Monday, November 5, 2012

সম্ভাব্য প্রশ্নাবলি-বাংলাদেশ ও বিশ্ব পরিচয়

অধ্যায় ০১ : ঔপনিবেশিক যুগ ও বাংলার স্বাধীনতা সংগ্রাম

সৃজনশীল প্রশ্ন :

১। ক) পর্তুগীজরা সর্বপ্রথম কোথায় কুঠি স্থাপন করে?
খ) ভারতে আসার জলপথ আবিষ্কারের প্রধান কারণ ব্যাখ্যা কর।
গ) পর্তুগীজদের এদেশে আগমনের সুফল হিসেবে কোন কোন দিক তুমি শনাক্ত করবে? ব্যাখ্যা কর।
ঘ) ইংরেজরা কীভাবে সারা ভারতে বাণিজ্য করার অধিকার পায়? বিশ্লেষণ কর।

২। ক) পলাশীর প্রান্তরে কোন সালে ইংরেজদের সাথে সিরাজউদ্দৌলার যুদ্ধ সংঘটিত হয়েছিল?

খ) ইংরেজদের সাথে সিরাজউদ্দৌলার বিরোধের কারণ ব্যাখ্যা কর।
গ) উক্ত যুদ্ধে বিভিন্ন রাজকর্মচারী কেন নবাব সিরাজউদ্দৌলাকে অসযোগিতা করেছিল? ব্যাখ্যা কর।
ঘ) পলাশীর যুদ্ধে নবাবের পরাজয়ের সুদূরপ্রসারী ফলাফল বিশ্লেষণ কর।

৩। ক) ছিয়াত্তরের মন্বন্তর কী?

খ) ছিয়াত্তরের মন্বন্তরের কারণ ব্যাখ্যা কর।
গ) ইংরেজদের দ্বারা পরিচালিত পুতুল সরকারের বর্ণনা দাও।
ঘ) নবাব সিরাজ উদ্দৌলার মৃত্যুর পর বাংলা, বিহার ও উড়িষ্যার ভাগ্যে কী ঘটে? বিশ্লেষণ কর।

৪। ক) লাহোর প্রস্তাব কবে গৃহীত হয়?

খ) লাহোর প্রস্তাবের মূলকথা কী ছিল? ব্যাখ্যা কর।
গ) লাহোর প্রস্তাব যেভাবে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় সহায়তা করে, তা ব্যাখ্যা কর।
ঘ) ‘লাহোর প্রস্তাব প্রকৃতপক্ষে পাকিস্তান প্রস্তাব ছিল না’-উক্তিটির যথার্থতা যাচাই কর।

অধ্যায় ০২ : বাংলাদেশের মুক্তিযুদ্ধ


সৃজনশীল প্রশ্ন :

১। ক) ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’-এ ভাষণটি কার?
খ) ১৯৭১ সালের ৭ মার্চ রেসকোর্স ময়দানে বিশাল জনসভার আয়োজন করা হয় কেন?
গ) ৭ মার্চের ভাষণ বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনকে কীভাবে প্রভাবিত করেছিল? ব্যাখ্যা কর।
ঘ) ৭ মার্চের ভাষণের গুরুত্ব ও প্রতিক্রিয়া বিশ্লেষণ কর।

২। ক) স্বাধীনতার ঘোষণা কার মাধ্যমে আসে?

খ) বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা ব্যাখ্যা কর।
গ) স্বাধীনতার ঘোষণার ধারাবাহিকতা ব্যাখ্যা কর।
ঘ) ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে স্বাধীনতার ঘোষণা পাঠ অত্যন্ত গুরুত্বপূর্ণ’-উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ কর।

৩। ক) মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি কে ছিলেন?

খ) মুক্তিবাহিনী সরকারী পর্যায়ে কয়টি ভাগে বিভক্ত ছিল? নিয়মিত বাহিনী বলতে কী বোঝায়?
গ) মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের ভূমিকা ব্যাখ্যা কর।
ঘ) মুক্তিযুদ্ধে স্বাধীনতা বিরোধীদের ভূমিকা আলোচনা কর।
৪। ক) রায়ের বাজার বধ্যভূমি কোথায় অবস্থিত?
খ) বধ্যভূমি সম্পর্কে বর্ণনা কর।
গ) পাকবাহিনী কেন বুদ্ধিজীবীদের হত্যা করেছে? ব্যাখ্যা কর।
ঘ) ‘পাক হানাদারা বিভিন্ন ধরনের নির্যাতন চালিয়েছে’-এ উক্তিটি বিশ্লেষণ কর।

অধ্যায় ০৩ : বাঙালির সংস্কৃতি ও শিল্পকলা


সৃজনশীল প্রশ্ন :

১। ক) সংস্কৃতি ও শিল্পকলা কাকে বলে?
খ) পাল যুগে তালপাতায় আঁকা ছবিগুলো এখনও ঝকমকে রয়েছে কেন?
গ) বাংলাদেশে মাটির তৈরি শিল্পের প্রভাব ব্যাখ্যা কর।
ঘ) শিল্পকর্ম টিকিয়ে রাখার ক্ষেত্রে বাংলার নারীদের অবদান মূল্যায়ন কর।

২। ক) বাংলাদেশের প্রথম সাহিত্যকর্মের নাম কী?

খ) বাংলা গানের বিকাশে রবীন্দ্রনাথকে গুরুত্বপূর্ণ মনে করা হয় কেন?
গ) বাংলাদেশের লালন, বাউল, জারি-সারী, ভাটিয়ালিসহ আঞ্চলিক গানের বিকাশ সম্পর্কে লিখ।
ঘ) ‘সংগীত সাম্প্রদায়িক সম্প্রীতি গড়ে তোলে’-এ সম্পর্কে তোমার মূল্যায়ন লিখ।

অধ্যায় ০৪ : ঔপনিবেশিক যুগের প্রতœপরিচয়


সৃজনশীল প্রশ্ন :

১। ক) ‘প্রতœ’ শব্দের অর্থ কী?
খ) ময়মনসিংহ জাদুঘরে রক্ষিত প্রতœসম্পদের বর্ণনা দাও।
গ) পুরনো ঢাকার যুদ্ধের স্মৃতি বিজড়িত পার্কটির প্রতিষ্ঠা সম্পর্কে তুমি কী জান? ব্যাখ্যা কর।
ঘ) এ পার্কটি যে যুদ্ধের স্মৃতিতে রচিত হযেছে, সে যুদ্ধ সম্পর্কে ব্যাখ্যা কর।

২। ক) কোন আমলে বাংলার রাজধানীর নাম ছিল সোনারগাঁও?

খ) রবীন্দ্রনাথের কুঠিবাড়ি কোথায় অবস্থিত?
গ) ঐ সময়ে সোনারগাঁও বিখ্যাত থাকার কারণ কি ছিল?
ঘ) পানাম নগরের স্থান ব্যাখ্যা কর।

অধ্যায় ০৫ : সামাজিকীকরণ ও উন্নয়ন


সৃজনশীল প্রশ্ন :

১। ক) সামাজিকীকরণ কী?
খ) সামাজিকীকরণের মাধ্যম হিসেবে স্থানীয় সমাজ গুরুত্বপূর্ণ কেন?
গ) ব্যক্তির সামাজিকীকরণের ক্ষেত্রে কোনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? ব্যাখ্যা কর।
ঘ) আমাদের সামাজিকীকরণের মাধ্যম হিসেবে বিনোদন ও গণমাধ্যম কীভাবে ভূমিকা রাখে?

২। ক) ই-মেইল এর পূর্ণরূপ কী?

খ) ব্যক্তির সামাজিকীকরণে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি গুরুত্বপূর্ণ কেন?
গ) মানুষের জীবনে সংবাদপত্র কী ধরনের প্রভাব ফেলে? ব্যাখ্যা কর।
ঘ) সামাজিকীরণের মাধ্যম হিসেবে টেলিভিশনের ভূমিকা বর্ণনা কর।

অধ্যায় ০৬ : বাংলাদেশের অর্থনীতি


সৃজনশীল প্রশ্ন :

১। ক) জিএনপি-এর পূর্ণরূপ কী?
খ) মাথাপিছু আয়ের ধারণাটি ব্যাখ্যা কর।
গ) বাংলাদেশের মোট জাতীয় আয়ের খাতগুলো ব্যাখ্যা কর।
ঘ) বাংলাদেশের কোন তিনটি খাত জাতীয় আয়ে বেশি অবদান রাখে? ব্যাখ্যা কর।

২। ক) শিক্ষা কোন ধরনের অধিকার?

খ) মানব সম্পদ বলতে কী বোঝায়?
গ) বাংলাদেশী মানুষ কোন কোন দেশে কর্মরত রয়েছে? ব্যাখ্যা কর।
ঘ) বিদেশ থেকে প্রেরিত অর্থ দেশের অর্থনীতির চাকাকে গতিশীল ও শক্তিশালী করছে-উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ কর।

অধ্যায় ০৭ : বাংলাদেশের রাষ্ট্র ও সরকার ব্যবস্থা


সৃজনশীল প্রশ্ন :

১। ক) বাংলাদেশের সংবিধান কখন গৃহীত হয়?
খ) ‘জনগণ সকল ক্ষমতার উৎস’-ব্যাখ্যা কর।
গ) বাংলাদেশের রাষ্ট্রীয় মূলনীতিগুলো কী কী? বর্ণনা কর।
ঘ) বাংলাদেশের সংবিধানের বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।

২। ক) বাংলাদেশের আইনসভার অফিসিয়াল নাম কী?

খ) শাসন বিভাগের কাজ কী? ব্যাখ্যা কর।
গ) জাতীয় সংসদের ক্ষমতা ও কাজ বর্ণনা কর।
ঘ) আইন সভার উপর অর্পিত ৫টি দায়িত্ব বিশ্লেষণ কর।

অধ্যায় ০৮ : বাংলাদেশের দুর্যোগ


সৃজনশীল প্রশ্ন :

১। ক) দুর্যোগ কয় ধরনের?
খ) বৈশ্বিক উষ্ণায়নের প্রধান কারণ কী? ব্যাখ্যা কর।
গ) ইট ভাটার কালো ধোঁয়া কীভাবে বৈশ্বিক উষ্ণায়নে প্রভাব ফেলছে, ব্যাখ্যা কর।
ঘ) ‘বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির জন্য মানব সমাজই দায়ী’-উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ কর।

২। ক) দুর্যোগ কী?

খ) দুর্যোগ কয় ধরনের?
গ) সুনামির কারণ কী? ব্যাখ্যা কর।
ঘ) সুনামির ফলে কী কী ধরনের বিপর্যয় সৃষ্টি হয়েছে?

৩। ক) ভূমিধস কী?

খ) কী কারণে ভূমিধস হতে পারে, ব্যাখ্যা কর।
গ) প্রাকৃতিক দুর্যোগের কারনে কী কী সমসাা হয়?
ঘ) দুর্যোগে কারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়?
৪। ক) বাংলাদেশের ভূমিকম্পপ্রবণ অঞ্চল কোনগুলো?
খ) ভূমিকম্পের পূর্বপ্রস্তুতি বলতে কী বোঝায়?
গ) ভূমিকম্প মোকাবেলায় কী কী ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন? ব্যাখ্যা কর।
ঘ) সিকিক রাজ্যে ৬.৮ মাত্রার ভূমিকম্পের ফলে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, তা বিশ্লেষণ কর।

অধ্যায় ০৯ : বাংলাদেশের জনসংখ্যা ও উন্নয়ন


সৃজনশীল প্রশ্ন :

১। ক) জনসংখ্যা নীতি কী?
খ) জনসংখ্যা নীতির মূল উদ্দেশ্য ব্যাখ্যা কর।
গ) ‘ছেলে হোক, মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট’-স্লোগানটির যৌক্তিকতা বিশ্লেষণ কর।
ঘ) নারী শিক্ষা ও বিয়ে রেজিস্ট্রেশন জনসংখ্যা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে চিহ্নিত-যুক্তিসহ উক্তিটি বিশ্লেষণ কর।
২। ক) ২০১০ সালে বাংলাদেশ কোন ক্ষেত্রে সাফল্যের জন্য জাতিসংঘ পুরস্কার লাভ করেছে?
খ) জনসম্পদ সৃষ্টিতে সরকারের লক্ষ্যমাত্রা ব্যাখ্যা কর।
গ) একজন অলস ব্যক্তিকে কীভাবে জনসম্পদে পরিণত করা যায়? ব্যাখ্যা কর।
ঘ) জনসংখ্যা ও জনসম্পদ পরস্পর সম্পর্কিত—-ধারণাটি যুক্তিসহ বিশ্লেষণ কর।

অধ্যায় ১০ : বাংলাদেশের সামাজিক সমস্যা


সৃজনশীল প্রশ্ন :

১। ক) বাংলাদেশের কিশোর অপরাধীর বয়সসীমা কত?
খ) কিশোর অপরাধের ধরণ ব্যাখ্যা কর।
গ) কিশোর অপরাধের কারণগুলো বর্ণনা কর।
ঘ) কিশোর অপরাধ প্রতিকারের উপায়গুলো বর্ণনা কর।

২। ক) মাদকাসক্তি কী?

খ) মাদকদ্রব্য কী? ব্যাখ্যা কর।
গ) মাদকাসক্তির কারণ বিশ্লেষণ কর।
ঘ) তরুনদের মাদকাসক্ত থেকে মুক্ত করতে কী কী পদক্ষেপ গ্রহণ করতে হবে-ব্যাখ্যা কর।

অধ্যায় ১১ : বাংলাদেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী


সৃজনশীল প্রশ্ন :

১। ক) চাকমাদের জীবিকার প্রধান উপায় কী?
খ) চাকমাদের ধর্মীয় জীবনব্যবস্থা ব্যাখ্যা কর।
গ) চাকমাদের অর্থনৈতিক কর্মকা- বিশ্লেষণ কর।
ঘ) চাকমাদের সাংস্কৃতিক বৈশিষ্ট্যের পরিচয় তুলে ধর।

২। ক) সাঁওতালরা কোন জনগোষ্ঠীর লোক?

খ) সাঁওতালদের অর্থনৈতিক জীবনব্যবস্থা ব্যাখ্যা কর।
গ) সাঁওতালরা সংস্কৃতি অনুসারে কী কী কাজ করে থাকে?
ঘ) সাঁওতালদের সাংস্কৃতিক বৈশিষ্ট্যের পরিচয় দাও।

৩। ক) ‘রাখাইন’ শব্দের অর্থ কী?

খ) রাখাইনদের অবস্থান ও আকৃতি ব্যাখ্যা কর।
গ) রাখাইনদের অর্থনৈতিক ও ধর্মীয় কর্মকা- ব্যাখ্যা কর।
ঘ) রাখাইনদের সাংস্কৃতিক বৈশিষ্ট্য তুলে ধর।

অধ্যায় ১২ : বাংলাদেশের সম্পদ


সৃজনশীল প্রশ্ন :

১। ক) বাংলাদেশের মূল্যবান প্রাকৃতিক সম্পদ কোনটি?
খ) খনিজ সম্পদ বলতে কী বোঝায়?
গ) বাংলাদেশের আর্থ সামাজিক জীবনে প্রাকৃতিক সম্পদ কীভাবে অবদান রাখে?
ঘ) বাংলাদেশের যে সকল স্থানে খনিজ তেল উত্তোলিত হয়, মানচিত্রে চিহ্নিত করে সেগুলোর বর্ণনা দাও।

২। ক) গার্মেন্টস শিল্প কী?

খ) এদেশের কতসংখ্যক মানুষ গার্মেন্টস শিল্পে জড়িত?
গ) বাংলাদেশের অর্থনীতিতে গার্মেন্টস শিল্পের ভূমিকা আলোচনা কর।
ঘ) আর্থসামাজিক উন্নয়নে শিল্পের ভূমিকা অনেক-যুক্তিসহ উক্তিটি বিশ্লেষণ কর।

অধ্যায় ১৩ : বাংলাদেশ এবং বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক সংস্থা


সৃজনশীল প্রশ্ন :

১। ক) জাতিসংঘ কী?
খ) এ সংস্থাটির গুরুত্বপূর্ণ উদ্দেশ্য ব্যাখ্যা কর।
গ) ‘প্রথম বিশ্বযুদ্ধের পটভূমি থেকেই এ সংস্থাটির জন্ম’-ব্যাখ্যা কর।
ঘ) ‘বিশ্বশান্তি ও নিরাপত্তা রক্ষার দায়িত্ব নিরাপত্তা পরিষদের’—-মতামত দাও।

২। ক) কত সালে ঋঅঙ (ফাও) গঠিত হয় এবং সদস্যসংখ্যা কত?

খ) জাতিসংঘের উদ্দেশ্যসমূহ ব্যাখ্যা কর।
গ) কোন প্রেক্ষাপটে ডঐঙ (ডব্লিউএইচও) গড়ে উঠেছিল, তা ব্যাখ্যা কর।
ঘ) ‘বাংলাদেশের উন্নয়নে ইউনেস্কো ওতপ্রোতভাবে জড়িত’-উক্তিটির মূল্যায়ন কর।

৩। ক) ইউরোপীয় ইউনিয়নের সদস্য সংখ্যা কত?

খ) আফ্রিকান ইউনিয়ন (ইইউ)-এর প্রধান উদ্দেশ্যগুলো ব্যাখ্যা কর।
গ) আসিয়ান বিশ্বে কী ধরনের ভূমিকা রাখছে? ব্যাখ্যা কর।
ঘ) সার্কের সাথে ইইউ—এর ভিন্নতা বিশ্লেষণ কর।

1 comment:

Unknown said...

http://mysoundbd.com

Post a Comment

Composition on Female Education in Bangladesh for Examination

  Female Education in Bangladesh Education is a light to which everybody has the equal right. Education is the backbone of a nation. The ...