Sunday, June 17, 2012

Tense:Bangla Explanation



Tense (কাল): Tense অর্থ কাল বা সময়। কোনো কাজ সম্পাদনের সময়কে tense বলে। ল্যাটিন শব্দ
tempus থেকে tense শব্দটি এসেছে। tempus অর্থ সময়।
Tense-এর প্রকারভেদ: Verb-এর কাজ অনুযায়ী tense প্রধানত তিন প্রকার। যথা:
১) Present tense (বর্তমান কাল)
২) Past tense (অতীত কাল)
৩) Future tense (ভবিষ্যৎ কাল)
১. Present tense (বর্তমান কাল): যে কাজ বর্তমান কালে সম্পন্ন হয় বা হয়ে থাকে বোঝায়, তাকে verb-এর present tense বা বর্তমান কাল বলে। যেমন: I go to school,
He writes a letter, He draws a picture.
২. Past tense (অতীত কাল): যে কাজ অতীতকালে সম্পন্ন হয়েছিল বা ঘটেছিল বোঝায়, তাকে verb-এর past tense বা অতীত কাল বলে।
যেমন: I went to school. He wrote a letter yesterday. He drew a picture.
৩. Future tense (ভবিষ্যৎ কাল): ভবিষ্যৎ কালে কোনো কাজ সম্পন্ন হবে বোঝালে, তাকে verb-এর future tense বা ভবিষ্যৎ কাল বলে।
যেমন: I shall buy a pen. I shall go to Dhaka.
They will play football etc.
প্রত্যেকটি tense-কে আবার চার ভাগে ভাগ করা যায়। যথা:
১) Indefinite (অনির্দিষ্ট) ২) Continuous (চলতি অবস্থা)
৩) Perfect (সম্পন্ন বা শেষ অবস্থা) ও
৪) Perfect continuous (পূর্ব থেকে আরম্ভ হয়ে চলতে থাকা)
Present tense (বর্তমান কাল)
১. Present indefinite tense: বর্তমান কালে কোনো কাজ সাধারণভাবে হয় বা হয়ে থাকে এরূপ বোঝালে verb-এর present indefinite tense হয়। চিরন্তন সত্য, নিকট ভবিষ্যৎ, অভ্যাস, প্রকৃতি বোঝাতেও present indefinite tense হয়।
গঠন প্রণালি: Subject-এর পর মূল verb-এর present form ব্যবহূত হয়। তবে subject (কর্তা) third person singular number হলে মূল verb-এর শেষে s বা es যোগ করতে হয়। যেমন: 1) We live in Bangladesh.
2) The sun rises in the east.
3) Birds fly in the sky.
4) The rose smells sweet.
5) He does not sleep by day.
6) Does Ram not drink tea?
২. Present continuous tense: বর্তমান কালে কোনো কাজ হচ্ছে বা চলছে এরূপ বোঝালে verb-এর present continuous tense হয়।
গঠন প্রণালি: Subject-এর পর person ও number অনুসারে am, is, are বসে এবং মূল verb-এর শেষে ing যোগ হয়। যেমন: 1) Mother is telling a story 2) The dog is barking. 3) Tuli is singing a song. 4) I am seeing a bird.
5) Now it is not raining. 6) Rahim is catching fish.

Present tense (বর্তমান কাল)
Present perfect tense: বর্তমান কালে কোনো কাজ এই মাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো বর্তমান আছে, এরূপ বোঝালে verb-এর present perfect tense হয়।
গঠন প্রণালি: Subject-এর পর person ও number অনুসারে have বা has বসে এবং মূল verb-এর past participle form ব্যবহূত হয়। যেমন: 1) I have written a letter.
2) She has drawn a picture.
3) They have eaten rice.
Present perfect continuous tense: বর্তমান কালে কোনো কাজ পূর্ব থেকে আরম্ভ হয়ে এখনো হচ্ছে বা চলছে এরূপ বোঝালে verb-এর present perfect continuous tense হয়।
গঠন প্রণালি: Subject-এর পর person ও number অনুসারে have been বা has been বসে এবং মূল verb-এর শেষে ing যোগ হয়।
যেমন: 1) I have been reading for five hours.
2) It has been raining since morning.
3) He has been suffering from fever for seven days.
Past tense (অতীত কাল)
১. Past indefinite tense: অতীত কালে কোনো কাজ সাধারণভাবে হয়েছিল এরূপ বোঝালে verb-এর past indefinite tense হয়।
গঠন প্রণালি: Subject-এর পর মূল verb-এর past form ব্যবহূত হয়। যেমন: 1) He went to school.
2) Rony did not go to school.
3) You ate rice. 4) Did you eat rice?
Past continuous tense: অতীত কালে কোনো কাজ হচ্ছিল বা চলছিল এরূপ বোঝালে verb-এর past continuous tense হয়।
গঠন প্রণালি: Subject-এর পর person ও number অনুসারে was বা were বসে এবং মূল verb-এর শেষে ing যোগ হয়।
যেমন:1) I was singing a song.
2) The moon was shining.
3) You were learning English.
4) She was not dancing.
5) The Students were not making a noise.
Past perfect tense: অতীত কালে সংঘটিত দুটি কাজের মধ্যে পূর্বে সংঘটিত কাজটির verb-এর past perfect tense হয় এবং পরে সংঘটিত কাজটির verb-এর past indefinite tense হয়।
গঠন প্রণালি: Subject-এর পর had বসে এবং মূল verb-এর past participle form ব্যবহূত হয়।
যেমন: 1) The patient had died before the doctor came.
2) The train had left before we reached the station.
3) We reached home after the sun had set.
৪. Past perfect continuous tense: অতীত কালে সংঘটিত দুটি কাজের মধ্যে পূর্বে সংঘটিত কাজটি কিছু সময় যাবত চলছিল এরূপ বোঝালে verb-এর past perfect continuous tense হয়।
গঠন প্রণালি: Subject-এর পর had been বসে এবং মূল verb-এর শেষে ing যোগ হয়।
যথা:1) The boys had been making a noise before the class began.
2) I had been walking before the sun set.
3) I had been doing sums before you came.

Future tense (ভবিষ্যৎ কাল)
Future indefinite tense: ভবিষ্যৎ কালে কোন কাজ সাধারণভাবে সংঘটিত হবে এরূপ বোঝালে verb-এর future indefinite tense হয়।
গঠন প্রণালি: Subject-এর পর person ও number অনুসারে shall বা will বসে এবং মূল verb-এর present form ব্যবহূত হয়। যেমন:
1) I shall go to Sylhet.
2) He will buy a book.
3) He will not learn English.
4) Will you play football?
Future continuous tense: ভবিষ্যৎ কালে কোনো কাজ কিছু সময় ধরে হতে থাকবে বা চলতে থাকবে বোঝালে verb-এর future continuous tense হয়।
গঠন প্রণালি: Subject-এর পর person ও number অনুসারে shall be বা will be বসে এবং মূল verb-এর শেষে ing যোগ হয়। যেমন:
1) I shall be singing a song.
2) He will be catching fish.
3) She will not be dancing.
4) Ranu will not be singing.
5) Will they be playing football?
৩. Future perfect tense: ভবিষ্যৎ কালে সংঘটিত দুটি কাজের মধ্যে অপেক্ষাকৃত পূর্বে সংঘটিত কাজটির verb-এর future perfect Tense হয় এবং পরে সংঘটিত কাজটির verb-এর Present/future indefinite tense হয়।
গঠন প্রণালি: Subject-এর পর person ও number অনুসারে shall have বা will have বসে এবং মূল verb-এর past participle form ব্যবহূত হয়। যেমন:
1) I shall have done the sum before I go to school.
2) She will have done the work by this time.
3) They will have reached home before the rain sets in.
4) I shall have finished the work before father comes.
Future perfect continuous tense: ভবিষ্যৎ কালে সংঘটিত দুটি কাজের মধ্যে একটি কাজ অপর কাজটি শুরু হওয়ার পূর্ব পর্যন্ত কিছুকাল ধরে চলতে থাকবে বোঝালে পূর্ববর্তী কাজটি future perfect continuous tense হয় এবং পরবর্তী কাজটি Present/future indefinite tense হয়।
গঠন প্রণালি: Subject-এর পর shall have been বা will have been বসে এবং মূল verb-এর শেষে ing যোগ হয়। যেমন:
1) I shall have been doing the sum before he arrives.
2) She will take rest after she will have been walking for two hours.
3) They will have been playing before the sun sets.
4) I shall have been sleeping before the sun rises

17 comments:

besttipsforhair said...

i like you thanks for all

md said...

thanks unlimited to you

MattGone said...

hey, it a very good and short lesson. Thanks. Btw could you just change the backgroud! it tough to read....

Unknown said...

Thanks it is very good lesson

Unknown said...

it is a good lesson for teach, tnkhz.......

julibd said...

যারা বি সি এস, ব্যাংক নিয়োগ বা অন্যকোন নিয়োগ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য www.etestbd.com নিয়ে এলো ৯০+ টি অনলাইন মডেল টেষ্ট (ফ্রী)।
তাই যারা নিজের প্রস্তুতি কেমন হয়েছে বা হচ্ছে জানতে চান তারা ভিজিট করুন www.etestbd.com বা এখানে ক্লিক করুন

Unknown said...

hello

i hope this topic tense to help some people who are not know tense to learn about tense.

thank you...

Rectopen said...

thanks to you, due to i learn to something from this site

Unknown said...

I would like to thank you 😊 for post this topic of tense...It helps who doesn't know tense...so thank u so much 😊....for giving this...

Unknown said...

thanks ..

Unknown said...

Thanks and u did a excellent job.Its really helpful for all.
Hope in future you will discuss new new topic for us.

Unknown said...

Thank u so......much sir.khub easy kosa bujhano hoyace 😉😉

Unknown said...

nice

Alimsir said...

ok

Fitgirl Repack said...

nice post.
tense in bangla is very helpful for us.
thanks for share this post.

Torrent said...

get free books.
bangla pdf books

Alimsir said...

Good

Post a Comment

Composition on Female Education in Bangladesh for Examination

  Female Education in Bangladesh Education is a light to which everybody has the equal right. Education is the backbone of a nation. The ...