Thursday, November 29, 2012

প্রথম শ্রেণীর শিক্ষার্থীদের পড়াশোনাবাংলা ও ইংরেজি

প্রথম শ্রেণীর শিক্ষার্থীদের পড়াশোনাবাংলা ও ইংরেজি

১. নিচের বর্ণগুলো থেকে স্বরবর্ণ ও ব্যাঞ্জনবর্ণগুলো আলাদা কর।
ক চ ই জ ণ ঋ ঙ উ ম
আ ত এ স হ ঔ ঠ ঊ ঈ
২. মাত্রাবিহীন ব্যাঞ্জনবর্ণ কতটি এবং কী কী?
৩. নিচের বর্ণ দিয়ে একটি ফল ও একটি ফুলের নাম লেখ।
ক) ক খ) ব গ) জ ঘ) প ঙ) চ
৪. মাটির নিচে জšে§ এমন পাঁচটি সবজির নাম লেখ।
৫. ভুল শব্দ শুদ্ধ করে লেখ।
আকাস, তারাতারি, মুড়গি, তরমুয, ঈলিশ
৬. কোনটি কিসের নাম লেখ।
কালের কণ্ঠ, পশ্চিম, টেনিস, টিউলিপ, দিনাজপুর।
৭. দাগ টেনে মিল কর।
শরৎকাল  গাছের পাতা ঝরে যায়
বর্ষাকাল  নবান্ন হয়
শীতকাল  নদীনালা পানিতে ভরে যায়
বসন্তকাল  তাল পাকে
হেমন্তকাল  কোকিল ডাকে
৮. শূন্যস্থান পূরণ করো।
ক) আম, লিচু --- ফল।
খ) কুহু কুহু --- ডাকে।
গ) একুশে ফেব্র“য়ারি --- দিবস।
ঘ) ছাত্ররা রোজ --- যায়।
ঙ) রবীন্দ্রনাথ --- কবি।
৯. বাংলা মাসগুলোর নাম লেখ।
১০. এক কথায় উত্তর দাও।
ক) আমাদের রাষ্ট্রভাষা কী?
খ) বাংলাদেশের প্রতিবেশী দেশ কোনটি?
গ) সংসদের প্রধান কে?
ঘ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী কত তারিখ?
ঙ) কোন পাখি কাঠ ছিদ্র করে?
উত্তরমালা :
১. স্বরবর্ণ = ই, ঋ, উ, আ, এ, ঔ, ঊ, ঈ।
ব্যাঞ্জনবর্ণ = ক, চ, জ, ণ, ঙ, ম, ত, স, হ, ঠ।
২. মাত্রাবিহীন ব্যাঞ্জনবর্ণ ছয়টি।
যথা : ঙ, ঞ, ৎ, ং, ঃ, ঁ।
৩. ক) কলা, কদম খ) বরই, বকুল
গ) জলপাই, জবা ঘ) পেয়ারা, পলাশ
ঙ) চালতা, চামেলি।
৪. আলু, মুলা, কচু, শালগম, ওল।
৫. আকাশ, তাড়াতাড়ি,
মুরগি, তরমুজ, ইলিশ
৬. মানবকণ্ঠ = দৈনিক পত্রিকার নাম
পশ্চিম = দিকের নাম
টেনিস = খেলার নাম
টিউলিপ = ফুলের নাম
দিনাজপুর = শহর/জেলার নাম।
৭. শরৎকাল তাল পাকে,
বর্ষাকাল নদীনালা পানিতে ভরে যায়, শীতকাল গাছের পাতা ঝরে যায়, বসন্তকাল কোকিল ডাকে এবং হেমন্তকাল নবান্ন হয়। (এগুলো বরাবর দাগ টেনে মিল দেখাতে হবে)
৮. ক) মিষ্টি খ) কোকিল
গ) মাতৃভাষা ঘ) পাঠশালায় ঙ) বিশ্ব
৯. নিচে বারোটি বাংলা মাসের নাম লেখা হলো :
বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ়, শ্রাবণ ভাদ্র আশ্বিন
কার্তিক অগ্রহায়ণ পৌষ, মাঘ ফাল্গ–ন চৈত্র
১০. ক) বাংলা খ) ভারত গ) স্পিকার
ঘ) ১৫ আগস্ট ঙ) কাঠঠোকরা

No comments:

Post a Comment

Composition on Female Education in Bangladesh for Examination

  Female Education in Bangladesh Education is a light to which everybody has the equal right. Education is the backbone of a nation. The ...