Monday, August 27, 2012

পরিবেশ পরিচিতি সমাজ (মডেল প্রশ্ন-৩)

পরিবেশ পরিচিতি সমাজ (মডেল প্রশ্ন-৩)
সময়-২ ঘণ্টা :পূর্ণমান-১০০
[দ্রষ্টব্য : ডান পাশে উলি্লখিত সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক।]

১. সঠিক উত্তরটি খাতায় লেখ : ১ ু ১০ = ১০

ক) আর্সেনিকযুক্ত নলকূপগুলো কোন রঙ দিয়ে চিহ্নিত করা হয়?
(১) সবুজ (২) লাল (৩) হলুদ (৪) নীল
খ) তুমি মাঠে খেলতে গিয়ে দেখলে বন্ধুরা মাঠ থেকে কাগজপত্র, বোতল, ময়লা নিয়ে ডাস্টবিনে ফেলছে। এক্ষেত্রে তুমি কী করবে?
(১) অন্য মাঠে খেলতে যাব
(২) খেলা না করে বাড়ি ফিরে যাব
(৩) ময়লা ডাস্টবিনে ফেলতে সাহায্য করব
(৪) অন্যদের ওই মাঠে আসতে নিষেধ করব
গ) পরিবারে কারা থাকেন?
(১) মা, বাবা, ভাই, বোন
(২) প্রতিবেশী, মা, আত্মীয়, আত্মীয়ের বন্ধু
(৩) বাবা, প্রতিবেশী, আত্মীয়, বাবার বন্ধু
(৪) ভাই, ভাইয়ের বন্ধু, প্রতিবেশী, আত্মীয়
ঘ) এডিস মশা থেকে কী হয়?
(১) ম্যালেরিয়া হয় (২) ডেঙ্গু হয় (৩) কাশি হয় (৪) টাইফয়েড হয়
ঙ) 'মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র' কখন ঘোষিত হয়?
(১) ১৯৪৫ সালের ৮ ডিসেম্বর (২) ১৯৪৬ সালের ৮ ডিসেম্বর
(৩) ১৯৪৭ সালের ১০ ডিসেম্বর (৪) ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর
চ) যৌক্তিক মতামতের প্রতি আমাদের কী করা উচিত?
(১) শ্রদ্ধা প্রদর্শন করা (২) ঘৃণা প্রদর্শন করা (৩) অবহেলা করা (৪) এড়িয়ে চলা
ছ) কোনটি রাজনৈতিক অধিকার?
(১) জীবন রক্ষার অধিকার
(২) সংবাদপত্রের স্বাধীনতার অধিকার (৩) নির্বাচিত হওয়ার অধিকার
(৪) ব্যবসা করার অধিকার
জ) দিয়াশলাই শিল্পের প্রধান কাঁচামাল কী?
(১) বাঁশ (২) নরম কাঠ (৩) পাট (৪) ক্লিঙ্কার
ঝ) কত সালে পলিথিনের ব্যবহার নিষিদ্ধ করে আইন প্রণয়ন করা হয়েছে?
(১) ২০০০ (২) ২০০১ (৩) ২০০২ (৪) ২০০৩
ঞ) নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য কয়টি?
(১) বিশ্বের সব রাষ্ট্র (২) জাতিসংঘের সব সদস্য রাষ্ট্র
(৩) সাতটি রাষ্ট্র (৪) পাঁচটি রাষ্ট্র
২. সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করে বাক্যটি খাতায়
লেখ : ২ু৫= ১০
ক) এলাকার রাস্তাঘাট উন্নয়ন ও সংরক্ষণের দায়িত্ব আমাদের...।
খ) সুস্থ সুন্দরভাবে বেঁচে থাকার জন্য মানবাধিকারের...... নেই।
গ) প্রত্যেক ধর্মই ........... শাশ্বত বাণী প্রচার করে।
ঘ) ভোটাধিকার একটি গুরুত্বপূর্ণ ........... অধিকার।
ঙ) মানচিত্র এক ধরনের ...........।
৩. নিচের উক্তিগুলো খাতায় লিখে ডান পাশে শুদ্ধ হলে 'শুদ্ধ' এবং অশুদ্ধ হলে 'অশুদ্ধ' লেখ : ২ ু ৫ = ১০
ক) আমরা রাস্তাঘাট অযথা কেটে নষ্ট করব না।
খ) সুস্থ জীবনের জন্য আলো বাতাসের প্রয়োজন নেই।
গ) বিদ্যালয়ে সবার সঙ্গে সদাচরণ করা উচিত।
ঘ) বাড়ির সব ময়লা নির্দিষ্ট জায়গায় ফেলতে হবে।
ঙ) যৌতুক একটি ভালো সামাজিক প্রথা।
৪. বামপাশের কথাগুলোর সঙ্গে ডান পাশের কথাগুলো মিল করে খাতায় লেখ : ২ ু ৪ = ৮
৫. অল্প কথায় উত্তর দাও : (যে কোনো দশটি) ৩ ু ১০ = ৩০
ক) তোমার এলাকার তিনটি উন্নয়ন কর্মকাণ্ডের নাম লেখ।
খ) সময়ানুবর্তিতা কাকে বলে?
গ) সমাজে সুস্থ সুন্দর জীবনযাপনের জন্য আমরা কেন শ্রমজীবীদের উপর নির্ভরশীল?
ঘ) বেগম রোকেয়া ও ঈশ্বরচন্দ্র আজীবন কী করেছেন?
ঙ) পরিবারে আমরা কীভাবে গণতন্ত্র চর্চা করি?
চ) নাগরিক কাকে বলে?
ছ) মানচিত্র আঁকার জন্য ছকবর্গ কীভাবে করতে হয়?
জ) পরিবেশ দূষিত হলে সামাজিক পরিবেশের কী ক্ষতি হয়?
ঝ) কখন উপমহাদেশে দুটি নতুন রাষ্ট্রের জন্ম হয়?
ঞ) সুবাদার শায়েস্তা খানের গৃহীত পদক্ষেপগুলো উলেল্গখ কর।
ট) ফরায়েজি আন্দোলনের উদ্দেশ্য কী ছিল?
ঠ) গারোরা কোথায় কোথায় বসবাস করে?
৬. যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও : ৮ ু ৪ = ৩২
ক) তোমার এলাকায় কিছু লোকের হাত ও পায়ের তালুতে চর্মরোগ দেখা যাচ্ছে- তোমার কী করা উচিত? সে সম্পর্কে লেখ। ৮
খ) পারিবারিক সম্পদ কী কী? আমাদের দেশের রাষ্ট্রীয় সম্পদের অপব্যবহারের দুইটি উদাহরণ দাও। ৪ + ৪ = ৮
গ) মানবাধিকার কী? মানবাধিকার বাস্তবায়িত না হলে সমাজে কী অসুবিধা সৃষ্টি হবে? ২ + ৬ = ৮
ঘ) কীভাবে আমরা সব ক্ষেত্রে অপরের মতামতের প্রতি সহিষ্ণুতা প্রদর্শন করে থাকি? ৮
ঙ) মহাস্থান ব্রাহ্মীলিপি থেকে কী জানা যায়? বিভিন্ন ঐতিহাসিক নিদর্শনসমৃদ্ধ স্থান সম্পর্কে আমরা কেন জানব? ৪ + ৪ = ৮
চ) পঁচিশে মার্চের কালরাতে হানাদার বাহিনীর নৃশংসতার বিবরণ দাও।

No comments:

Post a Comment

Composition on Female Education in Bangladesh for Examination

  Female Education in Bangladesh Education is a light to which everybody has the equal right. Education is the backbone of a nation. The ...