সময় : ২ ঘণ্টা পূর্ণমান ১০০
[ডান পাশে উল্লিখিত সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক]
১। সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখ : ১´১০=১০
ক) প্রয়োজনীয় গাছপালার অভাবে নিম্নের কোনটি হতে পারে?
(১) তাপমাত্রা কমে যায় (২) তাপমাত্রা বেড়ে যায় (৩) তাপমাত্রা স্থিতিশীল থাকে
(৪) তাপমাত্রা স্বাভাবিক থাকে
খ) নিচের কোনটির সাহায্যে মানুষের আয়-উপার্জন বাড়ানো যায়?
(১) ইমারত নির্মাণ করে (২) গাছ কেটে বাড়ি তৈরি করে (৩) খাল ভরাট করে (৪) হাঁস-মুরগির চাষ করে
গ) কোনটি ব্যক্তিগত সম্পদ?
(১) টেলিফোন (২) এলাকার পার্ক
(৩) এলাকার পাঠাগার (৪) যন্ত্রপাতি
ঘ) শ্রেণীকক্ষে প্রবেশ করে দেখলে বেঞ্চে ছেঁড়া কাগজ পড়ে আছে। তুমি কী করবে?
(১) প্রধান শিক্ষককে জানাব (২) অভিভাবককে ডেকে আনব (৩) ময়লা ফেলার বাক্সে ফেলব
(৪) শ্রেণীশিক্ষকের জন্য অপেক্ষা করব।
ঙ) সময়ের কাজ সময়ে করলে আমাদের কী উপকার হবে?
(১) কোনো কাজে পিছিয়ে পড়ব না (২) সুনাম বৃদ্ধি পাবে (৩) অর্থ উপার্জন হবে (৪) পরিবারে শান্তি আসবে
চ) যৌতুক কী ধরনের সামাজিক প্রথা?
(১) মর্যাদাপূর্ণ (২) ঘৃণ্য (৩) উত্তম (৪) ঝুঁকিপূর্ণ
ছ) বিদ্যালয়ে আসার পথে তুমি দেখলে এক লোক অতিথি পাখি বিক্রি করছে। তুমি কী করবে?
(১) দাম জিজ্ঞেস করব (২) দাঁড়িয়ে দাঁড়িয়ে পাখি দেখব (৩) আইনের কথা বলব (৪) পাশ কাটিয়ে চলে যাব
জ) ‘মন-খেমে’ ভাষায় কোন সম্প্রদায় কথা বলে?
(১) গারো (২) মনিপুরি (৩) চাকমা (৪) খাসি
ঝ) ইংরেজ আমলে বাংলার কোনটি ধ্বংস হয়?
(১) খাদ্য শিল্প (২) ওষুধ শিল্প
(৩) বস্ত্র শিল্প (৪) অলঙ্কার শিল্প
ঞ) পৃথিবীতে নানা জাতি সৃষ্টির কারণ কী?
(১) প্রাকৃতিক (২) সামাজিক
(৩) রাজনৈতিক (৪) ভৌগোলিক
২। সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করে বাক্যটি উত্তরপত্রে লিখ : ২´ ৫=১০
ক) লালবাগ দুর্গের আরেক নাম … কেল্লা।
খ) বেগম রোকেয়াকে নারী জাগরণের … বলা হয়।
গ) হোসেন শাহের আমলে শ্রী চৈতন্য … ধর্ম প্রচার করেন।
ঘ) ছিয়াত্তরের মন্বন্তর হয় বাংলা… সনে।
ঙ) জাতিসঙ্ঘের নিজস্ব কোনো … নেই।
৩। নিচের বাক্যগুলো খাতায় লিখে যেটি শুদ্ধ সেটির ডান পাশে ‘শুদ্ধ’ এবং যেটি ভুল সেটির ডান পাশে ‘অশুদ্ধ’ লিখ : ২´ ৫=১০
(ক) আমাদের দেশে নিরাপদ পানির অভাব রয়েছে।
(খ) তুলা বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল।
(গ) মহাস্থানগড় কুমিল্লা জেলায় অবস্থিত।
(ঘ) গারোদের গায়ের রং তামাটে।
(ঙ) পরিবেশের সাথে আমাদের রয়েছে নিবিড় সম্পর্ক।
৪। বাম পাশের কথাগুলোর সাথে ডান পাশের কথাগুলো মিল করে উত্তরপত্রে লিখ : ২´ ৪=৮
৫। অল্প কথায় উত্তর দাও (যে কোনো দশটি) : ৩´ ১০= ৩০
(ক) এলাকার রাস্তাঘাট ভালো না হলে কী অসুবিধা হতে পারে?
(খ) সদাচরণ কাকে বলে?
(গ) নাগরিকের কেন কর প্রদান করা উচিত?
(ঘ) আমদানি বলতে কী বোঝায়?
(ঙ) মহাস্থানগড় কোথায় অবস্থিত?
(চ) ‘দ্বৈত শাসন’ বলতে কী বোঝায়?
(ছ) মধ্যযুগে বাংলায় কী কী সামগ্রী আমদানি ও রফতানি হতো?
(জ) মহাস্থানগড় ব্রাহ্মীলিপি থেকে কী জানা যায়?
(ঝ) কাদের নিয়ে মুক্তিবাহিনী গঠিত হয়?
(ঞ) খাসিয়াদের প্রধান প্রধান খাদ্য কী কী?
(ট) ইউরোপ মহাদেশের অবস্থান লেখ।
(ঠ) বিশ্বস্বাস্থ্য সংস্থার প্রধান কাজ কী?
৬। যেকোনো চারটি প্রশ্নের উত্তর দাও : ৮´ ৪= ৩২
(ক) সমাজে মানবাধিকারবিরোধী কয়েকটি কাজ উল্লেখ করো। এদের মধ্যে যেকোনো একটির বর্ণনা দাও।
(খ) বাংলাদেশের একটি মানচিত্র এঁকে এতে প্রধান তিনটি নদীর অবস্থান দেখাও।
(গ) জাতীয় পরিবেশনীতির উল্লেখযোগ্য দিকগুলো কী? পরিবেশ রক্ষায় নাগরিকের দায়িত্ব ও কর্তব্য সংক্ষেপে লেখ।
(ঘ) জীবনযাত্রার মানের ওপর জনসংখ্যা বৃদ্ধির প্রভাব সংক্ষেপে লেখ।
(ঙ) পঁচিশে মার্চের কাল রাতে হানাদার বাহিনীর নৃশংসতার বিবরণ দাও।
(চ) ইউনিসেফ কী? কতটি দেশে এর কর্মকাণ্ড আছে? বাংলাদেশে ইউনিসেফ কী কী কাজ করে?
[ডান পাশে উল্লিখিত সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক]
১। সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখ : ১´১০=১০
ক) প্রয়োজনীয় গাছপালার অভাবে নিম্নের কোনটি হতে পারে?
(১) তাপমাত্রা কমে যায় (২) তাপমাত্রা বেড়ে যায় (৩) তাপমাত্রা স্থিতিশীল থাকে
(৪) তাপমাত্রা স্বাভাবিক থাকে
খ) নিচের কোনটির সাহায্যে মানুষের আয়-উপার্জন বাড়ানো যায়?
(১) ইমারত নির্মাণ করে (২) গাছ কেটে বাড়ি তৈরি করে (৩) খাল ভরাট করে (৪) হাঁস-মুরগির চাষ করে
গ) কোনটি ব্যক্তিগত সম্পদ?
(১) টেলিফোন (২) এলাকার পার্ক
(৩) এলাকার পাঠাগার (৪) যন্ত্রপাতি
ঘ) শ্রেণীকক্ষে প্রবেশ করে দেখলে বেঞ্চে ছেঁড়া কাগজ পড়ে আছে। তুমি কী করবে?
(১) প্রধান শিক্ষককে জানাব (২) অভিভাবককে ডেকে আনব (৩) ময়লা ফেলার বাক্সে ফেলব
(৪) শ্রেণীশিক্ষকের জন্য অপেক্ষা করব।
ঙ) সময়ের কাজ সময়ে করলে আমাদের কী উপকার হবে?
(১) কোনো কাজে পিছিয়ে পড়ব না (২) সুনাম বৃদ্ধি পাবে (৩) অর্থ উপার্জন হবে (৪) পরিবারে শান্তি আসবে
চ) যৌতুক কী ধরনের সামাজিক প্রথা?
(১) মর্যাদাপূর্ণ (২) ঘৃণ্য (৩) উত্তম (৪) ঝুঁকিপূর্ণ
ছ) বিদ্যালয়ে আসার পথে তুমি দেখলে এক লোক অতিথি পাখি বিক্রি করছে। তুমি কী করবে?
(১) দাম জিজ্ঞেস করব (২) দাঁড়িয়ে দাঁড়িয়ে পাখি দেখব (৩) আইনের কথা বলব (৪) পাশ কাটিয়ে চলে যাব
জ) ‘মন-খেমে’ ভাষায় কোন সম্প্রদায় কথা বলে?
(১) গারো (২) মনিপুরি (৩) চাকমা (৪) খাসি
ঝ) ইংরেজ আমলে বাংলার কোনটি ধ্বংস হয়?
(১) খাদ্য শিল্প (২) ওষুধ শিল্প
(৩) বস্ত্র শিল্প (৪) অলঙ্কার শিল্প
ঞ) পৃথিবীতে নানা জাতি সৃষ্টির কারণ কী?
(১) প্রাকৃতিক (২) সামাজিক
(৩) রাজনৈতিক (৪) ভৌগোলিক
২। সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করে বাক্যটি উত্তরপত্রে লিখ : ২´ ৫=১০
ক) লালবাগ দুর্গের আরেক নাম … কেল্লা।
খ) বেগম রোকেয়াকে নারী জাগরণের … বলা হয়।
গ) হোসেন শাহের আমলে শ্রী চৈতন্য … ধর্ম প্রচার করেন।
ঘ) ছিয়াত্তরের মন্বন্তর হয় বাংলা… সনে।
ঙ) জাতিসঙ্ঘের নিজস্ব কোনো … নেই।
৩। নিচের বাক্যগুলো খাতায় লিখে যেটি শুদ্ধ সেটির ডান পাশে ‘শুদ্ধ’ এবং যেটি ভুল সেটির ডান পাশে ‘অশুদ্ধ’ লিখ : ২´ ৫=১০
(ক) আমাদের দেশে নিরাপদ পানির অভাব রয়েছে।
(খ) তুলা বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল।
(গ) মহাস্থানগড় কুমিল্লা জেলায় অবস্থিত।
(ঘ) গারোদের গায়ের রং তামাটে।
(ঙ) পরিবেশের সাথে আমাদের রয়েছে নিবিড় সম্পর্ক।
৪। বাম পাশের কথাগুলোর সাথে ডান পাশের কথাগুলো মিল করে উত্তরপত্রে লিখ : ২´ ৪=৮
৫। অল্প কথায় উত্তর দাও (যে কোনো দশটি) : ৩´ ১০= ৩০
(ক) এলাকার রাস্তাঘাট ভালো না হলে কী অসুবিধা হতে পারে?
(খ) সদাচরণ কাকে বলে?
(গ) নাগরিকের কেন কর প্রদান করা উচিত?
(ঘ) আমদানি বলতে কী বোঝায়?
(ঙ) মহাস্থানগড় কোথায় অবস্থিত?
(চ) ‘দ্বৈত শাসন’ বলতে কী বোঝায়?
(ছ) মধ্যযুগে বাংলায় কী কী সামগ্রী আমদানি ও রফতানি হতো?
(জ) মহাস্থানগড় ব্রাহ্মীলিপি থেকে কী জানা যায়?
(ঝ) কাদের নিয়ে মুক্তিবাহিনী গঠিত হয়?
(ঞ) খাসিয়াদের প্রধান প্রধান খাদ্য কী কী?
(ট) ইউরোপ মহাদেশের অবস্থান লেখ।
(ঠ) বিশ্বস্বাস্থ্য সংস্থার প্রধান কাজ কী?
৬। যেকোনো চারটি প্রশ্নের উত্তর দাও : ৮´ ৪= ৩২
(ক) সমাজে মানবাধিকারবিরোধী কয়েকটি কাজ উল্লেখ করো। এদের মধ্যে যেকোনো একটির বর্ণনা দাও।
(খ) বাংলাদেশের একটি মানচিত্র এঁকে এতে প্রধান তিনটি নদীর অবস্থান দেখাও।
(গ) জাতীয় পরিবেশনীতির উল্লেখযোগ্য দিকগুলো কী? পরিবেশ রক্ষায় নাগরিকের দায়িত্ব ও কর্তব্য সংক্ষেপে লেখ।
(ঘ) জীবনযাত্রার মানের ওপর জনসংখ্যা বৃদ্ধির প্রভাব সংক্ষেপে লেখ।
(ঙ) পঁচিশে মার্চের কাল রাতে হানাদার বাহিনীর নৃশংসতার বিবরণ দাও।
(চ) ইউনিসেফ কী? কতটি দেশে এর কর্মকাণ্ড আছে? বাংলাদেশে ইউনিসেফ কী কী কাজ করে?
No comments:
Post a Comment