Friday, August 31, 2012

Rules on Appropriate Prepositions for SSC/HSC Exam

Rule-6: পারিপার্শ্বিক অবস্থা বর্ণনা করতে in ব্যবহূত হয়। যেমন:
(a) We went out in the rain. (b) He was sitting alone in the darkness.
Rule-7: কোনো কিছুতে অংশগ্রহণ কিংবা নিয়োজিত হওয়া অর্থে in ব্যবহূত হয়। যেমন:
(a) He took part in the function. (b) She is in the army.
Rule-8: কোনো কিছুর গঠন, অবয়ন, বিন্যাস কিংবা পরিমাপ বোঝাতে in ব্যবহূত হয়। যেমন:
(b) Roll it up in a ball. (c) They sat in rows.
Rule-9: ভাষা, ব্যবহূত উপকরণ বোঝাতে in ব্যবহূত হয়। যেমন:
(a) Say it in English (b) She wrote in pencil.
Rule-10: কোনো কিছুর সম্পর্ক বোঝাতে in ব্যবহূত হয়। যেমন:
(a) She was not lacking in courage.
(b) This is the country rich in minerals.

 Step-2: Into-এর ব্যবহার
Rule-1: কোনো কিছুর মধ্যে বা ভেতরে বোঝাতে into ব্যবহূত হয়। যেমন:
(a) Come into the house. (b) She dived into water.
Rule-2: কোনো কিছুর অভিমুখে বোঝাতে into ব্যবহূত হয়। যেমন:
(a) Speak clearly into the microphone.
(b) Driving into the sun, we had to shade our eyes.
Rule-3: নির্দিষ্ট সময়ের অবতীর্ণ হওয়া বোঝাতে into ব্যবহূত হয়। যেমন:
She carried on working late into night.
He didn’t get married until he was well into his forties.
Rule-4: অবস্থার পরিবর্তন বোঝাতে into ব্যবহূত হয়। যেমন:
(a) Water turns into ice.
(b) The fruit can be made into jam.
Step-3: From-এর ব্যবহার
Rule-1: কোনো ব্যক্তি বা বস্তু যে স্থান থেকে যাত্রা শুরু করে, তা বোঝাতে form ব্যবহূত হয়। যেমন:
(a) The man came from abroad.
(b) Has the train from Kamalapur arrived?
Rule-2: কোনো বস্তু বা প্রদান করা বা প্রেরণ করা অর্থে from ব্যবহূত হয়। যেমন:
This is the letter from my elder brother.
I see, you have got the information from witnesses.
Rule-3: কোনো ব্যক্তি বা বস্তুর উৎপত্তি বোঝাতে from ব্যবহূত হয়। যেমন: (a) He was blind from birth.
(b) The quotations are from Shakespeare.
Rule-4: কোনো বস্তু যে উপকরণের মাধ্যমে তৈরি বা গঠিত হয়, তা বোঝাতে from ব্যবহূত হয়। যেমন:
(a) Steel is made from iron.
(b) This is made from cement.
Rule-5: কোনো ব্যক্তির অবস্থান বা দৃষ্টিকোণ বোঝাতে from ব্যবহূত হয়। যেমন:
You can see the island from here.
From a financial point of view the project was a disaster.

1 comment:

shakhawat khan said...

thanks

Post a Comment

Composition on Female Education in Bangladesh for Examination

  Female Education in Bangladesh Education is a light to which everybody has the equal right. Education is the backbone of a nation. The ...