Wednesday, August 15, 2012

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা-2012 নমুনা প্রশ্ন সামাজিক বিজ্ঞান


বহুনির্বাচনি প্রশ্ন

[সকল প্রশ্নের উত্তর দিতে হবে। প্রত্যেক প্রশ্নের মান সমান।]
১. আল বুকার্ক-এর চেষ্টায় পতুগিজগণ পরিণত হয়_
র. শ্রেষ্ঠ ব্যবসায়ীতে
রর. শ্রেষ্ঠ নৌশক্তিতে
ররর জলদসু্যতে
নিচের কোনটি সঠিক?
ক) র খ) রর
গ) ররর ঘ) র ও ররর
২. শাহ্ সুজা কত টাকার শুষ্ক দেওয়ার শর্তে ইংরেজদের বাংলায় বাণিজ্য করার অনুমতি দেন?
ক) তিন হাজার টাকা খ) পাঁচ হাজার টাকা
গ) চার লক্ষ টাকা ঘ) পাঁচ লক্ষ টাকা
৩. ছয় দফা কর্মসূচিকে বাঙালিদের যুক্তির সনদ বলা হতো, কেননা_
র. এটি বাঙালি জাতীয়তাবাদ ধারণার বিকাশ ঘটায়
রর. এর মধ্যে বাংলাদেশের স্বাধীনতার বীজ নিহিত ছিল
ররর এর মাধ্যমে বাংলাদেশ অর্থনৈতিক সচ্ছলতা লাভ করে
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) রর ও রর
গ) র ও ররর ঘ) র, রর ও ররর
৪. ৭ই মার্চের ভাষণের পর থেকে পূর্ববাংলার জনগণ মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করে_
ক) যুদ্ধ করার জন্য খ) নির্বাচনে অংশগ্রহণের জন্য
গ) স্বাধীনতা লাভের জন্য ঘ) পাকিসত্মানি শাসন মেনে নেয়ার জন্য
৫. বকসারের যুদ্ধ কত সালে সংঘটিত হয়?
ক) ১৪৬৪ সালে খ) ১৬৬৪ সালে
গ) ১৭৬৪ সালে ঘ) ১৭৬৫ সালে
নিচের অনুচ্ছেদ থেকে ৬-৮ নম্বর প্রশ্নের উত্তর দাও :
গণি মিয়া একজন বৃদ্ধ কৃষক। সে দাওয়ায় বসে চিনত্মা করছিল তাদের সময়ে যদি আজকের প্রযুক্তি থাকত তাহলে তারা আরো বেশি ফসল উৎপাদন করতে পারত এবং তাদের জীবনযাত্রার মানও অনেক উন্নত হতো।
৬. বিদু্যৎ কে আবিষ্কার করেন?
ক) ফ্যারাডে খ) আর্করাইট
গ) জেমস ওয়াট ঘ) গ্রাহাম বেল
৭. গণি মিয়ার ও ধরনের চিনত্মার পিছনে কাজ করছিল_
র. হতাশা
রর. জীবনযাত্রার মান
ররর উচ্চাকাঙ্ৰা
নিচের কোনটি সঠিক?
ক) র খ) রর
গ) র ও রর ঘ) রর ও ররর
৮. আধুনিক প্রযুক্তি জীবনকে_
র. গতিশীল করে
রর. স্বাচ্ছন্দ্যময় করে
ররর শহরমুখী করে
নিচের কোনটি সঠিক?
ক) র খ) রর
গ) ররর ঘ) র ও ররর
৯. ভারতের প্রথম প্রিভি কাউন্সিলর ছিলেন_
ক) হাজী শরিয়তউলস্নাহ খ) নওয়াব আবদুল লতিফ
গ) সৈয়দ আমীর আলী ঘ) তিতুমীর
১০. ব্রাহ্ম ধর্ম প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল_
র. একেশ্বরবাদের প্রচার
রর. একটি নতুন ধর্মের প্রবর্তন
ররর হিন্দু ধর্মের বিকল্প একটি ধর্ম প্রতিষ্ঠা
নিচের কোনটি সঠিক?
ক) র খ) রর
গ) র ও ররর ঘ) র ও ররর
১১. ভারত বিভাগের পরিকল্পনা ঘোষণা করেন_
ক) লর্ড মিন্টো খ) লর্ড কার্জন
গ) লর্ড মাউন্ট ব্যাটেন ঘ) লর্ড ডালহৌসী
১২. চিরস্থায়ী বন্দোবসত্মে জমিদারের প্রজায় পরিণত হয়_
ক) পেয়াদারা খ) গোমসত্মা
গ) নায়েবরা ঘ) রায়তরা
১৩. নবাবের অভিভাবক হিসেবে রেজা খানের উপাধি কী ছিল?
ক) নায়েবে নাজিম খ) নায়েবে দিউয়ান
গ) সুবাদার ঘ) নায়েব সুবাদার
১৪. জেনারেল ইয়াহিয়া খান জনগণের নির্বাচিত প্রতিনিধিদের অধিবেশন আহ্বান করেন কেন?
ক) জনগণের দাবি-দাওয়া মেনে নেয়ার জন্য
খ) দেশের শাসনব্যবস্থার পুনর্গঠনের জন্য
গ) শাসনতন্ত্র রচনার জন্য
ঘ) পূর্ববাংলাকে স্বাধীন দেশ ঘোষণা দেওয়ার জন্য
১৫. মুসলিম লীগ কেন প্রতিষ্ঠিত হয়েছিল?
ক) মুসলমানদের অধিকার রৰা করতে
খ) হিন্দুদের সাথে প্রতিযোগিতা করতে
গ) ব্রিটিশদের সাথে সহযোগিতা করতে
ঘ) ব্রিটিশ বিরোধী আন্দোলন করতে
১৬. কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়নের দৈর্ঘ্য কত?
ক) ৪৫০ কি. মি. খ) ৩৫০ কি. মি.
গ) ২৫০ কি. মি. ঘ) ১৫০ কি. মি.
১৭. কলমের দ্বারা লেখা যায়, এ ৰমতাকে কলমের কী বলে?
ক) চাহিদা খ) কালি
গ) উপযোগ ঘ) লেখনী
১৮. রকি এবং মধ্যবতর্ী পর্বতশ্রেণীর মধ্যে অবস্থিত মালভ্থমি হলো_
র. গ্রিনল্যান্ড
রর. কলোরাডো
ররর মেঙ্েিকা
নিচের কোনটি সঠিক?
ক) র খ) ররর
গ) র ও ররর ঘ) রর ও ররর
১৯. বছরের অধিকাংশ সময় তুষারাবৃত থাকে এরূপ দ্বীপ ও দ্বীপুঞ্জ হলো_
র. কানাডা
রর. গ্রিনল্যান্ড
ররর জার্মানি
নিচের কোনটি সঠিক?
ক) র খ) র ও রর
গ) র ও ররর ঘ) রর ও ররর
২০. দৰিণ আমেরিকার সমভ্থমি অঞ্চল কীভাবে গঠিত?
ক) পলল গঠিত মালভ্থমি নিয়ে খ) নদী বিধৌত সমভ্থমি নিয়ে
গ) পলল গঠিত সমভ্থমি নিয়ে ঘ) পার্বত্য উচ্চভ্থমি নিয়ে
২১. সামাজিক ৰেত্রে অবদানের জন্য উপাধি ছিল_
র. রায় বাহাদুর
রর. খান বাহাদুর, নবাব
ররর রাজা, মহারাজা
নিচের কোনটি সঠিক?
ক) র খ) রর
গ) ররর ঘ) র, রর ও ররর
২২. বাংলাদেশের দ্বিতীয় প্রধান গুরম্নত্বপূর্ণ শিল্প কোনটি?
ক) পাট খ) চিনি
গ) বস্ত্র ঘ) সার
২৩. বাংলাদেশের তৃতীয় বৃহত্তম কাগজ কল কোনটি?
ক) কর্ণফুলী কাগজ কল
খ) উত্তরবঙ্গ কাগজ কল
গ) খুলনা নিউজপ্রিন্ট কারখানা
ঘ) সিলেট মন্ড ও কাগজ কল
২৪. বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয় কোন তারিখে?
ক) ১৯৭০ সালের ২৬শে মার্চ
খ) ১৯৭০ সালের ১৬ই ডিসেম্বর
গ) ১৯৭১ সালের ২৬শে মার্চ
ঘ) ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর
২৫. ভলগা নদী কত কিলোমিটার দীর্ঘ?
ক) ৪,৩৬৮ কিলোমিটার খ) ৩,৭৬৬ কিলোমিটার
গ) ২,৫৮৫ কিলোমিটার ঘ) ৫,৬৮৫ কিলোমিটার
২৬. কোন সংবিধান সমাজের উন্নতি ও অগ্রগতির জন্য সহায়ক?
ক) দুষ্পরিবর্তনীয় সংবিধান খ) লিখিত সংবিধান
গ) অলিখিত সংবিধান ঘ) সুপরিবর্তনীয় সংবিধান
নিচের অনুচ্ছেদ পড় এবং ২৭ ও ২৮ নম্বর প্রশ্নের উত্তর দাও :
নাবিদের বয়স ১৩ বছর। সে অষ্টম শ্রেণীর একজন ছাত্র হিসেবে সুষ্ঠু নির্বাচন পরিচালনার স্বার্থে নাগরিকের রাষ্ট্রীয় নির্বাচন ব্যবস্থা, নির্বাচনী এলাকা, ভোটাধিকারের সুষ্ঠু প্রয়োগ ইত্যাদি সম্পর্কে তার যথাযথ ধারণা রয়েছে।
২৭. নাবিদ বাংলাদেশের একজন নাগরিক হিসেবে ইউনিয়ন পরিষদের নির্বাচনে সে_
র. ভোট দিতে পারবে
রর. প্রাথর্ী হতে পারবে
ররর ভোটদানে অন্যকে সহযোগিতা করতে পারবে
নিচের কোনটি সঠিক?
ক) ররর খ) র ও রর
গ) র ও ররর ঘ) র, রর ও ররর
২৮. বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার বৈশিষ্ট্য_
র. গোপন ভোটদান পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হয়
রর. প্রকাশ্য ভোটদান পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হয়
ররর প্রত্যৰ নির্বাচন পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হয়
নিচের কোনটি সঠিক?
ক) র খ) র ও রর
গ) র ও ররর ঘ) র, রর ও ররর

২৯. কোন পর্বতমালার সাথে আন্দিজ পর্বতমালার সাদৃশ্য রয়েছে?
ক) রকি পর্বতমালা খ) জাগ্রস পর্বতমালা
গ) হিমালয় পর্বতমালা ঘ) হিন্দুকুশ পর্বতমালা
৩০. আনত্মর্জাতিক আদালতের রায় জাতিসংঘের কোন পরিষদ কার্যকরী করে?
ক) নিরাপত্তা পরিষদ খ) সাধারণ পরিষদ
গ) অছি পরিষদ ঘ) সামাজিক পরিষদ
৩১. আসিয়ান-এর প্রাথমিক সদস্য কয়টি?
ক) পাঁচটি খ) নয়টি
গ) সাতটি ঘ) আটটি
৩২. যাবতীয় অর্থনৈতিক কর্মকা-ের চ্থড়ানত্ম উদ্দেশ্য কী?
ক) উৎপাদন খ) ভোগ
গ) বিনিয়োগ ঘ) সঞ্চয়
৩৩. বাংলাদেশের ছেলেদের বিবাহের আইনগত নূ্যনতম বয়স কত?
ক) ১৭ বছর খ) ২১ বছর
গ) ১৮ বছর ঘ) ২৫ বছর
৩৪. যৌতুক প্রথা প্রচলিত ছিল_
ক) আর্য সমাজে খ) বৈদিক সমাজে
গ) হিন্দু সমাজে ঘ) মুসলিম সমাজে
৩৫. বিবাহিত স্ত্রীকে স্বামী কর্তৃক সাধ্যমতো বস্ত্র ও অলংকারাদি প্রদান করা হচ্ছে_
ক) স্বামীর দায়িত্ব খ) স্বামী দিতে বাধ্য
গ) সামাজিক রীতি ঘ) আইনে স্বীকৃত
৩৬. একজন ব্যক্তি কমপৰে কত বছর বয়স হলে ভোটার হিসেবে রেজিষ্ট্রেশন করতে পারে?
ক) ২৫ বছর খ) ১৮ বছর
গ) ২০ বছর ঘ) ২৮ বছর
৩৭. বিশ্বব্যাপী জাতিসংঘের সফলতা ও ব্যর্থতা নিয়ে ব্যাপক আলোচনা কখন হয়?
ক) মৌলিক খ) অর্থনৈতিক
গ) রাজনৈতিক ঘ) সামাজিক
৩৮. ছয় দফা কর্মসূচিতে কেন্দ্রীয় সরকারের হাতে কী কী বিষয় ছিল?
ক) শিল্প ও বাণিজ্য খ) প্রতিরৰা ও স্বরাষ্ট্র
গ) অর্থ ও পররাষ্ট্র ঘ) দেশরৰা ও পররাষ্ট্র
৩৯. বিশ্বব্যাপী জাতিসংঘের সফলতা ও ব্যর্থতা নিয়ে ব্যাপক আলোচনা কখন হয়?
র. ২৪ অক্টোবর, ১৯৯৫
রর. সুবর্ণ জয়নত্মী পালন উৎসবে
ররর জাতিসংঘের ৫০ বছর পূর্তিতে
নিচের কোনটি সঠিক?
ক) র খ) রর
গ) র ও রর ঘ) র, রর ও ররর
৪০. বাংলাদেশের শতকরা কত জন লোক শিৰিত?
ক) ২২ জন খ) ৪২ জন
গ) ৪৮.৭ জন ঘ) ৫২ জন

No comments:

Post a Comment

Composition on Female Education in Bangladesh for Examination

  Female Education in Bangladesh Education is a light to which everybody has the equal right. Education is the backbone of a nation. The ...