Wednesday, August 15, 2012

মাদার তেরেসা


শুধু মানুষকে ভালোবেসে এবং সেবা করে একজন মানুষ পৃথিবীর সব মানুষের কাছে প্রিয় হয়ে উঠেছেন। নিজের সর্বশক্তি দিয়ে আমৃত্যু মানুষের সেবা করে যাওয়া এই মানুষটির নাম মাদার তেরেসা। যাঁর পুরো নাম এগনেস গঞ্জা বয়াজু। একনিষ্ঠভাবে মানুষের সেবা করার জন্য ১৯৭৯ সালে তিনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন। নোবেল পুরস্কার গ্রহণের সময় তাঁকে প্রশ্ন করা হয়েছিল, 'কিভাবে আমরা বিশ্ব শান্তির পথে অগ্রসর হতে পারি?' মাদার তেরেসা উত্তরে বলেছিলেন, Go home and love your family. (বাড়ি গিয়ে নিজের পরিবারকে ভালোবাস)। মহীয়সী এই নারী বিশ্বাস করতেন, মানুষকে ভালোবাসাই হলো সব কিছুর মূল বিষয়। তাই সারা জীবন তিনি গরিব, দুঃখী, দুস্থদের সেবা করে গেছেন। মাদার তেরেসা ১৯১০ সালের ২৬ আগস্ট আলবেনিয়ায় জন্মগ্রহণ করেন। ১৮ বছর বয়সে তিনি গৃহত্যাগ করে একজন মিশনারি হিসেবে যোগ দেন 'সিস্টার্স অব লোরেটো সংস্থায়'। মা আর বোনদের সঙ্গে তাঁর আর কোনোদিন দেখা হয়নি। ১৯২৯ সালে তেরেসা ভারতে আসেন। ১৯৩১ সালে তিনি সন্ন্যাসিনী হিসেবে প্রথম শপথ গ্রহণ করেন। এ সময় তিনি মিশনারিদের পৃষ্ঠপোষকের নামানুসারে তেরেসা নাম গ্রহণ করেন। ১৯৪৮ সালে দরিদ্রদের মধ্যে মিশনারি কাজ শুরু করেন। প্রথাগত লোরেটো অভ্যাস ত্যাগ করেন। নীল পাড়ের একটি সাধারণ সাদা সুতির বস্ত্র পরতে শুরু করেন। এ সময়ই তিনি ভারতীয় নাগরিকত্ব গ্রহণ করে বস্তি এলাকায় কাজ শুরু করেন। একসময় তিনি গঠন করেন 'মিশনারিস অব চ্যারিটি'। এর মাধ্যমে তিনি অর্থ সংগ্রহ করে সারা বিশ্বের দারিদ্র্যপীড়িত মানুষের সেবা করেন। এই মহান নারী ১৯৯৭ সালে মারা যান।

No comments:

Post a Comment

Composition on Female Education in Bangladesh for Examination

  Female Education in Bangladesh Education is a light to which everybody has the equal right. Education is the backbone of a nation. The ...