৌতুকের কারণে অত্যাচার
উত্তর : (ঘ) যৌতুকের কারণে অত্যাচার
প্রশ্ন :বিশ্ব নারী দিবস পালন করা হয় কত তারিখে?
(ক) ৮ মার্চ (খ) ১০ মার্চ (গ) ১২ মার্চ (ঘ) ১৪ মার্চ
উত্তর : (ক) ৮ মার্চ
প্রশ্ন :মোহনারা বগুড়ায় থাকে। মোহনার বাবা মোহনাদের সবার সঙ্গে আলাপ-আলোচনা করে ঠিক করলেন ঈদের পরের দিন মহাস্থানগড়ে বেড়াতে যাবে। এক্ষেত্রে বেড়ানোটা মোহনাদের জন্য কেমন হবে?
(ক) কষ্টের (খ) নিরানন্দের (গ) উপভোগ করবে (ঘ) খারাপ লাগবে
উত্তর : (গ) উপভোগ করবে
প্রশ্ন :নাগরিক হওয়ার শর্ত কোনটি?
(ক) রাষ্ট্রের প্রতি দায়িত্ব পালন না করা (খ) রাষ্ট্রের প্রতি অনুগত না থাকা
(গ) অন্য রাষ্ট্রের স্থায়ী বাসিন্দা (ঘ) রাষ্ট্রের প্রতি অনুগত থাকা
উত্তর : (ঘ) রাষ্ট্রের প্রতি অনুগত থাকা
প্রশ্ন :কোনটি সামাজিক অধিকার?
(ক) রাষ্ট্রের সর্বত্র অবাধে চলাফেরার অধিকার
(খ) রাষ্ট্রের যে কোনো স্থানে বসবাসের অধিকার
(গ) সরকারি চাকরি লাভের অধিকার (ঘ) আয় করার অধিকার
উত্তর : (ক) রাষ্ট্রের সর্বত্র অবাধে চলাফেরার অধিকার
প্রশ্ন :মজনুন লেখাপড়া শেষ করে মাছ চাষের মাধ্যমে রোজগার করার সিদ্ধান্ত নেয়। মজনুনের এই সিদ্ধান্ত নাগরিক হিসেবে কোন অধিকারের অন্তর্ভুক্ত?
(ক) সামাজিক (খ) রাজনৈতিক (গ) সাংস্কৃতিক (ঘ) অর্থনৈতিক
উত্তর : (ঘ) অর্থনৈতিক
সঠিক উত্তরটি খাতায় লেখ :
প্রশ্ন :পরিবার সমাজের কী ধরনের প্রতিষ্ঠান?
(ক) ব্যক্তিগত প্রতিষ্ঠান
(খ) রাজনৈতিক প্রতিষ্ঠান
(গ) আন্তর্জাতিক প্রতিষ্ঠান
(ঘ) প্রাথমিক প্রতিষ্ঠান
উত্তর : (ঘ) প্রাথমিক প্রতিষ্ঠান
প্রশ্ন :আমাদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে কী প্রধান ভূমিকা পালন করে?
(ক) বিদ্যালয় (খ) ক্রিকেট ক্লাব (গ) পাঠাগার (ঘ) ফুটবল ক্লাব
উত্তর : (ক) বিদ্যালয়
প্রশ্ন :কোনটি কৃষকের কাজ?
(ক) মাছ ধরা (খ) কুড়াল বানানো (গ) পোশাক তৈরি (ঘ) ফসল উৎপাদন
উত্তর : (ঘ) ফসল উৎপাদন
প্রশ্ন :দালানকোঠা তৈরি করেন কে?
(ক) কামার (খ) বিদ্যুৎ মিস্ত্রি (গ) রাজমিস্ত্রি (ঘ) নাপিত
উত্তর : (গ) রাজমিস্ত্রি
প্রশ্ন :জাপানের উন্নতির মূল চালিকাশক্তি কী?
(ক) রাজনীতিবিদ (খ) শ্রমিক (গ) প্রতিষ্ঠানের মালিক (ঘ) ব্যবসায়ী
উত্তর : (খ) শ্রমিক
প্রশ্ন :লাল মিয়া তার মেয়ে রাহেলার বিয়ে দেন পাশের গ্রামের জুলমুতের সঙ্গে। বিয়ের কিছুদিন পর থেকে জুলমুত রাহেলাকে নির্যাতন করতে থাকে বাবার বাড়ি থেকে টাকা আনার জন্য। - জুলমুতের রাহেলার ওপর এই নির্যাতন কোন মানবাধিকারবিরোধী ঘটনার সঙ্গে সাদৃশ্য রয়েছে?
(ক) শিশু শ্রম
(খ) নারী পাচার (গ) এসিড নিক্ষেপ
(ঘ) যৌতুকের কারণে অত্যাচার
উত্তর : (ঘ) যৌতুকের কারণে অত্যাচার
প্রশ্ন :বিশ্ব নারী দিবস পালন করা হয় কত তারিখে?
(ক) ৮ মার্চ (খ) ১০ মার্চ (গ) ১২ মার্চ (ঘ) ১৪ মার্চ
উত্তর : (ক) ৮ মার্চ
প্রশ্ন :মোহনারা বগুড়ায় থাকে। মোহনার বাবা মোহনাদের সবার সঙ্গে আলাপ-আলোচনা করে ঠিক করলেন ঈদের পরের দিন মহাস্থানগড়ে বেড়াতে যাবে। এক্ষেত্রে বেড়ানোটা মোহনাদের জন্য কেমন হবে?
(ক) কষ্টের (খ) নিরানন্দের (গ) উপভোগ করবে (ঘ) খারাপ লাগবে
উত্তর : (গ) উপভোগ করবে
প্রশ্ন :নাগরিক হওয়ার শর্ত কোনটি?
(ক) রাষ্ট্রের প্রতি দায়িত্ব পালন না করা (খ) রাষ্ট্রের প্রতি অনুগত না থাকা
(গ) অন্য রাষ্ট্রের স্থায়ী বাসিন্দা (ঘ) রাষ্ট্রের প্রতি অনুগত থাকা
উত্তর : (ঘ) রাষ্ট্রের প্রতি অনুগত থাকা
প্রশ্ন :কোনটি সামাজিক অধিকার?
(ক) রাষ্ট্রের সর্বত্র অবাধে চলাফেরার অধিকার
(খ) রাষ্ট্রের যে কোনো স্থানে বসবাসের অধিকার
(গ) সরকারি চাকরি লাভের অধিকার (ঘ) আয় করার অধিকার
উত্তর : (ক) রাষ্ট্রের সর্বত্র অবাধে চলাফেরার অধিকার
প্রশ্ন :মজনুন লেখাপড়া শেষ করে মাছ চাষের মাধ্যমে রোজগার করার সিদ্ধান্ত নেয়। মজনুনের এই সিদ্ধান্ত নাগরিক হিসেবে কোন অধিকারের অন্তর্ভুক্ত?
(ক) সামাজিক (খ) রাজনৈতিক (গ) সাংস্কৃতিক (ঘ) অর্থনৈতিক
উত্তর : (ঘ) অর্থনৈতিক
No comments:
Post a Comment