Friday, August 24, 2012

Science for JSC Exam

অধ্যায়-২৩
  সাধারণ বিজ্ঞান বিষয়ের ২৩ নম্বর অধ্যায় ‘কয়েকটি সাধারণ ব্যাধি’ থেকে নমুনা বহুনির্বাচনী প্রশ্ন
১৬. ক্যানসার নির্ণয়ের উপায় হলো—।
i. বিলিরুবিন পরীক্ষা ii. রক্তচাপ পরীক্ষা
iii. রক্ত ও অস্থিমজ্জা পরীক্ষা
নিচের কোনটি সঠিক?
ক. ii খ. iii গ. i ও ii ঘ. i ও iii
১৭. জন্ডিস রোগীর করণীয়—।
i. সম্পূর্ণ বিশ্রাম নেওয়া ii. চর্বিযুক্ত খাবার পরিহার করা
iii. নিয়মিত ওষুধ সেবন করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৮. ছানি পড়ার প্রধান কারণ কী?
ক. বার্ধক্য খ. অজ্ঞতা গ. অপুষ্টি ঘ. ভাইরাস আক্রমণ
১৯. নিচের কোনটি রোগ নয় রোগের উপসর্গ?
ক. ক্যানসার খ. এইডস গ. জন্ডিস ঘ. বহুমূত্র
২০. লসিকাগ্রন্থি ফুলে যায় কোন রোগে?
ক. উচ্চ রক্তচাপ খ. বহুমূত্র গ. জন্ডিস ঘ. এইডস
২১. অন্ধত্ব হতে পারে—।
i. উচ্চ রক্তচাপের কারণে ii. ভিটামিন ‘এ’-এর অভাবে
iii. বহুমূত্র রোগের কারণে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
২২. শতকরা কত ভাগ রোগীকে শুধু খাবার নিয়ন্ত্রণ করে চিকিত্সা করা যায়?
ক. ২০ খ. ৪০ গ. ৬০ ঘ. ৮০
# নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ২৩ ও ২৪ নম্বর প্রশ্নের উত্তর দাও।
কনকের মামা হঠাত্ অসুস্থ হলে একজন চিকিত্সক ডাকা হয়। চিকিত্সক তার রক্তচাপ মেপে ১৮০/৯৫ মিলিমিটার দেখতে পান। তিনি তাকে চর্বিজাতীয় খাদ্য পরিহারসহ বিভিন্ন পরামর্শ দেন।
২৩. রক্তচাপ ১৮০/৯৫ মিলিমিটার দ্বারা বোঝায়—।
ক. উচ্চ রক্তচাপ খ. নিম্ন রক্তচাপ
গ. স্বাভাবিক রক্তচাপ
ঘ. ওপরে ৯৫, নিচে ১৮০ মিলিমিটার
২৪. চিকিত্সকের উল্লিখিত পরামর্শের কারণ চর্বিজাতীয় খাদ্য—।
i. শিরার পথ সরু করে রক্তের চাপ কমিয়ে দেয়
ii. ধমনির পথ সরু করে রক্তের চাপ বাড়িয়ে দেয়
iii. লসিকানালিতে জমা হয়ে রক্ত প্রবাহে ব্যাঘাত ঘটায়
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. i ও iii ঘ. ii ও iii
২৫. বহুমূত্র রোগে প্রস্রাবের সঙ্গে কোনটি নির্গত হয়?
ক. রক্ত খ. লসিকা গ. গ্লুকোজ ঘ. হরমোন
২৬. সর্বপ্রথম কত সালে এইডস আবিষ্কৃত হয়?
ক. ১৯৬১ খ. ১৯৭১ গ. ১৯৮১ ঘ. ১৯৯১
২৭. কোন মাদকটি কৃত্রিম উপায়ে তৈরি হয়?
ক. আফিম খ. কোকেন গ. মরফিন ঘ. মেথাডন
২৮. ধূমপান ও তামাক সেবন বন্ধ করা হলে শতকরা কত ভাগ ক্যানসার প্রতিরোধ সম্ভব?
ক. ৩০ খ. ৩৩ গ. ৪০ ঘ. ৪৩
২৯. উচ্চ রক্তচাপের লক্ষণ হলো—।
i. ক্ষত সহজে না শুকানো
ii. বুক ধড়ফড় করা iii. ক্লান্তি বোধ করা।
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii

নমুনা বহুনির্বাচনী প্রশ্নের সঠিক উত্তর: অধ্যায়-২৩: ১৬। খ ১৭। ক ১৮। ক ১৯। গ ২০। ঘ ২১। ২২। গ ২৩। ক ২৪। খ ২৫। গ ২৬। গ ২৭। ঘ ২৮। ক ২৯। গ।

No comments:

Post a Comment

Composition on Female Education in Bangladesh for Examination

  Female Education in Bangladesh Education is a light to which everybody has the equal right. Education is the backbone of a nation. The ...