Saturday, August 18, 2012

যত খুশি এসএমএস করুন (ফ্রি)

যত খুশি এসএমএস করুন (ফ্রি)

Ads by Techtunes - tAds

ইন্টারনেট থেকে বিনামূল্যে এসএমএস করা যায় এমন সাইট আছে বেশ কিছূ। এর মধ্যে নটিফুর মাধ্যমে খুবই সহজে ইচ্ছামত এসএমএস পাঠানো যায়। প্রথমে http://widget.notifu.com/message/web সাইটটিতে গিয়ে রেজিষ্ট্রেশন করুন। রেজিষ্ট্রেশন হয়ে গেলে আপনি লগইন অবস্থায় থাকবেন। এবার Send New Message বাটনে ক্লিক করুন তাহলে Send New Message পেজ আসবে। এখন যে নম্বরে এসএমএস করতে চান সেটি যুক্ত করতে To: এর ডান পাশের তীর চিহ্নের উপরে ক্লিক করলে Edit Contact পেজ আসবে। এখানে Name: অংশে নাম প্রপকের নাম, Delivery: অংশে SMS নির্বাচন করে নিচের SMS Number: অংশে (+) সাইনসহ মোবাইল নম্বর লিখুন এবং Save বাটনে ক্লিক করলে Send New Message পেজে ফিরে আসবে এবং সেভ হবে। এভাবে আপনি আরো নম্বর যুক্ত করতে পাবেন একসাথে একই এসএমএস পাঠানোর জন্য। এবার From: অংশে আপনার নাম এবং বডিতে এসএমএস এর বিষয় লিখুন। অবশেষে Send বাটনে ক্লিক করলে কাঙ্খিত নম্বরে এসএমএস চলে যাবে এবং হোম পেজে ফিরে আসবে। আপনি চাইলে সেন্ড করা এসএমএস Views Message থেকে দেখতে পারেন এবং Manage Contacts থেকে সেভ করা নম্বর দেখতে বা পরিবর্তণ করতে পারবেন। এছাড়াও এখান থেকে মেইল এবং বিভিন্ন ম্যাসেঞ্জারে ইনস্ট্যান্ট ম্যাসেজ পাঠাতে পারবেন।
চিত্র ১)

চিত্র ২)

চিত্র ৩)

চিত্র ৪)

চিত্র ৫)



No comments:

Post a Comment

Composition on Female Education in Bangladesh for Examination

  Female Education in Bangladesh Education is a light to which everybody has the equal right. Education is the backbone of a nation. The ...