Monday, November 5, 2012

Suggestion:Relgion for JSC Exam

ক-অংশ (আকাইদ ও ইবাদাত)
[এই অংশ থেকে প্রশ্ন থাকবে : ৪টি কমপক্ষে উত্তর দিতে হবে : ২টি]

অধ্যায় ০১ : আকাইদ

সৃজনশীল প্রশ্ন:
১। ক) আকাইদ কী?
খ) ঈমান বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।
গ) প্রকৃত মুমিন হতে হলে আমাদের কী করতে হবে? ব্যাখ্যা কর।
ঘ) ঈমান আনার ফলে ইহকাল ও পরকালে কী কী সুফল ভোগ করা যায়, বিশ্লেষণ কর।

২। ক) ‘মুনাফিক’ কাকে বলে?
খ) হাদিসের আলোকে মুনাফিকের আলামতসমূহ ব্যাখ্যা কর।
গ) কী কী কর্মকান্ড নিফাকের অন্তর্ভূক্ত? বর্ণনা দাও।
ঘ) ‘নিফাক সমাজ, পরিবার ও জাতিকে ধ্বংেসের মুখে ঠেলে দেয়’-কুরআন ও হাদিসের আলোকে উক্তিটির সত্যতা যাচাই কর।

৩। ক) রিসালাত কী?
খ) ‘রিসালাতে বিশ্বাস না করলে কোনো বিশ্বাসই পূর্ণপ্রাপ্ত হয় না’-কথাটি বুঝিয়ে লিখ।
গ) একজন মুসলমান হিসেবে আল্লাহর দ্বীন প্রচারের জন্য আমাদের কী কী গুণ থাকা দরকার? ব্যাখ্যা কর।
ঘ) রিসালাতের মর্ম মূল্যায়ন কর।

৪। ক) শাফাআত শব্দের অর্থ কী?
খ) নবী (স) কিয়ামত দিবসে তাঁর উম্মতের জন্য শাফাআত করবেন কেন?
গ) নবী (স) এর সুপারিশ পেতে হলে আমাদের কী করতে হবে?
ঘ) ‘আমাকে শাফাআত করার অধিকার দান করা হয়েছে’-রাসূলুল্লাহ (স) এর বাণীটি বিশ্লেষণ কর।

অধ্যায় ০২: ইবাদাত

সৃজনশীল প্রশ্ন :
১। ক) ইবাদাত কী?
খ) আল্লাহ তা’আলা কেন মানবজাতি সৃষ্টি করেছেন?
গ) আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে আমাদের ইবাদাত করা উচিত-ব্যাখ্যা কর।
ঘ) কুরআন ও হাদিসের আলোকে ইবাদাতের গুরুত্ব ও তাৎপর্য বিশ্লেষণ কর।

২। ক) যাকাত শব্দের অর্থ কী?
খ) নিসাব বলতে কী বোঝ? সংক্ষেপে ব্যাখ্যা কর।
গ) ‘যাকাত একটি কল্যাণকর অর্থব্যবস্থা’-কুরআন ও হাদিসের আলোকে উক্তিটির সত্যতা যাচাই কর।
ঘ) ‘ধনীদের সম্পদে অবশ্যই দরিদ্র ও বঞ্চিতদের অধিকার আছে’-বিশ্লেষণ কর।

৩। ক) জিহাদ কী?
খ) জিহাদে আকবর বলতে কী বোঝায়?
গ) ইসলামের দুশমনদের বিরুদ্ধে আমাদের কী করণীয় রয়েছে? ব্যাখ্যা কর।
ঘ) কুরআন ও হাদিসের আলোকে জিহাদের গুরুত্ব বিশ্লেষণ কর।

৪। ক) স্বামীর পরিত্যক্ত সম্পত্তিতে সন্তান থাকলে স্ত্রীর অংশ কতটুকু?
খ) ওয়ারিশ বলতে কী বোঝ?
গ) নারীর অধিকার সম্পর্কে ইসলামে কী বলা হয়েছে?
ঘ) ‘ইসলামের দৃষ্টিতে সম্পত্তির বন্টন না হওয়ায় আত্মীয় সম্পর্ক নষ্ট হচ্ছে’-বিষয়টি বিশ্লেষণ কর।

খ-অংশ (কুরআন মাজীদ ও হাদিস শিক্ষা, আখলাক, আদর্শ জীবনচরিত)
[এই অংশ থেকে প্রশ্ন থাকবে : ৪টি কমপক্ষে উত্তর দিতে হবে : ২টি]

অধ্যায় ০৩: কুরআন মাজীদ ও হাদিস শিক্ষা

সৃজনশীল প্রশ্ন:
১। ক) কুরআন মাজীদ কী?
খ) মাক্কী ও মাদানী সূরা বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।
গ) মুদ্রণযন্ত্র আবিষ্কারের ফলে কুরআনের প্রচার ও প্রসারে কীরূপ প্রভাব পড়েছে, ব্যাখ্যা কর।
ঘ) সহীহ শুদ্ধভাবে কুরআন তিলায়াত করতে আমাদের জন্য তাজবীদের প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর। কুরআন আমাদের জীবনযাপনের পথপ্রদর্শক-উক্তিটি বিশ্লেষণ কর।

২। ক) কিয়ামত দিবসের ভয়াবহ অবস্থার কথা কোন সূরায় বর্ণিত হয়েছে?
খ) সূরা যিলযাল কেন অবতীর্ণ হয়?
গ) সূরা যিলাযালের শিক্ষা আমাদের ব্যবহারিক জীবনে কীরূপ প্রভাব ফেলবে? ব্যাখ্যা কর।
ঘ) সূরা যিলযাল-এর আলোকে কিয়ামতের ভয়াবহ অবস্থা বিশ্লে ষণ কর।

৩। ক) কুরসি শব্দের অর্থ কী?
খ) আমাদের কেন নিয়মিত আয়াতুল কুরসি পাঠ করা উচিত?
গ) নিয়মিত আয়াতুল কুরসি পাঠের ফলে ইহকাল ও পরকালে কী কী সফলতা আসে, ব্যাখ্যা কর।
ঘ) আয়াতুল কুরসির তাৎপর্য বিশ্লেষণ কর।

৪। ক) হাদিস কী?
খ) হাদিসকে কুরআনের ব্যাখ্যা বলা হয় কেন?

No comments:

Post a Comment

Composition on Female Education in Bangladesh for Examination

  Female Education in Bangladesh Education is a light to which everybody has the equal right. Education is the backbone of a nation. The ...