Friday, November 16, 2012

এসএসসি পরীক্ষার প্রস্তুতি

সৃজনশীল প্রশ্ন
সময়-২.১০মি.                     পূর্ণমান-৬০
(দ্রষ্টব্য: প্রত্যেক বিভাগ থেকে ২টি করে মোট ৬টি প্রশ্নের ইত্তর দিতে হবে)

পদ্য
১. নিচের উদ্দীপকটি মনোযোগ দিয়ে পড় এবং সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও।
শফিক পড়াশোনা করার জন্য দেশের বাইরে গিয়েছে। বেশ কিছুদিন থাকার পর দেশের জন্য তার মন কাঁদে। সে ভাবে নিজের দেশের মত আপন কিছুই নেই। অথচ দেশে থাকতে তা অনুভব করেনি। তখন সে ভাবে এবার দেশে গিয়ে দেশের কল্যাণে নিজেকে নিয়োজিত করবে।
ক) ‘কপোতাক্ষ নদ’ কোথায় অবস্থিত?         ১                                                     
খ) নদীর কাছে কবি কী মিনতি করেছেন?   ২                                                   
গ) উদ্দীপকে বর্ণিত শফিক সাহেবের সাথে কবি মধুসূদনের যে মিল খুঁজে পাওয়া যায় তা বর্ণনা কর।                     ৩                                                           
ঘ) উদ্দীপকে শফিকের মধ্যে দেশের প্রতি যে ভালবাসা ফুটে ওঠেছে তা ‘কপোতাক্ষ নদ’ কবিতার আলোকে বিশ্লেষণ কর।       ৪                                                                        

২. নিচের উদ্দীপকটি মনোযোগ দিয়ে পড় এবং সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও।
“বাংলার মুখ আমি দেখিয়াছি,তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর ,
অন্ধকারে জেগে উঠে ডুমুরের গাছে
চেয়ে দেখি ছাতার মতন বড়ো পাতাটির নিচে বসে আছে
ভোরের দোয়েল পাখি।”
ক) আমাদের এ দেশ কী দিয়ে ঘেরা?          ১                                                        
খ) ‘সকল দেশের রাণী সে যে’— কাকে, কেন বলা হয়েছে ?                                   ২ 
গ) উদ্দীপকের কবিতাংশের সাথে ‘ধনধান্য পুষ্প ভরা ’—কবিতার যে  সাদৃশ্য পাওয়া গেছে তা নিরূপণ কর।        ৩                                                                                                                                                                                                                                                                                                    
ঘ) উদ্দীপকে যে স্বদেশপ্রেম ফুটে ওঠেছে তা উদ্দীপক ও ‘ধনধান্য পুষ্পভরা’—কবিতার আলোকে বিশ্লেষণ কর।     ৪                                                                         
৩. নিচের উদ্দীপকটি মনোযোগ দিয়ে পড় এবং সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও।                               
ক)‘আমীর-উল-মুমেনিন’—শব্দের অর্থ কী?            ১                                                    
খ) আবু শাহমা কে ছিলেন ? তার শাস্তির কারণ ব্যাখ্যা কর।                                       ২
গ) ‘উমর ফারুক’ কবিতায় মানবপ্রেম ও আইনের শাসন প্রতিষ্ঠার যে চিত্র তাতে ছকটির যৌক্তিকতা আলোচনা কর।           ৩                                                                              
ঘ) উপর্যুক্ত ছকের আলোকে ‘উমর ফারুক ’ কবিতার মূলভাব বিশ্লেষণ কর।                    ৪
                                     
সহপাঠ

নিচের উদ্দীপকটি মনোযোগ দিয়ে পড় এবং সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও।
তনু খুবই চপল ও সদালাপী মেয়ে। মা-বাবা এক বৃদ্ধের সাথে তার বিয়ে দেয়। সেখানে তার ছেলেবেলার কথা, খেলা, মাছধরা ও শাপলা তোলার কথা মনে পড়ে। কিন্তু তনু অসহায় ও নির্ভীক হয়ে স্বামীর সংসারে পড়ে থাকে। মাঝে মাঝে সে পাখির মত উড়ে বাবার বাড়ি চলে যেতে চায়। তাই সে মনে মনে ভাবে কবে তার বৃদ্ধ স্বামী মরবে। তনুর ধারণা এতেই তার মুক্তি হবে।
ক) মকবুল বুড়োর প্রথম স্ত্রীর নাম কী?       ১                                                    
খ) একান্নবর্তী পরিবার বলতে কী
বুঝানো হয়েছে ?                                        ২
গ) তনু ‘হাজার বছর ধরে’ উপন্যাসের কোন চরিত্রের প্রতিচ্ছবি- ব্যাখ্যা কর।                      ৩
ঘ) উদ্দীপকের যে চিত্র তা ‘হাজার বছর ধরে’ উপন্যাসের কোন চিত্রের সাথে মিল রয়েছে বিশ্লেষণ কর।            ৪                                                                               

২. নিচের উদ্দীপকটি মনোযোগ দিয়ে পড় এবং সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও। মফিজ সরকারি কর্মকর্তা। তিনি খুব চাটুকার। বসের সুদৃষ্টি পাওয়ার আশায় সর্বদা বসকে তোষামোদ করেন। অন্যদিকে তমিজ একজন দিনমজুর। সে অনাহারে-অর্ধাহারে স্ত্রী-   সন্তানদের নিয়ে দিনযাপন করেন। একসময় অভাবের তাড়নায় তার স্ত্রী চলে যায় এবং  সন্তানরা অনাহারে মারা যায়। এই কষ্টে তমিজ পাগল হয়ে যায় এবং মাজারে মাজারে ঘুরে বেড়াতে থাকে ।
ক) ‘কবর’ নাটকের শেষ সংলাপ কোন চরিত্রের?         ১                                             
খ) হাফিজ কেন স্ত্রীলোক সেজেছিল ?           ২                                                       
গ) উদ্দীপকে বর্নিত মফিজ ও তমিজের সাথে ‘কবর’ নাটকের কোন কোন চরিত্রের সাদৃশ্য রয়েছে ব্যাখ্যা কর।        ৩                                                                                
ঘ) ‘তমিজ যেন মুর্দা ফকির হয়েও মুর্দা ফকির নয়— এ সর্ম্পকে তোমার মতামত দাও।      ৪
৩. নিচের উদ্দীপকটি মনোযোগ দিয়ে পড় এবং সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও।
বাংলার মানুষ সংগ্রামশীল। গ্রামীণ জনগণ জীবিকার তাগিদে ঘরে-বাইরে সংগ্রাম করে,বেঁচে থাকার তাগিদে যুদ্ধ করে। জীবন তাদের কাছে যুদ্ধক্ষেত্র। এ জীবনেও তারা আনন্দ পেতে চায়, সুযোগ পেলেই নাচ-গান, হাসি-তামাশা ও আনন্দ-উল্লাসে মেতে ওঠে। শত কষ্টের পরেও তারা আবার বাঁচার স্বপ্ন দেখে।
ক) কে সুর করে পুঁথি পড়ত?      ১                                                       
খ) পুঁথি পড়া শেষে মেয়েরা আঁচলে মুখ মোছে কেন?                                               ২
গ) উদ্দীপকে বর্ণিত তথ্যের সাথে মকবুলের পরিবারের যেকোন একটি ঘটনার মিল দেখাও।             ৩                                                                                                                                                                                          
ঘ) উদ্দীপকের সাথে উপন্যাসের মিল কোথায় তা বিশ্লেষণ কর।                               ৪                                         

No comments:

Post a Comment

Composition on Female Education in Bangladesh for Examination

  Female Education in Bangladesh Education is a light to which everybody has the equal right. Education is the backbone of a nation. The ...