Friday, November 2, 2012

পরিবেশ পরিচিতি সমাজ (মডেল প্রশ্ন-৩) for PEC Exam

রিবেশ পরিচিতি সমাজ (মডেল প্রশ্ন-৩)
সময়-২ ঘণ্টা :পূর্ণমান-১০০

বহুনির্বাচনী প্রশ্ন (যোগ্যতাভিত্তিক)

সঠিক উত্তরটি খাতায় লেখ :
প্রশ্ন :শহরে নিজ এলাকা বলতে কী বোঝায়?
(ক) মহল্লা (খ) ইউনিয়ন
(গ) গ্রাম (ঘ) থানা
উত্তর : (ক) মহল্লা
প্রশ্ন :আমাদের শ্বাস-প্রশ্বাসের জন্য প্রয়োজনীয় অক্সিজেন আমরা কোথা থেকে পেয়ে থাকি?
(ক) গাছ (খ) পানি
গ) আলো (ঘ) অন্ধকার
উত্তর : (ক) গাছ
প্রশ্ন :রোহনরা তাদের এলাকার বিভিন্ন জায়গায় গাছ লাগানোর পরিকল্পনা গ্রহণ করলো। এই গাছপালা লাগানোকে কী বলা যেতে পারে?
(ক) রাস্তাঘাট সংস্কার (খ) নদী ভাঙন রোধ (গ) পুকুর সংস্কার (ঘ) সামাজিক বনায়ন
উত্তর : (ঘ) সামাজিক বনায়ন
প্রশ্ন :কোথাকার পানি নিরাপদ?
(ক) খালের (খ) পুকুরের
(গ) গভীর নলকূপের (ঘ) বিলের
উত্তর : (গ) গভীর নলকূপের
প্রশ্ন :নলকূপের গোড়া অপরিচ্ছন্ন থাকলে পানি কী হতে পারে?
(ক) বিষাক্ত (খ) দূষিত
(গ) লবণাক্ত (ঘ) আর্সেনিকযুক্ত
উত্তর : (খ) দূষিত
প্রশ্ন :টিউবওয়েলের আর্সেনিকযুক্ত পানি দীর্ঘদিন পান করলে নিম্নের কোন রোগগুলো হতে পারে?
(ক) ডায়রিয়া ও কলেরা (খ) চর্মরোগ ও ক্যান্সার (গ) সর্দি ও কাশি (ঘ) যক্ষ্মা ও ফুসফুসের রোগ
উত্তর : (খ) চর্মরোগ ও ক্যান্সার
প্রশ্ন :বিভিন্ন এলাকায় উৎপাদনের মাধ্যমে দরিদ্র লোকজনকে স্বনির্ভর করে গড়ে তোলার জন্য সরকারের কোন বিভাগ প্রশিক্ষণ দিয়ে থাকে?
(ক) শিল্প বিভাগ (খ) শিক্ষা বিভাগ
(গ) কৃষি বিভাগ (ঘ) যোগাযোগ বিভাগ
উত্তর : (গ) কৃষি বিভাগ
প্রশ্ন :কাব দল কোথায় রয়েছে?
(ক) বিশ্ববিদ্যালয়ে (খ) মেডিকেল কলেজে (গ) কৃষি বিশ্ববিদ্যালয়ে (ঘ) বিদ্যালয়ে
উত্তর : (ঘ) বিদ্যালয়ে
প্রশ্ন :রাষ্ট্রীয় সম্পদকে কোন সম্পদ বলা হয়?
(ক) ব্যক্তিগত সম্পদ (খ) পারিবারিক সম্পদ
(গ) জনসম্পদ (ঘ) আন্তর্জাতিক সম্পদ
উত্তর : (গ) জনসম্পদ
প্রশ্ন :তুমি তোমার এক আত্মীয়ের বাসায় বেড়াতে যেয়ে দেখলে রান্নাঘরে গ্যাসের চুলা জ্বালানো রয়েছে, অথচ চুলায় কিছু রান্না হচ্ছে না। এক্ষেত্রে তুমি কী করবে?
(ক) বিষয়টি এড়িয়ে যাবে (খ) চুলা নিভিয়ে দিতে বলবে
(গ) চুলা জ্বালিয়ে রাখতে উৎসাহিত করবে (ঘ) বাসায় এসে মাকে চুলা জ্বালিয়ে রাখতে বলবে
উত্তর : (খ) চুলা নিভিয়ে দিতে বলবে
প্রশ্ন :গ্রামের বাড়ি থেকে তোমার এক আত্মীয় তোমাদের বাসায় এসে অসুস্থ হয়ে পড়লেন। এক্ষেত্রে করণীয় কী?
(ক) বাড়ি থেকে অসুস্থ আত্মীয়কে বের করে দেওয়া
(খ) অসুস্থ আত্মীয়কে গ্রামে পাঠিয়ে দেওয়া
(গ) অসুস্থ আত্মীয়ের সেবা করে সুস্থ করে তোলা
(ঘ) অসুস্থ আত্মীয়কে প্রতিবেশীর বাসায় পাঠিয়ে দেওয়া
উত্তর : (গ) অসুস্থ আত্মীয়ের সেবা করে সুস্থ করে তোলা
প্রশ্ন :স্কুলে তুমি সবার সাথে ভাল আচরণ কর। তোমার এই ভাল আচরণকে কী বলা হবে?
(ক) সময়ানুবর্তিতা (খ) সত্যবাদিতা
(গ) নিয়মানুবর্তিতা (ঘ) সদাচরণ
উত্তর : (ঘ) সদাচরণ
প্রশ্ন :পরিবার সমাজের কী ধরনের প্রতিষ্ঠান?
(ক) ব্যক্তিগত প্রতিষ্ঠান (খ) রাজনৈতিক প্রতিষ্ঠান
(গ) আন্তর্জাতিক প্রতিষ্ঠান (ঘ) প্রাথমিক প্রতিষ্ঠান
উত্তর : (ঘ) প্রাথমিক প্রতিষ্ঠান

বহুনির্বাচনী প্রশ্ন (যোগ্যতাভিত্তিক)
সঠিক উত্তরটি খাতায় লেখ :
প্রশ্ন : আমাদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে কী প্রধান ভূমিকা পালন করে?
(ক) বিদ্যালয় (খ) ক্রিকেট ক্লাব (গ) পাঠাগার (ঘ) ফুটবল ক্লাব
উত্তর : (ক) বিদ্যালয়
প্রশ্ন :কোনটি কৃষকের কাজ?
(ক) মাছ ধরা (খ) কুড়াল বানানো (গ) পোশাক তৈরি (ঘ) ফসল উৎপাদন
উত্তর : (ঘ) ফসল উৎপাদন
প্রশ্ন :দালানকোঠা তৈরি করেন কে?
(ক) কামার (খ) বিদ্যুৎ মিস্ত্রি (গ) রাজমিস্ত্রি (ঘ) নাপিত
উত্তর : (গ) রাজমিস্ত্রি
প্রশ্ন :জাপানের উন্নতির মূল চালিকা শক্তি কী?
(ক) রাজনীতিবিদ (খ) শ্রমিক (গ) প্রতিষ্ঠানের মালিক (ঘ) ব্যবসায়ী
উত্তর : (খ) শ্রমিক
প্রশ্ন :লাল মিয়া তার মেয়ে রাহেলার বিয়ে দেন পাশের গ্রামের জুলমুতের সঙ্গে। বিয়ের কিছুদিন পর থেকে জুলমুত রাহেলাকে নির্যাতন করতে থাকে বাবার বাড়ি থেকে টাকা আনার জন্য। - জুলমুতের রাহেলার ওপর এই নির্যাতন কোন মানবাধিকার বিরোধী ঘটনার সঙ্গে সাদৃশ্য রয়েছে?
(ক) শিশু শ্রম
(খ) নারী পাচার (গ) এসিড নিক্ষেপ
(ঘ) যৌতুকের কারণে অত্যাচার
উত্তর : (ঘ) যৌতুকের কারণে অত্যাচার
প্রশ্ন :বিশ্ব নারী দিবস পালন করা হয় কত তারিখে?
(ক) ৮ই মার্চ (খ) ১০ই মার্চ (গ) ১২ই মার্চ (ঘ) ১৪ই মার্চ
উত্তর : (ক) ৮ই মার্চ
প্রশ্ন :মোহনারা বগুড়ায় থাকে। মোহনার বাবা মোহনাদের সবার সঙ্গে আলাপ-আলোচনা করে ঠিক করলেন ঈদের পরের দিন মহাস্থানগড়ে বেড়াতে যাবে। এক্ষেত্রে বেড়ানোটা মোহনাদের জন্য কেমন হবে?
(ক) কষ্টের (খ) নিরানন্দের (গ) উপভোগ করবে (ঘ) খারাপ লাগবে
উত্তর : (গ) উপভোগ করবে
প্রশ্ন :নাগরিক হওয়ার শর্ত কোনটি?
(ক) রাষ্ট্রের প্রতি দায়িত্ব পালন না করা (খ) রাষ্ট্রের প্রতি অনুগত না থাকা
(গ) অন্য রাষ্ট্রের স্থায়ী বাসিন্দা (ঘ) রাষ্ট্রের প্রতি অনুগত থাকা
উত্তর :(ঘ) রাষ্ট্রের প্রতি অনুগত থাকা
প্রশ্ন :কোনটি সামাজিক অধিকার?
(ক) রাষ্ট্রের সর্বত্র অবাধে চলাফেরার অধিকার
(খ) রাষ্ট্রের যে কোনো স্থানে বসবাসের অধিকার
(গ) সরকারি চাকরি লাভের অধিকার (ঘ) আয় করার অধিকার
উত্তর : (ক) রাষ্ট্রের সর্বত্র অবাধে চলাফেরার অধিকার
প্রশ্ন :মজনুন লেখাপড়া শেষ করে মাছ চাষের মাধ্যমে রোজগার করার সিদ্ধান্ত নেয়। মজনুনের এই সিদ্ধান্ত নাগরিক হিসেবে কোন অধিকারের অন্তর্ভুক্ত?
(ক) সামাজিক (খ) রাজনৈতিক (গ) সাংস্কৃতিক (ঘ) অর্থনৈতিক
উত্তর : (ঘ) অর্থনৈতিক
প্রশ্ন :সুনাগরিক হতে হলে নাগরিকের কয়টি প্রধান গুণ থাকতে হবে?
(ক) চারটি (খ) তিনটি
(গ) দুইটি (ঘ) একটি
উত্তর : (খ) তিনটি
প্রশ্ন :আমাদের দেশে কয় বছর পর পর জাতীয় নির্বাচন হয়?
(ক) তিন (খ) চার
(গ) পাঁচ (ঘ) ছয়
উত্তর : (গ) পাঁচ
প্রশ্ন :কোনটি সাংস্কৃতিক পরিবেশের বিষয়?
(ক) পাহাড় (খ) সমভূমি (গ) খাদ্য (ঘ) মালভূমি
উত্তর : (গ) খাদ্য 
বহুনির্বাচনী প্রশ্ন (যোগ্যতাভিত্তিক)
সঠিক উত্তরটি খাতায় লেখ :
প্রশ্ন : ছকবর্গ কেমন হলে মানচিত্র নিখুঁতভাবে আঁকা সম্ভব হবে?
(ক) যত ছোট হবে (খ) যত বড় হবে
(গ) ছকবর্গ এলোমেলো হলে (ঘ) মাঝারি হবে
উত্তর : (ক) যত ছোট হবে
প্রশ্ন :আমাদের দেশের প্রধান শস্য কোনটি?
(ক) ডাল (খ) গম (গ) তৈলবীজ (ঘ) ধান
উত্তর : (ঘ) ধান
প্রশ্ন :বাংলাদেশের প্রধান অর্থকরী ফসলের নাম কী?
(ক) পাট (খ) চা (গ) তামাক (ঘ) তুলা
উত্তর : (খ) চা
প্রশ্ন :কোনটি মিঠাপানির মাছ?
(ক) আইড় (খ) ভেটকি (গ) লইট্যা (ঘ) গজার
উত্তর : (ক) আইড়
প্রশ্ন :পিট কয়লার খনি কোথায় রয়েছে?
(ক) সিলেটে (খ) চট্টগ্রামে
(গ) কুমিল্লায় (ঘ) খুলনায়
উত্তর : (ঘ) খুলনায়
প্রশ্ন :কক্সবাজারের সমুদ্র সৈকতে কোন খনিজ সম্পদ পাওয়া যায়?
(ক) সিলিকা বালি (খ) খনিজ বালি
(গ) কঠিন শিলা (ঘ) চুনাপাথর
উত্তর :(খ) খনিজ বালি
প্রশ্ন :কিসের প্রভাবে ম্যানগ্রোভ বনভূমি গড়ে উঠেছে?
(ক) জোয়ার-ভাটার (খ) জলোচ্ছ্বাসের
(গ) ঘূর্ণিঝড়ের (ঘ) নদীভাঙনের
উত্তর : (ক) জোয়ার-ভাটার
প্রশ্ন :নিচের কোনটি সামাজিক পরিবেশগত সমস্যা?
(ক) পানি দূষণ
(খ) তাপমাত্রা বৃদ্ধি
(গ) পলিথিনের ব্যাপক ব্যবহার
(ঘ) প্রাকৃতিক সম্পদের পরিমাণ হ্রাস
উত্তর : (গ) পলিথিনের ব্যাপক ব্যবহার
প্রশ্ন :কত তারিখকে 'বিশ্ব পরিবেশ দিবস' ঘোষণা করা হয়?
(ক) ৫ জুন (খ) ৬ জুন (গ) ৭ জুন (ঘ) ৮ জুন
উত্তর : (ক) ৫ই জুন
প্রশ্ন :নিচের কোনটি প্রাকৃতিক পরিবেশগত সমস্যা?
(ক) যানজট (খ) মরুকরণ (গ) সামাজিক অবক্ষয় (ঘ) বস্তি সমস্যা
উত্তর : (খ) মরুকরণ
প্রশ্ন :বাংলাদেশে প্রতি বর্গকিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব কত?
(ক) ২৫৬ (খ) ৩১৫ (গ) ৩৬২ (ঘ) ৯৯৩
উত্তর : (ঘ) ৯৯৩
প্রশ্ন :বাংলাদেশে কতজন ব্যক্তির জন্য ১ জন যোগ্যতাসম্পন্ন ডাক্তার রয়েছেন?
(ক) ৩০৪৩ (খ) ৪০৪৩ (গ) ৪০৪৫ (ঘ) ৪০৫০
উত্তর : (খ) ৪০৪৩
প্রশ্ন :আলম ঢাকায় বেড়াতে এসে দেখল অনেক বাস, গাড়ি, টেম্পো। আলম লক্ষ করল কোনো কোনো গাড়ি দিয়ে কালো ধোঁয়া বের হচ্ছে। এ ধোঁয়ায় আমাদের স্বাস্থ্যের উপর কী প্রভাব ফেলবে?
(ক) একই রকম থাকবে (খ) উপকার হবে
(গ) ক্ষতিকর (ঘ) স্বাস্থ্যসম্মত
উত্তর : (গ) ক্ষতিকর
প্রশ্ন :জসিম মিয়ার চারটি মেয়ে আছে। কিন্তু জসিম মিয়া বংশ রক্ষার জন্য আরও সন্তান চান। জসিম মিয়ার এই সন্তান চাওয়া অধিক জন্মহারের কোন কারণের অন্তর্ভুক্ত?
(ক) নারী শিক্ষার অভাব
(খ) বাল্যবিবাহ
(গ) পুত্র সন্তানের প্রত্যাশা
(ঘ) অধিক শিশুমৃত্যু
উত্তর : (গ) পুত্র সন্তানের প্রত্যাশা
প্রশ্ন :বীণা প্রত্নতাত্তি্বক নিদর্শন দেখতে যেয়ে দেখল সেখানে শায়েস্তা খানের মেয়ে পরীবিবির সমাধি রয়েছে। বীণা কোন ঐতিহাসিক নিদর্শনসমৃদ্ধ স্থান দেখতে গিয়েছিল?
(ক) লালবাগ দুর্গ (খ) পাহাড়পুর (গ) মহাস্থানগড় (ঘ) ওয়ারি-বটেশ্বর
উত্তর : (ক) লালবাগ দুর্গ
প্রশ্ন :পন্ড্রুনগরের ধ্বংসাবশেষ কোথায় রয়েছে?
(ক) ময়নামতিতে (খ) পাহাড়পুরে
(গ) মহাস্থানগড়ে (ঘ) লালবাগ দুর্গে
উত্তর : (গ) মহাস্থানগড়ে
সঠিক উত্তরটি খাতায় লেখ :

প্রশ্ন :বখতিয়ার খিলজি রাজপ্রাসাদে পেঁৗছানোর সময় কতজন সঙ্গী তাঁর সাথে আসতে পেরেছিল?

(ক) ১৭ (খ) ১৯ (গ) ২১ (ঘ) ২৪
উত্তর : (ক) ১৭
প্রশ্ন :ইবনে বতুতা কোথাকার অধিবাসী ছিলেন?
(ক) আমেরিকা (খ) ইউরোপ
(গ) আফ্রিকা (ঘ) এশিয়া
উত্তর :(গ) আফ্রিকা
প্রশ্ন :কাকে পরাজিত করে শেরখান শের শাহ উপাধি নেন?
(ক) সুলায়মান কররানী (খ) হুমায়ুন (গ) আকবর (ঘ) জাহাঙ্গীর
উত্তর :(খ) হুমায়ুন
প্রশ্ন :বারভূঁইয়াদের মধ্যে সবচেয়ে শক্তিশালী কে ছিলেন?
(ক) চাঁদ রায় (খ) কেদার রায়
(গ) প্রতাপাদিত্য (ঘ) মুসা খান
উত্তর :(ঘ) মুসা খান
প্রশ্ন :কার আমলে বাংলায় টাকায় আট মণ চাল পাওয়া যেত?
(ক) মুর্শিদকুলী খান (খ) সুজাউদ্দিন খান
(গ) শায়েস্তা খান (ঘ) আলীবর্দী খান
উত্তর :(গ) শায়েস্তা খান
প্রশ্ন :পলাশীর যুদ্ধ হয় কত সালে?
(ক) ১৭৫৭ (খ) ১৮৫৭ (গ) ১৯৫৭ (ঘ) ১৯৫৮
উত্তর : (ক) ১৭৫৭
প্রশ্ন :কোম্পানির প্রথম শাসনকর্তা কে ছিলেন?
(ক) লর্ড কর্নওয়ালিস (খ) লর্ড ক্লাইভ (গ) লর্ড বেন্টিঙ্ক (ঘ) লর্ড ওয়েলেসলি
উত্তর : (খ) লর্ড ক্লাইভ
প্রশ্ন :নারিকেলবাড়িয়ায় বাঁশের কেল্লা নির্মাণ করেন কে?
(ক) তিতুমীর (খ) হাজী শরীয়তউল্লাহ (গ) রাজা রামমোহন রায় (ঘ) হাজী মুহম্মদ মুহসীন
উত্তর :(ক) তিতুমীর
প্রশ্ন :মলয় দাসের মেয়ে বিধবা হয়ে ফিরে আসলে পাশের গ্রামের অজয় সেন তার ছেলের সঙ্গে মলয় দাসের মেয়ের বিয়ে দেন। অজয় সেন কোন মহান ব্যক্তির আদর্শে অনুপ্রাণিত হয়ে এমন সিদ্ধান্ত নেন?
(ক) রাজ রামমোহন রায়
(খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
(গ) তিতুমীর
(ঘ) হাজী শরীয়তউল্লাহ
উত্তর : (খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
প্রশ্ন :মতিচুর বইটির লেখক কে?
(ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
(খ) বেগম রোকেয়া
(গ) সৈয়দ সাখাওয়াত হোসেন
(ঘ) নওয়াব আবদুল লতিফ
উত্তর :(খ) বেগম রোকেয়া
প্রশ্ন :১৯৭০ সালের সাধারণ নির্বাচনে কোন দল বিজয়ী হয়?
(ক) পাকিস্তান পিপলস্ পার্টি
(খ) মুসলিম লীগ
(গ) আওয়ামী লীগ
(ঘ) নির্দলীয় সদস্য
উত্তর : আওয়ামী লীগ
প্রশ্ন :কোন রাতকে 'কালরাত' বলা হয়?
(ক) পঁচিশে মার্চের রাতকে (খ) ছাবি্বশে মার্চের রাতকে
(গ) সাতাশে মার্চের রাতকে (ঘ) ত্রিশে মার্চের রাতকে
প্রশ্ন :মুক্তিযুদ্ধে সারা বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়?
(ক) ১০ (খ) ১১ (গ) ১২ (ঘ) ১৩
উত্তর : (খ) ১১
প্রশ্ন :কাদের ধর্মের নাম সাংসারেক?
(ক) চাকমাদের (খ) গারোদের
(গ) মণিপুরিদের (ঘ) খাসিদের
উত্তর : (খ) গারোদের
প্রশ্ন :খাসিরা অতিথিদের কী দিয়ে আপ্যায়ন করে?
(ক) চা ও কফি (খ) চা ও বিস্কুট
(গ) পান-সুপারি (ঘ) ভাত, মাংস
উত্তর : (গ) পান-সুপারি
প্রশ্ন :রিজভি সিলেটে বেড়াতে যেয়ে এক জনগোষ্ঠীর দেখা পেল। রিজভি আরও জানল এদের আদিবাস আসামে। রিজভি কোন জনগোষ্ঠীর দেখা পেল?
(ক) খাসি (খ) মণিপুরি (গ) গারো (ঘ) সাঁওতাল
উত্তর : (খ) মণিপুরি 

No comments:

Post a Comment

Composition on Female Education in Bangladesh for Examination

  Female Education in Bangladesh Education is a light to which everybody has the equal right. Education is the backbone of a nation. The ...