Saturday, November 10, 2012

বিজ্ঞান মডেল প্রশ্ন for PEC Exam

সময় :২ঘণ্টা           পূর্ণমান : ১০০

১। যোগ্যতাভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নের উত্তর লিখ :       ১X ১০ = ১০
ক. এইডস রোগের ভাইরাসের নাম কী?
i. এইচ আই ভি ii.  ভি আই এইচ iii.ভি এস সি                    iv স্ট্রেপাটোক্কাস
খ. কোনটিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে?
i. পেেঁপ    ii.  কুমড়া     iii.            আমলকি   iv আপেল
গ. কখনো ধাতু কখনো অধাতুর মতো আচরণ করে কোনটি?
i. ক্লোরিণ  ii.  আয়োডিন     iii. ব্রোমিন   iv আর্সেনিক
ঘ. ভোল্টা বিদ্যুত্ কোষ উত্পাদনে কী কী ধাতব পাত ব্যবহার হয়?
i. তামা ও দস্তা ii.  দস্তা ও লোহা iii.তামা ও লোহা      iv দস্তা ও পিতল
ঙ. কোনটির অভাবে রক্তশূন্যতা দেখা যায়?
i.  সোডিয়াম   ii.  লৌহ              iii.আয়োডিন       iv ক্যালসিয়াম
চ. কোনটি উপগ্রহ?
i. সূর্য            ii.  চাঁদ              iii.মঙ্গল                      iv শুক্র
ছ. কোন প্রাণির দেহ একটি মাত্র কোষ দিয়ে গঠিত?
i. ব্যাঙ           ii.  পিপড়া          iii.হাতি          iv অ্যামিবা
জ. কিউলেক্র মশার কামড়ে কোন রোগ হয়?
i. প্লেগ            ii.  কলেরা                 iii. ডেঙ্গু   iv স্পোর
ঝ. জন্মহার ও মৃত্যুহার সমান থাকলে জনসংখ্যা
i. স্থিতিশীল থাকে ii. গতিশীল থাকে         iii.স্থিতিশীল থাকে না ivবৃদ্ধিপায়
ঞ. সারা বছর পাওয়া যায় কোন ফল?
i. লিচু               ii.  কলা                 iii.আম   iv  আনারস
২। শূন্যস্থান পূরণ কর:            ২X ৫ = ১০
ক. বিষুবরেখা বরাবর স্থানসমূহ সূর্য সারা বছর ............... কিরণ দেয়।
খ. সাইকাসের বীজ ...............  থাকে।
গ. ব্রোমিন সাধারণ তাপমাত্রা ...........
অবস্থায় থাকে।
ঘ. জনসংখ্যা বাড়লে মাথাপিছু জমির পরিমাণ................ যায়।
ঙ. বর্তমান যুগ বিজ্ঞান ও ............... যুগ।
৩। শুদ্ধ ও অশুদ্ধ নির্ণয় কর।     ২X ৫ = ১০
ক. নিশাদল তাপ দিলে তরল হয়ে যায়।
খ. ভাঙা অঙ্গে কোনো ওষুধ মালিশ করা যাবে না।
গ. টাইফয়েড পানি বাহিত সংক্রামক রোগ।
ঘ. আমিষের অভাবে শরীর খসখসে হয়ে যায় ও চর্মরোগ হতে পারে।
ঙ. সাধারণ তাপমাত্রায় পারদ তরল আকারে থাকে।
৪। প্রদত্ত বাক্যগুলো মিল কর-     ২X ৪ = ৮
বাম পাশ     ডানপাশ
ক. পানির মাধ্যমে ছড়ায়          পানিবাহিত রোগ
খ. ডায়রিয়া হলে      বায়ুবাহিত রোগ
গ. স্যালাইন তৈরিতে দেহ থেকে পানি ও লবণ বেরিয়ে  যায়        
ঘ. তৈরি স্যালাইন     আধা লিটার পানি দরকার        
            ছয় ঘন্টার বেশি খাওয়ানো যাবে না          
            ঠিকমত চিকিত্সা হয় না
৫। যে কোনো ১০টি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও:-                      ৩X ১০ = ৩০
ক. বায়ু কেন একটি পদার্থ?
খ. চাঁদে বস্তুর ওজন কম হয় কেন?
গ. খুব সহজে কীভাবে কলম করা যায় লেখ?
ঘ. জলবায়ুর নিয়ন্ত্রকগুলোর নাম লেখ?
ঙ. ল্যান্ডফোন ও মোবাইল ফোনের পার্থক্য লিখ?
চ. পুষ্টিহীনতার কুফল গুলো উল্লেখ কর?
ছ. বস্তুর ভর ও  ওজন কাকে বলে?
জ. বায়ুর চাপ বাড়া ও কমার কারণ লেখ?
ঝ. কী কী কারণে মানুষকে প্রাণী জগতের শ্রেষ্ঠ জীব বলা হয়?
ঞ. রিমোর্ট কন্ট্রোলের কয়েকটি ব্যবহার লিখ?
ট. যক্ষা রোগের লক্ষণগুলো লেখ?
ঠ. জন্মহার বলতে কী বুঝ?
৬। যে কোনো ৪টি রচনামূলক প্রশ্নের উত্তর লিখ:                     ৮X ৪ =৩২
ক. পরিবেশকে দূষণ মুক্ত রাখতে হলে আমাদের কী করা উচিত?
খ. ভিটামিন কী? কোন ভিটামিনের অভাবে কী রোগ হয় তার একটি তালিকা তৈরি কর।
গ. বাতাস যে জায়গা দখল করে তা কীভাবে প্রমাণ করবে?
ঘ. লোডশেডিং কী? বিদ্যুত্ শক্তির অপচয় কীভাবে রোধ করা যায়।
ঙ. স্বয়ংক্রিয় দরজা কী? এ দরজা কীভাবে আপনা আপনি খোলে?
চ. বর্জ্যের পুনর্ব্যবহার  কীভাবে পরিবেশ দূষণ মুক্ত রাখে ব্যাখ্যা করা।

No comments:

Post a Comment

Composition on Female Education in Bangladesh for Examination

  Female Education in Bangladesh Education is a light to which everybody has the equal right. Education is the backbone of a nation. The ...