Thursday, November 15, 2012

পরিবেশ পরিচিতি সমাজ প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা: চূড়ান্ত মডেল টেস্ট

সময়: ২ ঘণ্টা, পূর্ণমান: ১০০
[দ্রষ্টব্য: ডান পাশে উল্লিখিত সংখ্যা প্রশ্নের পূর্ণমানজ্ঞাপক]

১. সঠিক উত্তরটি খাতায় লেখো: ১x১০=১০

ক) গাছ আমাদের পরিবেশকে দূষণমুক্ত রাখে। গাছ লাগানোর উপযুক্ত সময় কোনটি?
(১) বর্ষাকাল (২) শীতকাল
(৩) গ্রীষ্মকাল (৪) শরৎকাল
খ) পাকিস্তানি সেনাবাহিনী ঢাকায় গণহত্যা চালায়। সেটা ১৯৭১ সালের কত তারিখে?
(১) ২৫ মার্চ (২) ২৬ মার্চ
(৩) ১৭ এপ্রিল (৪) ১৪ ডিসেম্বর
গ) তুমি সকালবেলা ঘুম থেকে উঠে নাশতা খেয়ে স্কুলে যাও। স্কুল থেকে ফিরে গোসল করে খাওয়া-দাওয়ার পর বিশ্রাম নিয়ে বিকেলে মাঠে খেলতে যাও। মাঠ থেকে ফিরে সন্ধ্যায় পড়তে বসো। সময়মতো এসব কাজ করাকে কী বলা হবে?
(১) সদাচরণ (২) সময়ানুবর্তিতা
(৩) সত্যবাদিতা (৪) সহযোগিতা
(ঘ) কীভাবে শ্রমের মর্যাদা প্রতিষ্ঠিত হবে?
(১) এককভাবে কাজ করলে
(২) সবাই কাজে সহযোগিতা করলে
(৩) বড়রা কাজ করলে (৪) ছোটরা কাজ করলে
ঙ) তোমার স্কুলের পাশে একটি রিকশা গ্যারেজ আছে। তোমার বয়সী দুটো শিশু সেখানে কাজ করে। আমাদের শিশুশ্রমের প্রধান কারণ কী?
(১) অসচেতনতা (২) লেখাপড়ায় অনীহা
(৩) শিশুশ্রমের সুযোগ (৪) দারিদ্র্য
চ) একজন নেতা কোন কাজটি করতে পারেন? (১) সৃশৃঙ্খল সমাজকে বিশৃঙ্খল করতে
(২) বিশৃঙ্খল সমাজকে জাগিয়ে তুলতে
(৩) সমাজকে এড়িয়ে চলতে
(৪) ধনীদের মন জয় করতে
ছ) কোনটি সামাজিক অধিকার?
(১) ভোট দেওয়ার অধিকার
(২) ব্যক্তিস্বাধীনতা রক্ষার অধিকার
(৩) জীবিকা নির্বাহের অধিকার
(৪) সম্পত্তি ভোগের অধিকার
জ) জাতীয় পরিবেশ নীতি বাস্তবায়নে আমরা কী করতে পারি?
(১) অধিক মাছ চাষ (২) অধিক বৃক্ষরোপণ
(৩) অধিক প্রার্থনা করা (৪) অধিক খাল খনন
ঝ) বাংলাদেশে মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স কত?
(১) ১৮ (২) ২০ (৩) ২২ (৪) ২৪
ঞ) তুহিন ময়নামতি জাদুঘর ঘুরে বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন দেখল। তার ময়নামতি জাদুঘরে যাওয়ার কারণ—
(১) বৌদ্ধ সভ্যতার নিদর্শন অবলোকন
(২) প্রাচীন সভ্যতা অবলোকন
(৩) আধুনিক সভ্যতা অবলোকন
(৪) ব্রাহ্মীলিপি অবলোকন
২. সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করে উত্তরপত্রে লেখো ২x৫=১০
ক) মুক্তিযুদ্ধে সারা বাংলাদেশকে—টি সেক্টরে ভাগ করা হয়।
খ) ফ্রান্সের রান্নাকে এক ধরণের — বলা হয়।
গ) মানুষ হিসেবে একজন ব্যক্তির অধিকারগুলোকে বলা হয়—।
ঘ) গণতন্ত্রের অর্থ হচ্ছে — শাসন।
ঙ) লালবাগ দুর্গের আরেক নাম—কেল্লা
৩. নিচের বাক্যগুলো শুদ্ধ হলে ‘শুদ্ধ’ এবং অশুদ্ধ হলে ‘অশুদ্ধ’ লেখো ২x৫=১০
ক) সুস্থ, সুন্দর জীবনযাপনের জন্য সুন্দর পরিবেশ প্রয়োজন।
খ) বিদেশিদের ভোটাধিকার রয়েছে।
গ) বাংলাদেশ রপ্তানি প্রধান একটি দেশ।
ঘ) শুধু নিজের বাড়ি পরিষ্কার রাখলই চলবে।
ঙ) সব মানুষ জন্মগতভাবে স্বাধীন।
৪. বাঁ পাশের কথাগুলোর সঙ্গে ডান পাশের কথাগুলোর মিল করে খাতায় লেখো ২x৪=৮
৫. অল্প কথায় উত্তর দাও: (যেকোনো ১০টি)
৩x১০=৩০
ক) সকল জাতির মধ্যে সম্প্রীতি কীভাবে রক্ষা করা যায়?
খ) বিদ্যালয়কে কেন জাতি গঠনের কারখানা বলা হয়?
গ) মুক্তিযুদ্ধে প্রবাসী বাংলাদেশ সরকারের ভূমিকা কী ছিল?
ঘ) শ্রমজীবীদের কেন আমাদের শ্রদ্ধা করা প্রয়োজন?
ঙ) গণতন্ত্র আমাদের কী দেয়?
চ) বেগম রোকেয়া ও ঈশ্বরচন্দ্র আজীবন কী করেছেন?
ছ) ফরাসিরা কী কী খাবার খায়?
জ) আমাদের দেশে নারীর সামাজিক পদমর্যাদা বৃদ্ধির উপায়গুলো লেখো।
ঝ) পাহাড়পুরের প্রধান প্রধান প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষের নাম লেখো।
ঞ) বারোভূঁইয়া বলতে কী বোঝায়?
ট) ‘দ্বৈত শাসন’ বলতে কী বোঝায়?
ঠ) জাতিসংঘ গঠনের প্রধান প্রধান উদ্দেশ্য কী?
৬. যেকোনো চারটি প্রশ্নের উত্তর দাও। ৮x৪=৩২
ক) সম্পদ কাকে বলে? রাষ্ট্রীয় সম্পদকে কেন জনসম্পদ বলা হয়?
খ) বিদ্যালয় অপরিষ্কার কীভাবে হতে পারে এবং এর কারণে কী হয়?
গ) বাংলায় কে স্বাধীন সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন? হোসেন শাহি আমলকে বাংলার মুসলমান শাসনের স্বর্ণযুগ বলা হয় কেন?
ঘ) মুক্তিযুদ্ধে সামরিক ও বেসামরিক বাহিনীর ভূমিকা বিস্তারিত লেখ।
ঙ) নিরাপত্তা পরিষদের প্রধান লক্ষ্য কী বর্ণনা কর।
চ) পরিবেশ রক্ষায় নাগরিকের দায়িত্ব ও কর্তব্য সংক্ষেপে লেখ।

No comments:

Post a Comment

Composition on Female Education in Bangladesh for Examination

  Female Education in Bangladesh Education is a light to which everybody has the equal right. Education is the backbone of a nation. The ...