ইসলাম শিক্ষা \ সময়-২ ঘণ্টা, পূর্ণমান-১০০
১। সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো। ১১০=১০
ক) একজন মানুষ প্রকৃত মুসলিম হওয়ার জন্য প্রথমে নিচের কোনটি বিশুদ্ধ হতে হবে?
১. মনের গোপন নিয়ত ২. ইমান-আকিদা
৩. নামাজ, রোজা, জাকাত ৪. ইসলামি চিন্তাচেতনা
খ) আমরা নিঃশ্বাস ছেড়ে দেওয়ার সময় নিঃশ্বাসের সঙ্গে আমাদের দেহের মধ্য থেকে এক প্রকার দূষিত বায়ু বের হয়। বৃক্ষ এ দূষিত বায়ু কী করে?
১.পরিশোধন করে ২. খাদ্য হিসেবে গ্রহণ করে
৩. কার্বন ডাই-অক্সাইডে রূপান্তরিত করে ৪. কিছু করে না
গ) তারাবির সালাত পড়তে হয় কোন মাসে?
১. মহররম মাসে ২. জিলকদ মাসে ৩. শাবান মাসে ৪. রমজান মাসে
ঘ) আমাদের কর্তব্য কার দেখানো পথে চলা উচিত?
১. মহানবী (সা.) ২. আল্লাহ তাআলার
৩. হজরত দাউদ (আ.) ৪. হজরত আদম (আ.)
ঙ) একজন মুসলমানের সবচেয়ে বড় ইবাদত কোনটি?
১. সাওম ২. সালাত ৩. হজ ৪. জাকাত
চ) জানাজার সালাত—
১. ওয়াজিব ২. ফরজে কেফায়া ৩. সুন্নত ৪. ফরজে আইন
ছ) একজন ধনী ও একজন গরিবের বৈষম্য দূর হয়—
১. রোজার মাধ্যমে ২. জাকাতের মাধ্যমে
৩. হজের মাধ্যমে ৪. জানাজার সালাতের মাধ্যমে
জ) সূরা আল-ফিল-এর আয়াত সংখ্যা কয়টি?
১. পাঁচটি ২. চারটি ৩. ছয়টি ৪. সাতটি
ঝ) আদমসন্তান আল্লাহ তাআলার পথ কেন ভুলে যায়?
১. শয়তানের ধোঁকায় ২. মানুষের লোভ-লালসায়
৩. নিজেদের ইচ্ছায় ৪. অর্থসম্পদের কারণে
ঞ) মুহাজির অর্থ—
১. সাহায্যকারী ২. হিজরতকারী ৩. হিফাজতকারী ৪. মুসাফির ব্যক্তি
২। উপযুক্ত শব্দ দ্বারা শূন্যস্থান পূরণ করো। ২৫=১০
ক) শেষ বিচারের দিনটিকে বলা হয়—।
খ) —বিধান হলো সবার সঙ্গে ভালো ব্যবহার করা।
গ) জাবুর কিতাব নাজিল হয়েছিল—এর ওপর।
ঘ) গুনাহ অর্থ—।
ঙ) পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা আল্লাহ তাআলার—।
৩। নিচের বাক্যগুলো উত্তরপত্রে লিখে যেটি শুদ্ধ সেটির ডানপাশে ‘শুদ্ধ’ এবং যেটি অশুদ্ধ সেটির ডানপাশে ‘অশুদ্ধ’ লেখো। ২৫=১০
ক) ঈদুল আজহার দ্বিতীয় ওয়াজিব হলো কোরবানি করা।
খ) ইবাদত ফরাসি শব্দ।
গ) হজরত আদম (আ.) তাঁর সন্তানদের ইসলামের শিক্ষা দিলেন।
ঘ) ইদগাম অর্থ হলো যুক্ত উচ্চারণ।
ঙ) নেসাব মানে জাকাত দেওয়া।
৪। বাঁপাশের বাক্যাংশের সঙ্গে ডানপাশের বাক্যাংশের মিল করে উত্তরপত্রে লেখো। ২৫=১০
বাঁপাশ ডানপাশ
ক) সালাতের আরকান ক. অবশ্য করণীয়
খ) ওয়াজিব মানে খ. হজরত দাউদ (আ.)
গ) হজের ফরজ গ. উচ্চারণের জায়গা
ঘ) অত্যন্ত মানব দরদি ছিলেন ঘ. ৭টি
ঙ) মাখরাজ অর্থ ঙ. মহানবী (সা.)
চ. বিন্যাস করা
ছ. ৩টি
৫। নিচের যেকোনো ৫টি প্রশ্নের উত্তর দাও। ৮৫=৪০
ক) মুসলিম কাকে বলে? একজন মুসলিমের আচার-আচরণ কেমন —বর্ণনা করো।
খ) জাকাত কী? কাদের জাকাত দেওয়া যাবে? ঠিকমতো জাকাত দিলে কী সুফল পাওয়া যাবে?
গ) হজ কাকে বলে? হজের প্রধান কাজগুলো কী কী? হজকে বিশ্ব মুসলিমের মহাসম্মেলন বলা হয় কেন?
ঘ) কোরআন মাজিদ কার বাণী? কোরআন মাজিদ তিলাওয়াতের উদ্দেশ্য কয়টি ও কী কী?
ঙ) মহানবী (সা.)-এর বিদায় হজের ভাষণটি লেখো।
চ) মক্কা বিজয়ের ঘটনা বর্ণনা করো।
৬। নিচের যেকোনো ৫টি প্রশ্নের সংক্ষেপে উত্তর দাও। ৪৫=২০
ক) ইমান বলতে কী বুঝ?
খ) আল্লাহ তায়ালা সর্বশক্তিমান ব্যাখ্যা করো।
গ) সিজদাহ সাহু বলতে কী বোঝ?
ঘ) মুসাফির কাকে বলে?
ঙ) মসজিদের আদবগুলো লেখো।
চ) মানবচরিত্রের ভালো গুণগুলো কী?
ছ) সূরা আল-ফিল-এর অর্থ লেখো।
১। সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো। ১১০=১০
ক) একজন মানুষ প্রকৃত মুসলিম হওয়ার জন্য প্রথমে নিচের কোনটি বিশুদ্ধ হতে হবে?
১. মনের গোপন নিয়ত ২. ইমান-আকিদা
৩. নামাজ, রোজা, জাকাত ৪. ইসলামি চিন্তাচেতনা
খ) আমরা নিঃশ্বাস ছেড়ে দেওয়ার সময় নিঃশ্বাসের সঙ্গে আমাদের দেহের মধ্য থেকে এক প্রকার দূষিত বায়ু বের হয়। বৃক্ষ এ দূষিত বায়ু কী করে?
১.পরিশোধন করে ২. খাদ্য হিসেবে গ্রহণ করে
৩. কার্বন ডাই-অক্সাইডে রূপান্তরিত করে ৪. কিছু করে না
গ) তারাবির সালাত পড়তে হয় কোন মাসে?
১. মহররম মাসে ২. জিলকদ মাসে ৩. শাবান মাসে ৪. রমজান মাসে
ঘ) আমাদের কর্তব্য কার দেখানো পথে চলা উচিত?
১. মহানবী (সা.) ২. আল্লাহ তাআলার
৩. হজরত দাউদ (আ.) ৪. হজরত আদম (আ.)
ঙ) একজন মুসলমানের সবচেয়ে বড় ইবাদত কোনটি?
১. সাওম ২. সালাত ৩. হজ ৪. জাকাত
চ) জানাজার সালাত—
১. ওয়াজিব ২. ফরজে কেফায়া ৩. সুন্নত ৪. ফরজে আইন
ছ) একজন ধনী ও একজন গরিবের বৈষম্য দূর হয়—
১. রোজার মাধ্যমে ২. জাকাতের মাধ্যমে
৩. হজের মাধ্যমে ৪. জানাজার সালাতের মাধ্যমে
জ) সূরা আল-ফিল-এর আয়াত সংখ্যা কয়টি?
১. পাঁচটি ২. চারটি ৩. ছয়টি ৪. সাতটি
ঝ) আদমসন্তান আল্লাহ তাআলার পথ কেন ভুলে যায়?
১. শয়তানের ধোঁকায় ২. মানুষের লোভ-লালসায়
৩. নিজেদের ইচ্ছায় ৪. অর্থসম্পদের কারণে
ঞ) মুহাজির অর্থ—
১. সাহায্যকারী ২. হিজরতকারী ৩. হিফাজতকারী ৪. মুসাফির ব্যক্তি
২। উপযুক্ত শব্দ দ্বারা শূন্যস্থান পূরণ করো। ২৫=১০
ক) শেষ বিচারের দিনটিকে বলা হয়—।
খ) —বিধান হলো সবার সঙ্গে ভালো ব্যবহার করা।
গ) জাবুর কিতাব নাজিল হয়েছিল—এর ওপর।
ঘ) গুনাহ অর্থ—।
ঙ) পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা আল্লাহ তাআলার—।
৩। নিচের বাক্যগুলো উত্তরপত্রে লিখে যেটি শুদ্ধ সেটির ডানপাশে ‘শুদ্ধ’ এবং যেটি অশুদ্ধ সেটির ডানপাশে ‘অশুদ্ধ’ লেখো। ২৫=১০
ক) ঈদুল আজহার দ্বিতীয় ওয়াজিব হলো কোরবানি করা।
খ) ইবাদত ফরাসি শব্দ।
গ) হজরত আদম (আ.) তাঁর সন্তানদের ইসলামের শিক্ষা দিলেন।
ঘ) ইদগাম অর্থ হলো যুক্ত উচ্চারণ।
ঙ) নেসাব মানে জাকাত দেওয়া।
৪। বাঁপাশের বাক্যাংশের সঙ্গে ডানপাশের বাক্যাংশের মিল করে উত্তরপত্রে লেখো। ২৫=১০
বাঁপাশ ডানপাশ
ক) সালাতের আরকান ক. অবশ্য করণীয়
খ) ওয়াজিব মানে খ. হজরত দাউদ (আ.)
গ) হজের ফরজ গ. উচ্চারণের জায়গা
ঘ) অত্যন্ত মানব দরদি ছিলেন ঘ. ৭টি
ঙ) মাখরাজ অর্থ ঙ. মহানবী (সা.)
চ. বিন্যাস করা
ছ. ৩টি
৫। নিচের যেকোনো ৫টি প্রশ্নের উত্তর দাও। ৮৫=৪০
ক) মুসলিম কাকে বলে? একজন মুসলিমের আচার-আচরণ কেমন —বর্ণনা করো।
খ) জাকাত কী? কাদের জাকাত দেওয়া যাবে? ঠিকমতো জাকাত দিলে কী সুফল পাওয়া যাবে?
গ) হজ কাকে বলে? হজের প্রধান কাজগুলো কী কী? হজকে বিশ্ব মুসলিমের মহাসম্মেলন বলা হয় কেন?
ঘ) কোরআন মাজিদ কার বাণী? কোরআন মাজিদ তিলাওয়াতের উদ্দেশ্য কয়টি ও কী কী?
ঙ) মহানবী (সা.)-এর বিদায় হজের ভাষণটি লেখো।
চ) মক্কা বিজয়ের ঘটনা বর্ণনা করো।
৬। নিচের যেকোনো ৫টি প্রশ্নের সংক্ষেপে উত্তর দাও। ৪৫=২০
ক) ইমান বলতে কী বুঝ?
খ) আল্লাহ তায়ালা সর্বশক্তিমান ব্যাখ্যা করো।
গ) সিজদাহ সাহু বলতে কী বোঝ?
ঘ) মুসাফির কাকে বলে?
ঙ) মসজিদের আদবগুলো লেখো।
চ) মানবচরিত্রের ভালো গুণগুলো কী?
ছ) সূরা আল-ফিল-এর অর্থ লেখো।
No comments:
Post a Comment