Friday, August 17, 2012

জেএসসি পরীক্ষার প্রস্তুতি : সাধারণ বিজ্ঞান ও ইসলাম শিক্ষা

বহু নির্বাচনী প্রশ্ন
অধ্যায় : চৌদ্দ
দৈনন্দিন জীবনে বিজ্ঞান ও প্রযুক্তি
১। নাইলন, রেয়ন, টেট্রন ইত্যাদি কী ধরনের সুতা?
ক. কৃত্রিম সুতা খ. রেশম সুতা
গ. সুতি সুতা ঘ. প্রাকৃতিক সুতা
২। টিকার সাহায্যে দূর করা যায় কোন রোগটি?
ক. টাইফয়েড খ. আমাশয়
গ. জন্ডিস ঘ. পোলিও
৩। রেডিও কোন ধরনের যন্ত্র?
ক. প্রেরক যন্ত্র
খ. গ্রাহক যন্ত্র
গ. প্রেরক ও গ্রাহক যন্ত্র
ঘ. ট্রানজিস্টর
৪। রেডিও গ্রাহক যন্ত্রে বিদ্যুৎ শক্তি কিসে পরিণত হয়?
ক. তাপ শক্তি
খ. আলোক শক্তি
গ. শব্দ শক্তি
ঘ. রাসায়নিক শক্তি
৫। কোন যন্ত্রের সাহায্যে আমরা একই সঙ্গে শব্দ শুনি ও ছবি দেখি?
ক. রেডিও খ. টেলিভিশন
গ. টেলিফোন ঘ. টেলেক্স
৬। কম্পিউটারের কয়টি অংশ থাকে?
ক. ২টি খ. ৩টি
গ. ৪টি ঘ. ৫টি
৭। কম্পিউটারের নির্গমনকারী অংশ কোনটি?
ক. কি-বোর্ড খ. মাউস
গ. মনিটর ঘ. সিপিইউ
৮। কোনটি কম্পিউটারের মস্তিষ্ক?
ক. কি-বোর্ড খ. মনিটর
গ. মাউস ঘ. সিপিইউ
৯। ইসলাম সাহেব ব্যাংকে চাকরি করেন। তিনি কোন যন্ত্রের সাহায্যে অ্যাকাউন্ট ও টেলিফোন বিলের জটিল হিসাব করেন?
ক. টাইপরাইটার
খ. ক্যালকুলেটর
গ. কম্পিউটার
ঘ. ফ্যাক্স
১০। ফ্যাক্স মেশিন কোন যন্ত্রের সঙ্গে যুক্ত থাকে?
ক. টেলিফোন খ. টেলেক্স
গ. টেলিভিশন ঘ. টেলিগ্রাম
১১। নিচের কোনটি নবায়নযোগ্য শক্তি?
ক. প্রাকৃতিক গ্যাস খ. বায়োগ্যাস
গ. কয়লা ঘ. খনিজ তেল
১২। বায়োগ্যাসে মিথেনের পরিমাণ শতকরা কত ভাগ?
ক. ৪০-৫০ খ. ৫০-৬০
গ. ৬০-৭০ ঘ. ৭০-৮০
১৩। বায়োগ্যাসের কোন উপাদান জ্বালানির কাজে লাগে?
ক. অক্সিজেন
খ. মিথেন
গ. কার্বন ডাই-অক্সাইড
ঘ. নাইট্রোজেন
১৪। বায়োগ্যাস উৎপন্ন করতে ব্যবহৃত হয়_
i. গোবর
ii. কয়লা
iii. কচুরিপানা
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii
গ. iও ii ঘ. i ও iii
১৫। উন্নত চুলায় শতকরা কত ভাগ জ্বালানি খরচ কম হয়?
ক. ২৫-৫০ খ. ৫০-৬৫
গ. ৫০-৭০ ঘ. ৬৫-৮০

অনুচ্ছেদটি পড়ো এবং ১৬ ও ১৭ নম্বর প্রশ্নের উত্তর দাও।
আনোয়ারা বেগম আবর্জনা, কচুরিপানা, হাঁস-মুরগির বিষ্ঠা ইত্যাদি দিয়ে একধরনের গ্যাস তৈরি করে রান্নাবান্না করেন। সেখান থেকে প্রাপ্ত জৈব সার তার স্বামী জমির উর্বরতা শক্তির কাজে ব্যবহার করেন।
১৬। আনোয়ারা বেগমের তৈরীকৃত গ্যাসটির প্রধান উপাদান_
i. মিথেন
ii. অক্সিজেন
iii. কার্বন ডাই-অক্সাইড
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii
গ. iii ঘ. i ও ii
১৭। রান্নাবান্না ছাড়াও যেসব কাজে গ্যাসটি ব্যবহৃত হয়_
i. গাড়ি চালাতে
ii. পাম্পের সাহায্যে পানি উঠাতে
iii. ফ্রিজে ফলমূল সংরক্ষণ করতে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৮। সৌরচুলার অসুবিধা_
i. রাতে রান্না করা যায় না
ii. পরিবেশ দূষণ হয়
iii. তাপ নিয়ন্ত্রণ করা যায় না
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৯। কোন তরঙ্গ প্রায় আলোর বেগে চলে?
ক. শব্দ তরঙ্গ
খ. বেতার তরঙ্গ
গ. তাপ তরঙ্গ
ঘ. চুম্বকীয় তরঙ্গ
২০। রেডিও প্রেরক যন্ত্রের প্রথমেই থাকে নিচের কোনটি?
ক. লাউড স্পিকার
খ. অ্যানটেনা
গ. মাইক্রোফোন
ঘ. ট্রানজিস্টর

No comments:

Post a Comment

Composition on Female Education in Bangladesh for Examination

  Female Education in Bangladesh Education is a light to which everybody has the equal right. Education is the backbone of a nation. The ...