নবম-দশম শ্রেণী : বাংলা প্রথম পত্রবহু নির্বাচনী প্রশ্ন
ছুটি
রবীন্দ্রনাথ ঠাকুর
১। এশীয়দের মধ্যে প্রথম কে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন?
ক. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
খ. প্রমথ চৌধুরী
গ. রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ. মাইকেল মধুসূদন দত্ত
২। ব্যামো বাঁধলে মামির ওপর অহেতুক উপদ্রব হবে বলে ফটিক কী করেছিল?
ক. মামাবাড়ি থেকে পালিয়েছিল
খ. জ্বর বাঁধিয়েছিল
গ. বই হারিয়ে ফেলেছিল
ঘ. মামাকে বাড়ি যাওয়ার কথা বলেছিল
৩। কাকে 'অকালতত্ত্ব জ্ঞানী মানব' বলা হয়েছে?
ক. ফটিককে খ. মাখনকে
গ. বিশ্বম্ভরবাবুকে ঘ. বাঘা বাগদিকে
৪। মামির স্নেহহীন চোখে ফটিক কিসের মতো প্রতিভাত হয়েছিল?
ক. দুঃস্বপ্নের মতো
খ. দুর্গ্রহের মতো
গ. শনি গ্রহের মতো
ঘ. নির্বোধের মতো
৫। কলকাতায় চার দেয়ালের মধ্যে আটকা পড়ে ফটিকের কার কথা মনে পড়ত?
ক. মায়ের কথা
খ. বন্ধুদের কথা
গ. গ্রামের কথা
ঘ. নদীতীরের কথা
৬। ফটিককে সবেগে নাড়া দিয়ে তার পিঠে মা দুটা-তিনটা প্রবল চপেটাঘাত করলে ফটিক কী করল?
ক. কেঁদে ফেলল
খ. দৌড়ে পালাল
গ. মাখনকে মারল
ঘ. মাকে ঠেলে দিল
৭। বিশ্বম্ভরবাবু তার বোনকে ছেলেদের পড়াশোনা এবং মানসিক উন্নতি সম্বন্ধে প্রশ্ন করলে ফটিকের ব্যাপারে যে বিবরণ শুনলেন_
i. সুশান্ত সুশীলতা
ii. অবাধ্য উচ্ছৃঙ্খলতা
iii. পাঠে অমনোযোগিতা
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii
গ. iii ঘ. ii ও iii
৮। মামা ফটিককে কোন মাসের ছুটির কথা বলেছিলেন?
ক. আশ্বিন খ. কার্তিক
গ. পৌষ ঘ. মাঘ
৯। মামার সঙ্গে ফটিকের কলকাতা যাওয়ার এত আগ্রহ দেখে ফটিকের মায়ের অবস্থা কী হলো?
ক. খুব খুশি হলেন
খ. ঈষৎ ক্ষুণ্ন হলেন
গ. দুশ্চিন্তামুক্ত হলেন
ঘ. কিছুটা দুশ্চিন্তায় পড়লেন
১০। মাখন লালের উদার ঔদাসীন্য দেখে ফটিকের বন্ধুরা_
i. আনন্দিত হয়েছিল
ii. বিমর্ষ হয়েছিল
iii. চমকিত হয়েছিল
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii
গ. iii ঘ. ii ও iii
১১। 'বেশ করেছ, আমি তোমাকে মাসের মধ্যে পাঁচবার করে বই কিনে দিতে পারিনে।'_ফটিকের মামি কোথায় বিরক্তির রেখা অঙ্কিত করে এ কথা বলেছিলেন?
ক. চোখের দুই প্রান্তে
খ. কপালের দুই প্রান্তে
গ. অধরের দুই প্রান্তে
ঘ. নাসিকার দুই প্রান্তে
১২। মামাবাড়িতে থেকে ফটিক যে পরের পয়সা নষ্ট করছে, এ কথা মনে করে কার ওপর তার অত্যন্ত অভিমান উপস্থিত হলো?
ক. মামার ওপর খ. মামির ওপর
গ. নিজের ওপর ঘ. মায়ের ওপর
১৩। সমস্ত দিনের পর কখন একটি গাড়ি বিশ্বম্ভরবাবুর বাড়ির সামনে এসে দাঁড়াল?
ক. সন্ধ্যার সময়
খ. দুপুরের সময়
গ. বিকেলের দিকে
ঘ. খুব সকালে
১৪। ফটিক যেদিন মামাবাড়ি থেকে নিজ গ্রামের উদ্দেশে বের হয় তখন বাংলা কোন মাস ছিল?
ক. আষাঢ় খ. শ্রাবণ
গ. ভাদ্র ঘ. আশ্বিন
১৫। কয়জন পুলিশের লোক গাড়ি থেকে ফটিককে ধরাধরি করে নামিয়ে বিশ্বম্ভরবাবুর কাছে উপস্থিত করল?
ক. দুজন খ. তিনজন
গ. চারজন ঘ. পাঁচজন
১৬। 'কেন বাপু, পরের ছেলেকে নিয়ে কেন এ কর্মভোগ!'_উক্তিটি কার?
ক. ফটিকের মায়ের
খ. ফটিকের মামির
গ. ফটিকের মামার
ঘ. থানা পুলিশের
১৭। বিশ্বম্ভরবাবুর বাড়ির সামনে যখন পুলিশের একটা গাড়ি এসে দাঁড়াল তখন কেমন করে অবিশ্রাম বৃষ্টি পড়ছিল?
ক. ঝুপ ঝুপ করে
খ. রিমঝিম করে
গ. মুষলধারে
ঘ. প্রবল বেগে
১৮। 'বাস্তবিক, সমস্ত দিন দুশ্চিন্তায় তাঁহার ভালো রূপ আহারাদি হয় নাই'_ কার?
ক. ফটিকের মামার
খ. ফটিকের মামির
গ. ফটিকের মায়ের
ঘ. ফটিকের
১৯। পুলিশের লোক গাড়ি থেকে ফটিককে ধরাধরি করে নামিয়ে বিশ্বম্ভর বাবুর কাছে উপস্থিত করলে তিনি কেমন করে তাকে অন্তঃপুরে নিয়ে গেলেন?
ক. কাঁধে করে
খ. কোলে করে
গ. প্রায় কোলে করে
ঘ. পিঠে করে
২০। রবীন্দ্রনাথ ঠাকুরের যে আদর্শ 'ছুটি' গল্পের প্রধান বিষয়_
i. পরিবেশ
ii. প্রকৃতি
iii. জীবন ভাবনা
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii
গ. iii ঘ. ii ও iii
২১। বিদায় নেওয়ার কয় দিন পূর্বে বিশ্বম্ভরবাবু তার বোনের কাছে ছেলেদের পড়াশোনা ও মানসিক উন্নতির সম্বন্ধে প্রশ্ন করেছিলেন?
ক. এক দিন খ. দুদিন
গ. দু-এক দিন ঘ. তিন দিন
২২। গল্পের শিরোনাম 'ছুটি' হওয়ার কারণ_
i. ফটিকের ইহজাগতিক সম্পর্ক শেষ
ii. নামটি গল্পের আখ্যানের সমগ্রতা স্পর্শ করেছে
iii. শিরোনাম ছোট বলে সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii
গ. iii ঘ. ii
২৩। 'তাহাই উপলব্ধি করিয়া বালকেরা এ প্রস্তাবে সম্পূর্ণ অনুমোদন করিল।' _প্রস্তাবটি কী ছিল?
ক. মাখনকে গড়িয়ে নেওয়া
খ. মাখনকেসহ শালকাঠ গড়িয়ে নেওয়া
গ. শালকাঠ গড়িয়ে নেওয়া
ঘ. শালকাঠসহ মাখনকে গড়িয়ে নেওয়া
২৪। ১৩-১৪ বছর বয়সের ছেলেদের হঠাৎ কাপড়-চোপড়ের পরিমাণ রক্ষা না করে বেমানানরূপে বেড়ে ওঠায় লোকে সেটাকে তার কী জ্ঞান করে?
ক. একটা মহাঅপরাধ
খ. একটা কুশ্রী স্পর্ধা
গ. একটা স্বাভাবিক বৃদ্ধি
ঘ. একটা অসহ্য ত্রুটি
২৫। বয়ঃসন্ধিকালে বালকদের যা সহসা চলে যাওয়ায় লোকে তাকে মনে মনে অপরাধ না দিয়ে থাকতে পারে না_
i. শৈশবের লালিত্য
ii. কণ্ঠস্বরের মিষ্টতা
iii. অতিরিক্ত কাতরতা
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii
গ. iii ঘ. ii ও iii
২৬। কলকাতা যাত্রাকালে ফটিক কেন মাখনকে তার ছিপ, ঘুড়ি, লাটাই_ সব কিছু দিয়ে গেল?
ক. মাখনকে সে খুব স্নেহ করে
খ. যত্ন করে রেখে দিতে
গ. মায়ের ওপর রাগবশত
ঘ. আনন্দের ঔদার্যবশত
২৭। অল্পবয়সে অনেক বেশি পাকামো দেখানোতে মাখনকে লেখক কী বলে অভিহিত করেছেন?
ক. অকালতত্ত্বজ্ঞানী বালক
খ. অকালতত্ত্বজ্ঞানী মানব
গ. ইঁচড়েপাকা বালক
ঘ. ইঁচড়েপাকা মানব
২৮। 'ফটিক ভারক্লান্ত গর্দভের ন্যায় নীরবে সহ্য করত'_কী?
ক. মায়ের অত্যাচার
খ. মামির নির্যাতন
গ. মাস্টারের মার
ঘ. মাখনের অপমান
২৯। ফটিক মামার বাড়ি থেকে পূজার ছুটির কত দিন পূর্বে পালাতে উদ্যত হয়েছিল?
ক. প্রায় এক মাস
খ. প্রায় দুই মাস
গ. প্রায় তিন মাস
ঘ. প্রায় চার মাস
৩০। কলকাতায় বাইরের মুক্ত পরিবেশে ফটিকের বের হওয়ার সুযোগ না থাকাটাকে লেখক কী বলে অভিহিত করেছেন?
ক. ঘরের মধ্যে বন্দি হয়ে থাকা
খ. ঘরের মধ্যে আলো-বাতাস না থাকা
গ. গ্রামের মতো বন্ধুবান্ধব না থাকা
ঘ. হাঁফ ছাড়ার জায়গা না থাকা
উত্তরগুলো মিলিয়ে নাও
১. গ ২. ক ৩. খ ৪. খ ৫. গ ৬. ঘ ৭. ঘ ৮. খ ৯. খ ১০. খ ১১. গ ১২. ঘ ১৩. ক ১৪. খ ১৫. ক ১৬. খ ১৭. ক ১৮. খ ১৯. গ ২০. ঘ ২১. গ ২২. খ ২৩. খ ২৪. খ ২৫. গ ২৬. ঘ ২৭. খ ২৮. গ ২৯. গ ৩০. ঘ
রবীন্দ্রনাথ ঠাকুর
১। এশীয়দের মধ্যে প্রথম কে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন?
ক. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
খ. প্রমথ চৌধুরী
গ. রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ. মাইকেল মধুসূদন দত্ত
২। ব্যামো বাঁধলে মামির ওপর অহেতুক উপদ্রব হবে বলে ফটিক কী করেছিল?
ক. মামাবাড়ি থেকে পালিয়েছিল
খ. জ্বর বাঁধিয়েছিল
গ. বই হারিয়ে ফেলেছিল
ঘ. মামাকে বাড়ি যাওয়ার কথা বলেছিল
৩। কাকে 'অকালতত্ত্ব জ্ঞানী মানব' বলা হয়েছে?
ক. ফটিককে খ. মাখনকে
গ. বিশ্বম্ভরবাবুকে ঘ. বাঘা বাগদিকে
৪। মামির স্নেহহীন চোখে ফটিক কিসের মতো প্রতিভাত হয়েছিল?
ক. দুঃস্বপ্নের মতো
খ. দুর্গ্রহের মতো
গ. শনি গ্রহের মতো
ঘ. নির্বোধের মতো
৫। কলকাতায় চার দেয়ালের মধ্যে আটকা পড়ে ফটিকের কার কথা মনে পড়ত?
ক. মায়ের কথা
খ. বন্ধুদের কথা
গ. গ্রামের কথা
ঘ. নদীতীরের কথা
৬। ফটিককে সবেগে নাড়া দিয়ে তার পিঠে মা দুটা-তিনটা প্রবল চপেটাঘাত করলে ফটিক কী করল?
ক. কেঁদে ফেলল
খ. দৌড়ে পালাল
গ. মাখনকে মারল
ঘ. মাকে ঠেলে দিল
৭। বিশ্বম্ভরবাবু তার বোনকে ছেলেদের পড়াশোনা এবং মানসিক উন্নতি সম্বন্ধে প্রশ্ন করলে ফটিকের ব্যাপারে যে বিবরণ শুনলেন_
i. সুশান্ত সুশীলতা
ii. অবাধ্য উচ্ছৃঙ্খলতা
iii. পাঠে অমনোযোগিতা
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii
গ. iii ঘ. ii ও iii
৮। মামা ফটিককে কোন মাসের ছুটির কথা বলেছিলেন?
ক. আশ্বিন খ. কার্তিক
গ. পৌষ ঘ. মাঘ
৯। মামার সঙ্গে ফটিকের কলকাতা যাওয়ার এত আগ্রহ দেখে ফটিকের মায়ের অবস্থা কী হলো?
ক. খুব খুশি হলেন
খ. ঈষৎ ক্ষুণ্ন হলেন
গ. দুশ্চিন্তামুক্ত হলেন
ঘ. কিছুটা দুশ্চিন্তায় পড়লেন
১০। মাখন লালের উদার ঔদাসীন্য দেখে ফটিকের বন্ধুরা_
i. আনন্দিত হয়েছিল
ii. বিমর্ষ হয়েছিল
iii. চমকিত হয়েছিল
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii
গ. iii ঘ. ii ও iii
১১। 'বেশ করেছ, আমি তোমাকে মাসের মধ্যে পাঁচবার করে বই কিনে দিতে পারিনে।'_ফটিকের মামি কোথায় বিরক্তির রেখা অঙ্কিত করে এ কথা বলেছিলেন?
ক. চোখের দুই প্রান্তে
খ. কপালের দুই প্রান্তে
গ. অধরের দুই প্রান্তে
ঘ. নাসিকার দুই প্রান্তে
১২। মামাবাড়িতে থেকে ফটিক যে পরের পয়সা নষ্ট করছে, এ কথা মনে করে কার ওপর তার অত্যন্ত অভিমান উপস্থিত হলো?
ক. মামার ওপর খ. মামির ওপর
গ. নিজের ওপর ঘ. মায়ের ওপর
১৩। সমস্ত দিনের পর কখন একটি গাড়ি বিশ্বম্ভরবাবুর বাড়ির সামনে এসে দাঁড়াল?
ক. সন্ধ্যার সময়
খ. দুপুরের সময়
গ. বিকেলের দিকে
ঘ. খুব সকালে
১৪। ফটিক যেদিন মামাবাড়ি থেকে নিজ গ্রামের উদ্দেশে বের হয় তখন বাংলা কোন মাস ছিল?
ক. আষাঢ় খ. শ্রাবণ
গ. ভাদ্র ঘ. আশ্বিন
১৫। কয়জন পুলিশের লোক গাড়ি থেকে ফটিককে ধরাধরি করে নামিয়ে বিশ্বম্ভরবাবুর কাছে উপস্থিত করল?
ক. দুজন খ. তিনজন
গ. চারজন ঘ. পাঁচজন
১৬। 'কেন বাপু, পরের ছেলেকে নিয়ে কেন এ কর্মভোগ!'_উক্তিটি কার?
ক. ফটিকের মায়ের
খ. ফটিকের মামির
গ. ফটিকের মামার
ঘ. থানা পুলিশের
১৭। বিশ্বম্ভরবাবুর বাড়ির সামনে যখন পুলিশের একটা গাড়ি এসে দাঁড়াল তখন কেমন করে অবিশ্রাম বৃষ্টি পড়ছিল?
ক. ঝুপ ঝুপ করে
খ. রিমঝিম করে
গ. মুষলধারে
ঘ. প্রবল বেগে
১৮। 'বাস্তবিক, সমস্ত দিন দুশ্চিন্তায় তাঁহার ভালো রূপ আহারাদি হয় নাই'_ কার?
ক. ফটিকের মামার
খ. ফটিকের মামির
গ. ফটিকের মায়ের
ঘ. ফটিকের
১৯। পুলিশের লোক গাড়ি থেকে ফটিককে ধরাধরি করে নামিয়ে বিশ্বম্ভর বাবুর কাছে উপস্থিত করলে তিনি কেমন করে তাকে অন্তঃপুরে নিয়ে গেলেন?
ক. কাঁধে করে
খ. কোলে করে
গ. প্রায় কোলে করে
ঘ. পিঠে করে
২০। রবীন্দ্রনাথ ঠাকুরের যে আদর্শ 'ছুটি' গল্পের প্রধান বিষয়_
i. পরিবেশ
ii. প্রকৃতি
iii. জীবন ভাবনা
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii
গ. iii ঘ. ii ও iii
২১। বিদায় নেওয়ার কয় দিন পূর্বে বিশ্বম্ভরবাবু তার বোনের কাছে ছেলেদের পড়াশোনা ও মানসিক উন্নতির সম্বন্ধে প্রশ্ন করেছিলেন?
ক. এক দিন খ. দুদিন
গ. দু-এক দিন ঘ. তিন দিন
২২। গল্পের শিরোনাম 'ছুটি' হওয়ার কারণ_
i. ফটিকের ইহজাগতিক সম্পর্ক শেষ
ii. নামটি গল্পের আখ্যানের সমগ্রতা স্পর্শ করেছে
iii. শিরোনাম ছোট বলে সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii
গ. iii ঘ. ii
২৩। 'তাহাই উপলব্ধি করিয়া বালকেরা এ প্রস্তাবে সম্পূর্ণ অনুমোদন করিল।' _প্রস্তাবটি কী ছিল?
ক. মাখনকে গড়িয়ে নেওয়া
খ. মাখনকেসহ শালকাঠ গড়িয়ে নেওয়া
গ. শালকাঠ গড়িয়ে নেওয়া
ঘ. শালকাঠসহ মাখনকে গড়িয়ে নেওয়া
২৪। ১৩-১৪ বছর বয়সের ছেলেদের হঠাৎ কাপড়-চোপড়ের পরিমাণ রক্ষা না করে বেমানানরূপে বেড়ে ওঠায় লোকে সেটাকে তার কী জ্ঞান করে?
ক. একটা মহাঅপরাধ
খ. একটা কুশ্রী স্পর্ধা
গ. একটা স্বাভাবিক বৃদ্ধি
ঘ. একটা অসহ্য ত্রুটি
২৫। বয়ঃসন্ধিকালে বালকদের যা সহসা চলে যাওয়ায় লোকে তাকে মনে মনে অপরাধ না দিয়ে থাকতে পারে না_
i. শৈশবের লালিত্য
ii. কণ্ঠস্বরের মিষ্টতা
iii. অতিরিক্ত কাতরতা
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii
গ. iii ঘ. ii ও iii
২৬। কলকাতা যাত্রাকালে ফটিক কেন মাখনকে তার ছিপ, ঘুড়ি, লাটাই_ সব কিছু দিয়ে গেল?
ক. মাখনকে সে খুব স্নেহ করে
খ. যত্ন করে রেখে দিতে
গ. মায়ের ওপর রাগবশত
ঘ. আনন্দের ঔদার্যবশত
২৭। অল্পবয়সে অনেক বেশি পাকামো দেখানোতে মাখনকে লেখক কী বলে অভিহিত করেছেন?
ক. অকালতত্ত্বজ্ঞানী বালক
খ. অকালতত্ত্বজ্ঞানী মানব
গ. ইঁচড়েপাকা বালক
ঘ. ইঁচড়েপাকা মানব
২৮। 'ফটিক ভারক্লান্ত গর্দভের ন্যায় নীরবে সহ্য করত'_কী?
ক. মায়ের অত্যাচার
খ. মামির নির্যাতন
গ. মাস্টারের মার
ঘ. মাখনের অপমান
২৯। ফটিক মামার বাড়ি থেকে পূজার ছুটির কত দিন পূর্বে পালাতে উদ্যত হয়েছিল?
ক. প্রায় এক মাস
খ. প্রায় দুই মাস
গ. প্রায় তিন মাস
ঘ. প্রায় চার মাস
৩০। কলকাতায় বাইরের মুক্ত পরিবেশে ফটিকের বের হওয়ার সুযোগ না থাকাটাকে লেখক কী বলে অভিহিত করেছেন?
ক. ঘরের মধ্যে বন্দি হয়ে থাকা
খ. ঘরের মধ্যে আলো-বাতাস না থাকা
গ. গ্রামের মতো বন্ধুবান্ধব না থাকা
ঘ. হাঁফ ছাড়ার জায়গা না থাকা
উত্তরগুলো মিলিয়ে নাও
১. গ ২. ক ৩. খ ৪. খ ৫. গ ৬. ঘ ৭. ঘ ৮. খ ৯. খ ১০. খ ১১. গ ১২. ঘ ১৩. ক ১৪. খ ১৫. ক ১৬. খ ১৭. ক ১৮. খ ১৯. গ ২০. ঘ ২১. গ ২২. খ ২৩. খ ২৪. খ ২৫. গ ২৬. ঘ ২৭. খ ২৮. গ ২৯. গ ৩০. ঘ
No comments:
Post a Comment