Saturday, November 10, 2012

যোগ্যতাভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর for PEC Examination

যোগ্যতাভিত্তিক বহুনির্বাচনি
প্রশ্ন ও উত্তর
৪৬। দিয়াশলাই তৈরিতে বেশি প্রয়োজন
(ক) নরম কাঠ       (খ) নরম বাঁশ
(গ) সিমেন্ট            (ঘ) আখের ছোবড়া
উত্তরঃ (ক) নরম কাঠ
৪৭।কোনটি বর্তমান বিশ্বের বড় সমস্যা?
(ক) শব্দ দূষণ        (খ) বায়ু দূষণ
(গ) পরিবেশ দূষণ    (ঘ) পানি দূষণ
উত্তরঃ (গ) পরিবেশ দূষণ
৪৮।আমরা কোন দেশের নাগরিক?
(ক) বাংলাদেশের      (খ) ভারতের
(গ) পাকিস্তানের       (ঘ) আমেরিকার
উত্তরঃ (ক) বাংলাদেশের
৪৯।কোথায় তাপমাত্রা বাড়ছে?
(ক) বাংলাদেশে        (খ) ভারতে
(গ) ভুটানে            (ঘ) পৃথিবীর সর্বত্র
উত্তরঃ (ঘ) পৃথিবীর সর্বত্র
৫০।কোনো কোনো অঞ্চল মরুকরণ হচ্ছে কেন?
(ক) খাবার পানির সংকটে       (খ) বৃষ্টিপাত বেশি হওয়াতে     (গ) বৃষ্টিপাত কম হওয়াতে (ঘ) তাপমাত্রা বাড়ার ফলে।
উত্তরঃ (ঘ) তাপমাত্রা বাড়ার ফলে।
৫১।পলিথিন ব্যবহার নিষিদ্ধ করা হয় কেন?
(ক) পরিবেশ রক্ষার জন্য        (খ) পরিবেশ দূষণ করার জন্য (গ) ভালোভাবে বসবাসের জন্য
(ঘ) ভালোভাবে ঘুমানোর জন্য
উত্তরঃ (ক) পরিবেশ রক্ষার জন্য
৫২।বাংলাদেশের প্রতি বছর খাদ্য ঘাটতি কত?
(ক) ২৫ লক্ষ টন প্রায় (খ) ৩০ লক্ষ টন প্রায় (গ) ৩৫ লক্ষ টন প্রায় (ঘ) ৪৫ লক্ষ  প্রায়
উত্তরঃ (ক) ২৫ লক্ষ টন প্রায়
৫৩।দেশের সম্পদ কারা?
(ক) সাধারণ জনগণ
(খ) শিক্ষিত জনসংখ্যা
(গ) পুরুষ (ঘ) নারী
উত্তরঃ (খ) শিক্ষিত জনসংখ্যা
৫৪। নাগরিকেরা কতটা উন্নত মানের তা কীভাবে বুঝা যায়?
(ক) পোশাক পরিচ্ছদ দেখে
(খ) জীবনযাত্রার মান থেকে
(গ) ঘর-বাড়ি দেখে
(ঘ) আসবাবপত্র দেখে
উত্তরঃ (খ) জীবনযাত্রার মান থেকে
৫৫। কখন জীবনযাত্রার মান বাড়ে?
(ক) মৌলিক চাহিদা পূরণ হলে
(খ) মৌলিক চাহিদা পূরণ না হলে
(গ) সবাই শিক্ষিত হলে
(ঘ) সবাই সচেতন হলে।
উত্তরঃ (ক) মৌলিক চাহিদা পূরণ হলে
৫৬। জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে কেন?
(ক) জন্মহার কম (খ) অধিক জন্মহার
(গ) নিম্ন জন্মহার(ঘ) সাক্ষরতার হার বেশি
উত্তরঃ (খ) অধিক জন্মহার
৫৭। সড়ক দুর্ঘটনা বৃদ্ধির কারণ—
(ক) অতিরিক্ত জনসংখ্যা (খ) কম জনসংখ্যা (গ) দক্ষ ড্রাইভার (ঘ) অদক্ষ ড্রাইভার
উত্তরঃ (ক) অতিরিক্ত জনসংখ্যা
৫৮।বগুড়া থেকে মহাস্থানগড়ের দূরত্ব কত?
(ক) ১০ কি.মি.      (খ) ১১ কি.মি.
(গ) ১২ কি.মি.       (ঘ) ১৩ কি.মি.
উত্তরঃ (গ) ১২ কি.মি.
৫৯। ঢাকা কোন নদীর তীরে অবস্থিত?
(ক) গোমতী           (খ) বুড়িগঙ্গা
(গ) সুরমা             (ঘ) মেঘনা
উত্তরঃ (খ) বুড়িগঙ্গা
৬০।কোনটি লালবাগ কেল্লার অপর নাম?
(ক) সোনাইমুড়া       (খ) কুটিলামুড়া
(গ) চারপত্রমুড়া       (ঘ) আওরঙ্গবাগ কেল্লা
উত্তরঃ (ঘ) আওরঙ্গবাগ কেল্লা
৬১। কে বাংলার স্বাধীন সুলতানি আমলের সূচনা করেন?
(ক) লোদী শাহ
(খ) ফখরুদ্দীন মুবারক শাহ
(গ) শায়েস্তা খান
(ঘ) সুজাউদ্দীন খান
উত্তরঃ (খ) ফখরুদ্দীন মুবারক শাহ
৬২। কখন শেরখান বাংলা অধিকার করেন?
(ক) ১৫৩৫ সালে     (খ) ১৫৩৬ সালে
(গ) ১৫৩৭ সালে     (ঘ) ১৫৩৮ সালে।
উত্তরঃ (ঘ) ১৫৩৮ সালে।
৬৩।কোন যুগে বাংলার সমাজে শ্রেণীভেদ ছিল?
(ক) মধ্যযুগে          (খ) সুলতানি যুগে
(গ) মুঘল আমলে     (ঘ) আধুনিক যুগে
উত্তরঃ ক) মধ্যযুগে
৬৪।ঔপনিবেশিক যুগের সূচনা হয় কেন?
(ক) সুজাউদ্দিনের মৃত্যুর জন্য
(খ) ইসলাম খানের মৃত্যুর জন্য
(গ) সিরাজউদ্দৌলা পরাজিত হলে
(ঘ) সরফরাজ খানের মৃত্যুর জন্য
উত্তরঃ (গ) সিরাজউদ্দৌলা পরাজিত হলে
৬৫। হিন্দু মুসলমান কেন ফারসি ভাষা শিখতেন?
(ক) নিজেদের পান্ডিত্য প্রকাশের জন্য
(খ) জ্ঞানার্জনের জন্য
(গ) ব্যবসার জন্য
(ঘ) চাকরি পাওয়ার জন্য
উত্তরঃ (ঘ) চাকরি পাওয়ার জন্য।
৬৬। মুসলমান শাসনের স্বর্ণযুগ—
(ক) শাহী আমল (খ) সুলতানি আমল
(গ) নবাবী আমল (ঘ) মুঘল আমল
উত্তরঃ (ক) শাহী আমল
৬৭। ১৭৫৭ সালে কী হয়?
(ক) বঙ্গভঙ্গ           (খ) সিপাহী বিপ্লব
(গ) নীল বিদ্রোহ      (ঘ) পলাশী যুদ্ধ
উত্তরঃ (খ) সিপাহী বিপ্লব
৬৮। ইংরেজরা কত বছর উপমহাদেশ শাসন করে?
(ক) প্রায় ৫০ বছর (খ) প্রায় ১০০ বছর
(গ) ১৫০ বছর (ঘ) প্রায় ২০০ বছর

        ইসলাম শিক্ষা
মুহাম্মদ মিজানুর রহমান
সহকারি শিক্ষক
পিরোজপুরসরকারিবালিকাউচ্চবিদ্যালয়
পিরোজপুর
অধ্যায়: ইমান ও আকাইদ
যোগ্যতাভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১। ইমান শব্দের অর্থ কী?
(ক) ধারণা            (খ) দৃঢ় বিশ্বাস 
(গ) উদারতা                      (ঘ) অবিশ্বাস
উত্তর ঃ (খ)
২। ইমান হলো মহানবি (সঃ) আল্লাহর পক্ষ থেকে যা কিছু নিয়ে এসেছেন সে সকল বিষয়কে-
(ক) অন্তরে দৃঢ়ভাবে বিশ্বাস করা           
(খ) মুখে স্বীকার করা
(গ) সে অনুযায়ী কাজ করা                 (ঘ) ওপরের সবগুলো
উত্তর ঃ (ঘ)
৩। নিচের কোনটি আকিদার সাথে সম্পৃক্ত?
(ক) আসমানী কিতাবে বিশ্বাস করা        
(খ) আখিরাতে বিশ্বাস করা
(গ) মুহাম্মদ (সঃ) কে আল্লাহর সর্বশেষ রাসূল বলে বিশ্বাস করা             (ঘ) সবগুলোই সঠিক
উত্তর ঃ (ঘ)
৪। প্রকৃত মুসলমান হওয়ার জন্য দরকার
(ক) নিয়মিত নামাজ পড়া                  
(খ) ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করা
(গ) ইমান-আকিদা বিশুদ্ধ হওয়া             (ঘ) বেশি বেশি নফল ইবাদত করা
উত্তর ঃ (গ)
৫। ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে প্রথম ও প্রধান হলো-
(ক) জাকাত (খ) হজ  (গ) রোজা   (ঘ) ইমান
উত্তর ঃ (ঘ)
৬। প্রকৃত মুমিন হওয়ার জন্য কোনটি অপরিহার্য?
(ক) বিশুদ্ধ আকিদা   (খ) কোন পীরের মুরিদ হওয়া              (গ) রাসূলের আনুগত্য করা 
(ঘ) স্ত্রীর অনুগত হওয়া
উত্তর ঃ (ক)
৭। রাসূল প্রেরণের উদ্দেশ্য হলো-
(ক) পথভ্রষ্ট মানুষকে সুপথে আনা         
(খ) রাসূলের শ্রেষ্ঠত্ব প্রমাণ করা
(গ) পথভ্রষ্ট মানুষকে শায়েস্তা করা         
(ঘ) কোনটিই নয়
উত্তর ঃ (ক)
৮। কে আমাদের একমাত্র হুকুমদাতা, রিযিকদাতা ও পরিত্রাণকারী?
(ক) রাসূল (সঃ)      (খ) আল্লাহ
(গ) পীরগণ           (ঘ) সাহাবিগণ
উত্তর ঃ (খ)
৯। আমাদের যাবতীয় ভালো মন্দ কার হুকুমে হয়?
(ক) আল্লাহর           (খ) আমাদের কৃতকর্মের ফল  (গ) রাসূল (সঃ) এর   (ঘ) পীরের          
উত্তর ঃ (ক)
১০। মহাকাশ, বিশাল পৃথিবী, সাগর, মহাসাগর, চন্দ্র-সূর্য, গ্রহ-নক্ষত্র, জীবজন্তু এগুলোর দিকে মন দিয়ে তাকালে বোঝা যাবে যে, এগুলো-
(ক) আপনা আপনি তৈরি হয়নি                        (খ) আপনা আাাপনি তৈরি হয়েছে
(গ) কেউ সৃষ্টি করেনি                                    (ঘ) বিজ্ঞানীরা সৃষ্টি করেছে
উত্তর ঃ (ক)
১১। আকাশ ও পৃথিবী এবং এ দুইয়ের মাঝে যা কিছু আছে সবই আল্লাহ সৃষ্টি করেছেন। এ আয়াতটি কোন সূরায় বর্ণিত আছে।
(ক) সূরা আল কাওসার         
(খ) সূরা আস্ সাজদাহ
(গ) সূরা আল ফাতিহা          
(ঘ) সূরা আল বাকারা
উত্তর ঃ (খ)
১২। আমরা একমাত্র কার ইবাদত করি?
(ক) আল্লাহর                      (খ) পিতা মাতার (গ) দেবদেবীর                        (ঘ) রাসূলের
উত্তর ঃ (ক)
১৩। নিচের কোনটি আল্লাহর সত্তার সাথে সম্পৃক্ত?
(ক) আল্লাহ এক ও অদ্বিতীয়   
(খ) তার কোন সমকক্ষ নেই
(গ) তিনি চিরকাল আছেন ও থাকবেন
(ঘ) উপরের সবগুলো
উত্তর ঃ (ঘ)
১৪। নিচের কোনটি মুসলমানের বৈশিষ্ট্য?
(ক) তাদের আচার ব্যবহার সুন্দর         
(খ) তারা সন্ত্রাস ও রাহাজানি করে না
(গ) পিতা মাতাকে সম্মান করে            
(ঘ) উপরের সবগুলো
উত্তর ঃ (ঘ)

No comments:

Post a Comment

Composition on Female Education in Bangladesh for Examination

  Female Education in Bangladesh Education is a light to which everybody has the equal right. Education is the backbone of a nation. The ...