প্রথম
অধ্যায় ঃ আকাইদ
১। কে আল্লাহর নিকট সম্মান ও মর্যাদার অধিকারী ?
ক. মুহাদ্দিস খ.মুমিন গ.সত্যবাদী ঘ. মুফতি
২। ‘দুনিয়া আখিরাতের শস্যক্ষেত্র’ এটি কার বাণী ?
ক. সাহাবিগণের
খ. হযরত আবু বকর (রা:) এর
গ. হযরত মুহাম্মদ (স:) এর ঘ.আল্লাহর
৩। ‘নিশ্চয়ই মুনাফিকদের স্থান জাহান্নামের সর্বনিম্ন স্তরে’ এটি কোন সূরায় বলা হয়েছে ?
ক.আন নিসা:১৪৫ খ. মরিয়ম: ২৫
গ.আল বাকারা:১৭৫
ঘ.আন নিসা:২৫
৪। কী কারণে তাকদিরের প্রতি ইমান আনা জরুরি ?
ক. ইমানের অঙ্গ খ.শরীয়াতের অংশ গ. দ্বীনের অংশ ঘ.ইসলামের অংশ
৫। কাফির অপেক্ষা মারাত্মক ক্ষতিকর-
ক. মুনাফিক খ. মুশবিক গ.বেদুঈন ঘ.কাফির
৬। ইমানের সাতটি বিষয়ের মধ্যে প্রথমটি হল-
ক. আখিরাতের প্রতি বিশ্বাস খ.আসমানি কিতাবের প্রতি বিশ্বাস গ.নবী-রাসূল গণের প্রতি বিশ্বাস
ঘ. এক আল্লাহর প্রতি বিশ্বাস
৭। ইহকাল ও পরকালের মধ্যবর্তী জগেক কী বলা হয় ?
ক. বারযাখ খ. মীযান
গ. মহাসমাবেশ ঘ. পুলসিরাত
৮। আল্লাহ ও তার রাসূল (সাঃ) এর আনুগত্য করা —
ক. ফরয খ. ওয়াজিব
গ. সুন্নাত ঘ. মুবাহ
৯। কাদের অন্তরে অবিশ্বাস ও অবাধ্যতা লুকায়িত থাকে —
(i) মুমিনদের (ii) কাফিরদের (iii) মুনাফিকদের
নিচের কোনটি সঠিক —
ক. iiiখ. i ও ii গ. ii ঘ. i, ii ও iii
১০। অতি দয়ালু এর আরবি প্রতিশব্দ
ক. রাউফুন খ.সাফাদুন
গ. হাসিবুন ঘ. গাদ্দারুন
১১। দুনিয়ার ভাল মন্দ কাজের হিসাব নিকাশ হবে —
ক. আখিরাতে খ. হাশরে
গ. কবরে ঘ. বারযাখে
১২। হযরত মুহাম্মদ (সাঃ) এর ওপর অবতীর্ন আল কুরআন ও শরীআত অবিকৃত থাকবে—
ক. কিয়ামত পর্যন্ত খ. কবর
গ. বারযাখ ঘ. পুলসিরাত
১৩। আখিরাতের প্রথম পর্যায় হলো- ক. কিয়ামত খ.কবর
গ. বারযাখ ঘ. পুলসিরাত
১৪। সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী হলেন- ক. মহানবী (স:) খ. আদম (আ:) গ. ঈসা (আ:) ঘ. নূহ (আ:)
১৫। আল্লাহ তাআলা কাদেরকে মিথ্যাবাদী বলে আখ্যায়িত করেছেন ?
ক. মুশরিকদের খ.কাফিরদের গ.মুনাফিকদের ঘ.অগ্নি উপাসকদের
নিচের অনুচ্ছেদটি পড় এবং ১৬ ও ১৭ নং প্রশ্নের উত্তর দাও।
নিফাক জঘন্যতম পাপ। মুনাফিকরা দ্বিমুখী মনোভাবের জন্য সমাজে ঘৃণিত। তারা যেমন মুসলমানদের শত্রু, তেমনি শত্রু ইসলামের। মুনাফিকদের অপকর্মের বর্ণনা দিয়ে আল্লাহ তা’আলা একটি পূর্ণ সূরা নাযিল করেন।
১৬। নিফাক শব্দের অর্থ কী ?
ক. কপটতা খ. অবাধ্য
গ. প্রতিহিংসা ঘ. লুকোচুরি
১৭। মুনাফিকদের অপকর্মের বর্ণনা দিয়ে আলাহ নাযিল করেছেন-
ক. সূরা আন নিসা খ. সূরা মরিয়ম গ. সূরা আল ইনশিরাহ ঘ. সূরা আল মুনাফিকূন
১৮। আখিরাতে মানুষকে-
(i) দুনিয়ার ভাল মন্দ কাজের জন্য জবাব দিহি করতে হবে (ii) দুনিয়ার মন্দ কাজের জন্য পুরস্কার দেয়া হবে (iii) দুনিয়ার ভালো কাজের জন্য পুরস্কার দেয়া হবে।
নিচের কোনটি সঠিক
ক. i ও iii খ. iii গ. i ঘ. i, ii ও iii
১৯। আখিরাতের অনন্ত জীবনে বিশ্বাস-
(i). মানুষকে মহত্ কাজে উত্সাহিত করে (ii) মুসলমানদের ওপর ফরয
(iii) মানুষকে সত্কর্মশীল করে তোলে
নিচের কোনটি সঠিক-
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
২০। আখিরাতের প্রতি ইমান আনা- ক. ফরয খ. ওয়াজিব
গ. নফল ঘ. সুন্নাত
২১। তাকদির শব্দের অর্থ কী ?
ক. প্রতিদান খ. ভাগ্য
গ.সফলতা ঘ. বিশ্বাস
২২। ভালো মন্দের নির্ধারনকারী- ক. আলাহ খ. মানুষ নিজেই
গ. তার কর্ম ঘ. মহানবী (স:)
২৩। ‘সামাদুন’ শব্দের অর্থ কী ?
ক. অমুখাপেক্ষী খ. মুখাপেক্ষী গ. স্বাধীনচেতা ঘ.পরনির্ভরশীল
২৪। নবীগণ শিক্ষা দিয়েছেন -(i) ন্যায়, সততা (ii) পরশ্রীকাতরতা, সততা (iii) মানবপ্রেম, ইনসাফ
নিচের কোনটি সঠিক -
ক. i ও iii খ. iii
গ. i ঘ. i, ii ও iii
২৫। রিসালাত অর্থ -
ক. রাসূল খ.সংবাদ বহন
গ.সংবাদ প্রেরণ ঘ.চিঠিপত্র
উত্তর মালা ঃ ১। খ ২। গ ৩। ক ৪। ক ৫। ক ৬। ঘ ৭। ক ৮। ক ৯। ক ১০। ক ১১। ক ১২। ক ১৩। গ ১৪ ক ১৫। গ ১৬। ক ১৭। ঘ ১৮। ক ১৯। ঘ ২০। ক ২১। খ ২২। ক ২৩। ক ২৪। ক ২৫। খ ২৬। গ
১। কে আল্লাহর নিকট সম্মান ও মর্যাদার অধিকারী ?
ক. মুহাদ্দিস খ.মুমিন গ.সত্যবাদী ঘ. মুফতি
২। ‘দুনিয়া আখিরাতের শস্যক্ষেত্র’ এটি কার বাণী ?
ক. সাহাবিগণের
খ. হযরত আবু বকর (রা:) এর
গ. হযরত মুহাম্মদ (স:) এর ঘ.আল্লাহর
৩। ‘নিশ্চয়ই মুনাফিকদের স্থান জাহান্নামের সর্বনিম্ন স্তরে’ এটি কোন সূরায় বলা হয়েছে ?
ক.আন নিসা:১৪৫ খ. মরিয়ম: ২৫
গ.আল বাকারা:১৭৫
ঘ.আন নিসা:২৫
৪। কী কারণে তাকদিরের প্রতি ইমান আনা জরুরি ?
ক. ইমানের অঙ্গ খ.শরীয়াতের অংশ গ. দ্বীনের অংশ ঘ.ইসলামের অংশ
৫। কাফির অপেক্ষা মারাত্মক ক্ষতিকর-
ক. মুনাফিক খ. মুশবিক গ.বেদুঈন ঘ.কাফির
৬। ইমানের সাতটি বিষয়ের মধ্যে প্রথমটি হল-
ক. আখিরাতের প্রতি বিশ্বাস খ.আসমানি কিতাবের প্রতি বিশ্বাস গ.নবী-রাসূল গণের প্রতি বিশ্বাস
ঘ. এক আল্লাহর প্রতি বিশ্বাস
৭। ইহকাল ও পরকালের মধ্যবর্তী জগেক কী বলা হয় ?
ক. বারযাখ খ. মীযান
গ. মহাসমাবেশ ঘ. পুলসিরাত
৮। আল্লাহ ও তার রাসূল (সাঃ) এর আনুগত্য করা —
ক. ফরয খ. ওয়াজিব
গ. সুন্নাত ঘ. মুবাহ
৯। কাদের অন্তরে অবিশ্বাস ও অবাধ্যতা লুকায়িত থাকে —
(i) মুমিনদের (ii) কাফিরদের (iii) মুনাফিকদের
নিচের কোনটি সঠিক —
ক. iiiখ. i ও ii গ. ii ঘ. i, ii ও iii
১০। অতি দয়ালু এর আরবি প্রতিশব্দ
ক. রাউফুন খ.সাফাদুন
গ. হাসিবুন ঘ. গাদ্দারুন
১১। দুনিয়ার ভাল মন্দ কাজের হিসাব নিকাশ হবে —
ক. আখিরাতে খ. হাশরে
গ. কবরে ঘ. বারযাখে
১২। হযরত মুহাম্মদ (সাঃ) এর ওপর অবতীর্ন আল কুরআন ও শরীআত অবিকৃত থাকবে—
ক. কিয়ামত পর্যন্ত খ. কবর
গ. বারযাখ ঘ. পুলসিরাত
১৩। আখিরাতের প্রথম পর্যায় হলো- ক. কিয়ামত খ.কবর
গ. বারযাখ ঘ. পুলসিরাত
১৪। সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী হলেন- ক. মহানবী (স:) খ. আদম (আ:) গ. ঈসা (আ:) ঘ. নূহ (আ:)
১৫। আল্লাহ তাআলা কাদেরকে মিথ্যাবাদী বলে আখ্যায়িত করেছেন ?
ক. মুশরিকদের খ.কাফিরদের গ.মুনাফিকদের ঘ.অগ্নি উপাসকদের
নিচের অনুচ্ছেদটি পড় এবং ১৬ ও ১৭ নং প্রশ্নের উত্তর দাও।
নিফাক জঘন্যতম পাপ। মুনাফিকরা দ্বিমুখী মনোভাবের জন্য সমাজে ঘৃণিত। তারা যেমন মুসলমানদের শত্রু, তেমনি শত্রু ইসলামের। মুনাফিকদের অপকর্মের বর্ণনা দিয়ে আল্লাহ তা’আলা একটি পূর্ণ সূরা নাযিল করেন।
১৬। নিফাক শব্দের অর্থ কী ?
ক. কপটতা খ. অবাধ্য
গ. প্রতিহিংসা ঘ. লুকোচুরি
১৭। মুনাফিকদের অপকর্মের বর্ণনা দিয়ে আলাহ নাযিল করেছেন-
ক. সূরা আন নিসা খ. সূরা মরিয়ম গ. সূরা আল ইনশিরাহ ঘ. সূরা আল মুনাফিকূন
১৮। আখিরাতে মানুষকে-
(i) দুনিয়ার ভাল মন্দ কাজের জন্য জবাব দিহি করতে হবে (ii) দুনিয়ার মন্দ কাজের জন্য পুরস্কার দেয়া হবে (iii) দুনিয়ার ভালো কাজের জন্য পুরস্কার দেয়া হবে।
নিচের কোনটি সঠিক
ক. i ও iii খ. iii গ. i ঘ. i, ii ও iii
১৯। আখিরাতের অনন্ত জীবনে বিশ্বাস-
(i). মানুষকে মহত্ কাজে উত্সাহিত করে (ii) মুসলমানদের ওপর ফরয
(iii) মানুষকে সত্কর্মশীল করে তোলে
নিচের কোনটি সঠিক-
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
২০। আখিরাতের প্রতি ইমান আনা- ক. ফরয খ. ওয়াজিব
গ. নফল ঘ. সুন্নাত
২১। তাকদির শব্দের অর্থ কী ?
ক. প্রতিদান খ. ভাগ্য
গ.সফলতা ঘ. বিশ্বাস
২২। ভালো মন্দের নির্ধারনকারী- ক. আলাহ খ. মানুষ নিজেই
গ. তার কর্ম ঘ. মহানবী (স:)
২৩। ‘সামাদুন’ শব্দের অর্থ কী ?
ক. অমুখাপেক্ষী খ. মুখাপেক্ষী গ. স্বাধীনচেতা ঘ.পরনির্ভরশীল
২৪। নবীগণ শিক্ষা দিয়েছেন -(i) ন্যায়, সততা (ii) পরশ্রীকাতরতা, সততা (iii) মানবপ্রেম, ইনসাফ
নিচের কোনটি সঠিক -
ক. i ও iii খ. iii
গ. i ঘ. i, ii ও iii
২৫। রিসালাত অর্থ -
ক. রাসূল খ.সংবাদ বহন
গ.সংবাদ প্রেরণ ঘ.চিঠিপত্র
উত্তর মালা ঃ ১। খ ২। গ ৩। ক ৪। ক ৫। ক ৬। ঘ ৭। ক ৮। ক ৯। ক ১০। ক ১১। ক ১২। ক ১৩। গ ১৪ ক ১৫। গ ১৬। ক ১৭। ঘ ১৮। ক ১৯। ঘ ২০। ক ২১। খ ২২। ক ২৩। ক ২৪। ক ২৫। খ ২৬। গ
No comments:
Post a Comment