১। অনুবাদ অর্থ কী?
ক. ভাবান্তর খ. ভাষান্তর
গ. বাচ্যান্তর ঘ. বাক্যান্তর
২। অনুবাদের পারদর্শিতা মূলত কিসের ওপর নির্ভরশীল?
ক. পড়াশোনা খ. অভ্যাস
গ. অভিজ্ঞতা ঘ. নির্ধারণ
৩। অনুবাদ কিসের সহায়ক?
ক. জ্ঞান চর্চার খ. ভাষাবিদ হওয়ার
গ. ভাষাপ্রীতির ঘ. বিদেশি ভাষা আয়ত্তের
৪। Penny wise, pound foolish- -এর বাংলা অনুবাদ কী?
ক. বজ্র আঁটুনি ফস্কা গেরো খ. পেনিতে জ্ঞানী পাউন্ডে বোকা
গ. দেখতে বোকা কিন্তু চালাক ঘ. কম জ্ঞানী বেশি চালাক
৫। Nero fidles when Rome burns -এর সঠিক অনুবাদ কী?
ক. কারও পৌষ মাস কারও সর্বনাশ খ. ঝোপ বুঝে কোপ মারা
গ. গরু মেরে জুতো দান
ঘ. নীরো বাঁশি বাজায় রোম জ্বলে
৬। অনুবাদ করার সময় কোন বিষয়ের প্রতি বিশেষ গুরুত্ব দিতে হয়?
ক. বানানোর প্রতি খ. বিন্যাসের প্রতি
গ. বারবার পড়ার প্রতি ঘ. অর্থের প্রতি
৭। এক ভাষার শব্দের স্থলে কী বসিয়ে দিলেই অনুবাদ হয় না?
ক. অন্য ভাষা খ. শব্দের অর্থ
ঘ. শব্দের ভাষা ঘ. অন্য ভাষার অনুবাদ
৮। He is out of Luck সঠিক অনুবাদ কোনটি?
ক. তার পোড়া কপাল খ. সে ভাগ্যহারা
গ. সে ভাগ্যের বাইরে ঘ. তার ভাগ্য দূরে
৯। One should love one’s country -এর বঙ্গানুবাদ কী?
ক. দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ
খ. প্রত্যেকের দেশকেই ভালোবাসা উচিত
গ. প্রত্যেকেরই দেশকে ভালোবাসা উচিত
ঘ. প্রত্যেককে প্রত্যেকের দেশকে ভালোবাসা উচিত
১০। Don’t build castle in the air -এর সঠিক অনুবাদ কোনটি?
ক. আকাশ কুসুম চিন্তা করো না খ. আকাশে উড়ার স্বপ্ন দেখ না
গ. শূন্যে দালান গড়ো না
ঘ. বাতাসে গৃহনির্মাণ করো না
১১। You will suffer in the long run -এর সঠিক অনুবাদ কোনটি?
ক. দীর্ঘ দৌড়ে তুমি হারবে খ. দীর্ঘ দৌড়ে পেছনে পড়বে
গ. অবশেষে কষ্ট ভোগ করবে ঘ. পরিণামে তোমাকে ভুগতে হবে
১২। put out the lamp -এর সঠিক অনুবাদ কোনটি?
ক. প্রদীপটি নিভাও খ. প্রদীপটি জ্বালাও
গ. প্রদীপটি রেখে দাও ঘ. প্রদীপটি বাইরে রাখ
১৩. অনুবাদের ভাষ্য কীরূপ হওয়া উচিত?
ক. সহজ, সরল ও প্রাঞ্জল খ. বক্তব্য প্রধান
গ. গম্ভীর ও মধুর ঘ. মধুর ও প্রাঞ্জল
১৪। অনুবাদ সাথ্যক হয় কখন?
ক. ভাবানুবাদ হলে
খ. আক্ষরিক অনুবাদ হলে
গ. বিষয়বস্তু অবিকৃত থাকলে
ঘ. আন্তরিকতা থাকলে
১৫। অনুবাদকে কোনটির সঙ্গে তুলনা করা যায়?
ক. পুস্তক খ. শিল্প কর্ম
গ. চিঠিপত্র ঘ. সাহিত্য
১৬। Look before you leap প্রবাদটির সঠিক বঙ্গানুবাদ কোনটি?
ক. লাফ দেওয়ার লাগে ভাবিও
খ. ভাবিয়া করিও কাজ
গ. কাজ করিয়া ভাবিও
ঘ. দেখেশুনে লাফ দাও
১৭। Industry is the root of success- -এর অনুবাদ কোনটি?
ক. কারখানা মূলে সফলতা
খ. পরিশ্রম উন্নতির মূল
গ. পরিশ্রম ছাড়া উন্নতি নেই
ঘ. পরিশ্রমে শিল্প গড়ে ওঠে
১. ব্যাকরণের মূল ভিত্তি কী?
ক) শব্দ খ) ধ্বনি গ) ভাষা ঘ) বাক্য
২. মধ্য স্বরাগমের অপর নাম কী?
ক) অসমীকরণ খ) বিপ্রকর্ষ
গ) সমীভবন ঘ) তাড়নজাত বর্ণ
৩. ভাষা কিসের ধারা সৃষ্টি হয়?
ক) বাগযন্ত্রের দ্বারা খ) মনের দ্বারা
গ) ঠোঁটের দ্বারা ঘ) অঙ্গ-প্রত্যঙ্গের দ্বারা
৪. কোন ভাষা হতে বাংলা ভাষার জন্ম?
ক) পালি খ) উড়িয়া গ) হিন্দি ঘ) বঙ্গকামরূপী
৫. বর্তমানে পৃথিবীতে প্রচলিত ভাষার সংখ্যা কত?
ক. সাড়ে তিন হাজার খ. পাঁচ হাজার
গ. তিন হাজারে ওপর ঘ. সাড়ে তিন হাজারের ওপর
৬. বাংলা লেখ্য ভাষার রীতি কয়টি?
ক. দুটি খ. তিনটি গ. চারটি ঘ. ছয়টি
৭. বাংলা ভাষার কোন রীতি নাটকের সংলাপ ও বক্তৃতার জন্য উপযোগী।
ক) সাধুরীতি খ) চলিত রীতি
গ) কথ্যরীতি ঘ) আঞ্চলিক রীতি
৮. সাধু ভাষার বৈশিষ্ট্য কোনটি?
ক) গুরুগম্ভীর খ) কৃত্রিম
গ) তদ্ভব শব্দবহুল ঘ) পরিবর্তনশীল
৯. চলিত রীতির উদাহরণ কোনটি?
ক. তুলো খ. বন্য গ. শুকনা ঘ. পড়িল
১০. পুল পেরিয়ে সামনে একটি বাঁশবাগান পড়ল। কোন রীতির বাক্য?
ক) সাধুরীতির খ) চলিত রীতির
গ) প্রমিত রীতির ঘ) আঞ্চলিক কথ্য রীতির
১১. বন্য শব্দের চলিত রূপ কোনটি?
ক) বুনু খ) বন গ) বুনো ঘ) বনো
১২. কোনগুলো উষ্ণধ্বনির উদাহরণ?
ক) চ, ছ, জ, ঝ খ) প, ফ, ব, ভ
গ) ক, খ, গ, ঘ ঘ) শ, ষ, স, হ
১৩. কোনটি দেশি শব্দ?
ক) চাকর খ) কুলা গ) চাহিদা ঘ) হরতাল
১৪. চশমা কোন ভাষার শব্দ?
ক) আরবি খ) পর্তুগিজ গ) ফারসি ঘ) ওলন্দাজ
১৫. 'পকেটমার' শব্দটি কোন শ্রেণীর?
ক) দেশি খ) মিশ্র গ) তৎসম ঘ) বিদেশি
১৬. কোনটি পারিভাষিক শব্দ?
ক) স্কুল খ) সমীকরণ গ) কলেজ ঘ) ইনস্টিটিউট
১৭. বাক্যের মৌলিক উপাদান কোনটি?
ক) বর্ণ খ) ধ্বনি গ) বর্ণ ঘ) চিহ্ন
১৮. শব্দের ক্ষুদ্রতম একক কী?
ক) অক্ষয় খ) ধ্বনি গ) প্রকৃতি ঘ) ধাতু
১৯. আলপিন কোন ভাষার শব্দ?
ক) গুজরাটি খ) পর্তুগিজ গ) ওলন্দাজ ঘ) তুর্কি
২০. কোনটি মিশ্র শব্দ?
ক) চন্দ্র-সূর্য খ) হেড-মৌলভী
গ) চাকর-বাকর ঘ) হেড-মাস্টার
২১. বাংলা ব্যাকরণের প্রধান আলোচ্য বিষয় কয়টি?
ক) ২টি খ) ৩টি গ) ৪টি ঘ) ৬টি
২২. চাকু-দারোগা এগুলো কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে?
ক) ফরাসি খ) ওলন্দাজ গ) তুর্কি ঘ) গুজরাটি
২৩. পেট কোন ভাষার শব্দ?
ক) পর্তুগিজ খ) তামিল গ) তুর্কি ঘ) কোল
২৪. ফারসি ভাষার শব্দ কোনটি?
ক) ডিপো খ) ভোগ গ) বালতি ঘ) গুদাম
২৫. রূপতত্ত্বের অপর নাম কী?
ক) বাক্যতত্ত্ব খ) ধ্বনিতত্ত্ব গ) শব্দতত্ত্ব ঘ) পদক্রম
২৬. অঘোষ মহাপ্রাণ ধ্বনি কোনটি?
ক) খ খ) ছ গ) ঝ ঘ) ফ
২৭। কোনটি বিশেষ নিয়মে গঠিত সন্ধির উদাহরণ?
ক) পরস্পর খ) পরিষ্কার গ) সংরক্ষণ ঘ) উল্লাস
২৮. স্বরবর্ণের প্রাথমিক রূপ কাকে বলে?
ক) স্বরবর্ণের স্বাধীন ব্যবহারকে
খ) সংক্ষিপ্ত আকারে স্বরবর্ণের ব্যবহারকে
গ) শব্দের আদিতে স্বরবর্ণের ব্যবহারকে
ঘ) যুগ্ম স্বরবর্ণের ব্যবহারকে
২৯. তন্বী শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক) তন+ঈ খ) তনু+ই গ) গ) তনু+ঈ ঘ) তনী+ব
৩০. কোনটি পরাগত সমীভবনের উদাহরণ?
ক) পক্ক>পক্ক খ) তৎ+হিত>তদ্ধিত
গ) তুলা>তুলো ঘ) সত্য >সচ্চ
৩১. মেলা বসেছে_ কোন বাচ্যের বাক্য?
ক) কর্মকর্তৃ বাচ্য খ) কর্তৃবাচ্য
গ) কর্মকর্তৃ বাচ্য ঘ) ভাববাচ্য
৩২. আকাশ-এর প্রতিশব্দ কোনটি?
ক) অশনি খ) ব্যোম
গ) বিভাবরী ঘ) নীলাম্বু
৩৩. বাচ্যার্থ মানে কী?
ক) ভাব অর্থ খ) রূপকার্থে
গ) পারিভাষিক অর্থ ঘ) আবিধানিক অর্থ
৩৪. কোন বাক্যে নির্দেশক ভাবের ক্রিয়া আছে?
ক) চুপ করা খ) এক্ষুণি চলে যাও
গ) কোথায় যাও? ঘ) সে যাক।
৩৫. মধ্যস্বরাগমের অপর নাম কী?
ক) অসমীকরণ খ) বিষমীভবন
গ) বিপ্রকর্ষ ঘ) সমীভবন
৩৬. অমধরহংঃ ধ ৎধরহু ফধু- এর যথার্থ বঙ্গানুবাদ কী?
ক) বর্ষাকালের জন্য খ) দুর্দিনের জন্য
গ) প্রতীক্ষিত সময়ের জন্য ঘ) সঠিক সময়ের জন্য
৩৭. যে নারীর হাসি পবিত্র_ তাকে এক কথায় কী বলে?
ক) সুচিস্মিতা খ) শুচিস্মিতা
গ) সূচিস্মিতা ঘ) শুচিষ্মিতা
৩৮. কাব্যের ভনিতায় কোন কাল ব্যবহৃত হয়?
ক) নিত্যবৃত্ত বর্তমান খ) ঘটমান বর্তমান
গ) ঘটমান অতীত ঘ) নিত্যবৃত্ত অতীত
৩৯. গধশব মড়ড়ফ-এর সঠিক অনুবাদ কোনটি?
ক) চিরতরে খ) ভালোর জন্য
গ) ক্ষতিপূরণ ঘ) ভালোর জন্য
৪০. বাংলা বর্ণমালার পূর্ণমাত্রা, অর্ধমাত্রা ও মাত্রাহীন বর্ণের সংখ্যা যথাক্রমে_
ক) ৩২, ৮, ১০ খ) ৩২, ৭, ১১
গ) ৩১, ৯, ১০ ঘ) ৩০, ১০, ১০
৪২. ব্যাকরণের মূল ভিত্তি কী?
ক) শব্দ খ) ধ্বনি
গ) বাক্য ঘ) ভাষা
৪৩. প্রসারণ শব্দের বিপরীত শব্দ_
ক) আকুঞ্চন খ) সম্প্রসারণ
গ) প্রশস্ত ঘ) সংকুচিত
৪৪. মোড়ক-এর প্রকৃতি প্রত্যয় কোনটি?
ক) ্রমোড়্+অক খ) ্রমুড়+অক
গ) ্রমড়ক+অ ঘ) ্রমোড়ক+অ
৪৫. কোন বাক্যে বিধেয় কর্ম আছে?
ক) তোমাকে আমি চিনি না
খ) দুধকে অনেকেই দুগ্ধ বলে
গ) জিজ্ঞাসিব জনে জনে
ঘ) লাঙলে জমি চাষ কর
৪৬. অভেদ সম্বন্ধ কোনটি?
ক) পায়ের নখ খ) রূপার থালা
গ) মাটির মানুষ ঘ) দুঃখের দহন
৪৭. কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধি?
ক) একাদশ খ) পুনরায়
গ) পরিষ্কার ঘ) মনোহর
৪৮. ইতর প্রাণিবাচক শব্দের বহুবচনে কী যুক্ত হয়?
ক) রাশি খ) বর্গ গ) গুলো ঘ) গণ
৪৯. শ্রী মান-এর সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
ক) শ্রী+মতুপ খ) শ্রী+নতু
গ) শ্রী+আন ঘ) শ্রীস+বান
৫০. কোনগুলো উষ্মধ্বনি?
ক) চ, ছ, জ, ঝ খ) প, ফ, ব, ভ
গ) ক, খ, গ, ঘ ঘ) শ, ষ, স, হ
৫১. অঘোষ মহাপ্রাণ তালব্য ধ্বনি কোনটি?
ক) খ খ) ঝ গ) ছ ঘ) ফ
৫২. 'নিদাঘ' শব্দে কী অর্থে উপসর্গের ব্যবহার হয়েছে?
ক. নিতান্ত অর্থে খ) আতিশয্য অর্থে
গ) নঞ অর্থে ঘ) সামান্য অর্থে
৫৩. এ এক বিরাট সত্য_ এখানে সত্য কোন পদ?
ক) বিশেষণ খ) অব্যয়
গ) বিশেষ্য ঘ) ক্রিয়া বিশেষণ
৫৪. পাপে বিরত হও_ পাপে কোন কারকে কোন বিভক্তি?
ক) করণে ৭মী খ) কর্মে ৭মী
গ) অপাদানে ৭মী ঘ) কর্তায় ৭মী
৫৫. তামিল ভাষার শব্দ কোনটি?
ক) কুড়ি খ) কুলা গ) চুলা ঘ) পেট
৫৬. বাকভঙ্গি কী?
ক) শব্দ ভঙ্গি খ) বাচ্য ভঙ্গি
গ) নানা ভঙ্গিতে উচ্চারণ ঘ) মুখভঙ্গি
১। পত্রের কোনো অংশ ব্যতিরেকে পত্র লেখার উদ্দেশ্য ব্যর্থ হয়?
ক. সম্বোধন খ. পত্রগর্ভ
গ. শিরোনাম ঘ. স্বাক্ষর
২। সুলিখিত পত্র অনেক সময় কীসের মর্যাদা লাভ করে?
ক. সাহিত্যিক খ. সামাজিক
গ. ঐতিহাসিক ঘ. শিল্পকর্মের
৩। 'পোস্টাল কোর্ড' কী নির্দেশ করে?
ক. প্রাপকের এলাকা
খ. ডাকঘরের নাম
গ. প্রেরকের স্থান
ঘ. ডাকপিয়নের এলাকা
৪। সংবাদপত্রের একটি পত্র প্রকাশের জন্য তা কার বরাবর পাঠাতে হয়?
ক. সাংবাদিকের খ. সম্পাদকের
গ. প্রকাশকের ঘ. মালিকের
৫। 'পত্র' শব্দের আভিধানিক অর্থ কী?
ক. পাতা খ. সংযোগ
গ. যোগাযোগ ঘ. বিনিময়
৬। পত্রের প্রধান অংশ দুটি কী কী?
ক. প্রেরক ও প্রাপক
খ. আরম্ভ ও শেষ
গ. সম্ভাষণ ও সমাপ্তি
ঘ. শিরোনাম ও পত্রগর্ভ
৭। সংবাদপত্রে প্রকাশের জন্য হারানো বিজ্ঞপ্তি কোন ধরনের পত্র?
ক. অভিযোগপত্র খ. আবেদনপত্র
গ. বিজ্ঞাপনপত্র ঘ. চুক্তিপত্র
৮। ব্যক্তিগত পত্রে বর্তমানে কোনটি অবলুপ্তির পথে?
ক. স্থান ও তারিখ খ. বিদায় সম্ভাষণ
গ. মঙ্গলসূচক শব্দ ঘ. সম্বোধন
৯। মানপত্রে উদ্দিষ্ট ব্যক্তির কোনটি প্রাধান্য পায়?
ক. জীবনেতিহাস
খ. জীবনবৃত্তান্ত
গ. গুণাবলি ও প্রশংসা
ঘ. সমালোচনা
১০। চাকরির জন্য লিখিত পত্রকে কোন ধরনের পত্র বলে?
ক. সরকারিপত্র খ. দরকারিপত্র
গ. আবেদনপত্র ঘ. ব্যক্তিগতপত্র
১১। কোন পত্র আসলে পত্র নয়?
ক. মানপত্র খ. চুক্তিপত্র
গ. ব্যক্তিগতপত্র ঘ. আবেদনপত্র
১২। কোন পত্র প্রাপকের উপস্থিতিতে পাঠ করা হয়?
ক. আবেদনপত্র খ. মানপত্র
গ. প্রশ্নপত্র ঘ. দাওয়াতপত্র
১৩। প্রাপক বয়সে ছোট হলে প্রেরকের স্বাক্ষরের আগে শিষ্টাচারমূলক কোন শব্দ বসে?
ক. আশীর্বাদক খ. প্রীতিমুগ্ধ
গ. স্নেহভাজন ঘ. বিশ্বস্ত
১৪। বন্ধুর কাছে লিখিত পত্রে কোন বিদায়সূচক শব্দটি ব্যবহার করতে হয়?
ক. খাকছার খ. দোয়াগো
গ. বশংবদ ঘ. প্রীতিধন্য
১৫। পত্রলেখকের স্বাক্ষরের পূর্বে 'আশীর্বাদক' শব্দটি কার কাছে পত্র লেখায় ব্যবহার করা হয় কখন?
ক. কনিষ্ঠজনের কাছে খ. গুরুজনের কাছে
গ. বন্ধুর কাছে
ঘ. সাধারণের কাছে
১৬। 'প্রাপক' কে?
ক. যার উদ্দেশ্যে পত্রটি রচিত খ. যিনি পত্র লেখেন
গ. পত্রের মঙ্গলাচরণ
ঘ. পত্রের বক্তব্য বিষয়
১৭। পত্রের প্রারম্ভে কেমন সম্ভাষণ হওয়া উচিত?
ক. প্রেরক ও প্রাপকের সম্পর্ক অনুসারে
খ. অত্যন্ত স্নেহপূর্ণ
গ. অত্যন্ত সম্মানসূচক
ঘ. সাধারণ নিয়মে
১৮। 'পত্র' শব্দের অর্থ কী?
ক. পাতা খ. চিহ্ন
গ. পৃষ্ঠা ঘ. যোগাযোগ
১৯। ব্যক্তিগত পত্রের প্রাপক সমবয়সী হলে প্রেরকের নাম স্বাক্ষরের আগে শিষ্টাচার জ্ঞাপক কোন শব্দটি যথার্থ হবে?
ক. প্রীতিমুগ্ধ খ. স্নেহের
গ. আশীর্বাদক ঘ. খাকসার
২০। বৈষয়িক ব্যাপারে সরকারি পৃষ্ঠপোষকতায় আইনানুসারে লিখিত পত্রকে কী বলে?
ক. স্মারকলিপি খ. মানপত্র
গ. আবেদনপত্র ঘ. দলিলপত্র
২১। পত্রের শিরোনাম অংশ কোনটি?
ক. সম্বোধন অংশ
খ. মঙ্গলসূচক শব্দ
গ. প্রাপকের ঠিকানা
ঘ. পত্রগর্ভ
২২। পত্রের মূল বিষয় অংশকে কী বলে?
ক. গর্ভাশয় খ. সম্ভাষণ
গ. ঠিকানা ঘ. শিরোনাম
২৩। ইু অরৎ গধরষ-এ কথাটি খামের ওপর কখন লিখতে হয়?
ক. বহুদূরে চিঠি পাঠাতে হলে খ. বিদেশে চিঠি পাঠাতে হলে
গ. ডাকটিকিট না থাকলে ঘ. লন্ডনে চিঠি পাঠাতে হলে
ক. ভাবান্তর খ. ভাষান্তর
গ. বাচ্যান্তর ঘ. বাক্যান্তর
২। অনুবাদের পারদর্শিতা মূলত কিসের ওপর নির্ভরশীল?
ক. পড়াশোনা খ. অভ্যাস
গ. অভিজ্ঞতা ঘ. নির্ধারণ
৩। অনুবাদ কিসের সহায়ক?
ক. জ্ঞান চর্চার খ. ভাষাবিদ হওয়ার
গ. ভাষাপ্রীতির ঘ. বিদেশি ভাষা আয়ত্তের
৪। Penny wise, pound foolish- -এর বাংলা অনুবাদ কী?
ক. বজ্র আঁটুনি ফস্কা গেরো খ. পেনিতে জ্ঞানী পাউন্ডে বোকা
গ. দেখতে বোকা কিন্তু চালাক ঘ. কম জ্ঞানী বেশি চালাক
৫। Nero fidles when Rome burns -এর সঠিক অনুবাদ কী?
ক. কারও পৌষ মাস কারও সর্বনাশ খ. ঝোপ বুঝে কোপ মারা
গ. গরু মেরে জুতো দান
ঘ. নীরো বাঁশি বাজায় রোম জ্বলে
৬। অনুবাদ করার সময় কোন বিষয়ের প্রতি বিশেষ গুরুত্ব দিতে হয়?
ক. বানানোর প্রতি খ. বিন্যাসের প্রতি
গ. বারবার পড়ার প্রতি ঘ. অর্থের প্রতি
৭। এক ভাষার শব্দের স্থলে কী বসিয়ে দিলেই অনুবাদ হয় না?
ক. অন্য ভাষা খ. শব্দের অর্থ
ঘ. শব্দের ভাষা ঘ. অন্য ভাষার অনুবাদ
৮। He is out of Luck সঠিক অনুবাদ কোনটি?
ক. তার পোড়া কপাল খ. সে ভাগ্যহারা
গ. সে ভাগ্যের বাইরে ঘ. তার ভাগ্য দূরে
৯। One should love one’s country -এর বঙ্গানুবাদ কী?
ক. দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ
খ. প্রত্যেকের দেশকেই ভালোবাসা উচিত
গ. প্রত্যেকেরই দেশকে ভালোবাসা উচিত
ঘ. প্রত্যেককে প্রত্যেকের দেশকে ভালোবাসা উচিত
১০। Don’t build castle in the air -এর সঠিক অনুবাদ কোনটি?
ক. আকাশ কুসুম চিন্তা করো না খ. আকাশে উড়ার স্বপ্ন দেখ না
গ. শূন্যে দালান গড়ো না
ঘ. বাতাসে গৃহনির্মাণ করো না
১১। You will suffer in the long run -এর সঠিক অনুবাদ কোনটি?
ক. দীর্ঘ দৌড়ে তুমি হারবে খ. দীর্ঘ দৌড়ে পেছনে পড়বে
গ. অবশেষে কষ্ট ভোগ করবে ঘ. পরিণামে তোমাকে ভুগতে হবে
১২। put out the lamp -এর সঠিক অনুবাদ কোনটি?
ক. প্রদীপটি নিভাও খ. প্রদীপটি জ্বালাও
গ. প্রদীপটি রেখে দাও ঘ. প্রদীপটি বাইরে রাখ
১৩. অনুবাদের ভাষ্য কীরূপ হওয়া উচিত?
ক. সহজ, সরল ও প্রাঞ্জল খ. বক্তব্য প্রধান
গ. গম্ভীর ও মধুর ঘ. মধুর ও প্রাঞ্জল
১৪। অনুবাদ সাথ্যক হয় কখন?
ক. ভাবানুবাদ হলে
খ. আক্ষরিক অনুবাদ হলে
গ. বিষয়বস্তু অবিকৃত থাকলে
ঘ. আন্তরিকতা থাকলে
১৫। অনুবাদকে কোনটির সঙ্গে তুলনা করা যায়?
ক. পুস্তক খ. শিল্প কর্ম
গ. চিঠিপত্র ঘ. সাহিত্য
১৬। Look before you leap প্রবাদটির সঠিক বঙ্গানুবাদ কোনটি?
ক. লাফ দেওয়ার লাগে ভাবিও
খ. ভাবিয়া করিও কাজ
গ. কাজ করিয়া ভাবিও
ঘ. দেখেশুনে লাফ দাও
১৭। Industry is the root of success- -এর অনুবাদ কোনটি?
ক. কারখানা মূলে সফলতা
খ. পরিশ্রম উন্নতির মূল
গ. পরিশ্রম ছাড়া উন্নতি নেই
ঘ. পরিশ্রমে শিল্প গড়ে ওঠে
১. ব্যাকরণের মূল ভিত্তি কী?
ক) শব্দ খ) ধ্বনি গ) ভাষা ঘ) বাক্য
২. মধ্য স্বরাগমের অপর নাম কী?
ক) অসমীকরণ খ) বিপ্রকর্ষ
গ) সমীভবন ঘ) তাড়নজাত বর্ণ
৩. ভাষা কিসের ধারা সৃষ্টি হয়?
ক) বাগযন্ত্রের দ্বারা খ) মনের দ্বারা
গ) ঠোঁটের দ্বারা ঘ) অঙ্গ-প্রত্যঙ্গের দ্বারা
৪. কোন ভাষা হতে বাংলা ভাষার জন্ম?
ক) পালি খ) উড়িয়া গ) হিন্দি ঘ) বঙ্গকামরূপী
৫. বর্তমানে পৃথিবীতে প্রচলিত ভাষার সংখ্যা কত?
ক. সাড়ে তিন হাজার খ. পাঁচ হাজার
গ. তিন হাজারে ওপর ঘ. সাড়ে তিন হাজারের ওপর
৬. বাংলা লেখ্য ভাষার রীতি কয়টি?
ক. দুটি খ. তিনটি গ. চারটি ঘ. ছয়টি
৭. বাংলা ভাষার কোন রীতি নাটকের সংলাপ ও বক্তৃতার জন্য উপযোগী।
ক) সাধুরীতি খ) চলিত রীতি
গ) কথ্যরীতি ঘ) আঞ্চলিক রীতি
৮. সাধু ভাষার বৈশিষ্ট্য কোনটি?
ক) গুরুগম্ভীর খ) কৃত্রিম
গ) তদ্ভব শব্দবহুল ঘ) পরিবর্তনশীল
৯. চলিত রীতির উদাহরণ কোনটি?
ক. তুলো খ. বন্য গ. শুকনা ঘ. পড়িল
১০. পুল পেরিয়ে সামনে একটি বাঁশবাগান পড়ল। কোন রীতির বাক্য?
ক) সাধুরীতির খ) চলিত রীতির
গ) প্রমিত রীতির ঘ) আঞ্চলিক কথ্য রীতির
১১. বন্য শব্দের চলিত রূপ কোনটি?
ক) বুনু খ) বন গ) বুনো ঘ) বনো
১২. কোনগুলো উষ্ণধ্বনির উদাহরণ?
ক) চ, ছ, জ, ঝ খ) প, ফ, ব, ভ
গ) ক, খ, গ, ঘ ঘ) শ, ষ, স, হ
১৩. কোনটি দেশি শব্দ?
ক) চাকর খ) কুলা গ) চাহিদা ঘ) হরতাল
১৪. চশমা কোন ভাষার শব্দ?
ক) আরবি খ) পর্তুগিজ গ) ফারসি ঘ) ওলন্দাজ
১৫. 'পকেটমার' শব্দটি কোন শ্রেণীর?
ক) দেশি খ) মিশ্র গ) তৎসম ঘ) বিদেশি
১৬. কোনটি পারিভাষিক শব্দ?
ক) স্কুল খ) সমীকরণ গ) কলেজ ঘ) ইনস্টিটিউট
১৭. বাক্যের মৌলিক উপাদান কোনটি?
ক) বর্ণ খ) ধ্বনি গ) বর্ণ ঘ) চিহ্ন
১৮. শব্দের ক্ষুদ্রতম একক কী?
ক) অক্ষয় খ) ধ্বনি গ) প্রকৃতি ঘ) ধাতু
১৯. আলপিন কোন ভাষার শব্দ?
ক) গুজরাটি খ) পর্তুগিজ গ) ওলন্দাজ ঘ) তুর্কি
২০. কোনটি মিশ্র শব্দ?
ক) চন্দ্র-সূর্য খ) হেড-মৌলভী
গ) চাকর-বাকর ঘ) হেড-মাস্টার
২১. বাংলা ব্যাকরণের প্রধান আলোচ্য বিষয় কয়টি?
ক) ২টি খ) ৩টি গ) ৪টি ঘ) ৬টি
২২. চাকু-দারোগা এগুলো কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে?
ক) ফরাসি খ) ওলন্দাজ গ) তুর্কি ঘ) গুজরাটি
২৩. পেট কোন ভাষার শব্দ?
ক) পর্তুগিজ খ) তামিল গ) তুর্কি ঘ) কোল
২৪. ফারসি ভাষার শব্দ কোনটি?
ক) ডিপো খ) ভোগ গ) বালতি ঘ) গুদাম
২৫. রূপতত্ত্বের অপর নাম কী?
ক) বাক্যতত্ত্ব খ) ধ্বনিতত্ত্ব গ) শব্দতত্ত্ব ঘ) পদক্রম
২৬. অঘোষ মহাপ্রাণ ধ্বনি কোনটি?
ক) খ খ) ছ গ) ঝ ঘ) ফ
২৭। কোনটি বিশেষ নিয়মে গঠিত সন্ধির উদাহরণ?
ক) পরস্পর খ) পরিষ্কার গ) সংরক্ষণ ঘ) উল্লাস
২৮. স্বরবর্ণের প্রাথমিক রূপ কাকে বলে?
ক) স্বরবর্ণের স্বাধীন ব্যবহারকে
খ) সংক্ষিপ্ত আকারে স্বরবর্ণের ব্যবহারকে
গ) শব্দের আদিতে স্বরবর্ণের ব্যবহারকে
ঘ) যুগ্ম স্বরবর্ণের ব্যবহারকে
২৯. তন্বী শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক) তন+ঈ খ) তনু+ই গ) গ) তনু+ঈ ঘ) তনী+ব
৩০. কোনটি পরাগত সমীভবনের উদাহরণ?
ক) পক্ক>পক্ক খ) তৎ+হিত>তদ্ধিত
গ) তুলা>তুলো ঘ) সত্য >সচ্চ
৩১. মেলা বসেছে_ কোন বাচ্যের বাক্য?
ক) কর্মকর্তৃ বাচ্য খ) কর্তৃবাচ্য
গ) কর্মকর্তৃ বাচ্য ঘ) ভাববাচ্য
৩২. আকাশ-এর প্রতিশব্দ কোনটি?
ক) অশনি খ) ব্যোম
গ) বিভাবরী ঘ) নীলাম্বু
৩৩. বাচ্যার্থ মানে কী?
ক) ভাব অর্থ খ) রূপকার্থে
গ) পারিভাষিক অর্থ ঘ) আবিধানিক অর্থ
৩৪. কোন বাক্যে নির্দেশক ভাবের ক্রিয়া আছে?
ক) চুপ করা খ) এক্ষুণি চলে যাও
গ) কোথায় যাও? ঘ) সে যাক।
৩৫. মধ্যস্বরাগমের অপর নাম কী?
ক) অসমীকরণ খ) বিষমীভবন
গ) বিপ্রকর্ষ ঘ) সমীভবন
৩৬. অমধরহংঃ ধ ৎধরহু ফধু- এর যথার্থ বঙ্গানুবাদ কী?
ক) বর্ষাকালের জন্য খ) দুর্দিনের জন্য
গ) প্রতীক্ষিত সময়ের জন্য ঘ) সঠিক সময়ের জন্য
৩৭. যে নারীর হাসি পবিত্র_ তাকে এক কথায় কী বলে?
ক) সুচিস্মিতা খ) শুচিস্মিতা
গ) সূচিস্মিতা ঘ) শুচিষ্মিতা
৩৮. কাব্যের ভনিতায় কোন কাল ব্যবহৃত হয়?
ক) নিত্যবৃত্ত বর্তমান খ) ঘটমান বর্তমান
গ) ঘটমান অতীত ঘ) নিত্যবৃত্ত অতীত
৩৯. গধশব মড়ড়ফ-এর সঠিক অনুবাদ কোনটি?
ক) চিরতরে খ) ভালোর জন্য
গ) ক্ষতিপূরণ ঘ) ভালোর জন্য
৪০. বাংলা বর্ণমালার পূর্ণমাত্রা, অর্ধমাত্রা ও মাত্রাহীন বর্ণের সংখ্যা যথাক্রমে_
ক) ৩২, ৮, ১০ খ) ৩২, ৭, ১১
গ) ৩১, ৯, ১০ ঘ) ৩০, ১০, ১০
৪২. ব্যাকরণের মূল ভিত্তি কী?
ক) শব্দ খ) ধ্বনি
গ) বাক্য ঘ) ভাষা
৪৩. প্রসারণ শব্দের বিপরীত শব্দ_
ক) আকুঞ্চন খ) সম্প্রসারণ
গ) প্রশস্ত ঘ) সংকুচিত
৪৪. মোড়ক-এর প্রকৃতি প্রত্যয় কোনটি?
ক) ্রমোড়্+অক খ) ্রমুড়+অক
গ) ্রমড়ক+অ ঘ) ্রমোড়ক+অ
৪৫. কোন বাক্যে বিধেয় কর্ম আছে?
ক) তোমাকে আমি চিনি না
খ) দুধকে অনেকেই দুগ্ধ বলে
গ) জিজ্ঞাসিব জনে জনে
ঘ) লাঙলে জমি চাষ কর
৪৬. অভেদ সম্বন্ধ কোনটি?
ক) পায়ের নখ খ) রূপার থালা
গ) মাটির মানুষ ঘ) দুঃখের দহন
৪৭. কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধি?
ক) একাদশ খ) পুনরায়
গ) পরিষ্কার ঘ) মনোহর
৪৮. ইতর প্রাণিবাচক শব্দের বহুবচনে কী যুক্ত হয়?
ক) রাশি খ) বর্গ গ) গুলো ঘ) গণ
৪৯. শ্রী মান-এর সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
ক) শ্রী+মতুপ খ) শ্রী+নতু
গ) শ্রী+আন ঘ) শ্রীস+বান
৫০. কোনগুলো উষ্মধ্বনি?
ক) চ, ছ, জ, ঝ খ) প, ফ, ব, ভ
গ) ক, খ, গ, ঘ ঘ) শ, ষ, স, হ
৫১. অঘোষ মহাপ্রাণ তালব্য ধ্বনি কোনটি?
ক) খ খ) ঝ গ) ছ ঘ) ফ
৫২. 'নিদাঘ' শব্দে কী অর্থে উপসর্গের ব্যবহার হয়েছে?
ক. নিতান্ত অর্থে খ) আতিশয্য অর্থে
গ) নঞ অর্থে ঘ) সামান্য অর্থে
৫৩. এ এক বিরাট সত্য_ এখানে সত্য কোন পদ?
ক) বিশেষণ খ) অব্যয়
গ) বিশেষ্য ঘ) ক্রিয়া বিশেষণ
৫৪. পাপে বিরত হও_ পাপে কোন কারকে কোন বিভক্তি?
ক) করণে ৭মী খ) কর্মে ৭মী
গ) অপাদানে ৭মী ঘ) কর্তায় ৭মী
৫৫. তামিল ভাষার শব্দ কোনটি?
ক) কুড়ি খ) কুলা গ) চুলা ঘ) পেট
৫৬. বাকভঙ্গি কী?
ক) শব্দ ভঙ্গি খ) বাচ্য ভঙ্গি
গ) নানা ভঙ্গিতে উচ্চারণ ঘ) মুখভঙ্গি
১। পত্রের কোনো অংশ ব্যতিরেকে পত্র লেখার উদ্দেশ্য ব্যর্থ হয়?
ক. সম্বোধন খ. পত্রগর্ভ
গ. শিরোনাম ঘ. স্বাক্ষর
২। সুলিখিত পত্র অনেক সময় কীসের মর্যাদা লাভ করে?
ক. সাহিত্যিক খ. সামাজিক
গ. ঐতিহাসিক ঘ. শিল্পকর্মের
৩। 'পোস্টাল কোর্ড' কী নির্দেশ করে?
ক. প্রাপকের এলাকা
খ. ডাকঘরের নাম
গ. প্রেরকের স্থান
ঘ. ডাকপিয়নের এলাকা
৪। সংবাদপত্রের একটি পত্র প্রকাশের জন্য তা কার বরাবর পাঠাতে হয়?
ক. সাংবাদিকের খ. সম্পাদকের
গ. প্রকাশকের ঘ. মালিকের
৫। 'পত্র' শব্দের আভিধানিক অর্থ কী?
ক. পাতা খ. সংযোগ
গ. যোগাযোগ ঘ. বিনিময়
৬। পত্রের প্রধান অংশ দুটি কী কী?
ক. প্রেরক ও প্রাপক
খ. আরম্ভ ও শেষ
গ. সম্ভাষণ ও সমাপ্তি
ঘ. শিরোনাম ও পত্রগর্ভ
৭। সংবাদপত্রে প্রকাশের জন্য হারানো বিজ্ঞপ্তি কোন ধরনের পত্র?
ক. অভিযোগপত্র খ. আবেদনপত্র
গ. বিজ্ঞাপনপত্র ঘ. চুক্তিপত্র
৮। ব্যক্তিগত পত্রে বর্তমানে কোনটি অবলুপ্তির পথে?
ক. স্থান ও তারিখ খ. বিদায় সম্ভাষণ
গ. মঙ্গলসূচক শব্দ ঘ. সম্বোধন
৯। মানপত্রে উদ্দিষ্ট ব্যক্তির কোনটি প্রাধান্য পায়?
ক. জীবনেতিহাস
খ. জীবনবৃত্তান্ত
গ. গুণাবলি ও প্রশংসা
ঘ. সমালোচনা
১০। চাকরির জন্য লিখিত পত্রকে কোন ধরনের পত্র বলে?
ক. সরকারিপত্র খ. দরকারিপত্র
গ. আবেদনপত্র ঘ. ব্যক্তিগতপত্র
১১। কোন পত্র আসলে পত্র নয়?
ক. মানপত্র খ. চুক্তিপত্র
গ. ব্যক্তিগতপত্র ঘ. আবেদনপত্র
১২। কোন পত্র প্রাপকের উপস্থিতিতে পাঠ করা হয়?
ক. আবেদনপত্র খ. মানপত্র
গ. প্রশ্নপত্র ঘ. দাওয়াতপত্র
১৩। প্রাপক বয়সে ছোট হলে প্রেরকের স্বাক্ষরের আগে শিষ্টাচারমূলক কোন শব্দ বসে?
ক. আশীর্বাদক খ. প্রীতিমুগ্ধ
গ. স্নেহভাজন ঘ. বিশ্বস্ত
১৪। বন্ধুর কাছে লিখিত পত্রে কোন বিদায়সূচক শব্দটি ব্যবহার করতে হয়?
ক. খাকছার খ. দোয়াগো
গ. বশংবদ ঘ. প্রীতিধন্য
১৫। পত্রলেখকের স্বাক্ষরের পূর্বে 'আশীর্বাদক' শব্দটি কার কাছে পত্র লেখায় ব্যবহার করা হয় কখন?
ক. কনিষ্ঠজনের কাছে খ. গুরুজনের কাছে
গ. বন্ধুর কাছে
ঘ. সাধারণের কাছে
১৬। 'প্রাপক' কে?
ক. যার উদ্দেশ্যে পত্রটি রচিত খ. যিনি পত্র লেখেন
গ. পত্রের মঙ্গলাচরণ
ঘ. পত্রের বক্তব্য বিষয়
১৭। পত্রের প্রারম্ভে কেমন সম্ভাষণ হওয়া উচিত?
ক. প্রেরক ও প্রাপকের সম্পর্ক অনুসারে
খ. অত্যন্ত স্নেহপূর্ণ
গ. অত্যন্ত সম্মানসূচক
ঘ. সাধারণ নিয়মে
১৮। 'পত্র' শব্দের অর্থ কী?
ক. পাতা খ. চিহ্ন
গ. পৃষ্ঠা ঘ. যোগাযোগ
১৯। ব্যক্তিগত পত্রের প্রাপক সমবয়সী হলে প্রেরকের নাম স্বাক্ষরের আগে শিষ্টাচার জ্ঞাপক কোন শব্দটি যথার্থ হবে?
ক. প্রীতিমুগ্ধ খ. স্নেহের
গ. আশীর্বাদক ঘ. খাকসার
২০। বৈষয়িক ব্যাপারে সরকারি পৃষ্ঠপোষকতায় আইনানুসারে লিখিত পত্রকে কী বলে?
ক. স্মারকলিপি খ. মানপত্র
গ. আবেদনপত্র ঘ. দলিলপত্র
২১। পত্রের শিরোনাম অংশ কোনটি?
ক. সম্বোধন অংশ
খ. মঙ্গলসূচক শব্দ
গ. প্রাপকের ঠিকানা
ঘ. পত্রগর্ভ
২২। পত্রের মূল বিষয় অংশকে কী বলে?
ক. গর্ভাশয় খ. সম্ভাষণ
গ. ঠিকানা ঘ. শিরোনাম
২৩। ইু অরৎ গধরষ-এ কথাটি খামের ওপর কখন লিখতে হয়?
ক. বহুদূরে চিঠি পাঠাতে হলে খ. বিদেশে চিঠি পাঠাতে হলে
গ. ডাকটিকিট না থাকলে ঘ. লন্ডনে চিঠি পাঠাতে হলে
No comments:
Post a Comment