Saturday, November 10, 2012

সমাজ মডেল প্রশ্ন for PEC Examination

সময় :২ঘণ্টা           পূর্ণমান : ১০০

১। বহুনির্বাচনি যোগ্যতাভিত্তিক প্রশ্ন:          ১×১০ =১০           ক. বাংলায় দ্বৈতশাসন প্রবর্তন করেন কে?
(i) লর্ড ডালহৌসী     (ii) লর্ড ক্লাইভ
(iii) লর্ড কর্ণওয়ালিস             (iv) লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক
খ. সচেতনভাবে প্রতিনিধি বেছে নেয়ার প্রক্রিয়াকে কী বলে?
(i) নির্বাচন                       (ii) সামাজিক অধিকার           (iii)  ভোটাধিকার    (iv) অর্থনৈতিক অধিকার
গ. নিচের কোনটি দেশীয় কাঁচামাল নির্ভর নয়?
(i) চিনি শিল্প (ii) চা শিল্প  (iii)  পোশাক শিল্প         (iv) কাগজ শিল্প
ঘ.  মুক্তিযুদ্ধ চলাকালে সেক্টর প্রধানের পদবী কী ছিল?
(i)  মেজর  জেনারেল             (ii) উইং কমান্ডার  
(iii)  স্কোয়াড্রন লীডার                                    (iv) সেক্টর কমান্ডার
ঙ.  উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষার্থী বাংলাদেশের মানচিত্র আঁঁকলেন। কিছু কিছু শিক্ষার্থীর মানচিত্র হয়নি। মানচিত্রটি সঠিক না হওয়ার কারণ—
(i) ছকবর্গ ছোট এঁকেছিল          (ii) ছকবর্গ বড় এঁকেছিল     
(iii) বই থেকে ছাপ দিয়ে এঁকেছিল                        (iv) কিছুই আঁঁকেনি।
চ. আনন্দ তার সহপাঠীদের নিয়ে এলাকায় প্রগতি যুব সংঘ নামে একটি ক্লাব স্থাপন করেন। ক্লাবটি কেন গঠন করা হয়েছে?
(i) নিজের উন্নয়নের জন্য         (ii) এলাকার উন্নয়নের জন্য   
(iii) সরকারের উন্নয়নের জন্য               (iv) রাষ্ট্রের উন্নয়নের জন্য
ছ. সর্বোচ্চ বীরসূচক উপাধি কোনটি?
(i) বীরশ্রেষ্ঠ     (ii) বীরপ্রতীক     (iii) বীর উত্তম   (iv) বীর উত্তম
জ. ১১৭৬ সালের মন্বন্তরে কত লোক মারা যায়?
(i) প্রায় এক লাখ     (ii) প্রায় এক কোটি
(iii) প্রায় দুই লাখ    (iv)  প্রায় দুই কোটি
ঝ. জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে কেন?
(i) জন্মহার কম                   (ii) অধিক জন্মহার
(iii) নিম্ন জন্মহার                  (iv) সাক্ষরতার হার বেশি
ঞ.  কোনো কোনো অঞ্চল মরুকরণ হচ্ছে কেন?
(i) খাবার পানির সংকটে         (ii) বৃষ্টিপাত বেশি হওয়াতে      
(iii) বৃষ্টিপাত কম হওয়াতে       (iv) তাপমাত্রা বাড়ার ফলে
২।  বাক্যটি খাতায় তুলে সত্য/ মিথ্যা নির্ণয় কর:                    ২× ৫ = ১০
(ক) বাংলাদেশ রপ্তানি প্রধান দেশ।
(খ)  সত্যপীরভিটা ধ্বংসাবশেষ মহাস্থানগড়ে।
(গ) ১৮৮৫ সালে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়।
(ঘ) খাসিয়া আদিবাসীরা ময়মনসিংহ অঞ্চলে বাস করে।
(ঙ) যমুনা সেতু সামাজিক সম্পদ।
৩। শূন্যস্থান পূরণ কর:                       ২× ৫ = ১০
(ক) ১৯৭১ সালের ১৭ই এপ্রিল মেহেরপুরে গঠিত সরকারের প্রধানমন্ত্রী ছিলেন ...........
(খ) সিপাহী বিদ্রোহকে .......... প্রথম সংগ্রামও বলা হয়।
(গ) সুন্দরবন পৃথিবীর বৃহত্তম ..........বনভূমি।
(ঘ)  লালবাগ দুর্গের আরেক নাম ........কেল্লা।
(ঙ) আমরা অনেক সময় .......... গাছ কাটি।
৪। বাম পাশের শব্দগুলোর সাথে ডানপাশের শব্দগুলোর মিল কর:(যে কোনো ৪টি)           ২× ৪ = ৮
বাম পাশ   ডান পাশ
ক. বিশ্ব পরিবেশ দিবস            নাগরিক দায়িত্ব।
খ. বাংলাদেশের সুন্দরবন         ৫জুন।
গ. পরিবেশ আইন মেনে চলা      ১৯০৬ সালে।
ঘ. মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়     ১০ই জুলাই।
            ম্যানগ্রোভ বন।
            ১৯০৫ সালে।         
৫। অল্প কথায় উত্তর দাও: (যে কোনো ১০টি )                       ৩× ১০ = ৩০
ক. আর্সেনিক কী? আর্সেনিকযুক্ত পানি ব্যবহারে কী অসুবিধা হতে পারে?
খ. ফরাসীরা কী কী খাবার খায়?
গ. বিদ্যালয়কে কেন জাতি গঠনের কারখানা বলা হয়?
ঘ. গণতন্ত্র আমাদের কী কী দেয়?
ঙ. রাষ্ট্রীয় সম্পদকে কেন জনসম্পদ বলা হয়?
চ. জনসংখ্যার দ্রুত বৃদ্ধি শিশু শিক্ষাকে কীভাবে প্রভাবিত করে?
ছ. মানবাধিকার কী? মানবাধিকার বিরোধী ৩টি কাজ উল্লেখ কর।
জ. লাহোর প্রস্তাব’ এর মূল বক্তব্য কী?
ঝ. লালবাগ দুর্গে কী কী ঐতিহাসিক নিদর্শন রয়েছে?
ঞ.সামাজিক ও রাজনৈতিক অধিকারে পার্থক্য লিখ?
ট. বিশ্ব শিশু দিবস উদযাপনের উদ্দেশ্য কী?
ঠ. বেগম রোকেয়াকে নারী জাগরণের অগ্রদূত বলা হয় কেন?       
 ৬। রচনামূলক প্রশ্নের উত্তর দাও : (যে কোনো ৪টি)     ৮× ৪ = ৩২
(ক) বাংলা স্বাধীন সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন কে? হোসেন শাহী আমলকে বাংলার মুসলমান শাসনের স্বর্ণযুগ বলা হয় কেন?
(খ) মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ কয়টি সেক্টরে বিভক্ত ছিল? পঁচিশে মার্চের কালরাতে হানাদার বাহিনীর নৃশংসতার বিবরণ দাও?
(গ) নাগরিকের কেন কর প্রদান করা উচিত? কর প্রদান না করলে কী হবে?
(ঘ) জাতীয় পরিবেশ নীতির উল্লেখযোগ্য দিকগুলো কী? পরিবেশ রক্ষায় নাগরিকের দায়িত্ব ও কর্তব্য সংক্ষেপে লেখ?
(ঙ) বাংলাদেশের একটি মানচিত্র এঁকে এতে প্রধান প্রধান বনভূমিগুলোর অবস্থান দেখাও।
(চ) মুসলমান সমাজের উন্নয়নের ক্ষেত্রে নওয়াব আমীর আলীর অবদান বর্ণনা  কর।

No comments:

Post a Comment

Composition on Female Education in Bangladesh for Examination

  Female Education in Bangladesh Education is a light to which everybody has the equal right. Education is the backbone of a nation. The ...