Sunday, November 18, 2012

বিজ্ঞানে নতুন কাঠামো অনুযায়ী

অধ্যায়-১১
৮. বিষুবীয় অঞ্চলের বায়ুর তাপমাত্রা বেশি।
উত্তর: বিষুবীয় অঞ্চলের বায়ুর তাপমাত্রা বেশি। — শুদ্ধ
৯. কয়েক বছরের আবহাওয়ার গড় ফলকে সে স্থান বা অঞ্চলের জলবায়ু বলে।
উত্তর: কয়েক বছরের আবহাওয়ার গড় ফলকে সে স্থান বা অঞ্চলের জলবায়ু বলে। — শুদ্ধ
১০. মঙ্গলগ্রহে প্রাণের অস্তিত্ব পাওয়া গেছে।
উত্তর: মঙ্গলগ্রহে প্রাণের অস্তিত্ব পাওয়া গেছে।— অশুদ্ধ
১১. নিম্ন বায়ুচাপের কারণে কোনো স্থানে কয়েক দিন ধরে বৃষ্টি চলতে থাকে।
উত্তর: নিম্ন বায়ুচাপের কারণে কোনো স্থানে কয়েক দিন ধরে বৃষ্টি চলতে থাকে। — শুদ্ধ
১২. প্রতিদিনের বায়ুর গড় তাপ, চাপ, আর্দ্রতা, বৃষ্টিপাত এবং বায়ু প্রবাহের অবস্থা হলো আবহাওয়া।
উত্তর: প্রতিদিনের বায়ুর গড় তাপ, চাপ, আর্দ্রতা, বৃষ্টিপাত এবং বায়ু প্রবাহের অবস্থা হলো আবহাওয়া। — শুদ্ধ
১৩. আবহাওয়া অল্প সময়ের মধ্যে পরিবর্তিত হয়।
উত্তর: আবহাওয়া অল্প সময়ের মধ্যে পরিবর্তিত হয়।— শুদ্ধ
১৪. বায়ুচাপ মাপার যন্ত্রের নাম ব্যারোমিটার।
উত্তর: বায়ুচাপ মাপার যন্ত্রের নাম ব্যারোমিটার। — শুদ্ধ
১৫. সব জায়গায় সব সময় বায়ুচাপ সমান থাকে।
উত্তর: সব জায়গায় সব সময় বায়ুচাপ সমান থাকে।— অশুদ্ধ
১৬. মেরু অঞ্চলে তাপমাত্রা সবচেয়ে কম হয়।
উত্তর: মেরু অঞ্চলে তাপমাত্রা সবচেয়ে কম হয়। — শুদ্ধ
অধ্যায়-১২
১। যেসব জ্যোতিষ্কের নিজস্ব আলো আছে, তাদেরকে তারকা বা নক্ষত্র বলে।
উত্তর: যেসব জ্যোতিষ্কের নিজস্ব আলো আছে, তাদেরকে তারকা বা নক্ষত্র বলে। — শুদ্ধ
২। শুকতারা একটি গ্রহ।
উত্তর: শুকতারা একটি গ্রহ। — শুদ্ধ
৩। সূর্য পৃথিবীর চেয়ে ১৩ লক্ষ গুণ বড়।
উত্তর: সূর্য পৃথিবীর চেয়ে ১৩ লক্ষ গুণ বড়। — শুদ্ধ
৪। প্রতিটি গ্রহ একই কক্ষপথ ধরে সূর্যকে প্রদক্ষিণ করে।
উত্তর: প্রতিটি গ্রহ একই কক্ষপথ ধরে সূর্যকে প্রদক্ষিণ করে। — অশুদ্ধ
৫। পৃথিবীর বার্ষিক গতির ফলে দিনরাত হয়।
উত্তর: পৃথিবীর বার্ষিক গতির ফলে দিনরাত হয়। — অশুদ্ধ
৬। ধূমকেতুর আকৃতি অনেকটা ঝাঁটার মতো।
উত্তর: ধূমকেতুর আকৃতি অনেকটা ঝাঁটার মতো। — শুদ্ধ
৭। সৌরজগৎ বিশ্বজগতের তুলনায় অতি ক্ষুদ্র।
উত্তর: সৌরজগৎ বিশ্বজগতের তুলনায় অতি ক্ষুদ্র। — শুদ্ধ
৮। পৃথিবীর উত্তর গোলার্ধে ২১ জুন সবচেয়ে বড় দিন।
উত্তর: পৃথিবীর উত্তর গোলার্ধে ২১ জুন সবচেয়ে বড় দিন। — শুদ্ধ
৯। পৃথিবীর দক্ষিণ গোলার্ধে সবচেয়ে বড় দিন ২২ ডিসেম্বর।
উত্তর: পৃথিবীর দক্ষিণ গোলার্ধে সবচেয়ে বড় দিন ২২ ডিসেম্বর। — শুদ্ধ।
১০। লিপ ইয়ারে থাকে ৩৬৫ দিন।
উত্তর: লিপ ইয়ারে থাকে ৩৬৫ দিন। — অশুদ্ধ।

No comments:

Post a Comment

Composition on Female Education in Bangladesh for Examination

  Female Education in Bangladesh Education is a light to which everybody has the equal right. Education is the backbone of a nation. The ...