Friday, November 2, 2012

পরিবেশ পরিচিতি সমাজ for PEC Exam

বহুনির্বাচনী প্রশ্ন (যোগ্যতাভিত্তিক)
সঠিক উত্তরটি খাতায় লেখ :

প্রশ্ন : কোনটি ইউরোপের দেশ-

(ক) লিবিয়া (খ) কেনিয়া
(গ) ইতালি (ঘ) কঙ্গো
উত্তর : (গ) ইতালি
প্রশ্ন :কোনটি আফ্রিকার দেশ?
(ক) নরওয়ে (খ) ফ্রান্স
(গ) গ্রিস (ঘ) আলজেরিয়া
উত্তর : (ঘ) আলজেরিয়া
প্রশ্ন :ল্যুভর মিউজিয়াম কোথায় অবস্থিত?
(ক) তানজানিয়ায় (খ) লন্ডনে
(গ) প্যারিসে (ঘ) কেনিয়ায়
উত্তর :(গ) প্যারিসে
প্রশ্ন :ফরাসিদের বিজয় দিবস কবে?
(ক) ৮ মে (খ) ১৪ জুলাই
(গ) ১৫ আগস্ট (ঘ) ১৬ ডিসেম্বর
উত্তর : (ক) ৮ মে
প্রশ্ন :ছাগলের মাথা কোন দেশের খাবার?
(ক) যুক্তরাজ্যের (খ) কেনিয়ার
(গ) ফ্রান্সের (ঘ) নাইজেরিয়ার
উত্তর :(খ) কেনিয়ার
প্রশ্ন :কত সালে জাতিসংঘ গঠিত হয়?
(ক) ১৯৪৩ (খ) ১৯৪৪
(গ) ১৯৪৫ (ঘ) ১৯৪৬
উত্তর : (গ) ১৯৪৫
প্রশ্ন :বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য?
(ক) ১৩৬তম (খ) ১৩৭তম
(গ) ১৩৮তম (ঘ) ১৩৯তম
উত্তর : (খ) ১৩৭তম
প্রশ্ন :বর্তমানে জাতিসংঘের সদস্য সংখ্যা কত?
(ক) ১৯৩ (খ) ১৯৪ (গ) ১৯৫ (ঘ) ১৯৬
উত্তর :(ক) ১৯৩
প্রশ্ন :বাংলাদেশ কত সালে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করেছে?
(ক) ১৯৮৭ (খ) ১৯৮৮ (গ) ১৯৮৯ (ঘ) ১৯৯০
উত্তর :(গ) ১৯৮৯
প্রশ্ন :জাতিসংঘ মহাসচিব নিয়োগ জাতিসংঘের কোন সংস্থার কাজ?
(ক) নিরাপত্তা পরিষদ (খ) সাধারণ পরিষদ
(গ) জাতিসংঘ সচিবালয় (ঘ) অছি পরিষদ
উত্তর :(খ) সাধারণ পরিষদ
প্রশ্ন :শিক্ষা বিষয়ক গবেষণায় সহযোগিতা করে কোন সংস্থা?
(ক) ইউনিসেফ (খ) ইউএনডিপি
(গ) ইউনেস্কো (ঘ) বিশ্ব স্বাস্থ্য সংস্থা
উত্তর : (গ) ইউনেস্কো
প্রশ্ন :বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাজের ফলে বিশ্ব থেকে কোন রোগ নির্মূল হয়েছে?
(ক) পোলিও (খ) যক্ষ্মা
(গ) গুটি বসন্ত (ঘ) টাইফয়েড
উত্তর : গুটি বসন্ত
প্রশ্ন :বিভিন্ন এলাকায় উৎপাদনের মাধ্যমে দরিদ্র লোকজনকে স্বনির্ভর করে গড়ে তোলার জন্য সরকারের কোন বিভাগ প্রশিক্ষণ দিয়ে থাকে?
(ক) শিল্প বিভাগ (খ) শিক্ষা বিভাগ
(গ) কৃষি বিভাগ (ঘ) যোগাযোগ বিভাগ
উত্তর : (গ) কৃষি বিভাগ
প্রশ্ন :কাব দল কোথায় রয়েছে?
(ক) বিশ্ববিদ্যালয়ে
(খ) মেডিকেল কলেজে
(গ) কৃষি বিশ্ববিদ্যালয়ে
(ঘ) বিদ্যালয়ে
উত্তর : (ঘ) বিদ্যালয়ে
প্রশ্ন :মোহনারা বগুড়ায় থাকে। মোহনার বাবা মোহনাদের সবার সঙ্গে আলাপ-আলোচনা করে ঠিক করলেন ঈদের পরের দিন মহাস্থানগড়ে বেড়াতে যাবে। এক্ষেত্রে বেড়ানোটা মোহনাদের জন্য কেমন হবে?
(ক) কষ্টের (খ) নিরানন্দের (গ) উপভোগ করবে (ঘ) খারাপ লাগবে
উত্তর : (গ) উপভোগ করবে
প্রশ্ন :নাগরিক হওয়ার শর্ত কোনটি?
(ক) রাষ্ট্রের প্রতি দায়িত্ব পালন না করা (খ) রাষ্ট্রের প্রতি অনুগত না থাকা
(গ) অন্য রাষ্ট্রের স্থায়ী বাসিন্দা (ঘ) রাষ্ট্রের প্রতি অনুগত থাকা
উত্তর :(ঘ) রাষ্ট্রের প্রতি অনুগত থাকা

No comments:

Post a Comment

Composition on Female Education in Bangladesh for Examination

  Female Education in Bangladesh Education is a light to which everybody has the equal right. Education is the backbone of a nation. The ...