Friday, November 2, 2012

Bangla 1st paper for JSC Exam

নদীর স্বপ্ন
১৭। 'নদীর স্বপ্ন' কবিতায় যে মাছের নাম উল্লেখ করা হয়েছে_
র. ইলিশ রর. বোয়াল ররর. চিতল
নিচের কোনটি সঠিক?
ক. র খ. রর গ. ররর ঘ. রর এবং ররর
১৮। কোনটিকে 'আকাশের মুখে তিল' বলা হয়েছে?
ক. জেলের নৌকা খ. আকাশের তারা
গ. ছোট পাখি ঘ. সন্ধ্যার রোদ
১৯। মাঝির গান গাওয়া হলে তাকে কী করতে অনুরোধ করা হয়েছে?
ক. পাল নামাতে খ. গল্প বলতে
গ. বাড়ি ফিরতে ঘ. উনুন ধরাতে
২০। 'ছোকানুরে, তুই আকাশে রানী, আমি পদ্মার রাজা'_ এ পঙ্ক্তিটিতে কোন আবেগ ফুটে উঠেছে?
ক. সহমর্মিতা খ. না পাওয়ার বেদনা
গ. হতাশা ঘ. উচ্ছ্বাস

উত্তর : ১. খ ২. খ ৩. খ ৪. ঘ ৫. ক ৬. ঘ ৭. খ ৮. গ ৯. ঘ ১০. ঘ ১১. গ ১২. ক ১৩. গ ১৪. ঘ ১৫. খ ১৬. গ ১৭. ক ১৮. গ ১৯. খ ২০. ঘ।
হ আবার আসিব ফিরে
১. 'আবার আসিব ফিরে' কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে?
ক) রূপসী বাংলা খ) ঝরা পালক
গ) বনলতা সেন ঘ) ধূসর পাণ্ডুলিপি
২. 'হয়তো দেখিবে চেয়ে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে'_ এখানে 'সুদর্শন' শব্দের অর্থ কী?
ক) এক ধরনের মাছি
খ. এক ধরনের গুবরে পোকা
গ. এক ধরনের ফড়িং
ঘ. এক ধরনের প্রজাপতি
৩। 'ধানসিঁড়ি' কিসের নাম?
ক. একটি নদীর খ. একটি ফুলের
গ. একটি শহরের ঘ. একটি ধানের
৪। কবি জীবনানন্দ দাশ কোথায় জন্মগ্রহণ করেন?
ক. কলকাতা শহরে খ. ঢাকা শহরে
গ. বরিশাল শহরে ঘ. কুমিল্লা শহরে
৫। জীবনানন্দ দাশ কোন বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাস করেন?
ক. ঢাকা বিশ্ববিদ্যালয়
খ. কলকাতা বিশ্ববিদ্যালয়
গ. চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
ঘ. মাদ্রাজ বিশ্ববিদ্যালয়
৬। কোন বিষয়ে অধ্যাপক হিসেবে জীবনানন্দ দাশ তার কর্মজীবন শুরু করেন?
ক. বাংলা খ. ইংরেজি
গ. সংস্কৃত ঘ. প্রাকৃত
৭। এক সময় জীবনানন্দ দাশ কোন পেশা অবলম্বন করেছিলেন?
ক. ওকালতি খ. ডাক্তারি
গ. সাংবাদিকতা ঘ. জমিদারি
৮। কবি এই কার্তিকের নবান্নের দেশে আসতে চান-
ক. সন্ধ্যার কাক হয়ে
খ. ভোরের কাক হয়ে
গ. সন্ধ্যার পেঁচা হয়ে
ঘ. দুপুরের শালিক হয়ে
৯। 'সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে'_ কী হয়ে কবির সারাদিন কেটে যাবে?
ক. কিশোর হয়ে খ. বক হয়ে
গ. শঙ্খচিল হয়ে ঘ. হাঁস হয়ে
১০। '... হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙা বায়'_ কোথায় ডিঙা বায়?
ক. জলাঙ্গীর নোনা জলে
খ. ধানসিঁড়ির ঘোলা জলে
গ. রূপসার ঘোলা জলে
ঘ. গাঙুরের ঘোলা জলে





দেশ
৪। সবুজ ক্ষেতের ওপর বয়ে যাওয়া বাতাসকে কবি কী রূপে কল্পনা করেছেন?
ক. সতেজ হাওয়া খ. সজীব হাওয়া
গ. সবুজ হাওয়া ঘ. রঙিন হাওয়া
৫। কবি মাতৃস্নেহের সমতুল্য বিবেচনা করেছেন কোনটিকে?
ক. ধানের ছড়া খ. ফুলের সুবাস
গ. বনের ছায়া ঘ. রোদের গুঁড়ো
৬। 'নিবিড় ছায়ায় আঁধার করা পাতার পারাবার'_ এখানে 'পারাবার' শব্দটির অর্থ কী?
ক. সমুদ্র খ. দিগন্ত
গ. গগন ঘ. জলাশয়
৭। 'ফুলের ফলের সুবাস ভরা এ কোন পরির দেশ?'_ কবি কোনটিকে 'পরির দেশ' বলেছেন?
ক. শ্যামদেশকে খ. বাংলাদেশকে
গ. ভারতকে ঘ. স্বপ্নের দেশকে
৮। '... বনের পাতা কাঁপছে তারি সুরে'_ কী রকম বনের পাতা কাঁপছে?
ক. সবুজ সবুজ খ. ছোট ছোট
গ. কালো কালো ঘ. কচি কচি
৯। 'দেশ' কবিতাটিতে কোন কালটির উল্লেখ আছে?
ক. গ্রীষ্মকাল খ. বসন্তকাল
গ. শরৎকাল ঘ. শীতকাল
১০. কবি জসীমউদ্দীন ফরিদপুর জেলার কোন গ্রামে জন্মগ্রহণ করেন?
ক. মহেশপুর খ. শরীয়তপুর
গ. গোবিন্দপুর ঘ. তাম্বুলখানা
১১। জসীমউদ্দীনের পিতৃনিবাস কোন গ্রামটিতে?
ক. তাম্বুলখানা খ. গোবিন্দপুর
গ. পায়রাবন্দ ঘ. টুঙ্গিপাড়া
১২। জসীমউদ্দীন কোন বিশ্ববিদ্যালয়ে এমএ পাস করেন?
ক. কলকাতা খ. চট্টগ্রাম
গ. ঢাকা ঘ. রাজশাহী
১৩। জসীমউদ্দীন কোন বিশ্ববিদ্যালয়ে পাঁচ বছর অধ্যাপনা করেন?
ক. ঢাকা বিশ্ববিদ্যালয় খ. কলকাতা বিশ্ববিদ্যালয়
গ. চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ঘ. লন্ডন বিশ্ববিদ্যালয়
১৪। জসীমউদ্দীন যখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র তখন কোন কবিতাটি বিশেষভাবে প্রশংসিত হয়?
ক. পল্লী জননী খ. কবর
গ. এক পয়সার বাঁশি ঘ. পল্লী বর্ষা
১৫। নিচের কোনটি জসীমউদ্দীনের গাথা কাব্যের অন্তর্গত?
ক. মা যে জননী কান্দে খ. নকশী কাঁথার মাঠ
গ. রঙিলা নায়ের মাঝি
ঘ. মাটির কান্না
১৬. জসীমউদ্দীনের কবিতায় যেটির সহজ সুন্দর রূপটি দেখতে পাওয়া যায়_
র. পল্লীর মানুষের
রর. পল্লীর প্রকৃতির
ররর. পল্লীর পশুপাখির
নিচের কোনটি সঠিক?
ক. র খ. রর গ. ররর ঘ. র এবং রর
১৭। জসীমউদ্দীন রচিত উপন্যাস_
র. বেদের মেয়ে
রর. বোবা কাহিনী
ররর. ব্যথার দান
নিচের কোনটি সঠিক?
ক. র খ. রর গ. ররর ঘ. র এবং ররর
১৮। 'রঙিলা নায়ের মাঝি' জসীমউদ্দীনের কোন ধরনের গ্রন্থ?
ক. কাব্য গ্রন্থ খ. উপন্যাস
গ. গানের সংকলন ঘ. গাথা কাব্য
১৯। জসীমউদ্দীন কোন বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডি.লিট ডিগ্রি লাভ করেন?
ক. কলকাতা খ. বিশ্বভারতী
গ. শান্তিনিকেতন ঘ. ঢাকা 
২০। জসীমউদ্দীন কোথায় মৃত্যুবরণ করেন?
ক. কলকাতায় খ. ঢাকায়
গ. বরিশালে ঘ. কুষ্টিয়ায়
উত্তর :১। গ ২। ঘ ৩। ঘ ৪। গ ৫। ক ৬। ক ৭। খ ৮। ঘ ৯। গ ১০। ঘ ১১। খ ১২। ক ১৩। ক ১৪। খ ১৫। খ ১৬। ঘ ১৭। খ ১৮। গ ১৯। খ ২০। খ

'প্রার্থী'

১। সুকান্ত ভট্টাচার্য কোথায় জন্মগ্রহণ করেন?
ক. কলকাতায় খ. রাজশাহীতে
গ. গোপালগঞ্জে ঘ. সিরাজগঞ্জে
২। সুকান্ত ভট্টাচার্যের পৈতৃক নিবাস কোথায়?
ক. মুন্সীগঞ্জে খ. গোপালগঞ্জে
গ. সিরাজগঞ্জে ঘ. হবিগঞ্জ
৩। কেমন পরিবারে সুকান্ত ভট্টাচার্য জন্মগ্রহণ করেন?
ক. নিম্নবিত্ত খ. মধ্যবিত্ত
গ. নিম্ন মধ্যবিত্ত ঘ. উচ্চবিত্ত
৪। সুকান্ত ভট্টাচার্য কী হিসেবে খ্যাতি অর্জন করেন?
ক. প্রকৃতি প্রেমিক কবি
খ. সমাজ সচেতন কবি
গ. ডানপন্থি বিপ্লবী কবি
ঘ. বামপন্থি বিপ্লবী কবি
৫। সুকান্ত ভট্টাচার্য কত বছর বয়সে মারা যান?
ক. একুশ বছর খ. বাইশ বছর
গ. পঁচিশ বছর ঘ. ত্রিশ বছর
৬। সুকান্ত ভট্টাচার্য রচিত কাব্যগ্রন্থ_
র. ছাড়পত্র
রর. ঘুম নেই
ররর. অভিলাষ
নিচের কোনটি সঠিক?
ক. র এবং রর খ. রর এবং ররর
গ. ররর ঘ. র, রর, ররর
৭। সুকান্ত ভট্টাচার্যের কবিতায় উচ্চারিত হয়েছে_
র. আত্মনিবেদন
রর. প্রতিবাদ
ররর. বিদ্রোহের সুর
নিচের কোনটি সঠিক?
ক. র খ. রর এবং ররর
গ. ররর ঘ. র এবং রর
৮। সকালের এক টুকরো রোদকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন?
ক. এক টুকরো কাপড়
খ. এক জ্বলন্ত অগি্নপিণ্ড
গ. এক টুকরো সোনা
ঘ. কৃষকের চঞ্চল চোখ
৯। সূর্যের কাছে রাস্তার ধারের উলঙ্গ ছেলেটার জন্য উত্তাপ চাওয়ার মধ্যে কবির যে অনুভূতি প্রকাশ পেয়েছে তা হলো_
র. সহযোগিতা রর. সহগামিতা
ররর. সহমর্মিতা
নিচের কোনটি সঠিক?
ক. র খ. রর
গ. র এবং রর ঘ. ররর
১০। কবি সূর্যের কাছে কী প্রার্থনা করেছেন?
ক. উত্তাপ খ. সম্পদ
গ. অগি্নকুণ্ড ঘ. আলো
১১। 'প্রার্থী' কবিতাটি কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে?
ক. ছাড়পত্র খ. অভিযান
গ. হরতাল ঘ. পূর্বাভাস
১২। কবি সুকান্ত ভট্টাচার্য নিচের কোন পত্রিকার 'কিশোর সভা' অংশের প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন?
ক) দৈনিক স্বর্ণলতা
খ) দৈনিক স্বাধীনতা
গ) দৈনিক রূপকথা
ঘ) দৈনিক সবুজপাতা 


প্রার্থী'
১৩. 'তোমার কাছে উত্তাপ পেয়ে একদিন হয়তো আমরা প্রত্যেকেই এক একটা অবহেলিত ও বঞ্চিত মানুষ'_ এক একটা কিসে পরিণত হবে?
ক) সোনার টুকরায় খ) লৌহ মানবে
গ) জ্বলন্ত অগি্নকুণ্ডে ঘ) প্রদীপ শিখায়
১৪. রাস্তার ধারের উলঙ্গ ছেলেটিকে কবি কী দিয়ে ঢেকে দিতে চান?
ক) নরম আদরে খ) সোনালি চাদরে
গ) রূপালি রোদে ঘ) গরম কাপড়ে
১৫. কবি সুকান্ত ভট্টাচার্য অবহেলিত ও বঞ্চিত শিশুদের কল্যাণে সূর্যের কাছ থেকে কী পেতে চান?
ক) প্রেরণা খ) ভালোবাসা
গ) যন্ত্রণা ঘ) উজ্জ্বলতা
উদ্দীপকটি পড়ে ১৬নং প্রশ্নের উত্তর দাও :
ঢাকা শহরে ৩০ বছর ধরে রিকশা চালিয়ে আবু মিয়া বেশকিছু টাকা জমিয়ে গ্রামে গিয়ে একটি এতিমখানা প্রতিষ্ঠা করেন। সেখানে সমাজের অবহেলিত ও বঞ্চিত শিশুদের থাকা-খাওয়া ও লেখাপড়ার ব্যবস্থা করেন তিনি।
১৬. তোমার পঠিত কোন কবিতার মূল চেতনার সঙ্গে উদ্দীপকটির মূলভাবের সাদৃশ্য খুঁজে পাওয়া যায়?
ক) প্রার্থী খ) মানবধর্ম
গ) দেশ ঘ) পাছে লোকে কিছু বলে

উত্তর : ১-ক, ২-খ, ৩-গ, ৪-ঘ, ৫-ক, ৬-ক, ৭-খ, ৮-গ, ৯-ঘ, ১০-ক, ১১-ক, ১২-খ, ১৩-গ, ১৪-ঘ, ১৫-ক, ১৬-ক

হএকুশের গান
১। আবদুল গাফ্ফার চৌধুরী কোন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন?
ক. ঢাকা খ. কলকাতা
গ. লন্ডন ঘ. রাজশাহী
২। আবদুল গাফ্ফার চৌধুরী কোনটিকে পেশা হিসেবে গ্রহণ করেন?
ক. অধ্যাপনা খ. আইন ব্যবসা
গ. রাজনীতি ঘ. সাংবাদিকতা
৩। আবদুল গাফ্ফার চৌধুরী রচিত উল্লেখযোগ্য শিশুতোষ গ্রন্থ_
র. ডানপিটে শওকত
রর. আঁধার কুঠির ছেলেটি
ররর. অভিযান
নিচের কোনটি সঠিক?
ক. র খ. র এবং রর গ. ররর ঘ. রর এবং ররর
৪। আবদুল গাফ্ফার চৌধুরী কোন জেলায় জন্মগ্রহণ করেন?
ক. ঢাকা খ. নরসিংদী
গ. রাজশাহী ঘ. বরিশাল
৫। 'শিশু হত্যার বিক্ষোভে আজ কাঁপুক বসুন্ধরা_ 'বসুন্ধরা' অর্থ কী?
ক. পৃথিবী খ. ব্যবসা কেন্দ্র
গ. বাসস্থান ঘ. স্বর্গীয় উদ্যান
৬। আবদুল গাফ্ফার চৌধুরী কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন?
ক. ১৯৩৪ খ. ১৯৪৩
গ. ১৯৪৫ ঘ. ১৯৫৪
৭। আবদুল গাফ্ফার চৌধুরী রচিত 'একুশের গান' হাসান হাফিজুর রহমান সম্পাদিত কোন গ্রন্থে সংকলিত হয়েছে?
ক. একুশে ফেব্রুয়ারি
খ. শহীদ দিবস
গ. অমর একুশ
ঘ. একুশের পঙ্ক্তিমালা
৮। আবদুল গাফ্ফার চৌধুরী একাধারে খ্যাতিমান_
র. কথাশিল্পী রর. গীতিকার ররর. নাট্যকার
নিচের কোনটি সঠিক?
ক. র খ. রর গ. র এবং রর ঘ. ররর


একুশের গান
৯। তৎকালীন শাসক ও শোষকরা মানুষের কেড়ে নিয়েছে_
র. অন্ন রর. বস্ত্র ররর. শান্তি
নিচের কোনটি সঠিক?
ক. র এবং রর খ. রর এবং ররর
গ. র এবং ররর ঘ. র, রর এবং ররর
১০। 'ছেলেহারা শত মায়ের অশ্রু-গড়া এ ফেব্রুয়ারি'_ এখানে অশ্রু-গড়া বলতে কবি কী বুঝিয়েছেন?
ক. স্নেহে পূর্ণ
খ. ভালোবাসায় নির্মিত
গ. চোখের পানিতে নির্মিত
ঘ. অনেক শোকে
১১। 'আমার সোনার দেশের রক্তে রাঙানো' বলতে কবি কী বোঝাতে চেয়েছেন?
ক. বহু মানুষের আত্মোৎসর্গ খ. নতুন দিনের সূচনা
গ. দেশের সোনালি ভবিষ্যৎ
ঘ. রক্তাক্ত সংগ্রামী দিন
১২। 'আমার শহীদ ভাইয়ের আত্মা ডাকে'_ এখানে কোন শহীদের কথা বলা হয়েছে?
ক. একাত্তরের মুক্তিযুদ্ধের
খ. বায়ান্নর ভাষা আন্দোলনের
গ. ঊনসত্তরের গণঅভ্যুত্থানের ঘ. বাষট্টির গণঅভ্যুত্থানের

উত্তর : ১। ক ২। ঘ ৩। খ ৪। ঘ ৫। ক ৬। ক ৭। ক ৮। গ ৯। ঘ ১০। গ ১১। ক ১২। খ

হ'মানবধর্ম'

১. 'মানবধর্ম' কবিতাটির রচয়িতা কে?
ক. কাজী নজরুল ইসলাম
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. জসীমউদ্দীন
ঘ. লালন শাহ
২. লালন শাহ কী ধরনের কবি?
ক. মানবতাবাদী মরমি কবি
খ. স্বদেশ প্রেমিক কবি
গ. প্রকৃতি প্রেমিক কবি
ঘ. বিদ্রোহী কবি
৩. লালন শাহের গানের বিশেষ বৈশিষ্ট্য-
র. অধ্যাত্ম ভাব
রর. মরমি রস ব্যঞ্জনা
ররর. প্রকৃতি চেতনা
নিচের কোনটি সঠিক?
ক. র খ. রর গ. র এবং রর ঘ. ররর
৪. লালন শাহ কোথায় মৃত্যুবরণ করেন?
ক. কুষ্টিয়ায় খ. কুমিল্লায়
গ. যশোরে ঘ. বরিশালে
৫. লালন শাহ কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন?
ক. ১৭৭২ খ. ১৭৯০ গ. ১৮৭২ ঘ. ১৮৯০
৬. লালন শাহ গানে নিজেকে কী হিসেবে উল্লেখ করেছেন?
ক. কবি লালন খ. ফকির লালন
গ. গায়ক লালন ঘ. মরমি লালন
৭. 'গর্তে গেলে কূপজল কয়_ 'কূপজল' অর্থ কী?
ক. শীতল জল খ. খালের জল
গ. কুয়োর পানি ঘ. দুর্গদ্ধযুক্ত পানি
৮. মানুষের কোন পরিচয়টি বড় হওয়া উচিত বলে তুমি মনে কর?
ক. সামাজিক পরিচয় খ. ধর্মীয় পরিচয়
গ. মানুষ পরিচয় ঘ. পেশার পরিচয়
৯. লালনের মতে মানুষের জন্য ক্ষতিকর_
র. কূপের জল রর. জাতের বড়াই
ররর. বংশ কৌলিন্য
নিচের কোনটি সঠিক?
ক. র খ. রর গ. ররর ঘ. রর এবং ররর
১০. 'কালো আর ধলো বাহিরে কেবল ভিতরে সবার সমান রাঙা।'_ এ কবিতাংশটির মর্মার্থে মূলত প্রকাশ পেয়েছে লালনের_
র. ধর্মের প্রতি অবিশ্বাস
রর. অসাম্প্রদায়িক চেতনা
ররর. মানবতা বোধ
নিচের কোনটি সঠিক?
ক. র খ. রর গ. রর এবং ররর ঘ. ররর
১১. 'সব লোকে কয় লালন কী জাত সংসারে'_ এ গানটিতে লালন শাহ মানুষের কোন পরিচয় নিয়ে প্রশ্ন তুলেছেন?
ক. সামাজিক পরিচয় খ. জাত পরিচয়
গ. ঐতিহ্য পরিচয় ঘ. স্বদেশ পরিচয়
১২. লালন শাহ কার শিষ্যত্ব গ্রহণ করে লালন শাহ নামে পরিচিতি অর্জন করেন?
ক. শাহবাজ সাঁই খ. করিম সাঁই
গ. সিরাজ সাঁই ঘ. বলকন সাঁই

উত্তর : ১. ঘ ২. ক ৩.গ ৪. ক ৫. ঘ ৬. খ ৭. গ ৮. গ ৯. ঘ ১০. গ ১১. খ ১২. গ। 

১। 'জাগো তবে অরণ্য কন্যারা' কবিতাটির রচয়িতা কে?
ক. কাজী নজরুল ইসলাম
খ. সুফিয়া কামাল
গ. জসীমউদ্দীন
ঘ. সুকান্ত ভট্টাচার্য
২। 'জাগো তবে অরণ্য কন্যারা' কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে?
ক. উদাত্ত পৃথিবী খ. সাঁঝের মায়া
গ. মায়া কাজল ঘ. ইতল বিতল
৩। কবি সুফিয়া কামাল কোন গ্রামে জন্মগ্রহণ করেন?
ক. পায়রাবন্দ খ. শায়েস্তাবাদ
গ. নবীনগর ঘ. মানিকগঞ্জ
৪। কবি সুফিয়া কামালের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ-
র. সাঁঝের মায়া
রর. মায়া কাজল
ররর. ইতল বিতল
নিচের কোনটি সঠিক?
ক. র খ. রর
গ. ররর ঘ. র এবং রর
৫। কবি সুফিয়া কামালের পৈতৃক নিবাস কোথায় ছিল?
ক. কুমিল্লা খ. কলকাতা
গ. বরিশাল ঘ. নোয়াখালী
৬। কবি সুফিয়া কামালের স্মৃতিকথামূলক গ্রন্থ কোনটি?
ক. আমার ছেলেবেলা
খ. ফেলে আসা দিনগুলো
গ. একাত্তরের ডাইরি
ঘ. মধুময় স্মৃতিকথা
৭। মৌসুমে ফুলের গান কার কণ্ঠে আর জাগে না?
ক. সাধারণ মানুষের
খ. সুফিয়া কামালের
গ. অরণ্যের
ঘ. পাখিদের
৮। 'কঙ্কন' শব্দের অর্থ কী?
ক. কাঁকন খ. কণ্টক
গ. কঠিন ঘ. যন্ত্রণা
৯। প্রকৃতির রূপ সচেতন কবি সুফিয়া কামাল তার চার পাশের কী লক্ষ্য করে ব্যথিত হয়েছেন?
ক. বৃক্ষরোপণ খ. অরণ্য-নিধন
গ. মুমূর্ষু মানুষ ঘ. পরাধীন জাতি
১০। 'সেখানে ক্ষরিছে স্নেহ পল্লবের নিবিড় ছায়ায়'_ 'পল্লব' শব্দের অর্থ কী?
ক. বৃক্ষ খ. অরণ্য
গ. নতুন পাতা ঘ. গাছের ডাল
১১। 'জাগো তবে অরণ্য কন্যারা' কবিতাটি পাঠের মধ্য দিয়ে শিক্ষার্থীরা কিসের প্রতি সহানুভূতিশীল হবে?
ক. মানুষের প্রতি
খ. শিশুদের প্রতি
গ. নারী জাতির প্রতি
ঘ. প্রকৃতি জগতের প্রতি
১২। 'জাগো তবে অরণ্য কন্যারা' বলে কবি কাদের জেগে ওঠার আহ্বান জানিয়েছেন?
ক. বৃক্ষ শাখাদের
খ. নারী সমাজকে
গ. বৃক্ষ-কন্যাদের
ঘ. বৃক্ষের ফুল-পাতাদের
১৩। কবি অরণ্য কন্যাদের জেগে ওঠার আহ্বান জানিয়েছেন কেন?
ক. পৃথিবীতে সবুজের বিস্তারের জন্য
খ. মানুষের অস্তিত্ব রক্ষার জন্য
গ. ভালোভাবে বেঁচে থাকার জন্য
ঘ. মৌসুমি ফুল দেখার জন্য
১৪। কবি সুফিয়া কামাল কোথায় মৃত্যুবরণ করেন?
ক. কলকাতায় খ. রাজশাহীতে
গ. কুমিল্লায় ঘ. ঢাকায়
নিচের উদ্দীপকটি পড়ে ১৫ এবং ১৬নং প্রশ্নের উত্তর দাও:
পৃথিবীর জনসংখ্যা ক্রমাগত বৃদ্ধির ফলে প্রতিনিয়ত কমছে আবাদি জমি, বন, জঙ্গল। ফলে বৃদ্ধি পাচ্ছে বৈশ্বিক উষ্ণতা, ঘটছে পরিবেশ বিপর্যয়। বিষয়টি উপলব্ধি করে ফজলুল হক খাঁ নিজের এলাকায় প্রতি বছর বৃক্ষরোপণ অভিযান পরিচালনা করেন।
১৫. উদ্দীপকে বর্ণিত বাড়তি জনসংখ্যার ফলে সৃষ্ট সমস্যাটি 'জাগো তবে অরণ্য কন্যারা' কবিতার যে অবস্থাকে নির্দেশ করে_
র. বৃক্ষশূন্য পৃথিবী
রর. বৃক্ষের সমারোহ
ররর. ফুল-ফসলে পূর্ণ পৃথিবী
নিচের কোনটি সঠিক?
ক. র খ. র গ. ররর ঘ. রর এবং রর

উত্তরমালা :১. খ ২. ক ৩. খ ৪. ঘ ৫. ক ৬. গ ৭. খ ৮. ক ৯. খ ১০. গ ১১. ঘ ১২. গ ১৩.ক ১৪. ঘ ১৫. ক
 

No comments:

Post a Comment

Composition on Female Education in Bangladesh for Examination

  Female Education in Bangladesh Education is a light to which everybody has the equal right. Education is the backbone of a nation. The ...