Saturday, August 18, 2012

বাংলাদেশ ও বিশ্বপরিচয় for JSC Exam

পাঠ-৫ ঃ বাংলার ব্রিটিশ শাসন
১। কে প্রথম ভাইসরয় নির্বাচন হন ?
উত্তর: লর্ড ক্যানিং।
২। কত সালে ভারত কে প্রতিনিধিত্ব মূলক আইনসভা স্থাপন করার নির্দেশ দেওয়া হয় ?
উত্তর:১৮৬১ সালে ।
৩। বঙ্গীয় আইন সভার কার্যক্রম শুরু হয় কবে।
উত্তর:১৮৬২ সালের ১লা ফেব্রুয়ারী ।
৪। এর সদস্য ১৮৯২ সালে কত করা হয় ?
উত্তর: ২১ জন ।
৫। ব্রিটিশরা কবে বাংলা প্রদেশ কে দ্বিখন্ডিত করার পরিকল্পনা করেন ?
উত্তর:১৮৫৩ সালে ।
৬। সামাজিক অনুশাসনের দাপটে কারা ব্যাপক ভাবে পিছিয়ে ছিল ?
উত্তর:নারীরা ।
৭। কারা শক্তিশালী হয়ে উঠতে পারেনি ?
উত্তর:মধ্যবিত্তরা ।
৮। সে সময় পৃথিবীর প্রধান ধনী দেশ কোনটি ছিল ?
উত্তর: ব্রিটেন ।
৯। ব্রিটেনের উপনিবেশ কে ছিল ?
উত্তর: ভারত ।
পাঠ -৬ ঃ বাংলার নবজাগরন
১। কত সালে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় ?
উত্তর: ১৭৮১ সালে ।
২। কে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠিত করেন ?
উত্তর:ওয়ারেন হেস্টিংস।
৩। কত সালে সংস্কৃতি কলেজ প্রতিষ্ঠিত হয় ?
উত্তর:১৭৯১ সালে ।
৪। কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কবে ?
উত্তর:১৮৫৭ সালে ।
৫। মুদ্রন যন্ত্র স্থাপন করা হয় কত সালে ও কোথায় ?
উত্তর:১৮২১ সালে , শ্রীরামপুরে ।
৬। সমাজ সংস্কারে হাত দেন কারা  ?
উত্তর: রাজা রামমোহন রায় ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ।
৭। কত সালে বাংলা কে বিভক্ত করার পরিকল্পনার বিরুদ্ধে স্বদেশী চেতনার সৃষ্টি হয় ?
উত্তর:১৯০৫ সালে ।
৮। মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় কবে ?
উত্তর: ১৯০৬ সালে ।
৯। ভারত বর্ষ স্বাধীন হয় কত সালে ?
উত্তর:১৯৪৭ সালে ।
পাঠ -৭ ঃ ব্রিটিশ বিরোধী আন্দোলনের চূড়ান্ত পরিণতি ।
১। কত সালে মুসলিম লীগ দ্বি-জাতিতত্ত্বের ভিত্তিতে ভারত বিভক্তির ফর্মুলা প্রদান করে ?
উত্তর:১৯৪০ সালে ।
২। ভারত বিভক্তির ক্ষেত্রে কোন প্রস্তাবের ধারণা কার্যকর করা হয়  ?
উত্তর:লাহোর ।
৩। লাহোর প্রস্তাব কার্যকর করা হয় কত সালে ?
উত্তর:১৯৪৭ সালে ।
৪। কত সালে নির্বাচন সব কিছুকে অসম্ভব করে দেয় ?
উত্তর:১৯৪৬ সালে ।
৫। কারা পূর্ব বাংলার উপর পরাধীনতা চাপিয়ে দিয়েছিল ?
উত্তর:পাকিস্তানিরা ।
৬। কবে থেকে বাঙ্গালিরা প্রকৃত স্বাধীনতার জন্য আন্দোলন শুরু করে ?
উত্তর:১৯৪৭ সালের ১৪ই আগষ্ট ।

অধ্যায় ঃ ৩
বাঙালির সংস্কৃতি ও শিল্পকলা
পাঠ-৪ ঃ প্রতিষ্ঠান
০৬। লোকগানের যুবরাজ কাকে বলা হয়।
উত্তর :আব্দুল আলীমকে
০৭। তারেক মাসুদ অবদান রেখেছিলেন-
উত্তর : চিত্রশিল্পে।
০৮। চিত্রকলায় পথিকৃত্ বলা হয়।
উত্তর :জয়নুল আবেদিন।
৯। বেসরকারি উদ্যোগে গড়ে ওঠা একটি মননচর্চা প্রতিষ্ঠান-
উত্তর : ঢাকা মুক্তিযুদ্ধ জাদুঘর।

অধ্যায় : ২
পাঠ-০১
০১। বাংলাদেশের মুক্তিসংগ্রামে কি অত্যন্ত গুরুত্বপূর্ণ ?
উত্তর :১৯৭০ সালের নির্বাচন।
০২। কত সালে আওয়ামী লীগ থেকে নির্বাচিত সদস্যরা শপথ নেয় ?
উত্তর :১৯৭১ সালের ৩রা জানুয়ারী।
০৩। জুলফিকার আলী ভূট্টো কার সাথে ষড়যন্ত্র শুরু করেন ?
উত্তর :ইয়াহিয়া খান।
০৪। জুলফিকার আলী ভুট্টো পাকিস্তান রাজনীতিতে কি তৈরি করেন ?
উত্তর :নতুন সংকট।
০৫। পূর্ব পাকিস্তানের জনগনের প্রতিক্রিয়া কি হয় ?
উত্তর :তীব্র।
০৬। কাদের ভূমিকা ছিল অগ্রণী ?
উত্তর :ছাত্রদের।
০৭। একাত্তরের যুদ্ধে কি হয় ?
উত্তর :প্রচুর লোকের সমাগম ঘটে।
০৮। ভূট্টোর চালে সাড়া দেয় কে ?
উত্তর :ইয়াহিয়া খান।
৯। কত তারিখে সারা দেশে হরতালের ডাক দেয় ?
উত্তর :৩রা মার্চ।
১০। বাংলাদেশ কিভাবে পরিচালিত হয় ?
উত্তর :বঙ্গবন্ধুর ৯নং বাড়ি থেকে।
১১। তোমাদের যা কিছু আছে তা নিয়ে কি করতে হবে ?
উত্তর : শত্রুর মোকাবেলা।
১২। বঙ্গবন্ধুর নির্দেশনা বাস্তবায়নে কাজ চলছিল কার নেতৃত্বে ?
উত্তর :তাজউদ্দিন আহমেদের।
১৩। কি আদায় বন্ধ হয়ে যায় ?
উত্তর :খাজনা ট্যাক্স।
১৪। ইয়াহিয়া কবে ঢাকা সফরে আসেন ?
উত্তর :১৫ই মার্চ।
১৫।ইয়াহিয়া কার সাথে আলোচনার প্রস্তাবদেয়?
উত্তর :বঙ্গবন্ধুর সাথে।
১৬। বাঙালির ওপর কি নেমে আসে ?
উত্তর :চরম আঘাত।
১৭। ঐ কালরাতে পাকিস্তানীসেনারা কি করে ?
উত্তর :বাঙালিকে নির্বিচারে হত্যা করে।
অধ্যায়-০২
পাঠ-০২
০১। বঙ্গবন্ধু কত তারিখের ভাষণে আওয়ামীলীগের নির্দেশনায় ঘোষণা দেন ?
উত্তর :৭ই মার্চে।
০২। জনগণের প্রতি পাকিস্তান সরকারের সঙ্গে কিসের নির্দেশ দেয় ?
উত্তর :সর্বাত্মক অসহোযোগিতার।
০৩। সার্বভৌম রাষ্ট্র কিভাবে পরিচালিত হয় ?
উত্তর :জনগণের ট্যাক্স বা খাজনায়।
০৪। প্রয়োজনে যুদ্ধের মাধ্যমে কি অর্জনের কথা বলা হয়েছে ?
উত্তর :স্বাধীনতা।
০৫। প্রত্যেক ঘরে ঘরে কি গড়ে তুলতে হবে ?
উত্তর :দুর্গ।
০৬। তিনি তার বক্তৃতায় কত লোকের উপস্থিতিতে বাংলাদেশ শব্দটি ব্যবহার করেন ?
উত্তর :দশ লক্ষ।
০৭। বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঘোষণা কি ছিল ?
উত্তর : বাঙালির মুক্তির সনদ।
০৮। এ ভাষণ বাঙালি জাতি কিসে রূপান্তরিত হয়েছে ?
উত্তর : বীরের জাতিতে।
০৯। জুলফিকার আলী ভুট্টো কবে ঢাকা সফরে আসেন ?
উত্তর : ২২ শে মার্চ।
১০। কোন রাতে ইয়াহিয়া ভূট্টো ঢাকা ত্যাগ করেন ?
উত্তর :২৫শে মার্চ রাতে।
১১। অসহযোগ আন্দোলন কবে থেকে শুরু হয় ?
উত্তর :৩রা মার্চ।
১২। ছাত্র সংগ্রাম পরিষদ কবে শুরু হয় ?
উত্তর :৩রা মার্চ।
১৩। ইয়াহিয়া কবে জাতীয় পরিষদের অধিবেশন আহবান করে ?
উত্তর :২৫ মার্চ ঢাকায়।
১৪।  কে বাঙালির অবিসংবাদিত নেতা ?
উত্তর : শেখ মুজিবুর রহমান।
অধ্যায়-০২
পাঠ-০৩
০১। করে পাকিস্তানি সেনারা গণহত্যার অভিযান চালিয়ে ছিল ?
উত্তর :১৯৭১ সালের ২৫ শে মার্চ রাতে।
০২। তার নাম কি দেওয়া হয়েছিল ?
উত্তর :অপারেশন সার্চলাইট।
০৩। মূল প্রস্তুতি কবে থেকে চলতে থাকে ?
উত্তর :মার্চের প্রথম থেকে।
০৪। কবে পশ্চিম পাকিস্তান থেকে অস্ত্র ও রসদ আগত হয় ?
উত্তর :৩রা মার্চ।
০৫। ইয়াহিয়া কি চূড়ান্ত করেন ?
উত্তর :অপারেশন সার্চ লাইট।
০৬।গণহত্যার মূল দ্বায়িত্ব কাকে দেওয়া হয় ?
উত্তর :মেজর জেনারেল ফরমান আলীকে।
০৭। কিসের নিয়ন্ত্রণভার পাকিস্তানী সেনাদের গ্রহণকরার কথা ছিল ?
উত্তর :রাজারবাগ পুলিশ লাইনের।
০৮। ঢাকার বাইরে অপারেশনের নেতৃত্ব কে দেয় ?
উত্তর :মেজর জেনারেল কাদিম হোসেন রাজা।

No comments:

Post a Comment

Composition on Female Education in Bangladesh for Examination

  Female Education in Bangladesh Education is a light to which everybody has the equal right. Education is the backbone of a nation. The ...