Sunday, November 18, 2012

ইসলাম শিক্ষা

গুরুত্বপূর্ণ শুদ্ধ/ অশুদ্ধ

১. হজরত মরিয়ম (আ.) পৃথিবীতে প্রথম নারী।

২. হিজরি অষ্টম সালে হজরত মুহাম্মদ (স.) মক্কা জয় করেন।

৩. হজরত মুহাম্মদ (স.) এর দুধ মাতার নাম আমিনা।

৪. হজরত ঈসা (আ.) পুনরায় নবী হিসাবে পৃথিবীতে আগমন করবেন।

৫. হজরত ঈসা (আ.) এর নানার নাম ইমরান।

৬. হজরত দাউদ (আ.) এর সময় অত্যাচারী শাসকের নাম জালুত।

৭. হজরত নূহ (আ.) মানুষকে একহাজার বছর দীনের দাওয়াত দেন।

৮. হজরত আদম (আ.) পৃথিবীর প্রথম মানুষ ও প্রথম নবী।

৯. হজরত মুহাম্মদ (স.) হজরত ইব্রাহীমের বংশে জন্মগ্রহণ করেন।

১০. মহান আল্লাহ অহংকারীকে পছন্দ করেন।

১১. কোরআন মাজীদ সর্বশেষ আসমানি কিতাব।

১২. কোরআন মাজীদ হিফাজতকারী আল্লাহ তায়ালা।

১৩. তিন অক্ষর যুক্ত উচ্চারণকে ইদগাম বলে।

১৪. কোরআন মাজীদ সংরক্ষিত আছে আকাশে।

১৫. সূরা আল কুরাইশের আয়াত ৫টি।

১৬. প্রতিদিন সকালে ফজরের সালাতের পর কোরআন তিলাওয়াত করা উত্তম।

১৭. মাখরাজ শব্দের অর্থ বের হওয়ার জায়গা।

১৮. আমরা ভালো কাজে একে অপরের সাহায্য করব।

১৯. নিজের পাপের কথা স্বীকার করে তওবা করা ভালো কাজ নয়।

২০. বাগদাদ ইরানে অবস্থিত।

২১. গাছ বাতাস থেকে কার্বন ডাই-অঙ্াইড শুষে নেয়।

২২. আশরাফুল মাখলুকাত মানে পৃথিবীর সেরা।

২৩. পিতার পদতলে সন্তানের বেহেশত।

২৪. বুসতাম শহরটি ইরাকে অবস্থিত।

২৫. সততা সবসময় মানুষকে সৎকাজের দিকে নিয়ে যায়।

২৬. দিন ছোট বড় হয় আল্লাহর নির্দেশে।

২৭. পানি ও তাপ থেকে আমরা শক্তি পাই।

২৮. ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে প্রথম ও প্রধান হচ্ছে সালাত।

২৯. আল্লাহু আকবার শব্দের অর্থ আল্লাহ সবচেয়ে বড়।

৩০. মুসাফিরগণ যাত্রাপথে সব নামাজ আদায় করবেন।

৩১. ওয়াজিব মানে অবশ্যই করণীয়।

৩২. ইবাদাত করা রাসূলের নির্দেশ।

৩৩. ইবাদাতের মাধ্যমে মানুষ আল্লাহর সামনে হাজির হয়।

৩৪. মানুষ পিতামাতার সন্তুষ্টির জন্য যাবতীয় কাজ করবে।

৩৫. ইমানের পরেই সাওমের স্থান।

৩৬. বিতর এর সালাত ফরজ।

৩৭. ঈদুল ফিতরের দিন ফিতরা আদায় করা সুন্নত।

৩৮. ঈদুল আজহার দিন কোরবানি করা ওয়াজিব।

৩৯. মসজিদুল আকসাকে প্রথম কিবলা বলা হয়।

৪০. হজ বিশ্ব মুসলিমের মহাসম্মেলন।

৪১. ইচ্ছাকৃতভাবে নামাজ পরিত্যাগকারীকে বলা হয় কাফির।

৪২. দুনিয়ার সব মসজিদের মাঝে দুটি মসজিদের মর্যাদা বেশি।

৪৩. আল্লাহ আমাদের উপর জাকাত ফরজ করেছেন।

৪৪. মসজিদে জামায়াতে সালাত আদায় করলে সওর গুণ বেশি সওয়াব পাওয়া যায়।

৪৫. কেউ পাপ কাজ করলে তাকে বাধা দেওয়া ঈমানের পরিচয়।

৪৬. আশরাফুল মাখলুকাত মানে পৃথিবীর সেরা।

৪৭. বদর যুদ্ধে মুসলামানদের সৈন্যসংখ্যা ছিল এক হাজার।

৪৮. হজরত খাদিজা (রা.) প্রথম ইসলাম গ্রহণ করেন।

৪৯. হজরত দাউদ (আ.) একশত বছর বেঁচে ছিলেন।

৫০. সকল প্রকার সুদ হারাম।



উত্তরমালা : ১. শুদ্ধ ২. অশুদ্ধ ৩. অশুদ্ধ ৪. অশুদ্ধ ৫. শুদ্ধ ৬. শুদ্ধ ৭. অশুদ্ধ ৮. শুদ্ধ ৯. শুদ্ধ ১০. অশুদ্ধ ১১. শুদ্ধ ১২. শুদ্ধ ১৩. অশুদ্ধ ১৪. অশুদ্ধ ১৫. অশুদ্ধ ১৬. শুদ্ধ ১৭. শুদ্ধ ১৮. শুদ্ধ ১৯. অশুদ্ধ ২০. অশুদ্ধ ২১. শুদ্ধ ২২. অশুদ্ধ ২৩. অশুদ্ধ ২৪. শুদ্ধ ২৫. শুদ্ধ ২৬. শুদ্ধ ২৭. শুদ্ধ ২৮. অশুদ্ধ ২৯. শুদ্ধ ৩০. অশুদ্ধ ৩১. শুদ্ধ ৩২. অশুদ্ধ ৩৩. শুদ্ধ ৩৪. অশুদ্ধ ৩৫. অশুদ্ধ ৩৬. অশুদ্ধ ৩৭. শুদ্ধ ৩৮. শুদ্ধ ৩৯. শুদ্ধ ৪০. শুদ্ধ ৪১. অশুদ্ধ ৪২. অশুদ্ধ ৪৩. শুদ্ধ ৪৪. অশুদ্ধ ৪৫. শুদ্ধ ৪৬. অশুদ্ধ ৪৭. অশুদ্ধ ৪৮. শুদ্ধ ৪৯. অশুদ্ধ ৫০. শুদ্ধ।

No comments:

Post a Comment

Composition on Female Education in Bangladesh for Examination

  Female Education in Bangladesh Education is a light to which everybody has the equal right. Education is the backbone of a nation. The ...