Wednesday, August 22, 2012

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা

সংক্ষিপ্ত প্রশ্ন ও তার উত্তর
১। গ, সা, গু-এর পূর্ণ শব্দ লেখ?
উত্তর : গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক।
২। গ, সা, গু-এর অর্থ কী? বা গ, সা, গু কাকে বলে?
উত্তর : একাধিক সংখ্যার সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে সবচেয়ে বড়টিকে তাদের গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বলে।
৩। দুই বা ততধিক সংখ্যার বৃহত্তম সাধারণ গুণনীয়ককে কী বলে?
উত্তর : গ, সা, গু বলে।
৪। ল, সা, গু-এর পূর্ণ রূপ কী?
উত্তর : লঘিষ্ঠ সাধারণ গুণিতক।
৫। ল, সা, গু-এর অর্থ কী?
উত্তর : একাধিক সংখ্যার সবচেয়ে ছোট সাধারণ গুণিতক?
৬। গুণনীয়ক বা উৎপাদক কী?
উত্তর : কোনো সংখ্যা যে যে সংখ্যা দ্বারা বিভাজ্য হয় সেগুলোকে ওই সংখ্যার গুণনীয়ক বা উৎপাদক বলে।
৭। গুণনীয়কের অপর নাম কী?
উত্তর : উৎপাদক।
৮। একাধিক সংখ্যার কোনো মৌলিক গুণনীয়ক না থাকলে তাদের গ, সা, গু কত হবে?
উত্তর : ১
৯। ইউক্লিডীয় প্রক্রিয়া কী?
উত্তর : ভাগ প্রক্রিয়ার মাধ্যমে গ, সা, গু নির্ণয়ের প্রক্রিয়াকে ইউক্লিডীয় প্রক্রিয়া বলে।
১০। নিউক্লিডীয় প্রক্রিয়ার সাহায্যে একটি প্রয়োগে কয়টি সংখ্যার গ, সা, গু নির্ণয় করা যায়?
উত্তর : ২টি সংখ্যার।
১১। ১৮-এর সব গুণনীয়কগুলো লেখ।
উত্তর : ১, ২, ৩, ৬, ৯, ১৮
১২। ২৪-এর সব গুণনীয়ক বা উৎপাদক কী কী?
উত্তর : ১, ২, ৩, ৪, ৬, ৮, ১২, ২৪
১৩। ৩০-এর সব উৎপাদক বা গুণনীয়ক লিখ।
উত্তর : ১, ২, ৩, ৫, ৬, ১০, ১৫, ৩০
১৪। ৫-এর ৩টি গুণিতক লিখ।
উত্তর :৭, ১০, ১৫
১৫। ১৩ ও ১৭ এর গ, সা, গু কত?
উত্তর : ১
১৬। ২৪, ৩০, ৭৩-এর গ, সা, গু কত?
উত্তর : ১
১৭। ১৮, ২৪, ৪০-এর ল, সা, গু কত?
সমাধান :
২ ১৮, ২৪, ৪০
২ ৯, ১২, ২০
২ ৯, ৬, ১০
৩ ৯, ৩, ৫
৩, ১, ৫
নির্ণেয় ল সা গু = ২ু২ু২ু৩ু৩ু৫=৩৬০ 

নিচের বাক্যগুলো শূন্যস্থানের উপযুক্ত শব্দটি খাতায় লেখ।
১। গুণনীয়কের অপর নাম------। (উৎপাদক)
২। একাধিক সংখ্যার কোন সাধারণ মৌলিক গুণনীয়ক না থাকলে তাদের গ.সা.গু------। (১)
৩। ভাগ প্রক্রিয়ার মাধ্যমে গ.সা.গু নির্ণয়ের প্রক্রিয়া ------নামে পরিচিত। (ইউক্লিডীয় প্রক্রিয়া)
৪। ইউক্লিডীয় প্রক্রিয়ার একটি প্রয়োগে কেবল ------ সংখ্যার গ.সা.গু নির্ণয় করা হয়। (দুইটি)
৫। গ.সা.গু-এর পূর্ণরূপ গরিষ্ঠ সাধারণ -----। (গুণনীয়ক)
৬। ইউক্লিডীয় পদ্ধতিতে সর্বশেষ ভাজকই প্রদত্ত সংখ্যাগুলোর------। (গ.সা.গু)
৭। ১৮-এর সকল গুণনীয়ক_ হলো : ১, ২, ৩, -----, ৯, ৮। ৬ হচ্ছে ১৮ ও ৮৪ এর ------। (গ.সা.গু) ৯। প্রক্রিয়া প্রতীক ------টি। (৪)
১০। সম্পর্ক প্রতীক ------টি। (৬)
১১। অজানা সংখ্যা নির্দেশ করতে ------প্রতীক ব্যবহার করা হয়। (বিশেষ/ অক্ষর)
১২। ৮১ একটি ------ সংখ্যা। (বর্গ)
১৩। অক্ষর প্রতীক সম্বলিত গাণিতিক বাক্যকে------ বলা হয়। (খোলা বাক্য)
১৪। সংখ্যা প্রতীক------টি। (১০)
১৫। ভগ্নাংশের লব ও হরের সাধারণ ------ বর্জন করে ভগ্নাংশটির লঘিষ্ঠ রূপ পাওয়া যায়। (উৎপাদকগুলো)
১৬। যে প্রদত্ত ধারার প্রত্যেক পদ ও তার পূর্ববর্তী পদের অন্তর একটি নির্দিষ্ট সংখ্যা এরূপ ধারাকে ------ ধারা বলা হয়। (সমান্তর)
১৭। > (বড় নয়) এর ------ প্রতীক < (ছোট অথবা সমান)। (সমার্থক)
১৮। ১+৪+৭+------+১৩+১৬+১৯। (১০)
১৯। ২+৬+১৮+------+১৬২। (৫৪)
২০। সমহর বিশিষ্ট ভগ্নাংশগুলোর মধ্যে যে ভগ্নাংশের ----- বড় সেটিই বড় ভগ্নাংশ। (লব)
২১। লব একই হলে যে ভগ্নাংশের -----ছোট সেই ভগ্নাংশটি বড়। (হর)
২২। যে ভগ্নাংশের লব হরের চেয়ে ছোট তা-----ভগ্নাংশ। (প্রকৃত)
২৩। যে ভগ্নাংশের লব হরের চেয়ে বড় তা -----ভগ্নাংশ। (অপ্রকৃত)
২৪। যে ভগ্নাংশে পূর্ণ সংখ্যার সঙ্গে প্রকৃত ভগ্নাংশ যুক্ত থাকে তা -----ভগ্নাংশ। (মিশ্র)
২৫। সাধারণ মিশ্র ভগ্নাংশের পূর্ণ অংশকে -----পড়া হয়। (সমস্ত)
২৬। কোন ভগ্নাংশ ক্মঐ ভগ্নাংশের বিপরীত ভগ্নাংশ = ড় (১)
২৭। মিশ্র ভগ্নাংশ = =------ ।(অপ্রকৃত ভগ্নাংশ)  


২৮। লঘিষ্ঠ রূপ ------। ( )
২৯। এর ---- ভগ্নাংশ । (বিপরীত)
৩০। একটি ---- ভগ্নাংশ। (প্রকৃত)
৩১। ৭-এর বিপরীত ভগ্নাংশ ----- ।
৩২। মিশ্র ভগ্নাংশকে --- ভগ্নাংশে রূপান্তরিত করা যায়। (মিশ্র)
৩৩। বোনের বয়স ভাইয়ের বয়সের অংশ। ভাইয়ের বয়স ১৬ বছর হলে বোনের বয়স হবে ---- বছর। (১২)
৩৪। গু৪ = ---- ?
৩৫। একটি ভগ্নাংশ যার লব ২ এবং --- ৫। (হর)
সংক্ষেপে উত্তর দাও :
১। এক সমকোণের পরিমাণ কত?
উত্তর : ৯০ক্ক
২। এক সরল কোণের পরিমাণ কত?
উত্তর :১৮০ক্ক
৩। যে কোণের পরিমাণ ৯০ক্ক-এর কম তাকে কী কোণ বলে?
উত্তর : সূক্ষ্মকোণ
৪। যে কোণের পরিমাণ ৯০ক্ক -এর বেশি তাকে কী কোণ বলে?
উত্তর :স্থূলকোণ
৫। ৫০ক্ক কোণের পূরক কোণ কত?
উত্তর : ৪০ক্ক
৬। ১৩৫ক্ক কোণের সম্পূরক কোণ কত?
উত্তর : ৪৫ক্ক
৭। দুইটি পরস্পর পূরক কোণের সমষ্টি কত?
উত্তর : ৯০ক্ক
৮। দুটি পরস্পর সম্পূরক কোণের সমষ্টি কত?
উত্তর : ১৮০ক্ক
৯। ৬৫ক্ক কোণের বিপ্রতীপ কোণ কত?
উত্তর :৬৫ক্ক
১০। একটি সমকোণী ত্রিভুজের কয়টি কোণ সূক্ষ্মকোণ?
উত্তর :২টি
১১। একটি সূক্ষ্মকোণী ত্রিভুজের কয়টি কোণ সূক্ষ্মকোণ?
উত্তর :৩টি
১২। স্থূলকোণী ত্রিভুজের কয়টি কোণ সূক্ষ্মকোণ?
উত্তর :২টি
১৩। একটি ত্রিভুজের কয়টি কোণ থাকে?
উত্তর :৩টি
১৪। ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত?
উত্তর : ১৮০ক্ক
১৫. একটি চতুর্ভুজের কয়টি বাহু থাকে?
উত্তর : ৪টি।
১৬. সামন্তরিকের একটি বাহুর দৈর্ঘ্য ৫ সে.মি হলে এর বিপরীত বাহুর দৈর্ঘ্য কত হবে?
উত্তর : ৫ সে.মি। 
১৭. সামন্তরিকের একটি কোণের পরিমাণ ৪৫হ্ন হলে এর বিপরীত কোণের পরিমাণ কত?
উত্তর :৪৫হ্ন
১৮. রম্বসের ১টি বাহুর দৈর্ঘ্য ৪ সে.মি. হলে সব বাহুর দৈর্ঘ্যের সমষ্টি কত?
উত্তর :১৬ সে.মি.।
১৯. রম্বসের বর্ণদ্বয় পরস্পরকে কত ডিগ্রি কোণে সমদ্বিখণ্ডিত করে?
উত্তর : ৯০হ্ন
২০. আয়তের কয়টি কোণ সমকোণ?
উত্তর :প্রত্যেকটি
২১. যে আয়তের দুটি সনি্নহিত বাহু সমান, তাকে কী বলে?
উত্তর : বর্গ।
২২. ৪ সে.মি ব্যাসের বৃত্তের ব্যাসার্ধ কত?
উত্তর : ২ সে.মি.।
২৩. বৃত্তের কেন্দ্রগামী জ্যাকে কী বলে?
উত্তর :ব্যাস।
২৪. বৃত্তের বৃহত্তম জ্যাকে কী বলে?
উত্তর :ব্যাস।
২৫. একটি জ্যা বৃত্তকে কয়টি চাপে বিভক্ত করে?
উত্তর : ২টি।
২৬. বৃত্তের প্রত্যেক ব্যাস বৃত্তকে কয়টি অর্ধবৃত্তে বিভক্ত করে?
উত্তর :২টি।
২৭. ব্যাস ব্যাসার্ধের কত গুণ?
উত্তর :২ গুণ।
সঠিক উত্তরটি খাতায় লিখ
১. যে কোণের পরিমাণ এক সমকোণের চেয়ে কম তাকে বলে_
স্থূলকোণ/সমকোণ/সূক্ষ্মকোণ/পূরক কোণ
উত্তর : সূক্ষ্মকোণ।
২. যে কোণের পরিমাণ ৯০হ্ন তা হলো_
সমকোণ/বিপ্রতীপ কোণ/পূরক কোণ/ সম্পূরক কোণ
উত্তর : সমকোণ।
৩. সূক্ষ্মকোণের পরিমাণ সমকোণ অপেক্ষা_
ছোট/বড়/সমান/বেশি
উত্তর :ছোট।
৪. দুইটি পূরক কোণের সমষ্টি কত?
৭২হ্ন/৯০হ্ন/১২০হ্ন/১৮০হ্ন
উত্তর : ৯০হ্ন
৫. দুটি সম্পূরক কোণের যোগফল কত?
৯০হ্ন/১৮০হ্ন/৩৬০হ্ন/১৮১হ্ন
উত্তর : ১৮০হ্ন
৬. দুটি পরস্পর সম্পূরক কোণকে সনি্নহিত কোণ হিসেবে আঁকলে কোন ধরনের কোণ তৈরি হয়?
সমকোণ/সরলকোণ/স্থূলকোণ/পূরককোণ
উত্তর :পূরককোণ
৭. কোন কোণের বাহুদ্বয়ের বিপরীত রশ্মিদ্বয় যে কোণ তৈরি করে তা ওই কোণের_
ছোট কোণ/বিপ্রতীপ কোণ/পূরক কোণ/সমকোণ
উত্তর : বিপ্রতীপ কোণ।

No comments:

Post a Comment

Composition on Female Education in Bangladesh for Examination

  Female Education in Bangladesh Education is a light to which everybody has the equal right. Education is the backbone of a nation. The ...