Thursday, October 11, 2012

জেএসসি পরীক্ষার প্রস্তুতি: বিজ্ঞান

অধ্যায়-১৫
১. সস্যল বীজ কোনটি?
ক. রেড়ি খ. ছোলা গ. মটর ঘ. কুমড়া
২. আপেলের ফল গঠনে অংশ নেয়—
i. বৃতি ii. পুষ্পাক্ষ iii. ডিম্বাশয়
নিচের কোনটি সঠিক?
ক. ii খ. iii গ. i ও ii ঘ. i ও iii
৩. কোনটি যৌগিক ফল?
ক. আম খ. আতা গ. পদ্ম ঘ. ডুমুর
৪. ভ্রূণাক্ষের নিম্ন প্রান্তকে কী বলে?
ক. বীজপত্রাধিকাণ্ড খ.পর্বাঞ্চল
গ. ভ্রূণ মূল ঘ. ভ্রূণ মুকুল।
৫. পারথেনোকার্পিক ফল কোনটি?
ক. মটর খ. আম গ. কলা ঘ. শসা
৬. অঙ্কুরোদগমের অভ্যন্তরীণ প্রভাবক হচ্ছে—
i. আলো ii. খাদ্য iii. সুপ্ততা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৭. কোনটি সরস ফল?
ক. মটর খ. আপেল গ. সরিষা ঘ. ঢ্যাঁড়স
৮. অসস্যল বীজের ক্ষেত্রে বলা যায়—
i. শস্য থাকে না ii. খাদ্য সঞ্চয় করে না
iii. বীজপত্র বেশ পুরু হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৯. কোনটি অপ্রকৃত ফল?
ক. আম খ. জাম গ. কুল ঘ. চালতা
১০. বীজপত্রের কাজ হলো—
i ভ্রূণ রক্ষা করা ii. ভ্রূণের জন্য খাদ্য সঞ্চয় করা
iii. সবুজ পত্র হিসেবে কাজ করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১১. বীজের অঙ্কুরোদগম গুরুত্বপূর্ণ। কারণ অঙ্কুরোদগমের হার—
i. কম হলে শস্যের উৎপাদন বেশি হয়
ii. কম হলে শস্যের উৎপাদন কম হয়
iii. কম হলে অতিরিক্ত বীজ বপন করতে হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১২. কোন বীজের অঙ্কুরোদগমের জন্য আলো অপরিহার্য?
ক. ধুতরা খ. তামাক গ. গরান ঘ. বিলাতি বেগুন
১৩. কোন বীজে মুৎভেদী অঙ্কুরোদগম ঘটে?
ক. আম খ. ছোলা গ. শিম ঘ. গম
১৪. কোনটি গুচ্ছ ফল?
ক. আনারস খ. কাঁঠাল গ. আম ঘ. পদ্ম
১৫. কোন উদ্ভিদে জরায়ুজ অঙ্কুরোদগম ঘটে?
ক. কাকরা খ. ছোলা গ. লাউ ঘ. গম
১৬. কোন বীজে মৃৎগত অঙ্কুরোদগম ঘটে?
ক. তেঁতুল খ. কুমড়া গ. লাউ ঘ. ছোলা
১৭. কোনটির বীজে একটি বীজপত্র থাকে?
ক. মটর খ. ভুট্টা গ. শিম ঘ.শসা
১৮. কোনটি বর্ধিষ্ণু ভ্রূণের জন্য খাদ্য সঞ্চয় করে?
ক. শাঁস খ. ভ্রূণ গ. মূল ঘ. বিটপ
অধ্যায়-১৬
১. বাংলাদেশে কয় ধরনের মরিচের চাষাবাদ হয়ে থাকে?
ক. ১ খ. ২ গ. ৩ ঘ. ৪
২. মরিচগাছ একটি—।
ক. সপুষ্পক উদ্ভিদ খ. অপুষ্পক উদ্ভিদ
গ. নগ্নবীজী উদ্ভিদ ঘ. সমাঙ্গবর্গীয় উদ্ভিদ
৩. মিঠা মরিচের পত্রকক্ষে কয়টি ফুল ধরে?
ক. ৪টি খ. ৩টি গ. ২টি ঘ. ১টি
৪. মরিচের ব্যবহার পরিলক্ষিত হয়—।
i. রান্নার কাজে মসলা হিসেবে ii. ওষুধ তৈরিতে
iii. সস তৈরিতে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫. সপুষ্পক উদ্ভিদে—।
i. বীজ হয় না ii. ফুল হয় iii. ফল হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ.ii ও iii ঘ. i, ii ও iii
৬. মরিচ ফুলের দলমণ্ডলে কয়টি পাপড়ি থাকে?
ক. ৩টি খ. ৪টি গ. ৫টি ঘ. ৬টি।

সঠিক উত্তর:

অধ্যায়-১৫: ১. ক ২. ক ৩. ঘ ৪. গ ৫. গ ৬. গ ৭. খ ৮. খ ৯. ঘ ১০. ঘ ১১. গ ১২. খ ১৩. গ ১৪. ঘ ১৫. ক ১৬. ঘ ১৭. খ ১৮. ক।
অধ্যায়-১৬: ১. খ ২. ক ৩. ঘ ৪. খ ৫. গ ৬. গ ৭. ঘ ৮. ক ৯. ক ১০. ঘ।


অধ্যায়-১৬
৭. কোনটির কারণে মরিচ ঝাল লাগে?
ক. ভিটামিন-এ খ. ভিটাসিন-সি
গ. ভিটামিন-ই ঘ. ক্যাপসিসিন
৮. কত দিনের মধ্যে মরিচের বীজ থেকে চারা গজায়?
ক. ৩-৪ দিন খ. ৭-৮ দিন
গ. ১০-১২ দিন ঘ. ১৫-২০ দিন
৯. মরিচের পরাগধানীর রং সাধারণত—।
i. কালো বা গাঢ় বেগুনি রঙের
ii. বাদামি বা হলুদ রঙের
iii. সবুজ বা বাদামি রঙের
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ.i ও ii ঘ. i ও iii
১০. মরিচ ফুলের গর্ভাশয়ে কয়টি প্রকোষ্ঠ থাকে?
ক. ৫টি খ. ৪টি গ. ৩টি ঘ. ২টি।
১১. মরিচে প্রচুর পরিমাণে কোন ভিটামিন থাকে?
ক. ভিটামিন-এ খ. ভিটামিন-সি
গ. ভিটামিন-ডি ঘ. ভিটামিন-ই
১২. চারা মরিচগাছ কত সময় পর একটি পূর্ণাঙ্গ মরিচগাছে পরিণত হয়?
ক. ৫-৬ মাস খ. ৪-৫ মাস
গ. ৩-৪ মাস ঘ. ২-৩ মাস
১৩. মরিচের বৈজ্ঞানিক নাম কী?
ক. Bৎassica napus খ. Nangifeৎa indica
গ. Capsicum fৎutescens
ঘ. Aৎtocaৎpus heteৎophyllus
১৪. মরিচ ফুলের—।
i. পাপড়িযুক্ত থাকে ii. পরাগধানী গাঢ় বেগুনি হয় iii. গর্ভাশয়ে ডিম্বক কম থাকে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৫. মরিচ কোন জাতীয় উদ্ভিদ?
ক. নগ্নবীজী খ. অপুষ্পক
গ. বর্ষজীবী ঘ. বহুবর্ষজীবী
১৬. মরিচ ফুলের বৃত্যাংশ কয়টি?
ক. ৬টি খ. ৫টি গ. ৪টি ঘ. ৩টি
১৭. কোনটি দ্বিবীজপত্রী উদ্ভিদ?
ক. নারকেল খ. সুপারি গ. ধান ঘ. আম
১৮. কোনটি সপুষ্পক উদ্ভিদ?
ক. শৈবাল খ. ছত্রাক গ. গাজর ঘ. মস
১৯. সপুষ্পক উদ্ভিদকে কয় ভাগে ভাগ করা হয়েছে?
ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ৫
২০. মিঠা ও ঝাল মরিচে অল্প পরিমাণে থাকে—।
i. ভিটামিন-এ ii.ভিটামিন-সি iii. ভিটামিন-ই
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii, খ. i ও iii, গ. ii ও iii ঘ. i, ii ও iii
অধ্যায়-১৭
১. নিমজ্জিত জলজ উদ্ভিদ কোনটি?
ক. পদ্ম খ. শাপলা গ. ক্ষুদিপানা ঘ. পাতা শ্যাওলা
২. পানির প্রাপ্যতা ও লবণাক্ততার পরিমাণের ওপর ভিত্তি করে উদ্ভিদ সম্প্রদায়কে কয় ভাগে ভাগ করা হয়েছে?
ক. দুই খ. তিন গ. চার ঘ. পাঁচ
৩. কোনটি মুক্ত ভাসমান জলজ উদ্ভিদ?
ক. ক্ষুদিপানা খ. গোলপাতা
গ. কেশরদাম ঘ. কলমিশাক
৪. কেশরদাম কী ধরনের উদ্ভিদ?
ক. নিমজ্জিত জলজ খ. মুক্ত ভাসমান জলজ
গ. মাটিতে আবদ্ধ ভাসমান জলজ ঘ. উভচর
৫. কোনটি মাটিতে আবদ্ধ ভাসমান জলজ উদ্ভিদ?
ক. আকন্দ খ. মাখনা
গ. গোলপাতা ঘ. কলমিশাক
৬. জলজ উদ্ভিদের—।
i. মূল থলি থাকে ii. মূলরোম থাকে না
iii. পাতার নিচের অংশে পত্ররন্ধ্র থাকে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৭. পুকুরের দ্বিতীয় স্তরের খাদক কোনটি?
ক. কেঁচো খ. বক গ. ব্যাঙ ঘ. ইগল
৮. শতমূলী কী ধরনের উদ্ভিদ?
ক. মরু উদ্ভিদ খ. জলজ উদ্ভিদ
গ. স্থলজ উদ্ভিদ ঘ. উভচর উদ্ভিদ।
৯. স্থলজ উদ্ভিদ—।
i. মূল থাকে ii. মূলরোম থাকে না
iii. মূলত্র থাকে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১০। কলমিশাককে উভচর উদ্ভিদ বলা হয়। কারণ—
i. এদের শ্বাসমূল থাকে
ii. এরা পানির কিনারায় জন্মে
iii. এদের কাণ্ড পানির মধ্যে বহুদূর পর্যন্ত বিস্তৃত
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১১. কোনটি প্রথম স্তরের খাদক?
ক. ব্যাঙ খ. বড় মাছ
গ. ছোট মাছ ঘ. মশার শূককীট।

সঠিক উত্তর:
অধ্যায়-১৬: ৭. ঘ ৮. ক ৯. ক ১০. ঘ. ১১. খ ১২. গ ১৩. গ ১৪. ক ১৫. গ ১৬. খ ১৭. ঘ ১৮. গ ১৯. ক ২০. খ।
অধ্যায়-১৭: ১. ঘ ২. গ ৩. ক ৪. ঘ ৫. খ ৬. ক ৭. গ ৮. ক ৯. খ ১০. গ ১১. ঘ। 


অধ্যায়-১৭
১২. কোনটি লোনা মাটির উদ্ভিদ?
ক. বোড়া খ. আকন্দ গ. করবী ঘ. হেলেঞ্চা
১৩. পরিবেশ অনুযায়ী বাস্তুসংস্থান কত প্রকার?
ক. দুই খ. তিন গ. চার ঘ. পাঁচ
১৪. কোনটি মরু উদ্ভিদ?
ক. হিন্দাল খ. পসুর গ. মাখনা ঘ. ঝাউ
১৫. পুকুরের সজীব উপাদানগুলো হলো—।
i. পানি ii. অক্সিজেন iii. কার্বন ডাইঅক্সাইড
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৬. পুকুরের তৃতীয় স্তরের খাদক হলো—।
i. বক, চিল ii. কেঁচো, ব্যাঙ iii. ইগল, পানকৌড়ি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii I iii
১৭. কোনটি বাস্তুসংস্থানের ভৌত উপাদান?
ক. মাছ খ. পানি গ. লার্ভা ঘ. শামুক
১৮. পুকুরের বাস্তুসংস্থানে বিয়োজক হিসেবে কাজ করে—।
i. ব্যাকটেরিয়া ii. মৃতজীবী ছত্রাক iii. ক্ষুদ্র পোকা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৯. জলজ উদ্ভিদের অভিযোজনের কারণ—।
i. এদের শ্বাসমূল থাকে
ii. কোষস্থ ফাঁকগুলো বড় থাকে
iii. কাণ্ড নরম ও লম্বা পর্বযুক্ত হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
২০. সামান্য বৃষ্টিতে অঙ্কুরোদ্গম হয় কোন উদ্ভিদের?
ক. মরু উদ্ভিদের খ. জলজ উদ্ভিদের
গ. স্থলজ উদ্ভিদের ঘ. লোনা মাটির উদ্ভিদের
২১. জলজ উদ্ভিদ পানি শোষণ করে—।
ক. মূল দ্বারা খ. কাণ্ড দ্বারা
গ. পাতা দ্বারা ঘ. সম্পূর্ণ দেহ দ্বারা
২২. লোনা মাটির উদ্ভিদের—।
i. কাণ্ড ও পাতা রসাল হয়
ii. কাণ্ড পাতার ন্যায় চ্যাপ্টা ও সবুজ হয়
iii. কাণ্ড থেকে ঠেসমূল বের হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৩. সুন্দরবনে বাঘের সংখ্যা বাড়লে—।
i. খাদ্যাভাবে অনেক বাঘ মারা যাবে
ii. হরিণের সংখ্যা তুলনামূলকভাবে কমে যাবে iii. হরিণের সংখ্যা তুলনামূলকভাবে বেড়ে যাবে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii

অধ্যায়-১৮
১। কোন বনের গাছে শ্বাসমূল বের হয়?
ক. ম্যানগ্রোভ বন খ. পাহাড়ি বন
গ. বরেন্দ্র বন ঘ. অন্যান্য বন
২। বাংলাদেশের বনাঞ্চলকে মোট কয়টি শ্রেণীতে ভাগ করা হয়েছে?
ক. ২টি খ. ৩টি গ. ৪টি ঘ. ৫টি
৩। বাংলাদেশের বেশির ভাগ বনভূমি কোন অঞ্চলে অবস্থিত?
ক. উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চল
খ. দক্ষিণ-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পশ্চিমাঞ্চল
গ. উত্তর-পূর্বাঞ্চল ও উত্তর-পশ্চিমাঞ্চল
ঘ. দক্ষিণ-পশ্চিমাঞ্চল ও উত্তর-পশ্চিমাঞ্চল
৪। পাহাড়ি বন এলাকায় গড় তাপমাত্রা কত?
ক. ৩১° সেলসিয়াস খ. ৩২° সেলসিয়াস
গ. ৩৩° সেলসিয়াস ঘ. ৩৪° সেলসিয়াস
৫। পাহাড়ি বনভূমিতে গড় বৃষ্টিপাত কত?
ক. ১৫০ সেমি খ. ২৫০ সেমি
গ. ৩৫০ সেমি ঘ. ৪৫০ সেমি
৬। কোন বন দেশের মোট বনভূমির অর্ধেকের বেশি এলাকাজুড়ে রয়েছে?
ক. পাহাড়ি বন খ. ম্যানগ্রোভ বন
গ. মধুপুর বন ঘ. অন্যান্য বন
৭। প্রাকৃতিক বন কোনটি?
ক. সুন্দরবন খ. মিরপুর উদ্যান
গ. জাতীয় উদ্যান ঘ. রামুর রাবার বন
৮। সিলেটের কুটির শিল্প কারখানার কাঁচামাল কী?
ক. সেগুন খ. শাল গ. বেত ঘ. রাবার
৯। কোথায় বনজ সম্পদ পরীক্ষাগার রয়েছে?
ক. ঢাকা খ. চট্টগ্রাম গ. রাজশাহী ঘ. খুলনা
১০। ম্যানগ্রোভ বনে—।
i. শ্বাসমূল দেখা যায় ii. প্রতিদিন জোয়ার-ভাটা হয়
iii. প্রচুর মধু পাওয়া যায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১১। বাংলাদেশে বন্য প্রাণী সংরক্ষণ আইন কত সালে প্রবর্তিত হয়?
ক. ১৯৭৪ সালে খ. ১৯৮০ সালে
গ. ১৯৮৪ সালে ঘ. ১৯৯০ সালে।
সঠিক উত্তর:
অধ্যায়-১৭: ১২. ক ১৩. ক ১৪. ঘ ১৫. ঘ ১৬. খ ১৭. খ ১৮. ঘ ১৯. গ ২০. ক ২১. ঘ ২২. খ ২৩. ক।
অধ্যায়-১৮: ১. ক ২. গ ৩. খ ৪. ঘ ৫. খ ৬. ক ৭. ক ৮. গ ৯. খ ১০. ঘ ১১. ক। 
অধ্যায়-১৮
১২। গোলপাতা থেকে কী তৈরি হয়?
ক. হাতপাখা খ. ঘরের চাল গ. দড়ি ঘ. মাদুর
১৩। সুন্দরবনের প্রধান বৃক্ষ কোনটি?
ক. সুন্দরী খ. গরান গ. কেওড়া ঘ. গোলপাতা
১৪। কোনটি ভাওয়াল ও মধুপুর গড়ের উদ্ভিদ?
ক. চাপালিশ খ. পশুর গ. শাল ঘ. ওড়া
১৫। বন আইন কত সালে প্রবর্তিত হয়?
ক. ১৯৭৪ সালে খ. ১৯৮০ সালে
গ. ১৯৮৪ সালে ঘ. ১৯৯০ সালে
১৬। ভাওয়াল-মধুপুর বনে—।
i. গ্রীষ্মকালে পাতা ঝরে যায়
ii. বৃষ্টিপাতের পরিমাণ কম
iii. সজারু, বনবিড়াল, লেমুর দেখা যায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii, ও iii
১৭। বনভূমি কোনটি থেকে পৃথিবীকে রক্ষা করে?
ক. শীত খ. সূর্যালোক গ. মহামারি ঘ. গ্রিন হাউস প্রতিক্রিয়া
১৮। পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য একটি দেশের মোট আয়তনের কত ভাগ বনভূমি দরকার?
ক. ২৫ ভাগ খ. ১৬ ভাগ গ. ৯ ভাগ ঘ. ৭ ভাগ
১৯। সুন্দরবনের আয়তন কত বর্গকিলোমিটার?
ক. ৮৭৫ খ. ৬৭২৪ গ. ৬৭৮৬ ঘ. ৭৬৮৬
২০। কোনটি ম্যানগ্রোভ উদ্ভিদ?
ক. গজারি খ. গরান গ. কড়ই ঘ. শিশু
২১। সুন্দরবনের মধু সাধারণত সংগ্রহ করা হয়—।
ক. ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত
খ. মার্চ থেকে মে মাস পর্যন্ত
গ. এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত ঘ. মে থেকে জুলাই মাস পর্যন্ত।
অধ্যায়-১৯
১. উদ্ভিদ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় কী ধরনের খাদ্য তৈরি করে?
ক. শর্করা খ. স্নেহ গ. আমিষ ঘ. ভিটামিন
২. পৃথিবীতে জীবের অস্তিত্বের জন্য কয়টি প্রধান প্রক্রিয়ার প্রয়োজন হয়?
ক. ২টি খ. ৩টি গ. ৪টি ঘ. ৫টি
৩. প্রাকৃতিক গ্যাসে কোন শক্তি সঞ্চিত থাকে?
ক. তাপশক্তি খ. সৌরশক্তি গ. আলোক শক্তি ঘ. রাসায়নিক শক্তি
৪. প্রাণীরা খাদ্যের জন্য কার ওপর নির্ভরশীল?
ক. মাটির খ. পানির গ. বায়ুর ঘ. উদ্ভিদের
৫. ব্যাপক বনায়ন—।
i. আবহাওয়া আর্দ্র রাখে
ii. বৃষ্টিপাতের পরিমাণ বাড়ায়
iii. মাটির পানি ধারণক্ষমতা বৃদ্ধি করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৬. ইউরিয়া সার উৎপাদনের কাঁচামাল কোনটি?
ক. প্রাকৃতিক গ্যাস খ. কার্বন মনোক্সাইড
গ. কার্বনডাই অক্সাইড ঘ. হাইড্রোজেন সালফাইড
৭. মাটির ক্ষয় রোধে করণীয় হলো—।
i. তৃণজাতীয় গাছ লাগানো
ii. গুল্মজাতীয় গাছ লাগানো
iii. ঢালু জায়গায় ঘাস লাগানো
কোনটি সঠিক? ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৮. সব ধরনের খাদ্য প্রস্তুতের মূল উৎস কী?
ক. সূর্য খ. মাটি গ. পানি ঘ. বায়ু।

সঠিক উত্তর:
অধ্যায়-১৮: ১২. খ ১৩. ক ১৪. গ ১৫. ঘ ১৬. গ ১৭. ঘ ১৮. ক ১৯. গ ২০. খ ২১. গ।
অধ্যায়-১৯: ১. ক ২. গ ৩. খ ৪. ঘ ৫. ঘ ৬. ক ৭. ঘ ৮. ক। 


অধ্যায়-২০
৮. মুরগির খাদ্য পিষ্ট করে—।
i. গ্রন্থিবহুল প্রকোষ্ঠ ii. পেশিবহুল প্রকোষ্ঠ
iii. ছোট নুড়ি পাথর
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৯. কোন শ্রেণীর প্রাণী বাচ্চা প্রসব করে?
ক. সরীসৃপ খ. স্তন্যপায়ী গ. উভচর ঘ. খেচর
১০. কোন প্রাণীর দাঁত নেই?
ক. চিল খ. কুমির গ. বাছুর ঘ. অজগর
১১. কোনটি উভচর প্রাণী?
ক. সাপ খ. কচ্ছপ গ. কুমির ঘ. কুনোব্যাঙ
১২. উভচর প্রাণীরা জীবনের প্রথম দিকে কিসের সাহায্যে শ্বাসকার্য চালায়?
ক. ত্বক খ. ফুলকা গ. ফুসফুস ঘ. নাসারন্ধ্র
১৩. শুশুক কোন শ্রেণীর অন্তর্ভুক্ত?
ক. উভচর খ. সরীসৃপ
গ. স্তন্যপায়ী ঘ. মৎস্যকুল
১৪. মুরগির কঙ্কালতন্ত্র—।
i. দেহাকৃতি বজায় রাখে
ii. মুরগির চলনে সাহায্য করে
iii. দেহের অঙ্গগুলোকে ধরে রাখে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৫. মুরগির দেহে কয় প্রকারের পালক দেখা যায়?
ক. দুই খ. তিন গ. চার ঘ. পাঁচ
১৬. মুরগি কিসের সাহায্যে শ্বাসকার্য চালায়?
ক. ফুলকার সাহায্যে খ. ত্বকের সাহায্যে
গ. ফুসফুসের সাহায্যে ঘ. জিহ্বার সাহায্যে
১৭. রেক্ট্রিসেস হলো—।
ক. ডানা পালক খ. চন্দ্রাকার পুচ্ছ পালক
গ. চন্দ্রাকার ডানা পালক
ঘ. অর্ধচন্দ্রাকার পুচ্ছ পালক
১৮. সরীসৃপ শ্রেণীর ক্ষেত্রে বলা যায়—।
i. ফুসফুস নেই ii. বুকে ভর দিয়ে চলে
iii. চামড়া শুকনো বা শক্ত আবরণে ঢাকা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৯. একটি হোয়াইট লেগইন বছরে কয়টি ডিম দেয়?
ক. ১০০টি খ. ১২০টি গ. ১৫০টি ঘ. ৩০০টি
২০. মুরগির হূৎপিণ্ডে কয়টি প্রকোষ্ঠ থাকে?
ক. চারটি খ. তিনটি গ. দুটি ঘ. একটি
২১. কোনটি এশীয় জাতভুক্ত মুরগি?
ক. কর্নিশ খ. কোচিন
গ. মিনরকা ঘ. এনকোনা
২২. কোনটি মাছ?
ক. তিমি খ. হাঙর গ. পেঙ্গুইন ঘ. ডলফিন
২৩. বাংলাদেশে সাধারণত কয়টি পদ্ধতিতে মুরগি পালন করা হয়ে থাকে?
ক. পাঁচটি খ. চারটি গ. তিনটি ঘ. দুটি
২৪. আসিল জাতের মুরগি বছরে কয়টি ডিম দিয়ে থাকে?
ক. ২৮০-৩০০টি খ. ১৩০-১৫০টি
গ. ১০০-১২০টি ঘ. ৪০-৬০টি
২৫. কোনটি ইংলিশ জাতভুক্ত মুরগি?
ক. ব্রাহমা খ. মিনরকা গ. এনকোনা ঘ. অস্ট্রালর্প
২৬. স্তন্যপায়ী প্রাণীর বৈশিষ্ট্য হলো—।
i. দেহ লোমে আবৃত ii. বুকে ভর দিয়ে চলে
iii. বাচ্চাকে মাতৃস্তন্য পান করায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৭. অরপিংটন কোন জাতের মুরগি?
ক. এশীয় জাত খ. ইংলিশ জাত
গ. আমেরিকান জাত ঘ. ভূমধ্যসাগরীয় জাত।
অধ্যায়-২১
১. মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় নিউক্লিয়াস কতবার বিভাজিত হয়?
ক. ১ খ. ২ গ. ৩ ঘ. ৪
২. মাইটোসিসে নিউক্লিয়াসের বিভাজন কয়টি ধাপে হয়?
ক. ১টি খ. ২টি গ. ৩টি ঘ. ৪টি
৩. কোষ বিভাজনের মাধ্যমে—।
i. প্রজনন সম্পন্ন হয় ii. ভ্রূণের পরস্ফূিটন হয়
iii. জীবের ক্ষয়পূরণ হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪. জীবদেহে প্রধানত কয় ধরনের কোষ বিভাজন দেখা যায়?
ক. ১ খ. ২ গ. ৩ ঘ. ৪
৫. জাইগোট কী?
ক. শুক্রাণু ও ডিম্বাণুর মিলনে সৃষ্ট কোষ
খ. মাতৃকোষ গ. একটি শুক্রাণু ঘ. একটি ডিম্বাণু
৬. জীবের দৈহিক বৃদ্ধি ঘটে—।
i. মিয়োসিসের মাধ্যমে ii. মাইটোসিসের মাধ্যমে iii. অ্যামাইটোসিসের মাধ্যমেদ
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. i ও iii ঘ. ii ও iii.

সঠিক উত্তর:
অধ্যায়-২০: ৮. গ ৯. খ ১০. ক ১১. ঘ ১২. খ ১৩. গ ১৪. ঘ ১৫. খ ১৬. গ ১৭. ঘ ১৮. গ ১৯. ঘ ২০. ক ২১. খ ২২. খ ২৩. গ ২৪. ঘ ২৫. ঘ।
অধ্যায়-২১: ১. ক ২. ঘ ৩. ঘ ৪. খ ৫. ক ৬. খ।

No comments:

Post a Comment

Composition on Female Education in Bangladesh for Examination

  Female Education in Bangladesh Education is a light to which everybody has the equal right. Education is the backbone of a nation. The ...