বাংলা (মডেল প্রশ্ন-২)
সময়-২ ঘণ্টা :পূর্ণমান-১০০
[দ্রষ্টব্য : ডান পাশে উলি্লখিত সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক]
১। সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখ : ১ু১০ = ১০
(১) 'গাছ কাটার কথা শুনে আমার খুব ভয় করছে।' _এ কথা কে বলেছিল?
ক. কাঠবিড়ালি খ. টুনটুনি
গ. কুমড়ো ঘ. দোয়েল
(২) কান্তজির মন্দির কোন জেলায় অবস্থিত?
ক. জয়পুরহাট খ. দিনাজপুর
গ. রংপুর ঘ. রাজশাহী
(৩) কোনো কিছু সাদরে গ্রহণ করাকে কী বলে?
ক. অভ্যর্থনা খ. স্বাগতম
গ. সাদর অভ্যর্থনা ঘ. বরণ
(৪) নিচের কোনটি বাংলাদেশের একটি ধানের নাম?
ক. অঞ্জনলক্ষ্মী খ. রূপশালিকা
গ. কোষা ঘ. রূপচাঁদা
(৫) ঘোড়া দেখভাল করার লোককে কী বলে?
ক. ঘোটক খ. ঘোড়সওয়ার
গ. মাহুত ঘ. সহিস
(৬) কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত কোন পত্রিকার সম্পাদক হিসেবে খ্যাতি লাভ করেন?
ক. সংবাদ প্রভাকর খ. প্রবোধ প্রভাকর
গ. দীপ্ত প্রভাকর ঘ. দৈনিক প্রভাকর
(৭) জালার ভেতর থেকে যে দৈত্য বেরিয়ে এলো তার মাথাটা কিসের মতো?
ক. বিরাট পাহাড়ের মতো খ. বিশাল ঝুড়ির মতো
গ. আগুনের গোলার মতো ঘ. ধোঁয়ার কুণ্ডলীর মতো
(৮) কবির মতে সাগরের চেয়ে কে অধিক ধনবান?
ক. বাদশা আলমগীর খ. জ্ঞানী ব্যক্তি
গ. তুষ্ট ব্যক্তির হৃদয় ঘ. পরিশ্রমী ব্যক্তি
(৯) আলতাফ মাহমুদ কে ছিলেন?
ক. একজন চিকিৎসক খ. একজন বৈজ্ঞানিক
গ. একজন সৈনিক ঘ. একজন সুর সাধক
(১০) কবি রাজিয়া খাতুন চৌধুরানীর প্রকাশিত গ্রন্থ কোনটি?
ক. সাঁঝের মায়া খ. পথের কাহিনী
গ. মানব জীবন ঘ. মধুর মালতি
২। কবিতা ও কবির নাম উল্লেখ করে 'আষাঢ়' অথবা 'পাখি', কবিতার প্রথম আট লাইন মুখস্থ লেখ। ১+১+৮=১০
৩। প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা কর (যে কোনো একটি) : ৫
ক) এসব প্রাণী বাঁচিয়ে রাখা আমাদের কর্তব্য।
খ) বিশ্বজগৎ দেখব আমি আপন হাতের মুঠোয় পুরে।
৪। নিচের যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও : ৪ ু ৩ =১২
ক) বাংলাদেশের মেয়েরা অবসর সময়ে কী কী জিনিস তৈরি করে?
খ) জেলে কেমন করে দৈত্যের হাত থেকে নিজেকে রক্ষা করল?
গ) মানুষের বিরুদ্ধে দোয়েল পাখি কী কী অভিযোগ করেছে?
ঘ) পাকিস্তানি সৈন্যরা কখন কোণঠাসা হয়ে পড়ল?
ঙ) 'প্রাণের চেয়েও মান বড়'_ শিক্ষক এ কথা বললেন কেন?
চ) কবি চাষিকে 'বড় সাধক' এবং 'দেশের আশা' বলেছেন কেন?
৫। নিচের শব্দ দিয়ে বাক্য রচনা কর (যে কোনো ৫টি) :
১ ু ৫=৫
মুক্তিকামী, সৌজন্য, হাতিয়ার, বরেণ্য, অন্বেষণ, আস্থা।
৬। প্রদত্ত অনুচ্ছেদটির যেখানে প্রয়োজন বিরাম চিহ্ন বসাও :৫
মামা বললেন এটা শখের হাঁড়ি শখ করে পছন্দের জিনিস এই সুন্দর হাঁড়িতে রাখা হয় তাই এর নাম শখের হাঁড়ি তা ছাড়া শখের যে কোন জিনিসই তো সুন্দর
৭। নিচের অনুচ্ছেদটি পড়ে পাঁচটি প্রশ্ন তৈরি কর : ১ ু ৫ =৫
আমাদের দেশের সবচেয়ে প্রাচীন শিল্প হচ্ছে মাটির শিল্প। এ দেশের কুমোর সম্প্রদায় যুগ যুগ ধরে তৈরি করে আসছে মাটির কলস, হাঁড়ি, সরা, বাসন-কোসন, পেয়ালা, সুরাই, মটকা, জালা, পিঠে তৈরির নানা ছাঁচ, আরও কত কী! নিত্যদিনের দরকারি এসব জিনিসের সঙ্গে তারা তৈরি করে আসছে উৎসব পার্বণের জন্য নানা রঙের বাহারি মাটির জিনিস, তৈজসপত্র। মাটির তৈরি শিল্পকর্মকে আমরা বলি মাটির শিল্প বা মৃৎশিল্প। এ শিল্পের প্রধান উপকরণ হলো মাটি।
৮। নিচে প্রদত্ত যুক্তবর্ণ ব্যবহার করে শব্দ তৈরি কর (যে কোনো ৫টি) : ১ ু ৫ =৫
স্ব, স্ম, স্ত্র, গ্র, স্ত, ষ্ণ, হ্ম।
৯। নিচে প্রদত্ত শব্দের একটি করে বিপরীত শব্দ লেখ : (যে কোনো ৫টি) ১ু৫=৫
যশ, উন্নতি, হর্ষ, সকাল, মুক্ত, স্থায়ী।
১০। এক কথায় প্রকাশ কর (যে কোনো ৫টি) : ১ ু ৫ =৫
যার বুঝবার ক্ষমতা নেই, ঘোড়ার পিঠের চামড়ার আসন, নিজের ওপর আস্থা আছে এমন, ঢোল সহযোগে ঘোষণা, শত্রুর আক্রমণ রোধ করার জন্য তৈরি গর্ত, উদ্বেগমুক্ত অবস্থা।
১১। প্রদত্ত বাক্যের ক্রিয়াপদগুলোর চলিত রূপ লেখ (যে কোনো ৫টি) ১ ু ৫ =৫
নদীর ধারে বাস করিত এক জেলে। জেলে সামান্য লেখাপড়া জানিত। কুমড়ো লতায় ঝুলিয়া আছে। টোনা দোয়েলের সেবা করিতেছে। তুমি কী খুঁজিতেছ? বাদশাহ শাহজাদাকে সুশিক্ষা দিয়াছেন।
১২। সংক্ষেপে উত্তর লেখ (যে কোনো ৪টি) : ২ ু ৪ =৮
ক) চুম্বকের গুণকে কাজে লাগিয়ে বিজ্ঞানী আর্কিমিডিস কী আবিষ্কার করেছিলেন?
খ) লোকসঙ্গীত কী?
গ) কোনটিকে বাংলাদেশের সোনালি আঁশ বলে?
ঘ) ওয়াকিটকির কাজ কী?
ঙ) 'তোমরা কি ভাই নীল আকাশে তারা?'_ কথাটি কে, কাকে বলেছিল?
চ) আমরা কোথায় সবুজের ঢেউ আঁকা দেখি?
১৩। 'তুলনা' অথবা 'সংকল্প' কবিতার মূলভাব লেখ। ৮
১৪। যে কোনো একটি বিষয়ে ১৫০ শব্দের মধ্যে রচনা লেখ। ১২
ক) একজন বীরশ্রেষ্ঠ। খ) তোমার প্রিয় খেলা। গ) শীতকাল।
ঘ) ছাত্রজীবন। ঙ) সময়ের মূল্য।
সময়-২ ঘণ্টা :পূর্ণমান-১০০
[দ্রষ্টব্য : ডান পাশে উলি্লখিত সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক]
১। সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখ : ১ু১০ = ১০
(১) 'গাছ কাটার কথা শুনে আমার খুব ভয় করছে।' _এ কথা কে বলেছিল?
ক. কাঠবিড়ালি খ. টুনটুনি
গ. কুমড়ো ঘ. দোয়েল
(২) কান্তজির মন্দির কোন জেলায় অবস্থিত?
ক. জয়পুরহাট খ. দিনাজপুর
গ. রংপুর ঘ. রাজশাহী
(৩) কোনো কিছু সাদরে গ্রহণ করাকে কী বলে?
ক. অভ্যর্থনা খ. স্বাগতম
গ. সাদর অভ্যর্থনা ঘ. বরণ
(৪) নিচের কোনটি বাংলাদেশের একটি ধানের নাম?
ক. অঞ্জনলক্ষ্মী খ. রূপশালিকা
গ. কোষা ঘ. রূপচাঁদা
(৫) ঘোড়া দেখভাল করার লোককে কী বলে?
ক. ঘোটক খ. ঘোড়সওয়ার
গ. মাহুত ঘ. সহিস
(৬) কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত কোন পত্রিকার সম্পাদক হিসেবে খ্যাতি লাভ করেন?
ক. সংবাদ প্রভাকর খ. প্রবোধ প্রভাকর
গ. দীপ্ত প্রভাকর ঘ. দৈনিক প্রভাকর
(৭) জালার ভেতর থেকে যে দৈত্য বেরিয়ে এলো তার মাথাটা কিসের মতো?
ক. বিরাট পাহাড়ের মতো খ. বিশাল ঝুড়ির মতো
গ. আগুনের গোলার মতো ঘ. ধোঁয়ার কুণ্ডলীর মতো
(৮) কবির মতে সাগরের চেয়ে কে অধিক ধনবান?
ক. বাদশা আলমগীর খ. জ্ঞানী ব্যক্তি
গ. তুষ্ট ব্যক্তির হৃদয় ঘ. পরিশ্রমী ব্যক্তি
(৯) আলতাফ মাহমুদ কে ছিলেন?
ক. একজন চিকিৎসক খ. একজন বৈজ্ঞানিক
গ. একজন সৈনিক ঘ. একজন সুর সাধক
(১০) কবি রাজিয়া খাতুন চৌধুরানীর প্রকাশিত গ্রন্থ কোনটি?
ক. সাঁঝের মায়া খ. পথের কাহিনী
গ. মানব জীবন ঘ. মধুর মালতি
২। কবিতা ও কবির নাম উল্লেখ করে 'আষাঢ়' অথবা 'পাখি', কবিতার প্রথম আট লাইন মুখস্থ লেখ। ১+১+৮=১০
৩। প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা কর (যে কোনো একটি) : ৫
ক) এসব প্রাণী বাঁচিয়ে রাখা আমাদের কর্তব্য।
খ) বিশ্বজগৎ দেখব আমি আপন হাতের মুঠোয় পুরে।
৪। নিচের যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও : ৪ ু ৩ =১২
ক) বাংলাদেশের মেয়েরা অবসর সময়ে কী কী জিনিস তৈরি করে?
খ) জেলে কেমন করে দৈত্যের হাত থেকে নিজেকে রক্ষা করল?
গ) মানুষের বিরুদ্ধে দোয়েল পাখি কী কী অভিযোগ করেছে?
ঘ) পাকিস্তানি সৈন্যরা কখন কোণঠাসা হয়ে পড়ল?
ঙ) 'প্রাণের চেয়েও মান বড়'_ শিক্ষক এ কথা বললেন কেন?
চ) কবি চাষিকে 'বড় সাধক' এবং 'দেশের আশা' বলেছেন কেন?
৫। নিচের শব্দ দিয়ে বাক্য রচনা কর (যে কোনো ৫টি) :
১ ু ৫=৫
মুক্তিকামী, সৌজন্য, হাতিয়ার, বরেণ্য, অন্বেষণ, আস্থা।
৬। প্রদত্ত অনুচ্ছেদটির যেখানে প্রয়োজন বিরাম চিহ্ন বসাও :৫
মামা বললেন এটা শখের হাঁড়ি শখ করে পছন্দের জিনিস এই সুন্দর হাঁড়িতে রাখা হয় তাই এর নাম শখের হাঁড়ি তা ছাড়া শখের যে কোন জিনিসই তো সুন্দর
৭। নিচের অনুচ্ছেদটি পড়ে পাঁচটি প্রশ্ন তৈরি কর : ১ ু ৫ =৫
আমাদের দেশের সবচেয়ে প্রাচীন শিল্প হচ্ছে মাটির শিল্প। এ দেশের কুমোর সম্প্রদায় যুগ যুগ ধরে তৈরি করে আসছে মাটির কলস, হাঁড়ি, সরা, বাসন-কোসন, পেয়ালা, সুরাই, মটকা, জালা, পিঠে তৈরির নানা ছাঁচ, আরও কত কী! নিত্যদিনের দরকারি এসব জিনিসের সঙ্গে তারা তৈরি করে আসছে উৎসব পার্বণের জন্য নানা রঙের বাহারি মাটির জিনিস, তৈজসপত্র। মাটির তৈরি শিল্পকর্মকে আমরা বলি মাটির শিল্প বা মৃৎশিল্প। এ শিল্পের প্রধান উপকরণ হলো মাটি।
৮। নিচে প্রদত্ত যুক্তবর্ণ ব্যবহার করে শব্দ তৈরি কর (যে কোনো ৫টি) : ১ ু ৫ =৫
স্ব, স্ম, স্ত্র, গ্র, স্ত, ষ্ণ, হ্ম।
৯। নিচে প্রদত্ত শব্দের একটি করে বিপরীত শব্দ লেখ : (যে কোনো ৫টি) ১ু৫=৫
যশ, উন্নতি, হর্ষ, সকাল, মুক্ত, স্থায়ী।
১০। এক কথায় প্রকাশ কর (যে কোনো ৫টি) : ১ ু ৫ =৫
যার বুঝবার ক্ষমতা নেই, ঘোড়ার পিঠের চামড়ার আসন, নিজের ওপর আস্থা আছে এমন, ঢোল সহযোগে ঘোষণা, শত্রুর আক্রমণ রোধ করার জন্য তৈরি গর্ত, উদ্বেগমুক্ত অবস্থা।
১১। প্রদত্ত বাক্যের ক্রিয়াপদগুলোর চলিত রূপ লেখ (যে কোনো ৫টি) ১ ু ৫ =৫
নদীর ধারে বাস করিত এক জেলে। জেলে সামান্য লেখাপড়া জানিত। কুমড়ো লতায় ঝুলিয়া আছে। টোনা দোয়েলের সেবা করিতেছে। তুমি কী খুঁজিতেছ? বাদশাহ শাহজাদাকে সুশিক্ষা দিয়াছেন।
১২। সংক্ষেপে উত্তর লেখ (যে কোনো ৪টি) : ২ ু ৪ =৮
ক) চুম্বকের গুণকে কাজে লাগিয়ে বিজ্ঞানী আর্কিমিডিস কী আবিষ্কার করেছিলেন?
খ) লোকসঙ্গীত কী?
গ) কোনটিকে বাংলাদেশের সোনালি আঁশ বলে?
ঘ) ওয়াকিটকির কাজ কী?
ঙ) 'তোমরা কি ভাই নীল আকাশে তারা?'_ কথাটি কে, কাকে বলেছিল?
চ) আমরা কোথায় সবুজের ঢেউ আঁকা দেখি?
১৩। 'তুলনা' অথবা 'সংকল্প' কবিতার মূলভাব লেখ। ৮
১৪। যে কোনো একটি বিষয়ে ১৫০ শব্দের মধ্যে রচনা লেখ। ১২
ক) একজন বীরশ্রেষ্ঠ। খ) তোমার প্রিয় খেলা। গ) শীতকাল।
ঘ) ছাত্রজীবন। ঙ) সময়ের মূল্য।
No comments:
Post a Comment