Friday, November 16, 2012

পরিবেশ পরিচিতি বিজ্ঞান প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা: চূড়ান্ত মডেল টেস্ট

সময়: ২ ঘণ্টা, পূর্ণমান: ১০০
[দ্রষ্টব্য: ডান পাশে উল্লিখিত সংখ্যা প্রশ্নের পূর্ণমানজ্ঞাপক]
১। সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো:
১×১০ = ১০
(ক) শীতকালীন ফল কোনটি?
(১) কমলালেবু (২) পেয়ারা (৩) তাল (৪) লিচু
(খ) তোমার একজন বন্ধুর হাত ভেঙে গেল। চিকিৎসক তার ভাঙা হাড় শনাক্ত করার জন্য কী করতে বলবেন?
(১) ইসিজি (২) লেজার (৩) এক্স-রে
(৪) আলট্রাসনোগ্রাম
(গ) ২০১১ সালে আমাদের দেশে আদমশুমারি হয়েছিল। আবার কত সালে পরবর্তী আদমশুমারি হবে?
(১) ২০১৫ (২) ২০১৯ (৩) ২০২৩ (৪) ২০২১
(ঘ) মালিহার ঠোঁট ও জিহ্বায় প্রায়ই ঘা হয়। তার কোন খাদ্যগুলো খাওয়া উচিত?
(১) লেবু, আমড়া ও আমলকি
(২) ঢেঁকিছাটা চাল, কলিজা ও শাকসবজি
(৩) শস্যদানা, দুধ ও ডিম
(৪) ফুলকপি, পুইশাক ও বাঁধাকপি
(ঙ) ‘মোবাইল’ শব্দের অর্থ কী?
(১) হিসাবকারী (২) গতিশীল
(৩) দূরদর্শন (৪) তথ্য সংগ্রহকারী
(চ) আমাদের দেশের বনভূমি ও গাছপালা দিন দিন কমে যাচ্ছে। এ কারণে বাতাসে কোনটির পরিমাণ বৃদ্ধি পাচ্ছে?
(১) অক্সিজেন (২) নাইট্রোজেন
(৩) হাইড্রোজেন (৪) কার্বন ডাই-অক্সাইড
(ছ) ‘আমাদের এ পৃথিবী সব বস্তুকে তার নিজের দিকে আকর্ষণ করে’।—কে আবিষ্কার করেন?
(১) এডিসন (২) ভোল্টা
(৩) নিউটন (৪) মাইকেল ফ্যারাডে
(জ) কাজের গাণিতিক রূপ কোনটি?
(১) কাজ = বল × সরণ (২) কাজ = বল × ক্ষমতা (৩) কাজ = বল + সরণ
(৪) কাজ = বল + ক্ষমতা
(ঝ) ঘড়িতে চাবি দিলে গড়ি চলে। ঘড়িতে কোন ধরনের শক্তি সঞ্চিত হয়?
(১) রাসায়নিক শক্তি (২) গতিশক্তি
(৩) তাপশক্তি (৪) স্থিতিশক্তি
(ঞ) ঢেঁকিশাক কোন শ্রেণীর উদ্ভিদ?
(১) ছত্রাক (২) শৈবাল (৩) মস (৪) ফার্ন
২। সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করে উত্তরপত্রে লেখো: ২×৫=১০
(ক) ছত্রাক — তৈরি করতে পারে না।
(খ) অপটিক্যাল ফাইবার হচ্ছে অত্যন্ত সরু — এর তন্তু।
(গ) ফসলের বীজ বোনার জন্য ব্যবহূত হয় —।
(ঘ) তেলাপোকা একটি — প্রাণী।
(ঙ) ব্রেমিন সাধারণ তাপমাত্রায় — অবস্থায় থাকে।
৩। নিচের বাক্যগুলো উত্তরপত্রে লিখে শুদ্ধ বাক্যটির ডানপাশে ‘শুদ্ধ’ এবং অশুদ্ধ বাক্যটির ডানপাশে ‘অশুদ্ধ’ লেখো: ২×৫ = ১০
(ক) শব্দের গতির চেয়ে আলোর গতি বেশি।
(খ) ন্যাপথলিনকে তাপ দিলে তরলে পরিণত হয়।
(গ) এক অণু চিনিতে ২২টি হাইড্রোজেন পরমাণু থাকে।
(ঘ) জন্ডিস একটি বায়ুবাহিত রোগ।
(ঙ) সাইকাস ও পাইনাস আবৃতজীবী উদ্ভিদ।
৪। বাঁ পাশের বাক্যাংশের সঙ্গে ডান পাশের বাক্যাংশের মিল করো এবং খাতায় লেখো:
২×৪=৮
(ক) পৃথিবীতে শক্তির প্রধান উৎস (ক) গ্রহ
(খ) বায়ুর চাপকে বলা হয় (খ) সরল পথে
(গ) শুকতারা একটি (গ) সূর্য
(ঘ) আলো চলে (ঘ) অ্যাটমোস্ফিয়ার
(ঙ) হ্যালির ধুমকেতু দেখা যায় (ঙ) দিনে
(চ) ৭৬ বছর পরপর
৫। সংক্ষেপে উত্তর দাও: (যেকোনো ১০টি)
৩×১০=৩০
(ক) কী কী কারণে মানুষ প্রাণীজগতের শ্রেষ্ঠ জীব হিসেবে বিবেচিত হয়?
(খ) রিমোট কন্ট্রোলের তিনটি ব্যবহার লেখো।
(গ) সুষম খাদ্যের প্রয়োজনীয়তা কী?
(ঘ) দিন ও রাত কেন হয়?
(ঙ) পদার্থের সাধারণ গুণ কয়টি ও কী কী?
(চ) এইডস রোগের ভাইরাসটির পূর্ণ নাম কী?
(ছ) বিজ্ঞান ও প্রযুক্তির মধ্যে পার্থক্য কী?
(জ) ধাতুর বৈশিষ্ট্যগুলো লেখো।
(ঝ) কৃত্রিম উপগ্রহ কীভাবে আবহাওয়ার পূর্বাভাস দেয়?
(ঞ) আবহাওয়া ও জলবায়ুর তিনটি পার্থক্য লেখো।
(ট) রিকেটস রোগের লক্ষণগুলো লেখো।
(ঠ) চুম্বকের তিনটি ব্যবহার লেখো।
৬। যেকোনো চারটি প্রশ্নের উত্তর দাও:
৮×৪=৩২
(ক) ভিটামিন কী? কোন ভিটামিনের অভাবে কোন রোগ হয়, তার একটি তালিকা তৈরি করো।
(খ) লোডশেডিং কী? বিদ্যুৎশক্তির অপচয় কীভাবে রোধ করা যায়?
(গ) কৃষি প্রযুক্তি কী? কৃষি খাতে প্রযুক্তি কীভাবে সহায়তা করছে?
(ঘ) কোনো স্থানে ৩ সেন্টিমিটার বৃষ্টিপাত হয়েছে বলতে কী বোঝায়? চিত্রসহ বৃষ্টিমাপক যন্ত্রের বর্ণনা দাও।
(ঙ) ধুমকেতু কী? হ্যালির ধুমকেতুর বর্ণনা দাও।
(ছ) ইন্টারনেট কী? ইন্টারনেটের সাহায্যে কী কী কাজ করা যায়, তা বর্ণনা করো।

No comments:

Post a Comment

Composition on Female Education in Bangladesh for Examination

  Female Education in Bangladesh Education is a light to which everybody has the equal right. Education is the backbone of a nation. The ...