Friday, November 23, 2012

এসএসসি পরীক্ষার প্রস্তুতি


বাংলা দ্বিতীয় পত্র
বহু নির্বাচনী প্রশ্ন
ধ্বনি ও বর্ণ
১। সংযুক্ত বর্ণের কোন রূপটি সঠিক?
ক. ঙ+গ=ঙ্ঘ খ. হ+ণ=হ্ন
গ. জ+ঞ=ঞ্জ ঘ. ক+ষ=ক্ষ
২। অঞ্জনা, খঞ্জনা, মঞ্জুষা শব্দগুলোর মধ্যে যুক্তবর্ণটির রূপ কী?
ক. ন্+জ খ. ণ্+জ
গ. ঞ্+জ ঘ. ঙ্+জ
৩। অঘোষ মহাপ্রাণ ওষ্ঠ্য বর্ণ কোনটি?
ক. ট খ. ব
গ. ফ ঘ. ধ
৪। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয়_
ক. আ-কার খ. ই-কার
গ. ঈ-কার ঘ. কার
৫। কোন বর্ণগুলোর উচ্চারণস্থান অগ্রদন্ত্য মূল?
ক. ন, ল, স খ. শ, ষ, ঝ
গ. য, র, ঢ ঘ. ম, ব, প
৬। বাংলা বর্ণমালায় যৌগিক স্বরজ্ঞাপক দুটো বর্ণ কী কী?
ক. ই এবং উ খ. অ এবং ও
গ. ঐ এবং ঔ ঘ. আ এবং এ
৭। তর, তম, তন প্রত্যয়যুক্ত বিশেষণ পদের অন্ত্য 'অ' কী হয়?
ক. বিবৃত হয় খ. প্রকৃত হয়
গ. সংবৃত হয় ঘ. অপ্রকৃত হয়
৮। ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে কী বলা হয়?
ক. কার খ. ফলা
গ. মাত্রা ঘ. কষি
৯। খণ্ড ত [ৎ] প্রকৃত প্রস্তাবে কোন বর্ণের খণ্ড রূপ?
ক. 'খ' বর্ণের খ. 'দ' বর্ণের
গ. 'ত' বর্ণের ঘ. 'ধ' বর্ণের
১০। বাংলা ভাষায় মাত্রাহীন বর্ণ কয়টি?
ক. ৭টি খ. ৮টি
গ. ১০টি ঘ. ৯টি
১১। পাশাপাশি দুটো স্বরধ্বনি থাকলে দ্রুত উচ্চারণের সময় তা একটি সংযুক্ত স্বরধ্বনিরূপে উচ্চারিত হয়_এরূপ স্বরধ্বনিকে কী বলে?
ক. মৌলিক স্বর খ. যৌগিক স্বর
গ. সাধিত স্বর ঘ. অল্প স্বর
১২। কোনগুলো ওষ্ঠ্য ধ্বনি?
ক. চ ছ জ ঝ ঞ খ. ট ঠ ড ঢ ণ
গ. ত থ দ ধ ন ঘ. প ফ ব ভ ম
১৩। নিচের কোন ক্ষেত্রে 'এ' ধ্বনি বিবৃত হয়?
ক. পদের অন্তে
খ. 'ই' বা 'উ' কার পরে থাকলে
গ. খাঁটি বাংলা শব্দে
ঘ. দু-অক্ষরবিশিষ্ট সর্বনাম ও ক্রিয়াপদে
১৪। ধ্বনি উৎপাদনের ক্ষেত্র ও উচ্চারণের মূল উপকরণ কোনটি?
ক. মুখবিবর ও জিহ্বা
খ. কণ্ঠ, ওষ্ঠ্য ও জিহ্বা
গ. দন্ত্য ও ওষ্ঠ্য
ঘ. মুখবিবর, জিহ্বা ও ওষ্ঠ্য
১৫। বাংলা ভাষায় স্বরধ্বনির সংখ্যা কয়টি?
ক. ১০টি খ. ১২টি
গ. ১৩টি ঘ. ১১টি
১৬। কোনগুলো কণ্ঠ ধ্বনি?
ক. ক খ গ ঘ ঙ খ. চ ছ জ ঝ ঞ
গ. ট ঠ ড ঢ ণ ঘ. ত থ দ ধ ন
১৭। উচ্চারণস্থান অনুযায়ী কোন ব্যঞ্জনধ্বনির বর্ণসমূহ তালব্য বর্ণ?
ক. প ফ ব ভ ম খ. ক খ গ ঘ ঙ
গ. চ ছ জ ঝ ঞ শ ষ য় ঘ. ট ঠ ড ঢ র ড় ঢ়
১৮। পরবর্তী স্বর সংবৃত হলে শব্দের আদি 'অ' কী হয়?
ক. বিবৃত খ. স্বাভাবিক
গ. অবিবৃত ঘ. সংবৃত
১৯। বাংলা ব্যাকরণে পরাশ্রয়ী বর্ণযুক্ত শব্দ কোনগুলো?
ক. আম্র, বৃহৎ, দুঃখ
খ. রং, চাঁদ, দুঃখ
গ. আয়না, হরিণ, ঋণ
ঘ. শিউলি, উচিত, বৃষ
২০। নিচের কোনটি আদি 'অ' ধ্বনি সংবৃত?
ক. অরুণ খ. অজগর
গ. অসময় ঘ. অনাহার
২১। 'আহ্বান' এর প্রকৃত উচ্চারণ কোনটি?
ক. আহ্বান খ. আহ্বান
গ. আওভান ঘ. আবহান
২২। কোন চারটি বর্ণকে উষ্মবর্ণ বলা হয়?
ক. ক, চ, ট, ত খ. খ, ছ, ঠ, থ
গ. শ, ষ, স, হ ঘ. গ, ঘ, ঙ, চ
২৩। কোনটি অমোঘ 'হ' এর উচ্চারণে প্রাপ্ত ধ্বনি?
ক. ক্ষ খ. ঃ
গ. ং ঘ. ঁ
২৪। কোন ধ্বনিতে উচ্চারণের সময় বাতাসের চাপের আধিক্য থাকে?
ক. অল্পপ্রাণ ধ্বনি খ. অমোঘ ধ্বনি
গ. মহাপ্রাণ ধ্বনি ঘ. শ্বাস ধ্বনি
২৫। ইংরেজি, আরবি ও ফারসি ভাষায় হ্রস্ব ও দীর্ঘ উচ্চারণ ঠিকমতো না করলে অর্থ কী হয়?
ক. দীর্ঘ হয় খ. বদলে যায়
গ. সংক্ষেপ হয় ঘ. গরমিল হয়

No comments:

Post a Comment

Composition on Female Education in Bangladesh for Examination

  Female Education in Bangladesh Education is a light to which everybody has the equal right. Education is the backbone of a nation. The ...