Monday, November 5, 2012

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার বিজ্ঞান

১. ঘড়িতে চাবি দিলে ঘড়ি চলে। ঘড়িতে চাবি দিলে কোন ধরনের শক্তি সঞ্চিত হয়?
ক) রাসায়নিক শক্তি খ) গতিশক্তি
গ) তাপশক্তি ঘ) স্থিতিশক্তি
২. এক সেকেন্ডে আলো কতদূর অতিক্রম করে?
ক) ৩০,০০০ কিলোমিটার খ) ১,৮৬,০০০ কিলোমিটার
গ) ৩,০০,০০০০ কিলোমিটার
ঘ) ১৮,৬০,০০০ কিলোমিটার
৩. কোনটি স্বচ্ছ পদার্থ?
ক) অপরিষ্কার পানি খ) কাঠ
গ) তেলে ভেজা কাপড় ঘ) বায়ু
৪. চলবিদ্যুৎ উৎপন্ন হয় কীভাবে?
ক) গাছপালা দীর্ঘদিন মাটিতে চাপা পড়ে থাকলে খ) বিদ্যুৎ কোষ ও ডায়নামো ব্যবহার করলে
গ) কোন পদার্থ সূর্য থেকে তাপ গ্রহণ করলে ঘ) এক বস্তুর সঙ্গে আরেক বস্তু ঘষলে
৫. প্রাকৃতিক চুম্বক কোথায় আবিষ্কৃত হয়েছিল?
ক) রাশিয়াতে খ) এশিয়া মাইনরে
গ) যুক্তরাজ্যে ঘ) আমেরিকায়
৬. একটি দ- চুম্বককে মুক্তভাবে ঝুলিয়ে দিলে এটি কোনদিক বরাবর অবস্থান নেবে?
ক) পূর্ব-পশ্চিম খ) উত্তর-দক্ষিণ
গ) পূর্ব-দক্ষিণ ঘ) উত্তর-পশ্চিম
৭. বায়ুর ওজন আছে, বায়ু জায়গা দখল করে এবং বল প্রয়োগে বাধা দেয়। সুতরাং বায়ুকে কী বলা যায়?
ক) পদার্থ খ) শক্তি গ) প্রযুক্তি ঘ) বল
৮. বায়ু এক জায়গা থেকে অন্য জায়গায় প্রবাহিত হয় কেন?
ক) এটা বায়ুর ধর্ম খ) আশপাশের বায়ু চাপ দেয় বলে
গ) তাপের তারতম্যের কারণে ঘ) বায়ু পদার্থ বলে
৯. মেরু অঞ্চল থেকে বিষুবীয় অঞ্চলে গরম বেশি কেন?
ক) বিষুবীয় অঞ্চলে সূর্য লম্বভাবে কিরণ দেয় বলে খ) মেরু অঞ্চল সূর্যের খুব কাছে বলে
গ) মেরু অঞ্চলে সূর্য কোনদিনই ওঠে না
ঘ) বিষুবীয় অঞ্চলে পানির পরিমাণ কম বলে
১০. বায়ুর চাপ কোথায় সবচেয়ে বেশি?
ক) সমুদ্রপৃষ্ঠে খ) ভূপৃষ্ঠে
গ) ঊর্ধ্বাকাশে ঘ) পাহাড়ের চূড়ায়

উত্তর : ১-ঘ, ২-গ, ৩-ঘ, ৪-খ, ৫-খ, ৬-খ,

৭-ক, ৮-গ, ৯-ক, ১০-খ।

No comments:

Post a Comment