Wednesday, August 22, 2012

Adjective বা বিশেষণ:

Adjective বা বিশেষণ: যে Word দিয়ে কোনো Noun বা Pronoun-এর দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ বা আকার বোঝায়, তাকে adjective বলে। যেমন–Good, bad, truthful, brave, rich, new, little, few, some, tall etc.
Rana is a good student.
Our headmaster is an honest man.
ওপরের বাক্যে good ও honest দুটি word adjective হিসেবে ব্যবহূত হয়েছে।
Use of Adjective: Adjective দুভাবে ব্যবহূত হয়।
(i) Attributive use of Adjective
(ii) Predicative use of Adjective,
(1) Attributive use of Adjective: Adjective যখন Noun-এর আগে বসে ওই Nounকে প্রত্যক্ষভাবে qualify করে, তাকে Attributive use of Adjective বলে। যেমন—He is an honest man. Karim is a regular student.
ওপরের Sentence দুটির প্রথমটিতে honest শব্দটি Noun ‘man’-এর আগে বসে প্রত্যক্ষভাবে তার গুণ প্রকাশ করেছে। দ্বিতীয় Sentence-এ regular শব্দটি ‘Student’ শব্দটির আগে বসে প্রত্যক্ষভাবে qualify করেছে। Adjective-এর এরূপ ব্যবহারকে Attributive use of Adjective বলে।
(ii) Predicative use of Adjective: Adjective যখন Predicative verb এর পরে বসে পরোক্ষভাবে Subjectকে qualify করে, তখন Adjective-এর সেই ব্যবহারকে Predicative use of Adjective বলে। যেমন—Martin is intelligent. He is poor.
ওপরের Sentence-এ intelligent শব্দটি Predicative verb-এর পরে বসে Subject এর দোষ-গুণ প্রকাশ করেছে। দ্বিতীয় Sentence-এও ‘Poor’ Adjectiveটি Predicative verb-এর পরে বসে পরোক্ষভাবে Subject-এর অবস্থা প্রকাশ করছে। Adjective-এর এরূপ ব্যবহারকে Predicative use of Adjective বলে।
Classification of Adjectives (Adjective শ্রেণী বিভাগ) :
1. Adjective of Quality বা Descriptive Adjective
2. Adjective of Quantity বা্ Quantitative Adjective
3. Adjective of Number বা্ Numeral Adjective
4. Pronominal Adjective.
1. Adjective of Quality or Descriptive Adjective: যে Adjective Noun বা Pronoun-এর দোষ, গুণ অবস্থা ইত্যাদি প্রকাশ করে, তাকে Adjective of Quality বা Descriptive Adjective বলে।
Mahin is a meritorious student.
He is poor.
ওপরের Sentence তিনটি লক্ষ করলে আমরা দেখতে পাই, প্রথম Sentence এ meritorious শব্দটি দিয়ে Subject ‘Mahin’-এর গুণ প্রকাশ পেয়েছে।
দ্বিতীয় Sentence-এ poor শব্দটি দিয়ে Subject ‘He-এর অবস্থা প্রকাশ পেয়েছে।
আরও কয়েকটি Descriptive Adjectiveগুলো brilliant, liar, happy, brave, young, old, new, fine, sweet, bad, costly, cheap ইত্যাদি।

2. Adjective of Quantity or Quantitative Adjective: যে Adjective Sentence-এ Noun বা Pronoun-এর পরিমাণ নির্দেশ করে, তাকে Adjective of Quantity বলে।
যেমন— He has much money.
A little learning is a dangerous thing.
Give me some food.
উপরিউক্ত Sentenceগুলোয় much, a little, some—এ শব্দগুলো পরিমাণ নির্দেশ করেছে। তাহলে এগুলো Quantitative Adjective বা Adjective of quantity হবে।
3. Adjective of number or Numeral Adjective: যেসব Adjective Noun বা Pronoun-এর সংখ্যা বা পরিমাণ নির্দেশ করে, তাদের Adjective of Number বা Numeral Adjective বলে।
যেমন— Nusrat is the first girl in the class.
Rifat ate five mangoes.
4. Numeral Adjective-এর প্রকারভেদ: Numeral Adjective চার প্রকার:
Cardinal Numeral Adjective
Indefinite Numeral Adjective
Multiplicative Numeral Adjective
Ordinal Numeral Adjective
(i) Cardinal Numeral Adjective: যেসব Adjective দিয়ে Noun বা Pronoun-এর সংখ্যা নির্দেশিত হয়, তাদের Cardinal Adjective বলে।
যেমন—There are four cars here.
They have eight cows
(ii) Indefinite Numeral Adjective: যেসব Adjective Noun বা Pronoun-এর সংখ্যা নির্দিষ্টভাবে বোঝায় না, তাদের Indefinite Numeral Adjective বলে।
যেমন—Some girls are walking.
A good number of students attended the class.
(iii) Multiplicative Numeral Adjective: যেসব Numeral Adjective Sentence-এ ব্যবহূত Noun-এর কতবার বা কতগুণ রয়েছে, তা নির্দেশ করে, তাদের Multiplicative Numeral Adjective বলে।
যেমন—Milton came here single.
It has two fold uses.

iv) Ordinal Numeral Adjective: যে Adjective সাধারণত এর পর্যায়ক্রমিক স্থান বা ক্রমানুসারে অবস্থান নির্দেশ করে, তাকে Cardinal Numeral Adjective বলে।
যেমন—Tarek is the first boy in the class.
Sahera is the second daughter of her parents.
Note : Cardinal, Ordinal ও Multiplicative Numeral Adjectiveগুলো Noun বা Pronoun-এর সংখ্যা বা অবস্থান নিদিষ্টভাবে বোঝায় বলে এদের একত্রে Definite Numeral Adjective বলে।
4. Pronominal Adjective: কিছু কিছু Pronoun যখন Noun-এর আগে বসে Adjective-এর কার্য সম্পাদন করে, তখন তাদের Pronominal Adjective বলে।
যেমন—This boy is a fool. This is his pen.
Pronominal Adjective চার প্রকার। যেমন— (i) Demonstrative Adjective
(ii) Interrogative Adjective (iii) Distributive Adjective
(iv) Possessive Adjective. 



(e) Another, any other:
Another: এটি Singular Noun-এর আগে বসে।
যেমন—Another copy was needed.
Another patient came here yesterday.
Any other: এটি Singular ও Plural উভয় রকম Nounকে বোঝাতে ব্যবহূত হয়।
যেমন—Rina is more beautiful than any other girl in the class.
He is more wise than any other man in the village.
(f) Little, a little, the little:
Little: এটি পরিমাণ নির্দেশক Negative অর্থ প্রকাশ করে। ‘কিছুই নেই’ অর্থে এটি ব্যবহূত হয়।
যেমন—There is little water is the jug.
He took little tea last night.
A little: এটি পরিমাণ নির্দেশক, তবে সামান্য পরিমাণ বোঝাতে ব্যবহূত হয়।
যেমন—We have a little flour.
Rahman had a little land.
The little: এটি সামান্য পরিমাণ বোঝাতে ব্যবহূত হয়। তবে সামান্য পরিমাণের সবটুকুকে বোঝাতেই The little sentence ব্যবহূত হয়। যেমন—He left his home with the little money he had.
(g) Few, a few:
Few-এর অর্থ খুব কম বোঝায়। এটি না-বোধক ধারণা দেয়। এটি Countable Noun-এর আগে বসে সংখ্যা বোঝায়।
যেমন—I have few friends.
He has a few pens.
A Few-এর অর্থ সামান্য (অল্প কিছু) বোঝায়। এটি Countable Noun-এর আগে বসে।
যেমন: I have a few books.
She has a few dolls. 

2 comments:

Post a Comment

Composition on Female Education in Bangladesh for Examination

  Female Education in Bangladesh Education is a light to which everybody has the equal right. Education is the backbone of a nation. The ...