Thursday, August 23, 2012

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা সাধারণ বিজ্ঞান

১. CO2 যৌগে কার্বনের যোজনী কত?
ক. ৬           খ. ৪              গ. ১      ঘ. ২
২. নাইট্রিক এসিডে মোট পরমাণুর সংখ্যা কত?
ক. ২             খ. ৫                  গ. ৭             ঘ. ৮
৩. H2 ও 2H-এর মধ্যে পার্থক্য কি?
ক. 2H হাইড্রোজেনের দুটি বিচ্ছিন্ন পরমাণু এবং H2 হাইড্রোজেনের একটি অণু।
খ. 2H হাইড্রোজেনের দুটি অণু এবং H2 হাইড্রোজেনের এটি অণু।
গ. 2H মৌলিক পদার্থ এবং H2 যৌগিক পদার্থ।
ঘ. 2H এবং H2-এর মধ্যে কোন পার্থক্য নেই।
৪. 2HCl + MgO - MgCl2 + H2O বিক্রিয়া একটি-
ক. বিযোজন বিক্রিয়া             খ. দহন বিক্রিয়া
গ. প্রতিস্থাপন বিক্রিয়া             ঘ. প্রশমন বিক্রিয়া
৫. কার্বন ও অক্সিজেনের মধ্যে কি ঘটলে CO2 উত্পন্ন হয়-
ক. প্রশমন খ. বিদ্যুত্ প্রবাহ গ. দহন         ঘ.শীতলীকরণ
৬. মোমবাতি হতে দহনের পর বাষ্প ও কার্বন-ডাই অক্সাইড উত্পন্ন হলে কি ধরনের পরিবর্তন ঘটে?
ক. ভৌত পরিবর্তন    খ. রাসায়নিক পরিবর্তন
গ. আকস্মিক পরিবর্তন            ঘ. ধীর পরিবর্তন
৭. নিচের কোনটি ভৌত পরিবর্তন নয়?
ক. লোহাকে চুম্বক দ্বারা ঘর্ষণ      খ. বাল্ব জ্বালানো
গ. পানি বা বাষ্পে রূপান্তর        ঘ. লোহায় মরিচা পড়া
৮. ক্লোরিনের অণুতে কয়টি পরমাণু আছে?
ক. ১টি         খ. ২টি           গ. ৩টি     ঘ. ৪টি
৯. সোডিয়াম ও ক্লোরিন রাসায়নিক বন্ধনে আবদ্ধ হয়ে সম্পূর্ণ নতুন ধর্ম বিশিষ্ট যে পদার্থ উত্পন্ন করে তার নাম কি?
ক. সোডিয়াম হাইড্রোক্সাইড       খ. সোডিয়াম কার্বনেট গ. সোডিয়াম ক্লোরাইড            ঘ. সোডিয়াম সালফেট
১০. কঠিন বরফকে তাপ দিলে কি ঘটে?
ক. আরও কঠিন হয়   খ. বাষ্পে পরিণত হয়
গ. কোনরূপ পরিবর্তন ঘটে না
ঘ. সোডিয়াম সালফেট
১১. রাসায়নিক পরিবর্তন হলো-
ক. স্থায়ী পরিবর্তন    খ. অস্থায়ী পরিবর্তন
গ. আংশিক স্থায়ী পরিবর্তন
ঘ. কোন পরিবর্তন ঘটে না
১২. বিক্রিয়ক পদার্থ রাসায়নিক বিক্রিয়া সংঘটনের কোন অবস্থা?
ক. শেষ অবস্থা         খ. পরবর্তী অবস্থা
গ. পূর্বাবস্থা            ঘ. সবগুলো
১৩. বিক্রিয়াজাত পদার্থগুলো রাসায়নিক বিক্রিয়া সংঘটনের কোন অবস্থা?
ক. শেষ অবস্থা         খ. পূর্বাবস্থা
গ. পরবর্তী অবস্থা     ঘ. ক ও খ উভয়েই
১৪. জিংক সালফেটের সংকেত কোনটি?
ক. H2SO4       খ. ZnSO4
গ. Na2SO4     ঘ. CaSO4
১৫. সোডিয়াম ক্লোরাইডের সংকেত কোনটি?
ক. HCl খ. NaCl গ. Na2SO৪ ঘ. CaSO4
১৬. পানির সংকেত কোনটি?
ক. HCl     খ. NaCl     গ. H2O   ঘ. H2
১৭. নিচের কোনটি অ্যামোনিয়ার সংকেত?
ক. CH4   খ. C2H6     গ. NaCl ঘ. NH3
১৮. Zn + H2SO4 = ZnSO4 + H2
ক. বিনিময় বিক্রিয়া খ. প্রশমন বিক্রিয়া
গ. বিশ্লেষণ বিক্রিয়া   ঘ. প্রতিস্থাপন বিক্রিয়া
১৯. কোন পরিবর্তনে তাপের উদ্ভব ঘটে?
ক. ভৌত পরিবর্তন    খ. তাপীয় পরিবর্তন
গ. রাসায়নিক পরিবর্তন          ঘ. সব কয়টি
২০. কোনটির ফলে পদার্থের স্থায়ী পরিবর্তন ঘটে?
ক. বৈদ্যুতিক পরিবর্তন            খ. রাসায়নিক পরিবর্তন
গ. ভৌত পরিবর্তন    ঘ. তাপীয় পরিবর্তন
২১. Fe2O3 যৌগে আয়রনের যোজনী কত?
ক. ২            খ. ৩                 গ. ৪   ঘ. ৬
২২. A ও B মৌল দুটি যুক্ত হয়ে যৌগ গঠন করে। এখানে A-এর যোজনী x এবং B-এর যোজনী, A ও B দ্বারা গঠিত যৌগ হলো-
ক. AB  খ. AyBx   গ. AxBy        ঘ. XAYB
২৩. 2Na + Cl2 = 2NaCl; বিক্রিয়াটিতে সোডিয়াম ও ক্লোরিনের মোট পরমাণুর সংখ্যা কত?
ক. ৪ ও ৪    খ. ৫ ও ৫    গ. ৬ ও ৬      ঘ. ৭ ও ৭
২৪. জিঙ্ক সালফেটের একটি অণুতে মোট পরমাণুর সংখ্যা কত?
ক. ৩           খ. ৫           গ. ৬         ঘ. ৮
২৫. ম্যাগনেসিয়াম নাইট্রাইডের সংকেত-
ক. Mg3N2       খ. Mg3(N2)3
গ. Mg2N3        ঘ. MgN3
২৬. বৈদ্যুতিক বাল্ব জ্বালানো কি ধরনের পরিবর্তন নির্দেশ করে?
ক. তাপীয় পরিবর্তন খ. রাসায়নিক পরিবর্তন
গ. ভৌত পরিবর্তন    ঘ. বৈদ্যুতিক পরিবর্তন
২৭. রাসায়নিক পরিবর্তনের মূল কারণ কোনটি?
ক. রাসায়নিক আসক্তি            খ. উপযুক্ত পরিবেশ
গ. রাসায়নিক বিক্রিয়া            ঘ. কোনটি নয়
উত্তর : ১ ক, ২ ক, ৩ খ, ৪ গ, ৫ গ, ৬ খ, ৭ ঘ, ৮ খ, ৯ গ, ১০ খ, ১১ ক, ১২ ক, ১৩ খ, ১৪ ক, ১৫ খ, ১৬ খ, ১৭ গ, ১৮ ক, ১৯ ক, ২০ খ, ২১ খ, ২২ খ, ২৩ ক, ২৪ গ, ২৫ ক, ২৬ গ, ২৭ ক।

No comments:

Post a Comment

Composition on Female Education in Bangladesh for Examination

  Female Education in Bangladesh Education is a light to which everybody has the equal right. Education is the backbone of a nation. The ...