জ্ঞানমূলক:
১। বাংলাদেশের গ্রামাঞ্চলে যে ধরনের চুলা ব্যবহার করা হয় তার মাত্র শতকরা কত ভাগ তাপ শক্তি কাজে লাগে?
ক. ১০-৩০ খ. ১০-১৫
গ. ৮০-৯০ ঘ. ৭০-৮০
২। রেডিওর প্রেরক যন্ত্রে প্রথমে কী থাকে?
ক. মাইক্রোফোনখ. স্পিকার
গ. অ্যানটেনাঘ. রেকর্ডার
৩।বায়ো গ্যাসে শতকরা কত ভাগ মিথেন থাকে?
ক. ২০-৩০ ভাগ খ. ৩০-৪০ ভাগ
গ. ৬০-৭০ ভাগ ঘ. ৫০-৬০ ভাগ
৪।কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় কোনটিকে?
ক. সিপিইউ খ. মাউস
গ. মনিটর ঘ. কী-বোর্ড
৫।শব্দকে এক স্থান হতে অন্য স্থানে নিয়ে যায়—
ক. রেডিও খ. টেলিভিশন
গ. কম্পিউটার ঘ. ইন্টারনেট
৬।পিসি-এর প্রধান অংশ কয়টি?
ক. তিনটিখ. দুটি
গ. চারটিঘ. ছয়টি
৭।উন্নত চুলার ঝিকগুলোর উচ্চতা কত?
ক. ০.৫ ইঞ্চি খ. ৫ ইঞ্চি গ. ৬ ইঞ্চি ঘ. ০.৬ ইঞ্চি
৮।উন্নত চুলায় শতকরা কত ভাগ জ্বালানি খরচ কম হয়?
ক. ৫০-৬০ ভাগ খ. ৫০-৭০ ভাগ
গ. ৪০-৫০ ভাগ ঘ. ৮০-৯০ ভাগ
৯।টেলিভিশনে ছবি প্রেরণ করা হয় কীভাবে?
ক. আলোক শক্তিকে বিদ্যুত্ শক্তিতে রূপান্তরিত করে। খ. চুম্বক শক্তিকে বিদ্যুত্ শক্তিতে রূপান্তরিত করে।
গ. বিদ্যুত্ শক্তিকে আলোক শক্তিতে রূপান্তরিত করে। ঘ. কোনটিই নয়।
অনুধাবনমূলক:
১০।টেলিফোনের সাথে কোনটি যুক্ত থাকে?
ক. ফ্যাক্স খ. টেলেক্স গ.রেডিও ঘ. মোবাইল
১১। কাঠ, গোবর ইত্যাদি জ্বালানি পুড়িয়ে যে তাপশক্তি পাওয়া যায় তার কত ভাগ কাজে লাগে?
ক. ১০%-১৫% খ. ৮০%-৯০%
গ. ২০%-৩০% ঘ. ১০%-৭০%
১২।কোনটি শক্তির নবায়নযোগ্য উত্স?
ক. বিদ্যুত্ খ. তাপ গ. সৌরশক্তি ঘ. অকটেন
১৩।রেডিও কে আমরা অন্য কি নামে ডাকি?
ক. ট্রান্সফরমার খ. ট্রানজিস্টর
গ. সলিনঘেড ঘ. বিবর্ধক
১৪। শব্দ এবং ছবি দুটি একত্রে কোন যন্ত্রে পাঠান হয়?
ক.টেলিভিশনখ.রেডিওগ.টেলিগ্রাফঘ. কম্পিউটার
প্রয়োগমূলক:
১৫। মাইক্রোফোনের কাজ কী?
ক. শব্দ শক্তিকে বিদ্যুত্ শক্তিতে রূপান্তরিত করা।
খ. বিদ্যুত্ শক্তি শব্দ শক্তিকে রূপান্তরিত করা
গ. বিদ্যুত্ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করা
ঘ. উপরের সবকটি
১৬। বিদ্যুত্ চুম্বকীয় তরঙ্গ শূন্যে প্রেরণ করা হয় কিসের সাহায্যে? ক.অ্যানটেনার সাহায্যে খ. প্রেরক যন্ত্রের সাহায্যে
গ. ট্রানজিস্টরের সাহায্যে ঘ. অনিকট বলের সাহায্যে
১৭। বায়োগ্যাসের কোন উপাদান জ্বালানির কাজে লাগে?
ক. অক্সিজেন খ. হাইড্রোজেন
গ. নাইট্রোজেন ঘ. মিথেন
উচ্চতর দক্ষতামূলক:
১৮।চোখের দৃষ্টি ফিরে পাওয়ার জন্য নিচের কোনটি সংযোজন প্রয়োজন?
ক. কর্নিয়া খ. আইরিশ
গ. অক্ষিগোলক ঘ. রেটিনা
১৯।বায়ো গ্যাসে মিথেন ছাড়া আর কী থাকে?
ক. কার্বন-ডাই-অক্সাইড
খ. কার্বনমনো-অক্সাইড
গ. সালফার-ডাই-অক্সাইড
ঘ. সালফার-ট্রাই-অক্সাইড
২০।রেডিওর ক্ষেত্রে বিদ্যুত্ শক্তিকে কয়েকটি যন্ত্রের সাহায্যে কী করে বিদ্যুত্ চুম্বকীয় তরঙ্গে রূপান্তরিত করা হয়? ক. খর্ব করে খ. সৌর কোষ ব্যবহার করে
গ. বিবর্ধিত করে ঘ. চার্জ করে।
২১।কম্পিউটার হচ্ছে বিজ্ঞানের বৈপ্লবিক আবিষ্কার, কারণ—
i. দ্রুত কাজ করা যায়
ii. নির্ভুলভাবে কাজ করা যায়
iii. দামি যন্ত্র।
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
২২। উন্নত চুলার বৈশিষ্ট্য হলো—
i. ঝিকগুলোর উচ্চতা কম ii. চুলার বাইরে অল্প দূরত্বে একটি ছাঁকনী থাকে
iii. চুলার ছাঁকনির নিচে বাতাস ঢোকার জন্য পথ আছে।
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৩। কম্পিউটার যে বৈশিষ্ট্যের জন্য এতো ব্যাপক ব্যবহার হয় তা হল—
i.কম্পিউটার তথ্য সঞ্চয় করে রাখে।
ii. এটি দ্রুত ও নির্ভুলভাবে কাজ করতে পারে।
iii. কম্পিউটার নিজে নিজেই আপগ্রেট হতে পারে।
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii গ. i ও iii ঘ. ii ও iii
পরবর্তী অীংশ আগামীকাল
সঠিক উত্তর :১। খ২। ক৩। গ৪। ক৫।ক ৬। ক৭। ক৮। খ৯। ক১০। ক১১। ক১২। গ১৩। ঘ১৪। ক১৫। ক১৬। ক১৭। ঘ১৮। ক ১৯। ক২০। গ ২১। ক২২। গ২৩। খ
২৪। কোনটির মাধ্যমে চিঠিপত্র আদান-প্রদান করা যায়—
i.টেলেক্স ii. ফ্যাক্স iii. টেলিফোন
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও iii গ. i ও iii ঘ. ii ও iii
২৫। কম্পিউটার যে বৈশিষ্ট্যের জন্য এতো ব্যাপক ব্যবহার হয় তা হল—
i.কম্পিউটার তথ্য সঞ্চয় করে রাখে।
ii. এটি দ্রুত ও নির্ভুলভাবে কাজ করতে পারে।
iii. কম্পিউটার নিজে নিজেই আপগ্রেট হতে পারে।
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii
গ. i ও iii ঘ. ii ও iii
২৬। বায়োগ্যাসে রান্না, বাতি, পাম্প ইত্যাদি চালানো যায়। তবে বায়ো গ্যাস পাওয়া যায়—
i. প্রাকৃতিক খনিজ রূপে মাটির নীচে
ii. গোবর এবং অন্যান্য পচনশীল বস্তু থেকে।
iii. বিভিন্ন প্রাণীর মলমূত্র এবং আবর্জনা ও কচুরিপানা পচিয়ে।
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii গ. iii ঘ. ii ও iii
২৭। নিচের কোন যন্ত্রটির সাথে টাইপ রাইটার যুক্ত থাকে?
i. ফ্যাক্স মেশিন ii. টেলেক্স iii. ই-মেইল
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. i ও ii ঘ. ii ও iii
২৮। আধুনিক প্রযুক্তির সাহায্যে মানবদেহে প্রতিস্থাপন করা সম্ভব হয়েছে—
i. হূিপন্ড ii. কিডনী iii. লিভার
নিচের কোনটি সঠিক?
ক. i ও iiখ. i ও iiiগ. ii ও iiiঘ. i, ii ও iii
২৯।টিকার মাধ্যমে প্রতিরোধ যোগ্য—
i. হাম, ধনুস্টংকার ii. বসন্ত, ডিপথেরিয়া
iii. পোলিও, হুপিংকাশি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩০। চিকিত্সা বিজ্ঞানের উন্নতির ফলে সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ সম্ভব—
i. যক্ষ্মা ii. টাইফয়েড iii. ক্যান্সার
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
পঞ্চদশ অধ্যায়
উদ্ভিদের অংগসংস্থান : ফল ও বীজ
জ্ঞানমূলক:
৩১। কোন ফলটি শুধু ডিম্বাশয় থেকে উত্পন্ন হয়?
ক. চালতা খ. কুল গ. ডুমুর ঘ. আপেল
৩২। কোনটি গুচ্ছ ফল?
ক. পদ্ম খ. আনারস গ.আম ঘ. ডুমুর
৩৩। কোনটি বীজপত্র পাতলা?
ক. কুমড়া খ. মটর গ. শিম ঘ. রেড়ি
৩৪।পারথেনোকার্পিক ফল কোনটি?
ক. আতা খ. কলা গ. কালো জাম ঘ. কাঁঠাল
৩৫। কোনটি প্রকৃত ফল?
ক. মটর খ. চালতা গ. আপেল ঘ. ডুমুর
৩৬। ভ্রণাক্ষের অগ্র প্রান্তকে কী বলে?
ক. ভ্রণ মুকুল খ. বিটপ
গ. ভ্রণমূল ঘ. এপিকটাইন
৩৭। কোনিট রসালো বা সরস ফল?
ক. মটর খ. শসা গ. ঝিংগা ঘ. শিম
৩৮। কোনিট নীরস ফল?
ক. সরিষা খ. পেয়ারা গ. আপেল ঘ. আম
৩৯। জরায়ুজ অংকুরোদগম ঘটে কোনটির?
ক. কাঁকরা খ. নিম গ. সেগুন ঘ. শিমুল
৪০। একবীজপত্রী বীজ কোনটি?
ক. ধান খ. শসা গ. মটর ঘ. ছোলা
৪১। আনারস কোন্ জাতীয় ফল?
ক. গুচ্ছ ফল খ. সরস ফল
গ. যৌগিক ফল ঘ. রসালো ফল
৪২। ভালোভাবে অংকুরোদগমের জন্য কোনটি দরকার?
ক. অক্সিজেন খ. পানি গ. তাপ ঘ. সবগুলো
৪৩। শ্বাসমূল থাকে কোনটিতে?
ক. বট গাছে খ. গেওয়া গাছে
গ. বাঁশে ঘ. নিম গাছে
৪৪। কোনটি অপ্রকৃত ফল?
ক. কাঁঠাল খ. চালতা
গ. আম ঘ. জাব্বুরা
৪৫। একটি সাধারণ ফলের প্রধানত কয়টি অংশ থাকে?
ক. দুটি খ. তিনটি গ. চারটি ঘ. পাঁচটি।
উত্তরমালা:২৪। খ২৫। খ ২৬। ঘ২৭। খ২৮। ক২৯। ঘ৩০। ক ৩১। খ৩২। ক৩৩। ঘ৩৪। খ৩৫। ক৩৬। ক৩৭। খ৩৮। ক৩৯। ক৪০। ক
৪১। গ৪২। ঘ৪৩। ক ৪৪। খ ৪৫। ক
১। বাংলাদেশের গ্রামাঞ্চলে যে ধরনের চুলা ব্যবহার করা হয় তার মাত্র শতকরা কত ভাগ তাপ শক্তি কাজে লাগে?
ক. ১০-৩০ খ. ১০-১৫
গ. ৮০-৯০ ঘ. ৭০-৮০
২। রেডিওর প্রেরক যন্ত্রে প্রথমে কী থাকে?
ক. মাইক্রোফোনখ. স্পিকার
গ. অ্যানটেনাঘ. রেকর্ডার
৩।বায়ো গ্যাসে শতকরা কত ভাগ মিথেন থাকে?
ক. ২০-৩০ ভাগ খ. ৩০-৪০ ভাগ
গ. ৬০-৭০ ভাগ ঘ. ৫০-৬০ ভাগ
৪।কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় কোনটিকে?
ক. সিপিইউ খ. মাউস
গ. মনিটর ঘ. কী-বোর্ড
৫।শব্দকে এক স্থান হতে অন্য স্থানে নিয়ে যায়—
ক. রেডিও খ. টেলিভিশন
গ. কম্পিউটার ঘ. ইন্টারনেট
৬।পিসি-এর প্রধান অংশ কয়টি?
ক. তিনটিখ. দুটি
গ. চারটিঘ. ছয়টি
৭।উন্নত চুলার ঝিকগুলোর উচ্চতা কত?
ক. ০.৫ ইঞ্চি খ. ৫ ইঞ্চি গ. ৬ ইঞ্চি ঘ. ০.৬ ইঞ্চি
৮।উন্নত চুলায় শতকরা কত ভাগ জ্বালানি খরচ কম হয়?
ক. ৫০-৬০ ভাগ খ. ৫০-৭০ ভাগ
গ. ৪০-৫০ ভাগ ঘ. ৮০-৯০ ভাগ
৯।টেলিভিশনে ছবি প্রেরণ করা হয় কীভাবে?
ক. আলোক শক্তিকে বিদ্যুত্ শক্তিতে রূপান্তরিত করে। খ. চুম্বক শক্তিকে বিদ্যুত্ শক্তিতে রূপান্তরিত করে।
গ. বিদ্যুত্ শক্তিকে আলোক শক্তিতে রূপান্তরিত করে। ঘ. কোনটিই নয়।
অনুধাবনমূলক:
১০।টেলিফোনের সাথে কোনটি যুক্ত থাকে?
ক. ফ্যাক্স খ. টেলেক্স গ.রেডিও ঘ. মোবাইল
১১। কাঠ, গোবর ইত্যাদি জ্বালানি পুড়িয়ে যে তাপশক্তি পাওয়া যায় তার কত ভাগ কাজে লাগে?
ক. ১০%-১৫% খ. ৮০%-৯০%
গ. ২০%-৩০% ঘ. ১০%-৭০%
১২।কোনটি শক্তির নবায়নযোগ্য উত্স?
ক. বিদ্যুত্ খ. তাপ গ. সৌরশক্তি ঘ. অকটেন
১৩।রেডিও কে আমরা অন্য কি নামে ডাকি?
ক. ট্রান্সফরমার খ. ট্রানজিস্টর
গ. সলিনঘেড ঘ. বিবর্ধক
১৪। শব্দ এবং ছবি দুটি একত্রে কোন যন্ত্রে পাঠান হয়?
ক.টেলিভিশনখ.রেডিওগ.টেলিগ্রাফঘ. কম্পিউটার
প্রয়োগমূলক:
১৫। মাইক্রোফোনের কাজ কী?
ক. শব্দ শক্তিকে বিদ্যুত্ শক্তিতে রূপান্তরিত করা।
খ. বিদ্যুত্ শক্তি শব্দ শক্তিকে রূপান্তরিত করা
গ. বিদ্যুত্ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করা
ঘ. উপরের সবকটি
১৬। বিদ্যুত্ চুম্বকীয় তরঙ্গ শূন্যে প্রেরণ করা হয় কিসের সাহায্যে? ক.অ্যানটেনার সাহায্যে খ. প্রেরক যন্ত্রের সাহায্যে
গ. ট্রানজিস্টরের সাহায্যে ঘ. অনিকট বলের সাহায্যে
১৭। বায়োগ্যাসের কোন উপাদান জ্বালানির কাজে লাগে?
ক. অক্সিজেন খ. হাইড্রোজেন
গ. নাইট্রোজেন ঘ. মিথেন
উচ্চতর দক্ষতামূলক:
১৮।চোখের দৃষ্টি ফিরে পাওয়ার জন্য নিচের কোনটি সংযোজন প্রয়োজন?
ক. কর্নিয়া খ. আইরিশ
গ. অক্ষিগোলক ঘ. রেটিনা
১৯।বায়ো গ্যাসে মিথেন ছাড়া আর কী থাকে?
ক. কার্বন-ডাই-অক্সাইড
খ. কার্বনমনো-অক্সাইড
গ. সালফার-ডাই-অক্সাইড
ঘ. সালফার-ট্রাই-অক্সাইড
২০।রেডিওর ক্ষেত্রে বিদ্যুত্ শক্তিকে কয়েকটি যন্ত্রের সাহায্যে কী করে বিদ্যুত্ চুম্বকীয় তরঙ্গে রূপান্তরিত করা হয়? ক. খর্ব করে খ. সৌর কোষ ব্যবহার করে
গ. বিবর্ধিত করে ঘ. চার্জ করে।
২১।কম্পিউটার হচ্ছে বিজ্ঞানের বৈপ্লবিক আবিষ্কার, কারণ—
i. দ্রুত কাজ করা যায়
ii. নির্ভুলভাবে কাজ করা যায়
iii. দামি যন্ত্র।
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
২২। উন্নত চুলার বৈশিষ্ট্য হলো—
i. ঝিকগুলোর উচ্চতা কম ii. চুলার বাইরে অল্প দূরত্বে একটি ছাঁকনী থাকে
iii. চুলার ছাঁকনির নিচে বাতাস ঢোকার জন্য পথ আছে।
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৩। কম্পিউটার যে বৈশিষ্ট্যের জন্য এতো ব্যাপক ব্যবহার হয় তা হল—
i.কম্পিউটার তথ্য সঞ্চয় করে রাখে।
ii. এটি দ্রুত ও নির্ভুলভাবে কাজ করতে পারে।
iii. কম্পিউটার নিজে নিজেই আপগ্রেট হতে পারে।
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii গ. i ও iii ঘ. ii ও iii
পরবর্তী অীংশ আগামীকাল
সঠিক উত্তর :১। খ২। ক৩। গ৪। ক৫।ক ৬। ক৭। ক৮। খ৯। ক১০। ক১১। ক১২। গ১৩। ঘ১৪। ক১৫। ক১৬। ক১৭। ঘ১৮। ক ১৯। ক২০। গ ২১। ক২২। গ২৩। খ
২৪। কোনটির মাধ্যমে চিঠিপত্র আদান-প্রদান করা যায়—
i.টেলেক্স ii. ফ্যাক্স iii. টেলিফোন
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও iii গ. i ও iii ঘ. ii ও iii
২৫। কম্পিউটার যে বৈশিষ্ট্যের জন্য এতো ব্যাপক ব্যবহার হয় তা হল—
i.কম্পিউটার তথ্য সঞ্চয় করে রাখে।
ii. এটি দ্রুত ও নির্ভুলভাবে কাজ করতে পারে।
iii. কম্পিউটার নিজে নিজেই আপগ্রেট হতে পারে।
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii
গ. i ও iii ঘ. ii ও iii
২৬। বায়োগ্যাসে রান্না, বাতি, পাম্প ইত্যাদি চালানো যায়। তবে বায়ো গ্যাস পাওয়া যায়—
i. প্রাকৃতিক খনিজ রূপে মাটির নীচে
ii. গোবর এবং অন্যান্য পচনশীল বস্তু থেকে।
iii. বিভিন্ন প্রাণীর মলমূত্র এবং আবর্জনা ও কচুরিপানা পচিয়ে।
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii গ. iii ঘ. ii ও iii
২৭। নিচের কোন যন্ত্রটির সাথে টাইপ রাইটার যুক্ত থাকে?
i. ফ্যাক্স মেশিন ii. টেলেক্স iii. ই-মেইল
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. i ও ii ঘ. ii ও iii
২৮। আধুনিক প্রযুক্তির সাহায্যে মানবদেহে প্রতিস্থাপন করা সম্ভব হয়েছে—
i. হূিপন্ড ii. কিডনী iii. লিভার
নিচের কোনটি সঠিক?
ক. i ও iiখ. i ও iiiগ. ii ও iiiঘ. i, ii ও iii
২৯।টিকার মাধ্যমে প্রতিরোধ যোগ্য—
i. হাম, ধনুস্টংকার ii. বসন্ত, ডিপথেরিয়া
iii. পোলিও, হুপিংকাশি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩০। চিকিত্সা বিজ্ঞানের উন্নতির ফলে সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ সম্ভব—
i. যক্ষ্মা ii. টাইফয়েড iii. ক্যান্সার
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
পঞ্চদশ অধ্যায়
উদ্ভিদের অংগসংস্থান : ফল ও বীজ
জ্ঞানমূলক:
৩১। কোন ফলটি শুধু ডিম্বাশয় থেকে উত্পন্ন হয়?
ক. চালতা খ. কুল গ. ডুমুর ঘ. আপেল
৩২। কোনটি গুচ্ছ ফল?
ক. পদ্ম খ. আনারস গ.আম ঘ. ডুমুর
৩৩। কোনটি বীজপত্র পাতলা?
ক. কুমড়া খ. মটর গ. শিম ঘ. রেড়ি
৩৪।পারথেনোকার্পিক ফল কোনটি?
ক. আতা খ. কলা গ. কালো জাম ঘ. কাঁঠাল
৩৫। কোনটি প্রকৃত ফল?
ক. মটর খ. চালতা গ. আপেল ঘ. ডুমুর
৩৬। ভ্রণাক্ষের অগ্র প্রান্তকে কী বলে?
ক. ভ্রণ মুকুল খ. বিটপ
গ. ভ্রণমূল ঘ. এপিকটাইন
৩৭। কোনিট রসালো বা সরস ফল?
ক. মটর খ. শসা গ. ঝিংগা ঘ. শিম
৩৮। কোনিট নীরস ফল?
ক. সরিষা খ. পেয়ারা গ. আপেল ঘ. আম
৩৯। জরায়ুজ অংকুরোদগম ঘটে কোনটির?
ক. কাঁকরা খ. নিম গ. সেগুন ঘ. শিমুল
৪০। একবীজপত্রী বীজ কোনটি?
ক. ধান খ. শসা গ. মটর ঘ. ছোলা
৪১। আনারস কোন্ জাতীয় ফল?
ক. গুচ্ছ ফল খ. সরস ফল
গ. যৌগিক ফল ঘ. রসালো ফল
৪২। ভালোভাবে অংকুরোদগমের জন্য কোনটি দরকার?
ক. অক্সিজেন খ. পানি গ. তাপ ঘ. সবগুলো
৪৩। শ্বাসমূল থাকে কোনটিতে?
ক. বট গাছে খ. গেওয়া গাছে
গ. বাঁশে ঘ. নিম গাছে
৪৪। কোনটি অপ্রকৃত ফল?
ক. কাঁঠাল খ. চালতা
গ. আম ঘ. জাব্বুরা
৪৫। একটি সাধারণ ফলের প্রধানত কয়টি অংশ থাকে?
ক. দুটি খ. তিনটি গ. চারটি ঘ. পাঁচটি।
উত্তরমালা:২৪। খ২৫। খ ২৬। ঘ২৭। খ২৮। ক২৯। ঘ৩০। ক ৩১। খ৩২। ক৩৩। ঘ৩৪। খ৩৫। ক৩৬। ক৩৭। খ৩৮। ক৩৯। ক৪০। ক
৪১। গ৪২। ঘ৪৩। ক ৪৪। খ ৪৫। ক
No comments:
Post a Comment