Friday, November 16, 2012

শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিশেষ আয়োজন

১. ধলেশ্বরী নদীর শাখা নদী কোনটি?
ক. শীতলক্ষ্যা, খ. বুড়িগঙ্গা, গ. ধরলা, ঘ. বংশী
২. কিউরিওসিটি কী?   
ক. ডুবোযান, খ. উড়োজাহাজ, গ. মোটরকার, ঘ. মঙ্গলযান
৩. সংবিধানের কত নং অনুচ্ছেদে সরকার কর্মকমিশন গঠনের কথা বলা হয়েছে।
ক. ১৩৫ নং, খ. ১৩৭ নং, গ. ১৪৮ নং, ঘ. ১৫০ নং
৪. ডায়াবেটিস সচেতনতা দিবস কোনটি?
ক. ২৮ ফেব্র“য়ারি, খ. ২৮ জানুয়ারি, গ, ২৮ মার্চ, ঘ. ২০ মার্চ।
৫. রাষ্ট্রপতি পুরস্কার প্রদান করা হয়-
ক. শিল্প উন্নয়নের জন্য, খ. দেশের উন্নয়নের জন্য,
গ, কৃষি উন্নয়নের জন্য, ঘ. শিক্ষায় অবদানের জন্য
৬. ভাষা আন্দোলনের সূত্রপাত হয় কত সালে?
ক. ১৯৪৮ সাল, খ. ১৯৫০ সাল, গ. ১৯৫১ সাল, ঘ. ১৯৫২ সাল
৭. বাংলাদেশের প্রথম ভূউপগ্রহ কেন্দ্র কোনটি?
ক. নয়ারহাট, খ. বেতবুনিয়া, গ, কালিয়াকৈর, ঘ. কোনোটিই নয়
৮. বাংলাদেশের কোথায় মৌর্যযুগের শিলালিপি পাওয়া গেছে?
ক. লালমাই, খ. ময়নামতি, গ, মহাস্থানগড়, ঘ. নাটোর
৯. পার্বত্য চট্টগ্রামে কটি উপজাতি বাস করে?
ক. ১২টি, খ. ১১টি, গ. ১৩টি, ঘ. ১৫টি
১০. ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন কে?
ক. জেনারেল ওসমানি, খ. মেজর সফিউল্লাহ,
গ. মেজর এমএ জলিল, ঘ. একে খন্দকার
১১. আধুনিক অলিম্পিকের জনক কে?
ক. পেরেজ দ্য কুয়েলার, খ. বেডেন পাওয়েল,
গ. পিয়েরে দ্য কুবার্তা, ঘ. কোনোটিই নয়
১২. জাতিসংঘ সনদ কোথায় স্বাক্ষরিত হয়?
ক. লন্ডন, খ. সানফ্রান্সিসকো, গ. নিউইয়র্ক, ঘ. প্যারিস
১৩. কোনটি স্থলবেষ্টিত দেশ নয়?
ক. আফগানিস্তান, খ. নেপাল, গ. ভিয়েতনাম, ঘ. লাওস
১৪. মৌলিক চাহিদা ধারণাটি কে উদ্ভাবন করেন?
ক. একে সেন, খ. মিল্টন ফ্রিডম্যান, গ. স্যামুয়েলসন, ঘ. মাহাবুব-উল-হক
১৫. কোন ভাষা থেকে ঊফঁপধঃরড়হ শব্দটির উৎপত্তি?
ক. ইংরেজি, খ. ফরাসি, গ. জার্মানি, ঘ. লাতিন
১৬. আফ্রিকার প্রায় মধ্যভাগ দিয়ে অতিক্রম করেছে-
ক. মূল মধ্যরেখা, খ. কর্কটক্রান্তি রেখা,
গ. বিষুবরেখা, ঘ. মকরক্রান্তি রেখা
১৭. একুশে পদক প্রবর্তন শুরু হয়-
ক. ১৯৭৭ সালে, খ. ১৯৭৬ সালে, গ. ১৯৭৮ সালে, ঘ. ১৯৮০ সালে
১৮. ২০০৯ সালের ম্যান বুকার ইন্টারন্যাশনাল পুরস্কার ২০০৯ পান কে?
ক. এলিস মুনরো, খ. কিরণ দেশাই,
গ. ইসমাইল কাদের, ঘ. চিনুয়া আচেবে
১৯. এলিস মুনরো কোন দেশের নাগরিক?
ক. সুইডেন, খ. জাপান, গ. কানাডা, ঘ. ইতালি
২০. সম্প্রতি ন্যাম শীর্ষ সম্মেলন হয় কোথায়?
ক. ইরান, খ. কাতার, গ. তুরস্ক, ঘ. ইন্দোনেশিয়া
২১. অর্থনৈতিক সমীক্ষা ২০০৯ অনুযায়ী দেশের মাথাপিছু জাতীয় আয়-
ক. ৫৯০ মার্কিন ডলার, খ. ৬৬০ মার্কিন ডলার,
গ. ৬৯০ মার্কিন ডলার, ঘ. ৫৪০ মার্কিন ডলার
২২. ইরানে ইসলামি বিপ্লব হয় কত সালে?
ক. ১৯৭৮ সালে, খ. ১৯৮৯ সালে, গ. ১৯৭৮ সালে, ঘ. ১৯৮২ সালে
২৩. ঘধস-এর প্রতিষ্ঠাতা সদস্য সংখ্যা ছিল-
ক. ২৫টি, খ. ২৭টি, গ. ২৬টি, ঘ. ৩১টি
২৪. ঘধস-এর বর্তমান সদস্য সংখ্যা কত?
ক. ১২২টি, খ. ১১৮টি, গ. ১২৯টি, ঘ. ১৩২টি
২৫. ন্যামের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয় কত সালে?
ক. ১৯৬২ সালে, খ. ১৯৮২ সালে, গ. ১৯৬১ সালে, ঘ. ১৯৬৩ সালে
২৬. ২০০৮ সালে সাহিত্যে নোবেল বিজয়ী গুস্তাভ ল্য ফ্লেজিও কোন দেশের নাগরিক?
ক. জাপান, খ. ফ্রান্স, গ. ইতালি, ঘ. সুইডেন
২৭. ১৫তম ন্যাম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়-
ক. মিসর, খ. কাতার, গ. সিঙ্গাপুর, ঘ. কিউবা
২৮. সম্প্রতি কততম ন্যাম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়-
ক. ১৬তম, খ. ১৭তম, গ. ১২তম, ঘ. ১৮তম
২৯. আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়-
ক. ৫ জুন, খ. ৬ এপ্রিল, গ. ৪ মার্চ, ঘ. ৮ সেপ্টেম্বর
৩০. জি-৮ প্রতিষ্ঠিত হয় কত সালে?
ক. ১৯৭৫ সালে, খ. ১৯৭৬ সালে, গ. ১৯৮৮ সালে, ঘ. ১৯৯৩ সালে
৩১. জি-৮ প্রতিষ্ঠাকালীন সদস্য সংখ্যা কত?
ক. ৬টি, খ. ৫টি, গ. ৪টি, ঘ. ৮টি
৩২. একুশের প্রথম গীতিকার কে?
ক. ভাষাসৈনিক গাজীউল হক, খ. ভাষাসৈনিক আবদুল মতিন, গ. আবদুল গাফফার চৌধুরী, ঘ. মাহবুব-উল-হক চৌধুরী
৩৩. ২০১৪ সালে বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে-
ক. ব্রাজিল, খ. দ. আফ্রিকা, গ. জাপান, ঘ. ইতালি
৩৪. মুজিব নগর সরকার গঠিত হয়-
ক. ১০ এপ্রিল ১৯৭১, খ. ১৭ এপ্রিল ১৯৭১,
গ. ১০ এপ্রিল ১৯৭২, ঘ. ১৭ এপ্রিল ১৯৭২
৩৫. টেপ রেকর্ডার ও কম্পিউটারের স্মৃতির ফিতায় কি ধরনের চুম্বক ব্যবহৃত হয়?
ক. সিরামিক চুম্বক, খ. স্থায়ী চুম্বক, গ. সংকর চুম্বক, ঘ. অস্থায়ী চুম্বক
৩৬. সূর্য সৌরজগতের কেন্দ্রে অবস্থিত এবং পৃথিবী সূর্যের চারদিকে পরিভ্রমণ করছে-এই তত্ত্ব দিয়েছিলেন কে?
ক. গ্যালিলিও, খ. কেপলার, গ. কোপারনিকাস, ঘ. আইনস্টাইন
৩৭. চাঁদ থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে?
ক. ৮ মিনিট ২০ সেকেন্ড, খ. ৮ মিনিট ৩২ সেকেন্ড,
গ. ৭ মিনিট ১৯ সেকেন্ড, ঘ. ১ মিনিট ২০ সেকেন্ড
৩৮. সবচেয়ে ক্ষুদ্রতম ও দ্রুততম গ্রহ কোনটি?
ক. বুধ, খ. শুক্র, গ. বৃহস্পতি, ঘ. শনি
৩৯. বায়ুর প্রধান দুটি উপাদান হলো-
ক. অক্সিজেন ও নাইট্রোজেন, খ. অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড, গ. অক্সিজেন ও হাইড্রোজেন, ঘ. অক্সিজেন ও কার্বন মনোক্সাইড
৪০. উদ্ভিদ কার্বন ও অক্সিজেন কোথা থেকে সংগ্রহ করে?
ক. মাটি থেকে, খ. পানি থেকে, গ. ধাতব পদার্থ থেকে. ঘ. বায়ু থেকে
উত্তর : ১. খ ২. ঘ ৩. খ ৪. ক. ৫. গ ৬. ক ৭. খ ৮. গ ৯. গ ১০. ঘ ১১. গ ১২. খ ১৩. গ ১৪. ঘ ১৫. ঘ ১৬. গ ১৭. খ ১৮. ক ১৯. গ ২০. ক ২১. গ ২২. গ ২৩. ক ২৪. খ ২৫. গ ২৬. খ. ২৭. ক ২৮. ক. ২৯. ঘ ৩০. ক ৩১. ক ৩২. ক ৩৩. ক ৩৪. ক ৩৫. ক ৩৬. গ ৩৭. ঘ ৩৮. ক ৩৯. ক ৪০. ঘ।

No comments:

Post a Comment

Composition on Female Education in Bangladesh for Examination

  Female Education in Bangladesh Education is a light to which everybody has the equal right. Education is the backbone of a nation. The ...