Thursday, August 23, 2012

Narration/Speech (উক্তি)



Narration এর বিশেষ কিছু নিয়মাবলি

Rule-1 ঃ শুধুমাত্র Reported Speech আছে, কিন্তু বক্তা এবং শ্রোতা নাই। এ ধরনের Sentence এর ক্ষেত্রে-
(i)         বক্তা হিসেবে “The speaker” বসে +
(ii)  শ্রোতা হিসেবে “The person spoken to/ The listener” বসে +
(iii) এক্ষেত্রে Reporting verb টি যেকোন Tense এ হতে পারে +
(iv)  Reported Speech এর Sentence অনুসারে That/If/To যোগে   Inverted Comma উঠে যায়+
(vi)  Narration এর স্বাভাবিক নিয়ম ব্যবহূত হয়।
Example:
1. Direct   : “I do not like it.”
Indirect: The speaker says to the person spoken to that he does not like it.
Rule-9 t Direct Narration এ Reported Speech এ যদি Modal Auxiliary verb থাকে, তবে Indirect Narration করার সময় এদের পরিবর্তন নিম্নরূপে হবে।
Reported Speech এ verb এর Direct রূপ          Reported Speech এ verb এর Indirect রূপ  
Can     Could
May     Might
Shall/Will        Should/Would
May have        May have had
Could have     Could have had
Must have
            Must have had
Example:
1. Direct   : Rima said to Momin, “I should have helped him.”
Indirect: Rima told Momin that she should have had helped him.
Rule-16t Here এর ব্যবহার ঃ
Instruction t Direct Narration এর ক্ষেত্রে ব্যবহূত Here দ্বারা স্পষ্টভাবে বা নির্দিষ্ট কোন স্থানের উল্লেখ থাকলে উক্ত Here অপরিবর্তিত থাকে।
Example:
1. Direct   : Fatema said to me, “I live here in Dhaka.”
Indirect: Fatema told me that she lived here in Dhaka.

হোমarrow_menu অনুশীলনarrow_menu একাদশ-দ্বাদশ শ্রেণির ইংরেজি  : ইংরেজি দ্বিতীয়পত্র

একাদশ-দ্বাদশ শ্রেণির ইংরেজি  : ইংরেজি দ্বিতীয়পত্র

লেখক: মোঃ শাহাবুজ্জামান, প্রভাষক, মাসকট ইনোভেটিভ কলেজ, ঢাকা  |  রবিবার, ৮ জুলাই ২০১২, ২৪ আষাঢ় ১৪১৯

প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা ইংরেজি দ্বিতীয়পত্রের Narration/Speech এর Exclamatory Sentence নিয়ে আলোচনা করব। Passage Narration এর উপর পরিপূর্ণ দক্ষতা আনার জন্য Narration এর Basic Rulesগুলো সুদূরপ্রসারী ভূমিকা পালন করে। তাই তোমাদের জন্য এই বিষয়টি সম্পূর্ণ ভিন্নভাবে উপস্থাপন করা হল।       

Narration/Speech (উক্তি)
    
Exclamatory Sentence এর
Narration পরিবর্তন
 
Rule-1 
Reported Speech টি Exclamatory Sentence হইলে-
(i)    Reporting verb পরিবর্তিত হয়ে Exclaimed হয় +
(ii)    Sentence টি Interjection (Alas!, Hurrah!, Fie!, Oh!, Ah! ইত্যাদি) দ্বারা শুরু হলে, তাহা উঠে যায়। আনন্দ/সুখ বুঝালে with    
joy এবং বিষাদ/দুঃখ বুঝালে with sorrow বসে +
(iii)  Exclaimed এর পরে Object থাকলে তাহা  to সহ বসে +
(iv)  That দ্বারা Inverted Comma উঠে যায় +
(v)   Sentence টি Assertive হবে। অর্থাত্ Subject এর পরে verb বসে + Extension বসে + 
(vi)  Interjection উঠে যায় এবং Tense, Adverb ও Person পরিবর্তন হয়।
Example:
1. Direct   : The boy said, “Alas! My father is dead.”
Indirect: The boy exclaimed with sorrow that his father was dead.

Rule -2: Reported Speech টি What/ How দ্বারা শুরু হলে-(very/great বসে)
(i)    Reporting verb পরিবর্তিত হয়ে Exclaimed হয় + আনন্দ/সুখ বুঝালে with joy এবং বিষাদ/দুঃখ বুঝালে with sorrow বসে +
(ii)   Exclaimed এর পরে Object থাকলে তাহা to সহ বসে + that দ্বারা Inverted comma উঠে যায় +
(iii)    শেষের Subject ও verb পরিবর্তিত হয়ে প্রথমে বসে +
(iv)  A/an থাকলে, পরিবর্তিত হয়ে a বসে +
(v)   Noun (idea, fool, pity,stupid,idiot,non-sense etc) এর পূর্বে great বসে এবং adjective এর পূর্বে very বসে +
(vi)  What/How এর বাকি অংশ বসে +
(vii) শেষে Full stop (.) বসে।
গঠন প্রণালী ঃ Subject + Exclaimed with joy/ with sorrow + (to সহ object) + that + Reported Speech এর Subject + verb + (a/an) very/great + বাকি অংশ বসে।
Example:       
1. Direct   : Rani said to the boy, “ What a pity it is!”
Indirect: Rani exclaimed with joy to the boy that it was a great pity.

Rule-3 t Reported Speech টি If/Had/Would that দ্বারা শুরু হলে-
(i) Reporting verb পরিবর্তিত হয়ে wished হয়। wished এর পরে কোন Object বসে না। If ও would that উঠে যায়।
(ii) That যোগে Inverted Comma উঠে যায়।
(iii) Sentence টি Assertive হয়। অর্থাত্ Subject এর পরে verb বসে+ বাকি অংশ বসে + Full Stop (.) বসে।
(iv)  শুধুমাত্র এই Rule এর ক্ষেত্রে Tense এর পরিবর্তন হয় না, তবে Person এর পরিবর্তন হয়।
Example:       
1. Direct   : Rifat said, “If I were a rich man!”
Indirect: Rifat wished that he were a rich man.

No comments:

Post a Comment

Composition on Female Education in Bangladesh for Examination

  Female Education in Bangladesh Education is a light to which everybody has the equal right. Education is the backbone of a nation. The ...