Friday, August 17, 2012

Exclusive Rules on Adjective for JSC Examination


Adjective বা বিশেষণ: যে Word দিয়ে কোনো Noun বা Pronoun-এর দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ বা আকার বোঝায়, তাকে adjective বলে। যেমন–Good, bad, truthful, brave, rich, new, little, few, some, tall etc.
Rana is a good student.
Our headmaster is an honest man.
ওপরের বাক্যে good ও honest দুটি word adjective হিসেবে ব্যবহূত হয়েছে।
Use of Adjective: Adjective দুভাবে ব্যবহূত হয়।
(i) Attributive use of Adjective
(ii) Predicative use of Adjective,
(1) Attributive use of Adjective: Adjective যখন Noun-এর আগে বসে ওই Nounকে প্রত্যক্ষভাবে qualify করে, তাকে Attributive use of Adjective বলে। যেমন—He is an honest man. Karim is a regular student.
ওপরের Sentence দুটির প্রথমটিতে honest শব্দটি Noun ‘man’-এর আগে বসে প্রত্যক্ষভাবে তার গুণ প্রকাশ করেছে। দ্বিতীয় Sentence-এ regular শব্দটি ‘Student’ শব্দটির আগে বসে প্রত্যক্ষভাবে qualify করেছে। Adjective-এর এরূপ ব্যবহারকে Attributive use of Adjective বলে।
(ii) Predicative use of Adjective: Adjective যখন Predicative verb এর পরে বসে পরোক্ষভাবে Subjectকে qualify করে, তখন Adjective-এর সেই ব্যবহারকে Predicative use of Adjective বলে। যেমন—Martin is intelligent. He is poor.
ওপরের Sentence-এ intelligent শব্দটি Predicative verb-এর পরে বসে Subject এর দোষ-গুণ প্রকাশ করেছে। দ্বিতীয় Sentence-এও ‘Poor’ Adjectiveটি Predicative verb-এর পরে বসে পরোক্ষভাবে Subject-এর অবস্থা প্রকাশ করছে। Adjective-এর এরূপ ব্যবহারকে Predicative use of Adjective বলে।
Classification of Adjectives (Adjective শ্রেণী বিভাগ) :
1. Adjective of Quality বা Descriptive Adjective
2. Adjective of Quantity বা্ Quantitative Adjective
3. Adjective of Number বা্ Numeral Adjective
4. Pronominal Adjective.
1. Adjective of Quality or Descriptive Adjective: যে Adjective Noun বা Pronoun-এর দোষ, গুণ অবস্থা ইত্যাদি প্রকাশ করে, তাকে Adjective of Quality বা Descriptive Adjective বলে।
Mahin is a meritorious student.
He is poor.
ওপরের Sentence তিনটি লক্ষ করলে আমরা দেখতে পাই, প্রথম Sentence এ meritorious শব্দটি দিয়ে Subject ‘Mahin’-এর গুণ প্রকাশ পেয়েছে।
দ্বিতীয় Sentence-এ poor শব্দটি দিয়ে Subject ‘He-এর অবস্থা প্রকাশ পেয়েছে।
আরও কয়েকটি Descriptive Adjectiveগুলো brilliant, liar, happy, brave, young, old, new, fine, sweet, bad, costly, cheap ইত্যাদি।

Adjective বা বিশেষণ: যে Word দিয়ে কোনো Noun বা Pronoun-এর দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ বা আকার বোঝায়, তাকে adjective বলে। যেমন–Good, bad, truthful, brave, rich, new, little, few, some, tall etc.
Rana is a good student.
Our headmaster is an honest man.
ওপরের বাক্যে good ও honest দুটি word adjective হিসেবে ব্যবহূত হয়েছে।
Use of Adjective: Adjective দুভাবে ব্যবহূত হয়।
(i) Attributive use of Adjective
(ii) Predicative use of Adjective,
(1) Attributive use of Adjective: Adjective যখন Noun-এর আগে বসে ওই Nounকে প্রত্যক্ষভাবে qualify করে, তাকে Attributive use of Adjective বলে। যেমন—He is an honest man. Karim is a regular student.
ওপরের Sentence দুটির প্রথমটিতে honest শব্দটি Noun ‘man’-এর আগে বসে প্রত্যক্ষভাবে তার গুণ প্রকাশ করেছে। দ্বিতীয় Sentence-এ regular শব্দটি ‘Student’ শব্দটির আগে বসে প্রত্যক্ষভাবে qualify করেছে। Adjective-এর এরূপ ব্যবহারকে Attributive use of Adjective বলে।
(ii) Predicative use of Adjective: Adjective যখন Predicative verb এর পরে বসে পরোক্ষভাবে Subjectকে qualify করে, তখন Adjective-এর সেই ব্যবহারকে Predicative use of Adjective বলে। যেমন—Martin is intelligent. He is poor.
ওপরের Sentence-এ intelligent শব্দটি Predicative verb-এর পরে বসে Subject এর দোষ-গুণ প্রকাশ করেছে। দ্বিতীয় Sentence-এও ‘Poor’ Adjectiveটি Predicative verb-এর পরে বসে পরোক্ষভাবে Subject-এর অবস্থা প্রকাশ করছে। Adjective-এর এরূপ ব্যবহারকে Predicative use of Adjective বলে।
Classification of Adjectives (Adjective শ্রেণী বিভাগ) :
1. Adjective of Quality বা Descriptive Adjective
2. Adjective of Quantity বা্ Quantitative Adjective
3. Adjective of Number বা্ Numeral Adjective
4. Pronominal Adjective.
1. Adjective of Quality or Descriptive Adjective: যে Adjective Noun বা Pronoun-এর দোষ, গুণ অবস্থা ইত্যাদি প্রকাশ করে, তাকে Adjective of Quality বা Descriptive Adjective বলে।
Mahin is a meritorious student.
He is poor.
ওপরের Sentence তিনটি লক্ষ করলে আমরা দেখতে পাই, প্রথম Sentence এ meritorious শব্দটি দিয়ে Subject ‘Mahin’-এর গুণ প্রকাশ পেয়েছে।
দ্বিতীয় Sentence-এ poor শব্দটি দিয়ে Subject ‘He-এর অবস্থা প্রকাশ পেয়েছে।
আরও কয়েকটি Descriptive Adjectiveগুলো brilliant, liar, happy, brave, young, old, new, fine, sweet, bad, costly, cheap ইত্যাদি।

No comments:

Post a Comment

Composition on Female Education in Bangladesh for Examination

  Female Education in Bangladesh Education is a light to which everybody has the equal right. Education is the backbone of a nation. The ...