Wednesday, August 22, 2012

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি:সাধারণ বিজ্ঞান

১. এসিডের সাধারণ মৌলিক পদার্থ
কোনটি?
ক) হাইড্রোজেন খ) ফসফরাস
গ) সোডিয়াম ঘ) নাইট্রোজেন
উত্তর : ক
২. সাবানের সঠিক সংকেত কোনটি?
K) C18 H35 CooNa
L) C17 H35 CooNa
M) cuso4 SH2O
N) CuNo3 7H2O
উত্তর : খ
৩. মিথাইল আবহ এসিডের সঙ্গে মিশালে কিরূপ বর্ণ ধারণ করে?
ক) লাল খ) সবুজ গ) নীল ঘ) হলুদ
উত্তর : ক
৪. হাইড্রোক্লোরিক এসিডের সঙ্গে জিংকের বিক্রিয়ায় উৎপন্ন লবণকে কী বলে?
ক) নাইট্রেট লবণ খ) কার্বনেট লবণ
গ) ক্লোরাইড লবণ ঘ) সব
উত্তর : গ
৫. ক্ষার জলীয় দ্রবণে কোন আয়ন দেয়?
K) H+ L) OH-
M) O— N) NH4+
উত্তর : খ
৬. টেবিল সল্ট হিসেবে ব্যবহৃত হয় কোনটি?
K) Na2 Co3 L) ZnSo4
M) Nacl N) NHHco3
উত্তর :গ
৭. মৃদু এসিড পাওয়া যায়_
র. টক ফলে রর. দইয়ে ররর. ভিনেগারে
নিচের কোনটি সঠিক?
ক) র, খ) র ও রর, গ) র, রর ও ররর, ঘ) র ও ররর
উত্তর : গ
৮. এসিড কার্বনেট লবণের সঙ্গে বিক্রিয়া করে কোন গ্যাস উৎপন্ন করে?
ক) কার্বন ডাই-অক্সাইড খ) অক্সিজেন
গ) হাইড্রোজেন ঘ) সবক'টি
উত্তর : ক
৯. ক্ষার ও এসিডের বিক্রিয়ায় উৎপন্ন হয়_
ক) এসিড ও পানি খ) লবণ ও ক্ষার
গ) ক্ষার ও ক্ষারক ঘ) লবণ ও পানি
উত্তর : ঘ
১০. লেবুতে কোন প্রকারের এসিড বিদ্যমান?
ক) এসিটিক এসিড খ) সাইট্রিক এসিড
গ) টারটারিক এসিড ঘ) ল্যাকটিক এসিড
উত্তর :খ
১১. সমুদ্রের পানিতে ধাতব লবণের পরিমাণ কত?
ক) ৬.৩% খ) ৫.৫%
গ) ৩.৬% ঘ) ৪.৫%
উত্তর : গ
১২. ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কী?
ক) কাপড় কাচা সোডা খ) খাবার সোডা
গ) খাবার লবণ ঘ) চুন
উত্তর :ঘ
১৩. পানিতে অক্সিজেন এবং হাইড্রোজেনের অনুপাত কত?
ক) ১ঃ৫ খ) ২ঃ৩ গ) ১ঃ১ ঘ) ১ঃ২
উত্তর :ঘ
১৪. কাপড় কাচা সোডার অণুতে কত অণু পানি উপস্থিত থাকে?
ক) দশ খ) ছয় গ) নয় ঘ) আট
উত্তর : ক
১৫. মৃদ্যু পানির উৎস হলো_
র. বৃষ্টির পানি
রর. রাসায়নিক বিশুদ্ধ পানি
ররর. পুকুরের পানি
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর, খ) র ও ররর, গ) র, রর ও ররর, ঘ) রর ও ররর
উত্তর : গ
১৬. কী ব্যবহার করলে ঝরনার পানিতে কাপড় কাচা সহজ হবে?
ক) জেট পাউডার খ) কাপড় কাচা সাবান
গ) তরল সাবান ঘ) সবক'টি
উত্তর :ক


১. ভার্নিয়ার স্কেল সাধারণত কয়টি সমান ভাগে বিভক্ত থাকে?
ক) দশটি খ) পাঁচটি
গ) আটটি ঘ) তিনটি
উত্তর :ক
২. লোহার দৈর্ঘ্য প্রসারাঙ্ক কত?
ক) .০০০১২/হ্নঈ
খ) .০০০০১২/হ্নঈ
গ) .০০০০০১২/হ্নঈ
ঘ) .১২/হ্নঈ
উত্তর :খ
৩. মূল স্কেলের ক্ষুদ্রতম ১ ভাগের দৈর্ঘ্য এবং ভার্নিয়ার স্কেলের ১ ভাগের দৈর্ঘ্যের পার্থক্যকে কী বলে?
ক) ভার্নিয়ার পাঠ
খ) যান্ত্রিক ত্রুটি
গ) ভার্নিয়ার ধ্রুবক
ঘ) ভার্নিয়ার সমপাতন
উত্তর :গ
৪. গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কোনটি?
ক) খ)
গ) ঘ)
উত্তর : গ
৫. মূল স্কেলের ক্ষুদ্রতম ১ ভাগের দৈর্ঘ্য ১ মিমি হলে ভার্নিয়ার স্কেলের ১০ ভাগের দৈর্ঘ্য কত হবে?
ক) ১ মিমি খ) ০.১ মিমি
গ) ৯ মিমি ঘ) ০.৯ মিমি
উত্তর :ঘ
৬. দণ্ডের দৈর্ঘ্য নির্ণয়ে প্রধান স্কেলের পাঠ ৩.৬ সেমি, ভার্নিয়ার পাঠ ৪ এবং ভার্নিয়ার ধ্রুবক ০.০১ সেমি হলে দণ্ডের প্রকৃত দৈর্ঘ্য কত হবে?
ক) ৪.৩৬ সেমি
খ) ৩.৬৪ সেমি
গ) ৩.৬৬ সেমি
ঘ) ৪.২৬ সেমি
উত্তর :খ
৭. ভার্নিয়ার স্কেল ব্যবহৃত হয়_
ক) ফাঁপা চোঙের ভেতরের ব্যাস নির্ণয়ে।
খ) গোলকের ব্যাস নির্ণয়ে।
গ) মিলিমিটারের ভগ্নাংশ পর্যন্ত দৈর্ঘ্য নির্ণয়ে।
ঘ) কোনটি সঠিক নয়।
উত্তর :গ
৮. ভার্নিয়ার স্কেলের ী ঘরের দৈর্ঘ্য মূল স্কেলের কতসংখ্যক ঘরের দৈর্ঘ্যের সমান?
ক) খ)
গ) ঘ)
উত্তর : ক
৯. ১ মিটার লম্বা নিকেলের দণ্ডের উষ্ণতা ১০০হ্নঈ বৃদ্ধি করলে এর দৈর্ঘ্য প্রসারণ কত হবে?
ক) ১.৩ মিটার
খ) ১.৩ সেন্টিমিটার
গ) ১.৩ মিলিমিটার
ঘ) সব
উত্তর :গ
১০. ্তুম্থ-এর মান কোথায় সবচেয়ে বেশি?
ক) বিষুব অঞ্চলে খ) মেরু অঞ্চলে
গ) ভূ-কেন্দ্রে ঘ) পাহাড়ে
উত্তর :খ
১১. পৃথিবীতে তোমার ভর ৪২ কিলোগ্রাম। চাঁদে তোমার ভর কত হবে?
ক) ৪২ নিউটন খ) ৪২ গ্রাম
গ) ৪২ কিলোগ্রাম ঘ) ৭ কিলোগ্রাম
উত্তর :গ
১২. এ মহাবিশ্বের প্রতিটি বস্তুই পরস্পরকে আকর্ষণ করে। এ আকর্ষণ বল_
র. বস্তু দুটির তাদের কেন্দ্র সংযোগকারী সরলরেখা বরাবর ক্রিয়া করে।
রর. বস্তু দুটির ভরের ওপর নির্ভর করে না।
ররর. বস্তু দুটির মধ্যবর্তী দূরত্বের ওপর নির্ভর করে।
নিচের কোনটি সঠিক?
ক) র ও ররর খ) র ও রর
গ) রর ও ররর ঘ) র, রর ও ররর
উত্তর : ক 

No comments:

Post a Comment

Composition on Female Education in Bangladesh for Examination

  Female Education in Bangladesh Education is a light to which everybody has the equal right. Education is the backbone of a nation. The ...