১। মানুষের ‘কথা’ হল—
ক) অর্থযুক্ত কিছু বর্ণ খ) অর্থযুক্ত কিছু শব্দ
গ) অর্থযুক্ত কিছু ধ্বনি ঘ) অর্থযুক্ত কিছু পদ
২। অর্থযুক্ত ধ্বনি কী?
ক) বর্ণ খ) শব্দ গ) পদ ঘ) বাক্য
৩। ধ্বনির মূল উত্স কী?
ক) মুখবিবর খ) গলনালি
গ) ফুসফুস ঘ) জিহ্বা
৪। কোনটির মাধ্যমে মনের ভাব পূর্ণরূপে প্রকাশ পায়?
ক) ধ্বনি খ) শব্দ গ) পদ ঘ) বাক্য
৫। বাক-প্রত্যঙ্গগুলোকে এক সঙ্গে কী বলা হয়?
ক) স্বরতন্ত্রী খ) মুখবিবর
গ) বাগযন্ত্র ঘ) ফুসফুস
৬। শরীরের কোন অঙ্গটিকে ধ্বনি তৈরির যন্ত্র বলা যেতে পারে?
ক) ফুসফুস খ) জিহ্বা
গ) আলজিহ্বা ঘ) দাঁত
৭। জিভের নিচের দিকে যে মাংসপিণ্ড থাকে তার নাম কী?
ক) অধিজিহ্বা খ) তালু
গ) মাড়ি ঘ) মুখবিবর
৮। খাদ্যনালীর উপরে অধিজিহ্বার পেছনের ফাঁকা অংশের নাম কী?
ক) স্বরতন্ত্রী খ) মুখগহ্বর
গ) গলনালী ঘ) তালু
৯। গলনালি থেকে ঠোঁট পর্যন্ত অংশের নাম কী?
ক) স্বরতন্ত্রী খ) তালু
গ) মূর্ধা ঘ) মুখবিবর
১০। কোন ধ্বনি উচ্চারণের সময় বাতাস নাক দিয়ে বের হয়?
ক) কণ্ঠ্য ধ্বনি খ) নাসিক্য ধ্বনি
গ) দন্ত্য ধ্বনি ঘ) মূর্ধন্য ধ্বনি
১১। তালুকে কয়ভাগে ভাগ করা যায়?
ক) দুই খ) তিন গ) চার ঘ) পাঁচ
১২। জিভকে কয়ভাগে ভাগ করা যায়?
ক) দুই খ) তিন গ) চার ঘ) পাঁচ
১৩। বাংলা ভাষার ধ্বনি প্রধানত কত প্রকার?
ক) ২ প্রকার খ) ৩ প্রকার
গ) ৪ প্রকার ঘ) ৫ প্রকার
১৪। যে সব ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস তাড়িত বাতাস বেরিয়ে যেতে মুখের কোথাও কোনো বাধা পায় না তাকে কোন ধ্বনি বলে?
ক) স্বর ধ্বনি খ) ব্যঞ্জন ধ্বনি
গ) অল্পপ্রাণ ধ্বনি ঘ) মহাপ্রাণ ধ্বনি
১৫। কোন ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস তাড়িত বাতাস মুখবিবরের কোথাও না কোথাও বাধা পায়?
ক) কণ্ঠ্য ধ্বনি খ) স্বর ধ্বনি
গ) ব্যঞ্জন ধ্বনি ঘ) মহাপ্রাণ ধ্বনি
১৬। ধ্বনি নির্দেশক সাংকেতিক চিহ্নকে কী বলা হয়?
ক) শব্দ খ) বর্ণ গ) বাক্য ঘ) পদ
১৭। স্পর্শ বর্ণগুলো কয়টি স্থান থেকে উচ্চারিত হয়?
ক) ৪টি খ) ৩টি গ) ৫টি ঘ) ৭টি
১৮। তালব্য স্বর ধ্বনি কোনগুলো?
ক) অ, আ খ) উ, ঊ
গ) এ, ঐ ঘ) ই, ঈ
১৯। মূর্ধন্য স্বর ধ্বনি কোনটি?
ক) ট খ) ঋ গ) এ ঘ) ঐ
২০। প্রতি বর্গের কোন বর্ণটি ঘোষধ্বনির অন্তর্ভুক্ত নয়?
ক) ৩য় খ) ৪থ গ) ৫ম ঘ) ২য়
২১। উচ্চারণ স্থান অনুসারে ‘শ’ এবং ‘য়’ কোন ধ্বনি?
ক) অন্ত্যস্থ ধ্বনি খ) তালব্য ধ্বনি
গ) মূর্ধন্য ধ্বনি ঘ) ওষ্ঠ্য ধ্বনি
২২। উচ্চারণ স্থান অনুসারে ‘ল’ এবং ‘স’ কোন ধ্বনি?
ক) দন্ত্য ধ্বনি খ) তালব্য ধ্বনি
গ) মূর্ধন্য ধ্বনি ঘ) ওষ্ঠ্য ধ্বনি
২৩। ‘ণ’ -এর উচ্চারণ স্থান কোনটি?
ক) জিহ্বামূলখ) মূর্ধাগ) কণ্ঠঘ) ওষ্ঠ
২৪। ‘ধ’-এর উচ্চারণ স্থান কোনটি?
ক) দন্তমূল খ) অগ্র দন্তমূল
গ) পশ্চাত্ দন্তমূল ঘ) অগ্রতালু
২৫। ‘প’ বর্গীয় ধ্বনিগুলো উচ্চারণ স্থান অনুযায়ী নাম কী?
ক) কণ্ঠ্য ধ্বনি খ) তালব্য ধ্বনি
গ) মূর্ধন্য ধ্বনি ঘ) ওষ্ঠ্য ধ্বনি
২৬। ক হতে ম পর্যন্ত ২৫টি ব্যঞ্জন ধ্বনিকে একত্রে কী বলে?
ক) মৌলিক ধ্বনি খ) যৌগিক ধ্বনি
গ) স্পর্শ ধ্বনি ঘ) নাসিক্য ধ্বনি
২৭। উচ্চারণ স্থানের নাম অনুসারে ব্যঞ্জন ধ্বনিগুলোকে কত ভাগে ভাগ করা যায়?
ক) ৪ ভাগে খ) ৫ ভাগে
গ) ৬ ভাগে ঘ) ৭ ভাগে
২৮। বর্গের কোন বর্ণগুলো অল্পপ্রাণ?
ক) প্রথম ও দ্বিতীয়খ) প্রথম ও তৃতীয়
গ) দ্বিতীয় ও তৃতীয়
ঘ) তৃতীয় ও চতুর্থ
ধ্বনি ও বর্ণ অধ্যায়ের উত্তর মালা:
১গ ২খ ৩গ, ৪ঘ ৫গ ৬ক ৭ক ৮গ ৯ঘ ১০খ ১১ক ১২ঘ ১৩ক ১৪ক ১৫গ ১৬খ ১৭গ ১৮ঘ ১৯খ ২০ঘ ২১খ ২২ক ২৩খ ২৪খ ২৫ঘ ২৬গ ২৭খ ২৮খ
No comments:
Post a Comment