Wednesday, August 15, 2012

Mathmatics :Short Questions for PEC Exam

বহু নির্বাচনী প্রশ্ন
১। কোনো সংখ্যাকে অপর সংখ্যা দ্বারা গুণ করলে প্রাপ্ত সংখ্যাকে বলে_
ক. গুণ্য খ. গুণফল
গ. গুণক ঘ. কোনোটিই নয়
২। যাকে কোনো সংখ্যা দ্বারা গুণ করা হয় তাকে কী বলে?
ক. গুণক খ. গুণ্য
গ. গুণফল ঘ. ভাজ্য
৩। কোনো সংখ্যাকে শূন্য দ্বারা গুণ করলে গুণফল কী হবে?
ক. সেই সংখ্যাই থাকবে
খ. বৃদ্ধি পাবে
গ. কমে যাবে
ঘ. শূন্য হবে
৪। কোনো সংখ্যাকে ১ দ্বারা গুণ করলে গুণফল কী হবে?
ক. বৃদ্ধি পাবে
খ. সেই সংখ্যাই থাকবে
গ. কমে যাবে
ঘ. শূন্য হবে
৫। এক ব্যক্তির দৈনিক আয় ২২০ টাকা তার ১০ দিনের আয় কত?
ক. ২২০০ টাকা খ. ২০০০ টাকা
গ. ২২০০০ টাকা ঘ. ১২০০ টাকা
৬। ভাজ্যগুভাগফল=নিচের কোনটি?
ক. ভাগশেষ খ. ভাগফল
গ. ভাজক ঘ. গুণফল
৭। ভাজ্যগুভাজক=নিচের কোনটি?
ক. ভাগফল খ. ভাজক
গ. ভাগশেষ ঘ. ভাজ্য
৮। ৫টি পেনসিলের দাম ২০ টাকা হলে ১টি পেনসিলের দাম কত?
ক. ১৫ টাকা খ. ৪ টাকা
গ. ২৫ টাকা ঘ. ১২ টাকা
৯। যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে কী বলে?
ক. ভাজক খ. ভাজ্য
গ. ভাগফল ঘ. ভাগশেষ
১০। কোনো সংখ্যাকে ভাগ করলে যে অবশিষ্ট থাকে তাকে কী বলে?
ক. ভাগফল খ. ভাজ্য
গ. ভাগশেষ ঘ. ভাজক
১১। নিঃশেষে বিভাজ্য না হলে ভাজ্য সমান কোনটি?
ক. ভাজকxভাগফল=ভাগশেষ
খ. ভাজকxভাগফল_ভাগশেষ
গ. ভাজকগুভাগফল+ভাগশেষ
ঘ. ভাগফলগুভাজক+ভাগশেষ
১২। পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যাকে তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে?
ক. তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা
খ. দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা
গ. এক অঙ্কের বৃহত্তম সংখ্যা
ঘ. দুই অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা
১৩। কোন তথ্যটি সঠিক নয়?
ক. ভাজ্য ও ভাজক সমান হলে ভাগফল ১ হয়
খ. ভাজক ১ হলে ভাগফল ভাজ্যের সমান হয়
গ. ভাজ্য ০ হলে ভাগফল শূন্য হয়
ঘ. ভাজক ০ হলে ভাগফল শূন্য হয়
১৪। দুটি সংখ্যার গুণফল ১৪৪। একটি সংখ্যা ১২ অপর সংখ্যাটি কত?
ক. ১৫ খ. ১২
গ. ১৬ ঘ. ৯
১৫। ১টি পেনসিলের দাম ৩ টাকা হলে ৬টি পেনসিলের দাম কত?
ক. ২ টাকা খ. ৯ টাকা
গ. ১৮ টাকা ঘ. ১২ টাকা
১৬। ১টি খাতার দাম ৫ টাকা হলে ১০টি খাতার দাম কত?
ক. ১৫ টাকা খ. ৫০ টাকা
গ. ২ টাকা ঘ. ২০ টাকা
১৭। ৬টি পেনসিলের দাম ১২ টাকা হলে ১টির দাম কত?
ক. ৭২ টাকা খ. ৩ টাকা
গ. ২ টাকা ঘ. ২৪ টাকা
১৮। ৫টি আমের দাম ৩৫ টাকা হলে ১টির দাম কত?
ক. ৭ টাকা খ. ৩ টাকা
গ. ১৫ টাকা ঘ. ১৭৫ টাকা
১৯। ৩ কেজি চালের দাম ৬০ টাকা হলে ১ কেজির দাম কত?
ক. ১৫ টাকা খ. ২০ টাকা
গ. ৩০ টাকা ঘ. ১২ টাকা
২০। ঐকিক নিয়মে যে রাশিটি বের করতে হয় সে রাশিটি অঙ্ক সাজানোর সময় কোন দিকে লিখতে হয়?
ক. ডান দিকে খ. মাঝখানে
গ. বাম দিকে ঘ. নিচের দিকে
২১। ১টি খাতার দাম ৮ টাকা হলে ৪টি খাতার দাম নির্ণয় করতে হবে ৮ ও ৪_
ক. গুণ করে খ. ভাগ করে
গ. যোগ করে ঘ. বিয়োগ করে
২২। ১ জোড়া কবুতরের দাম ১০০ টাকা হলে ৩ জোড়া কবুতরের দাম নির্ণয় করতে হবে ১০০ আর ৩_
ক. যোগ করে খ. বিয়োগ করে
গ. ভাগ করে ঘ. গুণ করে
২৩। ৮টি পেনসিলের দাম ২৪ টাকা হলে ১টি পেনসিলের দাম নির্ণয় করতে হবে ২৪ কে ৮ দিয়ে_
ক. গুণ করে খ. যোগ করে
গ. বিয়োগ করে ঘ. ভাগ করে
২৪। ৬টি খাতার দাম ২৪ টাকা হলে ৩টি খাতার দাম কত হবে তা নির্ণয় করতে হলে ৬টি খাতার দাম থেকে প্রথমে বের করতে হবে_
ক. ১টির দাম খ. ২টির দাম
গ. ৩টির দাম ঘ. ৫টির দাম
২৫। ৬টি খাতার দাম ২৪ টাকা হলে ১টি খাতার দাম_
ক. কম হবে খ. বেশি হবে
গ. সমান হবে ঘ. দ্বিগুণ হবে

No comments:

Post a Comment

Composition on Female Education in Bangladesh for Examination

  Female Education in Bangladesh Education is a light to which everybody has the equal right. Education is the backbone of a nation. The ...