বহু নির্বাচনী প্রশ্ন
১। পত্রের ভাষা কীরূপ হওয়া উচিত?
ক. সহজ, সরল ও বিষয়ভিত্তিক
খ. কঠিন ও ধরাবাঁধা
গ. তৎসম ভাষারীতি অনুযায়ী
ঘ. ওজস্বী, গম্ভীর ও তৎসম রীতির
২। সংবাদপত্রে প্রকাশের জন্য হারানো বিজ্ঞপ্তি কোন ধরনের পত্র?
ক. অভিযোগপত্র খ. বিজ্ঞাপনপত্র
গ. আবেদনপত্র ঘ. চুক্তিপত্র
৩। প্রাপক বয়োজ্যেষ্ঠ হলে প্রেরক স্বাক্ষরের আগে শিষ্টাচারজ্ঞাপক কোন শব্দটি ব্যবহার করবে?
ক. স্নেহভাজন খ. প্রীতিমুগ্ধ
গ. আশীর্বাদক ঘ. শুভাকাঙ্ক্ষী
৪। লেনদেন, ক্রয়-বিক্রয় ইত্যাদিবিষয়ক পত্রকে কী বলা হয়?
ক. চুক্তিপত্র
খ. ব্যবসায় সংক্রান্ত পত্র
গ. লেনদেন সংক্রান্ত পত্র
ঘ. ক্রয়-বিক্রয় সংক্রান্ত পত্র
৫। আবেদনপত্রে প্রধানত কয়টি অনুচ্ছেদ থাকে?
ক. একটি খ. দুইটি
গ. তিনটি ঘ. যে কয়টি প্রয়োজন
৬। বেসরকারি ব্যবস্থাপনায় চিঠিপত্র বিলিবণ্টন করে কে?
ক. ডাক বিভাগ খ. কুরিয়ার সার্ভিস
গ. যোগাযোগ মন্ত্রণালয় ঘ. পোস্ট অফিস
৭। কোন ধরনের পত্রে সংযুক্তি আবশ্যক?
ক. চাকরির দরখাস্তে খ. প্রশংসাপত্রে
গ. মানপত্রে ঘ. নিমন্ত্রণপত্রে
৮। বন্ধুর কাছে লিখিত পত্রে কোন বিদায়সূচক শব্দটি ব্যবহার করতে হয়?
ক. খাকছার খ. দোয়াগো
গ. বশংবদ ঘ. প্রীতিধন্য
৯। প্রাপকের নাম ও ঠিকানা কোথায় লিখতে হয়?
ক. চিঠির ডান দিকে
খ. খামের বাম দিকে
গ. খামের ডান দিকে
ঘ. চিঠির বাম দিকে
১০। কোনটিকে 'মানপত্র' বলা হয়?
ক. নিমন্ত্রণপত্র খ. আবেদনপত্র
গ. ব্যক্তিগত পত্র ঘ. অভিনন্দন পত্র
১১। শহরের রাস্তাঘাট মেরামত করার উদ্দেশ্যে কার বরাবরে দরখাস্ত করতে হবে?
ক. জেলা প্রশাসক খ. স্বরাষ্ট্র মন্ত্রণালয়
গ. পুলিশ কমিশনার ঘ. পৌর কর্তৃপক্ষ
১২। ব্যক্তিগত পত্রে বর্তমানে কোনটি ব্যবহারের রীতি প্রায়ই অবলুপ্তির পথে?
ক. মঙ্গলসূচক শব্দ
খ. সম্বোধন
গ. পত্রের ওপরের ঠিকানা
ঘ. বিদায় সম্ভাষণ
১৩। পত্র লেখার সময় কোনটির গুরুত্ব সর্বাধিক?
ক. পত্রের ভাষা খ. পত্রের বিষয়
গ. পত্রের আঙ্গিক ঘ. স্থান ও তারিখ
১৪। কোনটি সরকারি পত্র?
ক. বন্ধুর কাছে লেখা পত্র
খ. মায়ের কাছে লেখা পত্র
গ. জেলা প্রশাসকের কাছে লেখা পত্র
ঘ. প্রধান শিক্ষকের কাছে লেখা পত্র
১৫। পত্র রচনার সময় অবশ্য বর্জনীয় কোনটি?
ক. সহজ ভাষা খ. সর্বপ্রকার বাহুল্য
গ. সংক্ষিপ্ত ভাষা ঘ. অলংকৃত ভাষা
১৬। মানপত্রে কোনটি প্রাধান্য পায়?
ক. উদ্দিষ্ট ব্যক্তির গুণাবলি ও প্রশংসা
গ. উদ্দিষ্ট ব্যক্তির জীবন-বৃত্তান্ত
গ. উদ্দিষ্ট ব্যক্তির আকার-প্রকৃতি
ঘ. উদ্দিষ্ট ব্যক্তির নিন্দা
১৭। 'পত্র' শব্দটির আভিধানিক অর্থ কী?
ক. চিহ্ন বা স্মারক খ. যোগাযোগ
গ. সংযোগ ঘ. বিনিময়
১৮। পত্রের ভাষা হবে_
ক. সহজ ও সরল
খ. প্রাঞ্জল অথচ বলিষ্ঠ
গ. সংক্ষিপ্ত অথচ পূর্ণার্থ
ঘ. ওপরের সবই
১৯। চিঠিপত্রে সম্বোধনে ব্যবহৃত হয় না কোনটি?
ক. শ্রদ্ধেয় খ. কল্যাণীয়াষু
গ. প্রণত ঘ. পূজনীয়
২০। পত্রের আসল অংশ নিচের কোনটি?
অথবা, পত্রের মূল অংশকে কী বলে?
ক. গর্ভাংশ/পত্রগর্ভ খ. সম্ভাষণ
গ. ঠিকানা ঘ. শিরোনাম
২১। দরখাস্ত বা আবেদনপত্র লিখতে হলে কোন জিনিসটির প্রতি প্রাধান্য দিতে হয়?
ক. মূল বক্তব্য সহজ ও সরল ভাষায় সংক্ষিপ্তভাবে প্রকাশ করতে হয়
খ. মূল বক্তব্য দীর্ঘ করে প্রকাশ করতে হয়
গ. আবেগের প্রকাশ ঘটাতে হয়
ঘ. সবই
২২। কোন পত্র আসলে পত্র নয়?
ক. ব্যক্তিগত খ. আবেদনপত্র
গ. মানপত্র ঘ. চুক্তিপত্র
২৩। পত্রের কোন অংশ ব্যতিরেকে পত্র লেখার উদ্দেশ্য ব্যর্থ হয়?
ক. সম্বোধন খ. পত্রগর্ভ
গ. শিরোনাম ঘ. স্বাক্ষর
২৪। আবেদনপত্রে নাম স্বাক্ষরের আগে কী লিখতে হয়?
ক. একান্ত অনুগত, একান্ত বিশ্বস্ত
খ. বিনীত, নিবেদক
গ. বিনয়াবনত, আজ্ঞাহীন
ঘ. ক, খ, গ-এর সবগুলোই
২৫। কোনটি শিক্ষার একটি সাধারণ বাহন?
ক. বেতার খ. পত্র
গ. টেলিগ্রাম ঘ. টেলিফোন
ক. সহজ, সরল ও বিষয়ভিত্তিক
খ. কঠিন ও ধরাবাঁধা
গ. তৎসম ভাষারীতি অনুযায়ী
ঘ. ওজস্বী, গম্ভীর ও তৎসম রীতির
২। সংবাদপত্রে প্রকাশের জন্য হারানো বিজ্ঞপ্তি কোন ধরনের পত্র?
ক. অভিযোগপত্র খ. বিজ্ঞাপনপত্র
গ. আবেদনপত্র ঘ. চুক্তিপত্র
৩। প্রাপক বয়োজ্যেষ্ঠ হলে প্রেরক স্বাক্ষরের আগে শিষ্টাচারজ্ঞাপক কোন শব্দটি ব্যবহার করবে?
ক. স্নেহভাজন খ. প্রীতিমুগ্ধ
গ. আশীর্বাদক ঘ. শুভাকাঙ্ক্ষী
৪। লেনদেন, ক্রয়-বিক্রয় ইত্যাদিবিষয়ক পত্রকে কী বলা হয়?
ক. চুক্তিপত্র
খ. ব্যবসায় সংক্রান্ত পত্র
গ. লেনদেন সংক্রান্ত পত্র
ঘ. ক্রয়-বিক্রয় সংক্রান্ত পত্র
৫। আবেদনপত্রে প্রধানত কয়টি অনুচ্ছেদ থাকে?
ক. একটি খ. দুইটি
গ. তিনটি ঘ. যে কয়টি প্রয়োজন
৬। বেসরকারি ব্যবস্থাপনায় চিঠিপত্র বিলিবণ্টন করে কে?
ক. ডাক বিভাগ খ. কুরিয়ার সার্ভিস
গ. যোগাযোগ মন্ত্রণালয় ঘ. পোস্ট অফিস
৭। কোন ধরনের পত্রে সংযুক্তি আবশ্যক?
ক. চাকরির দরখাস্তে খ. প্রশংসাপত্রে
গ. মানপত্রে ঘ. নিমন্ত্রণপত্রে
৮। বন্ধুর কাছে লিখিত পত্রে কোন বিদায়সূচক শব্দটি ব্যবহার করতে হয়?
ক. খাকছার খ. দোয়াগো
গ. বশংবদ ঘ. প্রীতিধন্য
৯। প্রাপকের নাম ও ঠিকানা কোথায় লিখতে হয়?
ক. চিঠির ডান দিকে
খ. খামের বাম দিকে
গ. খামের ডান দিকে
ঘ. চিঠির বাম দিকে
১০। কোনটিকে 'মানপত্র' বলা হয়?
ক. নিমন্ত্রণপত্র খ. আবেদনপত্র
গ. ব্যক্তিগত পত্র ঘ. অভিনন্দন পত্র
১১। শহরের রাস্তাঘাট মেরামত করার উদ্দেশ্যে কার বরাবরে দরখাস্ত করতে হবে?
ক. জেলা প্রশাসক খ. স্বরাষ্ট্র মন্ত্রণালয়
গ. পুলিশ কমিশনার ঘ. পৌর কর্তৃপক্ষ
১২। ব্যক্তিগত পত্রে বর্তমানে কোনটি ব্যবহারের রীতি প্রায়ই অবলুপ্তির পথে?
ক. মঙ্গলসূচক শব্দ
খ. সম্বোধন
গ. পত্রের ওপরের ঠিকানা
ঘ. বিদায় সম্ভাষণ
১৩। পত্র লেখার সময় কোনটির গুরুত্ব সর্বাধিক?
ক. পত্রের ভাষা খ. পত্রের বিষয়
গ. পত্রের আঙ্গিক ঘ. স্থান ও তারিখ
১৪। কোনটি সরকারি পত্র?
ক. বন্ধুর কাছে লেখা পত্র
খ. মায়ের কাছে লেখা পত্র
গ. জেলা প্রশাসকের কাছে লেখা পত্র
ঘ. প্রধান শিক্ষকের কাছে লেখা পত্র
১৫। পত্র রচনার সময় অবশ্য বর্জনীয় কোনটি?
ক. সহজ ভাষা খ. সর্বপ্রকার বাহুল্য
গ. সংক্ষিপ্ত ভাষা ঘ. অলংকৃত ভাষা
১৬। মানপত্রে কোনটি প্রাধান্য পায়?
ক. উদ্দিষ্ট ব্যক্তির গুণাবলি ও প্রশংসা
গ. উদ্দিষ্ট ব্যক্তির জীবন-বৃত্তান্ত
গ. উদ্দিষ্ট ব্যক্তির আকার-প্রকৃতি
ঘ. উদ্দিষ্ট ব্যক্তির নিন্দা
১৭। 'পত্র' শব্দটির আভিধানিক অর্থ কী?
ক. চিহ্ন বা স্মারক খ. যোগাযোগ
গ. সংযোগ ঘ. বিনিময়
১৮। পত্রের ভাষা হবে_
ক. সহজ ও সরল
খ. প্রাঞ্জল অথচ বলিষ্ঠ
গ. সংক্ষিপ্ত অথচ পূর্ণার্থ
ঘ. ওপরের সবই
১৯। চিঠিপত্রে সম্বোধনে ব্যবহৃত হয় না কোনটি?
ক. শ্রদ্ধেয় খ. কল্যাণীয়াষু
গ. প্রণত ঘ. পূজনীয়
২০। পত্রের আসল অংশ নিচের কোনটি?
অথবা, পত্রের মূল অংশকে কী বলে?
ক. গর্ভাংশ/পত্রগর্ভ খ. সম্ভাষণ
গ. ঠিকানা ঘ. শিরোনাম
২১। দরখাস্ত বা আবেদনপত্র লিখতে হলে কোন জিনিসটির প্রতি প্রাধান্য দিতে হয়?
ক. মূল বক্তব্য সহজ ও সরল ভাষায় সংক্ষিপ্তভাবে প্রকাশ করতে হয়
খ. মূল বক্তব্য দীর্ঘ করে প্রকাশ করতে হয়
গ. আবেগের প্রকাশ ঘটাতে হয়
ঘ. সবই
২২। কোন পত্র আসলে পত্র নয়?
ক. ব্যক্তিগত খ. আবেদনপত্র
গ. মানপত্র ঘ. চুক্তিপত্র
২৩। পত্রের কোন অংশ ব্যতিরেকে পত্র লেখার উদ্দেশ্য ব্যর্থ হয়?
ক. সম্বোধন খ. পত্রগর্ভ
গ. শিরোনাম ঘ. স্বাক্ষর
২৪। আবেদনপত্রে নাম স্বাক্ষরের আগে কী লিখতে হয়?
ক. একান্ত অনুগত, একান্ত বিশ্বস্ত
খ. বিনীত, নিবেদক
গ. বিনয়াবনত, আজ্ঞাহীন
ঘ. ক, খ, গ-এর সবগুলোই
২৫। কোনটি শিক্ষার একটি সাধারণ বাহন?
ক. বেতার খ. পত্র
গ. টেলিগ্রাম ঘ. টেলিফোন
No comments:
Post a Comment