Cloze test with clues-এর কিছু সহজ Rules বিস্তারিত আলোচনা করা হলো:
Rule-1: Introductory Subject ‘it/there’...+ Verb+Article—a/an/the থাকলে ব্রাকেট (—)-এর মধ্যস্থিত Word-টি Noun হয়ে যায়। অতঃপর Preposition না থাকলে Suitable Preposition বসাতে হয়। যেমন—
Ques. It is the—(believe) the climatologists that the greenhouse effect is the most likely cause of this global warming.
Ans. belief of.
Note : তবে মনে রাখতে হবে যে ব্রাকেটের অব্যবহিত পরেই যদি that বা অন্য কোনো ধরনের Linker থাকে, তাহলে Preposition বসবে না। যেমন—
Ques. There is a—(possible) that the southern part of the country may one day go under water.
Ans. possibility.
Rule-2: সাধারণত Sentence-এর শুরুতে Article—a/an/the বসলে তার পরেই ব্রাকেটের মধ্যস্থিত word থাকলে সেটি Noun হয়ে যায়। Preposition না থাকলে তা আনতে হয়। যেমন—
Ques. The—(safe) the earth’s wild creatures is necessary to save ourselves.
Ans. safety of.
Ques. The—(cruel) human beings is responsible for the destruction of plants and animals.
Ans. cruelty of.
Note : কিন্তু ব্রাকেটের মধ্যস্থিত word-টির পরেই যদি Noun থাকে, তাহলে পর পর দুটি Noun না বসে ব্রাকেটের মধ্যস্থিত word-টির Adjective form হয়। যেমন—Ques. The—(roast) duck tempted the cook. Ans. roasted.
Ques. The greenhouse effect is a—(global) phenomenon. Ans. global.
Ques. The—(symbol) significance of Iron Bridge was great. Ans. symbolic.
Rule-3 : Preposition গুলোর পরে সাধারণত Verb-এর শেষে ing যোগ করে gap পূরণ করা যায়। কিন্তু এদের পরে যদি Article যোগ হয়, তাহলে ব্রাকেটের মধ্যস্থিত শব্দটির Noun form হয়। যেমন—
Ques. All species are necessary in the environment for—(maintain) ecological balance. Ans. maintaining.
Ques. We are facing new kinds of problems for the—(destroy) of wild animals.
Ans. destruction.
Ques. The British are fond of—(take) different kinds of food. Ans. taking.
Rule-4: The reason of, because of, on account, of, inspire of, owing to+Possessive Case থাকলে তৎপরবর্তী ব্রাকেটের মধ্যস্থিত word-টি Noun হয়ে যায়। এ ক্ষেত্রে Preposition না থাকলে তা আনতে হয়। যেমন—
Ques. The reason of his—(refuse) taking money was that he held himself responsible for the breaking of the axe-handle.
Ans. refusal of.
Ques. Jerry thought that it was for his—(careless) the axe-handle broke.
Ans. carelessness.
Rule-5 : Transitive Verb-এর পর Object হিসেবে Noun/Pronoun বসে। অতএব, এ স্থানে ব্রাকেটে অপর কোনো Part of Speech থাকলে তাকে Noun-এ পরিণত করতে হবে। যেমন—
Ques. Nazneen cannot pay—(attentive) to her study.
Ans. attention.
Rule-6 : Prepositional Phrase যদি দুই শব্দবিশিষ্ট হয়, তবে পরবর্তী শব্দটি Noun/Pronoun হবে। এ ক্ষেত্রে অন্য কোনো Part of Speech থাকলে তাকে Noun-এ পরিণত করতে হবে। যেমন—
Ques. It is a matter of—(sorry).
Ans. sorrow.
Rule-7 : Preposition/Adverbial Phrase-এ শুরুতে Preposition এবং শেষে সাধারণত Noun/Pronoun থাকে, যেমন—in the room, under the tree, with him ইত্যাদি।
এ ধরনের Phrase-এর শেষে word-টি Noun ছাড়া অন্য কোনো Part of Speech-এ থাকলে তাকে Noun-এ পরিণত করতে হবে। যেমন—
Ques. His suceess was beyond my—(imagine).
Ans. imagination.
Rule-8 : যদি দুটি Adjective পাশাপাশি থাকে, তবে পরেরটিকে Noun-এ পরিণত করতে হবে। যেমন—
Ques. There is much—(quiet) in Zinnta’s family.
Ans. quietness.
Rule-9 : There দিয়ে কোনো Sentence/Clause শুরু হলে তার পরে ‘Be-verb’ বসে এবং তারও পরে বসে Noun. এখানে অন্য কোনো Part of Speech থাকলে তাকে Noun-এ পরিণত করতে হয়। যেমন—
Ques. There is—(happy) in a nuclear family.
Ans. happiness.
Rule-10 : To-এর পরে infinitive অর্থে Verb-এর Present form এবং of-এর পরে সাধারণত Noun form হয়। যেমন—
Ques. E-mail is used to—(communication) textual message via electronics means.
Ans. communicate.
Ques. Do you know the system of—(communicate) of e-mail?
Ans. communication.
Rule-11 : Sentence-এর শুরুতে ব্রাকেটের মধ্যস্থিত Verb-টি যদি অন্য কোনো Verb-এর Subject হিসেবে এবং Sentence-এর মাঝে বসে কোনো Object-এর কাজ করে, তাহলে ing যোগ করে Gerund করতে হয়। যেমন—
Ques.—(Dig) a deeper hole. Jerry steadied a loose stone.
Ans. Digging.
Ques.—(Pull) its other leg the duck ran off.
Ans. Pulling.
Ques. The examines stopped—(write) when the last bell rang.
Ans. writing.
Rule-1: Introductory Subject ‘it/there’...+ Verb+Article—a/an/the থাকলে ব্রাকেট (—)-এর মধ্যস্থিত Word-টি Noun হয়ে যায়। অতঃপর Preposition না থাকলে Suitable Preposition বসাতে হয়। যেমন—
Ques. It is the—(believe) the climatologists that the greenhouse effect is the most likely cause of this global warming.
Ans. belief of.
Note : তবে মনে রাখতে হবে যে ব্রাকেটের অব্যবহিত পরেই যদি that বা অন্য কোনো ধরনের Linker থাকে, তাহলে Preposition বসবে না। যেমন—
Ques. There is a—(possible) that the southern part of the country may one day go under water.
Ans. possibility.
Rule-2: সাধারণত Sentence-এর শুরুতে Article—a/an/the বসলে তার পরেই ব্রাকেটের মধ্যস্থিত word থাকলে সেটি Noun হয়ে যায়। Preposition না থাকলে তা আনতে হয়। যেমন—
Ques. The—(safe) the earth’s wild creatures is necessary to save ourselves.
Ans. safety of.
Ques. The—(cruel) human beings is responsible for the destruction of plants and animals.
Ans. cruelty of.
Note : কিন্তু ব্রাকেটের মধ্যস্থিত word-টির পরেই যদি Noun থাকে, তাহলে পর পর দুটি Noun না বসে ব্রাকেটের মধ্যস্থিত word-টির Adjective form হয়। যেমন—Ques. The—(roast) duck tempted the cook. Ans. roasted.
Ques. The greenhouse effect is a—(global) phenomenon. Ans. global.
Ques. The—(symbol) significance of Iron Bridge was great. Ans. symbolic.
Rule-3 : Preposition গুলোর পরে সাধারণত Verb-এর শেষে ing যোগ করে gap পূরণ করা যায়। কিন্তু এদের পরে যদি Article যোগ হয়, তাহলে ব্রাকেটের মধ্যস্থিত শব্দটির Noun form হয়। যেমন—
Ques. All species are necessary in the environment for—(maintain) ecological balance. Ans. maintaining.
Ques. We are facing new kinds of problems for the—(destroy) of wild animals.
Ans. destruction.
Ques. The British are fond of—(take) different kinds of food. Ans. taking.
Rule-4: The reason of, because of, on account, of, inspire of, owing to+Possessive Case থাকলে তৎপরবর্তী ব্রাকেটের মধ্যস্থিত word-টি Noun হয়ে যায়। এ ক্ষেত্রে Preposition না থাকলে তা আনতে হয়। যেমন—
Ques. The reason of his—(refuse) taking money was that he held himself responsible for the breaking of the axe-handle.
Ans. refusal of.
Ques. Jerry thought that it was for his—(careless) the axe-handle broke.
Ans. carelessness.
Rule-5 : Transitive Verb-এর পর Object হিসেবে Noun/Pronoun বসে। অতএব, এ স্থানে ব্রাকেটে অপর কোনো Part of Speech থাকলে তাকে Noun-এ পরিণত করতে হবে। যেমন—
Ques. Nazneen cannot pay—(attentive) to her study.
Ans. attention.
Rule-6 : Prepositional Phrase যদি দুই শব্দবিশিষ্ট হয়, তবে পরবর্তী শব্দটি Noun/Pronoun হবে। এ ক্ষেত্রে অন্য কোনো Part of Speech থাকলে তাকে Noun-এ পরিণত করতে হবে। যেমন—
Ques. It is a matter of—(sorry).
Ans. sorrow.
Rule-7 : Preposition/Adverbial Phrase-এ শুরুতে Preposition এবং শেষে সাধারণত Noun/Pronoun থাকে, যেমন—in the room, under the tree, with him ইত্যাদি।
এ ধরনের Phrase-এর শেষে word-টি Noun ছাড়া অন্য কোনো Part of Speech-এ থাকলে তাকে Noun-এ পরিণত করতে হবে। যেমন—
Ques. His suceess was beyond my—(imagine).
Ans. imagination.
Rule-8 : যদি দুটি Adjective পাশাপাশি থাকে, তবে পরেরটিকে Noun-এ পরিণত করতে হবে। যেমন—
Ques. There is much—(quiet) in Zinnta’s family.
Ans. quietness.
Rule-9 : There দিয়ে কোনো Sentence/Clause শুরু হলে তার পরে ‘Be-verb’ বসে এবং তারও পরে বসে Noun. এখানে অন্য কোনো Part of Speech থাকলে তাকে Noun-এ পরিণত করতে হয়। যেমন—
Ques. There is—(happy) in a nuclear family.
Ans. happiness.
Rule-10 : To-এর পরে infinitive অর্থে Verb-এর Present form এবং of-এর পরে সাধারণত Noun form হয়। যেমন—
Ques. E-mail is used to—(communication) textual message via electronics means.
Ans. communicate.
Ques. Do you know the system of—(communicate) of e-mail?
Ans. communication.
Rule-11 : Sentence-এর শুরুতে ব্রাকেটের মধ্যস্থিত Verb-টি যদি অন্য কোনো Verb-এর Subject হিসেবে এবং Sentence-এর মাঝে বসে কোনো Object-এর কাজ করে, তাহলে ing যোগ করে Gerund করতে হয়। যেমন—
Ques.—(Dig) a deeper hole. Jerry steadied a loose stone.
Ans. Digging.
Ques.—(Pull) its other leg the duck ran off.
Ans. Pulling.
Ques. The examines stopped—(write) when the last bell rang.
Ans. writing.
No comments:
Post a Comment