Saturday, August 18, 2012

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা ২০১২ : বাংলা

সময়   ২ ঘণ্টা              পূর্ণমান   ১০০
                [ দ্রষ্টব্য ডান পার্শ্বস্থ সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। ]
১। বহুনির্বাচনি প্রশ্ন (যোগ্যতাভিত্তিক) :                                   ১x১০=১০                             
১ । ভারতবর্ষে কোন আমলে ডাক ব্যবস্থার কথা জানা যায় ?
ক) মোগল  আমলে খ) সুলতানি আমলে গ) ইংরেজ আমলে ঘ) পাঠান আমলে
২ । সম্রাট আলামগীর কোথাকার বাদশাহ ছিলেন ?
ক) দিল্লীর  খ) কলকাতার   গ) বাংলাদেশের   ঘ) মুর্শিদাবাদের                                                                                                           ৩।  ‘সংকল্প’ কবিতাটির লেখক কে ?
ক) আহসান হাবীব খ) শামসুর রাহমান গ) কাজী নজরুল ইসলাম  ঘ) সৈয়দ আলী আহসান
৪। সব সাধকের বড় সাধক কে ?
ক) জেলে  খ) চাষি  গ) রাখাল  ঘ) দধিচী
৫  । বাংলাদেশে কয়টি ঋতু বিদ্যমান ?
ক) ২ টি   খ) ৪ টি    গ) ৬টি    ঘ) ৮ টি 
৬ । মৃিশল্পের জন্য দরকার ু
ক) বেলে মাটি খ) এঁটেল  মাটি  গ) দো-আঁঁশ মাটি   ঘ) পলি  মাটি
৭ । কলকাকলি শব্দের অর্থ কী ? 
 ক) পাখির ডাক  খ) ভ্রমরের  ডাক   গ) ব্যাঙ ডাক    ঘ) ঝিঝির  ডাক
৮ । আরাফাত ময়দানে নবীজি( স)-র ভাষণ ছিল তাঁর জীবনের-
ক) প্রথম  ভাষণ   খ) দ্বিতীয় ভাষণ  গ) শেষ ভাষণ   ঘ) একমাত্র  ভাষণ
৯ । এ দেশের মানুষের সাথে গভীর মিতালি ু
ক) নদী    খ) পাহাড়   গ) ঝরনা   ঘ) সুমুদ্র
১০ । জুম চাষ হয় কোথায় ?
 ক) পাহাড়ে  খ) সমতল ভূমিতে  গ) ঢালু জায়গায়   ঘ) উঁচু জায়গায়
২। কবিতা ও কবির নাম উল্লেখ করে আষাঢ় অথবা সংকল্প কবিতার
প্রথম আট লাইন লেখ।            ১ +১+৮=১০
৩। প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা লেখ  : (যেকোনো একটি )                                                  ৫         
ক) নদীর সঙ্গে এ দেশের মানুষের গভীর মিতালি ।
খ) বিশ্বজোড়া পাঠশালা মোর
সবার আমি ছাত্র । 
৪। নিচের যেকোনো তিনটি প্রশ্নের উত্তর দাও  :                                            ৪x৩=১২                                                                        
ক) পাটকে বাংলাদেশের সোনালি আঁঁশ বলা হয় কেন?
খ) আমাদের দেশে কোন কোন প্রাণী বিলুপ্ত হয়ে যাচ্ছে ? এদের বাঁচিয়ে রাখার জন্য আমরা কী
 করতে পারি?
গ) বিদায় হজের ভাষণে মহানবী (স) ক্রীতদাস সম্পর্কে কী বলেছিলেন?
ঘ) প্রাণের চেয়েও মান বড় -  শিক্ষক এ কথা বললেন কেন?
ঙ) ‘পাখি’ কবিতার মূলকথা কী? 
৫। নিচের শব্দ দিয়ে বাক্য রচনা কর :    (যেকোনো ৫ টি  )                                        ৫         
খেয়া , অফুরান ,ঝরঝর ,অভিহিত ,প্লাটুন ,নবঘনে ।
৬। প্রদত্ত অনুচ্ছেদটিতে বিরামচিহ্ন বসাও :                                                             ৫          
বাড়ির লোকজন সবাই অবাক এ কেমন শিশু তেতো খেতে তার আনন্দ এ জন্য ওর ডাক নাম রাখা হল তেতো তেতো থেকে তিতু তার সাথে মীর লাগিয়ে হল তিতুমীর 
৭। নিচের অনুচ্ছেদটি পড়ে  পাঁচটি প্রশ্ন তৈরি কর  :                                                  ৫                                                        
আমদের দেশ অপরূপ সৌন্দর্যে  ভরা । আকাশের দিকে যখন তাকাই, দেখি ফুটফুটে তারার মেলা ।   আবার নদীতে দেখি ঢেউয়ের খেলা । এ দেশের কোথাও রয়েছে পাহাড় কোথাও  মাঠভরা ঢেউ খেলানো সবুজ ফসল । এ দেশের গাছের ডালে ডালে পাখি গান করে । অনেক কবি এ দেশের সৌন্দযের্র  কথা তাঁদের কবিতায় লিখেছেন । এ দেশ আমাদের গর্ব , এ দেশকে আমরা ভালোবাসি । এ দেশের জন্য আমাদের কাজ করতে হবে ।
৮।  নিচে প্রদত্ত যুক্তবর্ণ ব্যবহার করে শব্দ গঠন কর  :     (যেকোনো ৫ টি )                     ৫                                                                     
ক্ষ,  ষ্ণ , জ্ঞ, ঞ্জ, শ্ব ,ঞ , স্ম                       
৯। নিচে প্রদত্ত শব্দের একটি করে বিপরীত শব্দ লেখ :  (যেকোনো ৫ টি )                   ৫                                                                                                                                                                             
জ্ঞানী, সাধু, ধার্মিক, সাহস, বিশ্বাস, দুর্বল,।                                                                                         
১০। এক কথায় প্রকাশ কর : (যেকোনো ৫ টি )                                                          ৫                           
যে উপকারীর উপকার করে , যে বেশি কথা বলে , বিচার নেই এমন ,  মেধা আছে এমন ,বরণ     করার  যোগ্য , অহংকার নেই এমন ।
১১। প্রদত্ত ক্রিয়াপদের চলিত রূপ লেখ : (যেকোনো ৫ টি )                                         ৫                            
সবুজ মাঠের বুক চিরিয়া বহিয়া গিয়াছে নদী । গাছে গাছে উড়িয়া বেড়ায় রং-বেরঙের পাখি ।  পাখিদের কলকাকলিতে মন আনন্দে ভরিয়া যায় ।
১২। সংক্ষেপে উত্তর লেখ : (যেকোনো চারটি )             ২x৪= ৮                                                
ক) কান্তজীর মন্দির কে নির্মাণ করেন? 
খ) তিতুমীরের প্রকৃত নাম কী?
গ) মজলুম শব্দের অর্থ কী?  
ঘ) বাদশাহ আলমগীরের পুত্রকে কে পড়াতেন?
ঙ) আষাঢ় মাসে আকাশ কেমন দেখা যায় ? 
চ) দধীচি কে ?
১৩। ‘ শিক্ষাগুরুর মর্যাদা ’ অথবা ‘কে?’ কবিতার মূলভাব নিজের ভাষায় লেখ ।                       ৮
১৪। যেকোনো একটি রচনা লেখ  :                                                                        ১২
ক)  সময়ের মূল্য ; খ) আমার প্রিয় লেখক ; গ) বাংলাদেশের  মুক্তিযুদ্ধ ;
ঘ) প্রাণিজগত্ এক বিস্ময় ;   ঙ) ছাত্রজীবনের দায়িত্ব ও কর্তব্য ।    

No comments:

Post a Comment

Composition on Female Education in Bangladesh for Examination

  Female Education in Bangladesh Education is a light to which everybody has the equal right. Education is the backbone of a nation. The ...