Monday, August 27, 2012

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা:বাংলা (মডেল প্রশ্ন-১)

বাংলা (মডেল প্রশ্ন-১)
সময়-২ ঘণ্টা :পূর্ণমান-১০০
(দ্রষ্টব্য : ডানপাশে উলি্লখিত সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক)

১। সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখ : ১ু১০=১০

ক) আট-এর ক্রমবাচক বিশেষণ শব্দ কোনটি?
১. অষ্ট ২. অষ্টম ৩. অষ্টাশি ৪. আশি
খ) মাটির ঘরের দেয়ালের ছোট খোপকে কী বলে?
১. খুপরি ২. কুঠি ৩. কুলঙ্গি ৪. কুঠরি
গ) বাংলাদেশের মেয়েরা অবসর সময়ে নানা রকম কী করে?
১. নাচগান করে ২. গল্পগুজব করে
৩. কৃষি কাজ করে ৪. শৌখিন জিনিস বানায়
ঘ) 'ঝিঙে ফুল' কাব্যগ্রন্থের রচয়িতা কে?
১. কাজী নজরুল ইসলাম ২. সুকুমার বড়ূয়া
৩. রবীন্দ্রনাথ ঠাকুর ৪. জসীমউদ্দীন
ঙ) বিদায় হজের ভাষণে মহানবী (স.) কয়টি কথা বিশেষভাবে মনে রাখতে বলেছেন?
১. দুটি ২. তিনটি ৩. চারটি ৪. পাঁচটি
চ) 'কে?'_ কবিতাটি কে রচনা করেছেন?
১. শামসুর রাহমান ২. জসীমউদ্দীন
৩. আহসান হাবীব ৪. ঈশ্বরচন্দ্র গুপ্ত
ছ) মরার ভয়ে ভীত হলেও জেলে কী হারাল না?
১. কৌশল ২. বুদ্ধি ৩. জাল ৪. মনোবল
জ) মুনীর চৌধুরীর পেশা কী ছিল?
১. সাংবাদিকতা ২. ওকালতি
৩. অধ্যাপনা ৪. সঙ্গীত শিল্পী
ঝ) যে সুন্দর করে কথা বলে তাকে কী বলে?
১. বাকপটু ২. সুচারু
৩. চারুলতা ৪. চারুবাক
ঞ) 'রৌদ্র দাহে শুকায় তনু', _ 'তনু' শব্দের অর্থ কী?
১. মাথা ২. দেহ ৩. ফসল ৪. নদী
২। কবিতা ও কবির নাম উল্লেখ করে 'চাষি' অথবা 'এত হাসি কোথায় পেলে' কবিতার প্রথম আট লাইন মুখস্থ লেখ। ১+১+৮=১০
৩। প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা লেখ (যে কোনো একটি) :৫
ক) নদীর সঙ্গে তাই এদেশের মানুষের গভীর মিতালি।
খ) আমার দেশের মাটির ছেলে, নমি বারংবার
তোমায় দেখে চূর্ণ হউক সবার অহংকার।
৪। নিচের যে কোনো তিনটি প্রশ্নের উত্তর
দাও :৪ু৩= ১২
ক) বাড়ি ফেরার পথে দুখু কার কার কাছ থেকে কী কী উপহার পেয়েছিল?
খ) বিদায় হজের ভাষণে মহানবী (স.) ক্রীতদাস সম্পর্কে কী বলেছিলেন?
গ) বাংলাদেশের কোথায় পোড়া মাটির প্রাচীন শিল্প দেখতে পাওয়া যায়?
ঘ) খেয়া পারাপার বন্ধ হওয়ার কারণ কী?
ঙ) 'তুষ্ট হৃদয় তারও চেয়ে গরীয়ান'। _ এ কথার অর্থ কী?
৫। নিচের শব্দ দিয়ে বাক্য রচনা কর (যে কোনো
পাঁচটি) : ১ু৫=৫
শৌখিন, জিনপোশ, দুঃসাহসী, হিতাহিত, গুজরান, নির্জন।
৬। প্রদত্ত অনুচ্ছেদটিতে বিরাম চিহ্ন বসাও : ৫
মৃত্যুর কথা শুনে ভয়ে জেলের মুখ শুকিয়ে গেল সে কাঁপতে কাঁপতে কোন রকমে বলল ভাই দৈত্য আমি তো কোন অন্যায় কাজ করিনি তাহলে তুমি কেন আমাকে মারতে চাইছ।
৭। প্রদত্ত অনুচ্ছেদটি পড়ে পাঁচটি প্রশ্ন তৈরি কর :৫
বাংলাদেশের রাজধানী ঢাকা একটি বিশাল শহর। সারাদেশে ছোট-বড় অনেক শহর রয়েছে। এসব শহরের উঁচু উঁচু দালানকোঠা ইট-কাঠ আর পাথর দিয়ে তৈরি। শহরের পিচ ও সিমেন্ট দিয়ে তৈরি রাস্তাগুলো বেশ চওড়া। পাকা রাস্তা দিয়ে বাস, ট্রাক, রিক্শা, অটোরিকশা, সাইকেল ইত্যাদি যানবাহন করে। রাস্তার পাশের ফুটপাত দিয়ে চলাচল করে পথচারী। শহরের মানুষ বিচিত্র রকমের কাজে ব্যস্ত থাকে।
৮। নিচের যুক্তবর্ণ ব্যবহার করে শব্দ গঠন কর (যে কোনো ৫টি) : ১ু৫=৫
ন্দ, ক্ষ, শ্ব, স্ব, ক্ত, ঞ্চ, জ্ঞ
৯। বিপরীত শব্দ লেখ (যে কোনো পাঁচটি) : ১ু৫=৫
আকাশ, স্বাধীনতা, জীবন, ভয়, যুদ্ধ, জ্ঞানী।
১০। এক কথায় প্রকাশ কর (যে কোনো পাঁচটি) : ১ু৫=৫
যার বিশেষ জ্ঞান আছে, ফুলের রেণু, বাচ্চাসহ গাভী, যে উপকারীর উপকার স্বীকার করে, খড়পাতা দিয়ে পানিতে চাপা দেওয়া, দিকের শেষ।
১১। প্রদত্ত বাক্যগুলোর ক্রিয়াপদের চলিত রূপ লেখ (যে কোনো পাঁচটি) : ১ু৫=৫
ক) পাখির কলকাকলিতে হৃদয় আনন্দে ভরিয়া যায়।
খ) সবাই মনে মনে দুখ পাইল।
গ) কিন্তু জোরালো বাতাস আর বহিল না।
ঘ) পরের সম্পদ আত্মসাৎ করিও না।
ঙ) জেলে আবার জাল ফেলিল।
চ) সে সত্য কথাই বলিয়াছিল।
১২। সংক্ষেপে উত্তর লেখ (যে কোনো চারটি) : ২ু৪=৮
ক) দোয়েল পাখি কুমড়োর কী উপকার করে?
খ) বিদায় হজ কী?
গ) চুম্বক পাথরের নাম 'ম্যাগনেটাইট' রাখা হয়েছে কেন?
ঘ) প্রকৃত সুখী মানুষ কে?
ঙ) বাদশাহ আলমগীরের পুত্রকে কে পড়াতেন?
চ) টেরাকোটা কী?
১৩। 'সংকল্প' অথবা 'কে?' কবিতার মূলভাব নিজের ভাষায় লেখ। ৮
১৪। ১৫০ শব্দের মধ্যে নিচের যে কোনো একটি বিষয়ের ওপর রচনা লেখ। ১২
বিদায় হজ, বাংলাদেশের মৃৎশিল্প, বর্ষাকাল, সত্যবাদিতা, শিক্ষকের মর্যাদা।

No comments:

Post a Comment

Composition on Female Education in Bangladesh for Examination

  Female Education in Bangladesh Education is a light to which everybody has the equal right. Education is the backbone of a nation. The ...