Thursday, August 23, 2012

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা : বাংলাদেশ ও বিশ্ব পরিচয়

অধ্যায় : ৩
বাঙালির সংস্কৃতি ও শিল্পকলা
পাট-০১ : দৃশ্যশিল্প
০১। আমাদের এই দেশ কোন মাটির ?
উত্তর :পলিমাটির।
০২। কান্তজির মন্দির কোথায় ?
উত্তর :দিনাজপুরে।
০৩। বাংলা তাঁতশিল্পের সুনাম কত কালের ?
উত্তর :বহুকালের।
০৪। প্রাচীন বাংলায় কোন কাপড়ের বেশ খ্যাতি ছিল ?
উত্তর :দুকূল কাপড়ের।
০৫। কোন আমল থেকে বাংলার স্থাপত্যশিল্পে ইরানি তুরানি প্রভাব পড়তে শুরু করে ?
উত্তর :সুলতানি আমল থেকে।
০৬। বাঙালির ঐতিহ্যবাহী মাটির তৈরি ও বাঁশের তরজারযুক্ত ঘর কয় প্রকারের ছিল ?
উত্তর :তিন।
০৭। কখনো কখনো বাঁশের কাঠামোর ওপর দিয়ে কি চাল ছাওয়া হত ?
উত্তর :শন দিয়ে।
০৮। পাহাড় পুরের সোমপুর বিহারে প্রচুর কাজ আছে কোন মাটির ?
উত্তর :পোড়া মাটির।
০৯।এক সময় ছাঁচ অনুযায়ী মন্দির বানানো হত।
উত্তর :ইট দিয়ে।
১০। সোনা মসজিদে কোন ধরনের প্রভাব পড়েছে ?
উত্তর :ইরানি তুরানি।
১১। পত্রোর্ণ নামে এন্ডি জাতীয় সিল্ক তৈরি হত ?
উত্তর :মগধে ও পুণ্ডে
১২। প্রাচীন বাংলার পুণ্ড্রনগরী বর্তমান কোথায় পড়েছে ?
উত্তর :উত্তরবঙ্গে।
অধ্যায়-৩
পাঠ-০২ : সাহিত্যশিল্প
০১। বাঙালির প্রথম যে সাহিত্য সন্ধান পাওয়া যায় তার নাম কি ?
উত্তর : চর্যাপদ।
০২। চর্যাপদের কাল নির্ণয় করেন কে ?
উত্তর :ড. মুহম্মদ শহিদুল্লাহ।
০৩।কোন আমলে বাংলা গদ্যের সূচনা হয় ?
উত্তর :ইংরেজ আমলে।
০৪। আধুনিক বাংলা সাহিত্যের ভীত গড়েছিলেন কে ?
উত্তর :ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
০৫। ধর্মমঙ্গল কে লিখেছেন ?
উত্তর :ঘনরাম।
০৬। চর্যাপদ প্রথম কোথা থেকে আবিষ্কার করা হয় ?
উত্তর :নেপালের রাজদরবার থেকে।
০৭। কারা চর্যাপদ আবিষ্কার করেন ?
উত্তর :বৌদ্ধ সাধকরা।
০৮। বৌদ্ধ সাধকরা কবে চর্যাপদ আবিষ্কার করেন ?
উত্তর :প্রায় দেড় হাজার বছর আগে।
০৯। প্রাচীন বাংলার সমাজচিত্র পাওয়া যায় কোথায় ?
উত্তর :ভারতচন্দ্রের অন্নদামঙ্গলে।
১০। দেশীয় দেব-দেবীকে নিয়ে কোন ধরনের কাব্যরচিত হত ?
উত্তর :মঙ্গল কাব্য।
অধ্যায়-৩
পাঠ-৩ : সংগীতশিল্প
০১। বাংলা চিরকালই কিসের দেশ ?
উত্তর :সংগীতের।
০২। কাজী নজরুল ইসলাম ২০ বছরে কতটি গান লিখেছেন ?
উত্তর :প্রায় ছয় হাজার।
০৩।“আমার সোনার বাংলা” গানটির রচয়িতা কে ?
উত্তর :রবীন্দ্রনাথ ঠাকুর।
০৪। কীর্তন গান প্রধানত কোন সমাজে হত ?
উত্তর :হিন্দু সমাজে।
০৫। বাংলার সাধারণ মানুষ আধ্যাত্বিক সাধনা করে কিসের মাধ্যমে
উত্তর :গানের মাধ্যমে।
০৬। বাউল ও ভাটিয়ালি গেয়ে থাকে-
উত্তর :হিন্দু ও মুসলমান সকলেই।
০৭। আমাদের আদি সঙ্গীত হল-
উত্তর :চর্যাপদ।
পাঠ-৪ : প্রতিষ্ঠান
০১। কতসালে ভাষা আন্দোলন সংঘটিত হয় ?
উত্তর :১৯৫২ সালে।
০২। বাংলা ভাষার গবেষক কে ছিলেন?
উত্তর :ড. মুহম্মদ শহীদুল্লাহ।
০৩। লোকগানের সম্রাট বলা হয় কাকে?
উত্তর :আব্বাস উদ্দিন আহমদ।
০৪। জাতির মননের প্রতীক কোনটি ?
উত্তর :বাংলা একাডেমী।
০৫।আঞ্চলিক ভাষার অভিধান সংকলন করেন কে ?
উত্তর :ড. মুহাম্মদ শহীদুল্লাহ।

অধ্যায় ঃ ৩
বাঙালির সংস্কৃতি ও শিল্পকলা
পাঠ-৪ ঃ প্রতিষ্ঠান
০৬। লোকগানের যুবরাজ কাকে বলা হয়।
উত্তর :আব্দুল আলীমকে
০৭। তারেক মাসুদ অবদান রেখেছিলেন-
উত্তর : চিত্রশিল্পে।
০৮। চিত্রকলায় পথিকৃত্ বলা হয়।
উত্তর :জয়নুল আবেদিন।
৯। বেসরকারি উদ্যোগে গড়ে ওঠা একটি মননচর্চা প্রতিষ্ঠান-
উত্তর : ঢাকা মুক্তিযুদ্ধ জাদুঘর।

অধ্যায় : ২
পাঠ-০১
০১। বাংলাদেশের মুক্তিসংগ্রামে কি অত্যন্ত গুরুত্বপূর্ণ ?
উত্তর :১৯৭০ সালের নির্বাচন।
০২। কত সালে আওয়ামী লীগ থেকে নির্বাচিত সদস্যরা শপথ নেয় ?
উত্তর :১৯৭১ সালের ৩রা জানুয়ারী।
০৩। জুলফিকার আলী ভূট্টো কার সাথে ষড়যন্ত্র শুরু করেন ?
উত্তর :ইয়াহিয়া খান।
০৪। জুলফিকার আলী ভুট্টো পাকিস্তান রাজনীতিতে কি তৈরি করেন ?
উত্তর :নতুন সংকট।
০৫। পূর্ব পাকিস্তানের জনগনের প্রতিক্রিয়া কি হয় ?
উত্তর :তীব্র।
০৬। কাদের ভূমিকা ছিল অগ্রণী ?
উত্তর :ছাত্রদের।
০৭। একাত্তরের যুদ্ধে কি হয় ?
উত্তর :প্রচুর লোকের সমাগম ঘটে।
০৮। ভূট্টোর চালে সাড়া দেয় কে ?
উত্তর :ইয়াহিয়া খান।
৯। কত তারিখে সারা দেশে হরতালের ডাক দেয় ?
উত্তর :৩রা মার্চ।
১০। বাংলাদেশ কিভাবে পরিচালিত হয় ?
উত্তর :বঙ্গবন্ধুর ৯নং বাড়ি থেকে।
১১। তোমাদের যা কিছু আছে তা নিয়ে কি করতে হবে ?
উত্তর : শত্রুর মোকাবেলা।
১২। বঙ্গবন্ধুর নির্দেশনা বাস্তবায়নে কাজ চলছিল কার নেতৃত্বে ?
উত্তর :তাজউদ্দিন আহমেদের।
১৩। কি আদায় বন্ধ হয়ে যায় ?
উত্তর :খাজনা ট্যাক্স।
১৪। ইয়াহিয়া কবে ঢাকা সফরে আসেন ?
উত্তর :১৫ই মার্চ।
১৫।ইয়াহিয়া কার সাথে আলোচনার প্রস্তাবদেয়?
উত্তর :বঙ্গবন্ধুর সাথে।
১৬। বাঙালির ওপর কি নেমে আসে ?
উত্তর :চরম আঘাত।
১৭। ঐ কালরাতে পাকিস্তানীসেনারা কি করে ?
উত্তর :বাঙালিকে নির্বিচারে হত্যা করে।
অধ্যায়-০২
পাঠ-০২
০১। বঙ্গবন্ধু কত তারিখের ভাষণে আওয়ামীলীগের নির্দেশনায় ঘোষণা দেন ?
উত্তর :৭ই মার্চে।
০২। জনগণের প্রতি পাকিস্তান সরকারের সঙ্গে কিসের নির্দেশ দেয় ?
উত্তর :সর্বাত্মক অসহোযোগিতার।
০৩। সার্বভৌম রাষ্ট্র কিভাবে পরিচালিত হয় ?
উত্তর :জনগণের ট্যাক্স বা খাজনায়।
০৪। প্রয়োজনে যুদ্ধের মাধ্যমে কি অর্জনের কথা বলা হয়েছে ?
উত্তর :স্বাধীনতা।
০৫। প্রত্যেক ঘরে ঘরে কি গড়ে তুলতে হবে ?
উত্তর :দুর্গ।
০৬। তিনি তার বক্তৃতায় কত লোকের উপস্থিতিতে বাংলাদেশ শব্দটি ব্যবহার করেন ?
উত্তর :দশ লক্ষ।
০৭। বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঘোষণা কি ছিল ?
উত্তর : বাঙালির মুক্তির সনদ।
০৮। এ ভাষণ বাঙালি জাতি কিসে রূপান্তরিত হয়েছে ?
উত্তর : বীরের জাতিতে।
০৯। জুলফিকার আলী ভুট্টো কবে ঢাকা সফরে আসেন ?
উত্তর : ২২ শে মার্চ।
১০। কোন রাতে ইয়াহিয়া ভূট্টো ঢাকা ত্যাগ করেন ?
উত্তর :২৫শে মার্চ রাতে।
১১। অসহযোগ আন্দোলন কবে থেকে শুরু হয় ?
উত্তর :৩রা মার্চ।
১২। ছাত্র সংগ্রাম পরিষদ কবে শুরু হয় ?
উত্তর :৩রা মার্চ।
১৩। ইয়াহিয়া কবে জাতীয় পরিষদের অধিবেশন আহবান করে ?
উত্তর :২৫ মার্চ ঢাকায়।
১৪।  কে বাঙালির অবিসংবাদিত নেতা ?
উত্তর : শেখ মুজিবুর রহমান।
অধ্যায়-০২
পাঠ-০৩
০১। করে পাকিস্তানি সেনারা গণহত্যার অভিযান চালিয়ে ছিল ?
উত্তর :১৯৭১ সালের ২৫ শে মার্চ রাতে।
০২। তার নাম কি দেওয়া হয়েছিল ?
উত্তর :অপারেশন সার্চলাইট।
০৩। মূল প্রস্তুতি কবে থেকে চলতে থাকে ?
উত্তর :মার্চের প্রথম থেকে।
০৪। কবে পশ্চিম পাকিস্তান থেকে অস্ত্র ও রসদ আগত হয় ?
উত্তর :৩রা মার্চ।
০৫। ইয়াহিয়া কি চূড়ান্ত করেন ?
উত্তর :অপারেশন সার্চ লাইট।
০৬।গণহত্যার মূল দ্বায়িত্ব কাকে দেওয়া হয় ?
উত্তর :মেজর জেনারেল ফরমান আলীকে।
০৭। কিসের নিয়ন্ত্রণভার পাকিস্তানী সেনাদের গ্রহণকরার কথা ছিল ?
উত্তর :রাজারবাগ পুলিশ লাইনের।
০৮। ঢাকার বাইরে অপারেশনের নেতৃত্ব কে দেয় ?
উত্তর :মেজর জেনারেল কাদিম হোসেন রাজা।

No comments:

Post a Comment

Composition on Female Education in Bangladesh for Examination

  Female Education in Bangladesh Education is a light to which everybody has the equal right. Education is the backbone of a nation. The ...